![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
কতো আইনের মার-প্যাচ যেনো শৃংখল
কতো সত্য অসাবধানে আজ অচল
কিছু ভুরি ভুরি কাগজ
আর মোটা ভূড়ির ঠেস দেয়া পেট
কতো অবাধ্য মিথ্যেয় ছড়িয়েছে আবেগ
.
এই ডেস্ক জানে কতো অদ্ভূত
বাহানায় পাপ ছিলো ভূত
কতো ভবিষ্যতের পেছনে দৌড়িয়ে
লাগিয়েছি ভূক
.
অর্থ ছিলো,মান ছিলো
খেয়েছি কতোদূর
পরিবারের সব সরেছে
সবাই বহূদূর...
.
আজ যখন এই সাদা চাদরে
শুয়ে থাকি শেষ যাত্রায়
সব চোখে ভাসে
কতো পাপ ছিলো ওই রথযাত্রায়...
০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৩
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ধন্যবাদ
২| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪০
মোঃ কবির হোসেন বলেছেন: ভাই আপনার কবিতাটি ভালো লেগেছে। বিষেশ করে শেষের লাইন গুলো মন ছুয়ে গেলো।
"আজ যখন এই সাদা চাদরে
শুয়ে থাকি শেষ যাত্রায়
সব চোখে ভাসে
কতো পাপ ছিলো ওই রথযাত্রায়... "
ধন্যবাদ।
০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৪
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ধন্যবাদ কবির ভাইয়া।দোয়া করবেন আমার জন্য
৩| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৫
বিজন রয় বলেছেন: ঘুষ কোনদিন বন্ধ হবে না।
++++
০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৪
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: একজন ব্যক্তিও যদি আমার কবিতা দেখে ঘুষ নেয়া বন্ধ করেন সেটাই আমার সফলতা
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৬
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।