![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
শীর্ষ সময় হাহাকারের ছবিতে ফুটে তোলে কোনো কবি
এসব দেখেই নির্লিপ্ত ছিলো রবি
চেনাজানা সব দেহের বাকে
রংতুলি একটু একটু করে আচড় টানে
আচল যদিও বা মাটিতে লুটে
কবি সেগুলো তুলে খায় খুটে
.
দম বন্ধ করা ঘরে
অনেক কঠিন কোনো স্বরে
একটুও ধমক দিলেই ঝাঁঝে
ঝিঝিরা কিচির করে জমে ওঠে কাজে
.
ছন্দ মিলিয়ে
এসব ভাবে কবি
কতো শক্তি তার
কতো কঠিন তার ছবি
©somewhere in net ltd.