নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

ভ্রষ্ট

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০০

বেচে ছিলে তো সেই শীতকালেই
এরপরে শুকনো পাতার মতো ঝরে গেলে
আমার বুক নতুন কোনো পাতার মতো
অন্য কারো হৃদস্পন্দন অনুভব করলো
.
শীত চলে গেলো
তোমাকে কোনো পাতাকুড়ানিরা
তুলে নিয়ে গেলো
বস্তা বন্দী তুমি
.
যাকে আমি প্রচুর আবেগে
স্নিগ্ধ কোনো কিশোরীর মতো
বসন্তের মৃদু বাতাসে দোল খেতে দিতাম
সে আজ শুকনো কড়কড়ে
.
খুব মজা পেয়েছিলে,
তাই না?
.
বন্ধ বস্তার এক পাশে চিমটের মতো
থাকতে চেয়েছিলে..
.
আমি তো গাছ
আমাকে শূণ্যস্থানের ভয় দেখিয়েছিলে
.
আমি হেসেছিলাম
হো! হো! করে হেসেছিলাম।
.
আমি জানতাম আমি নিঃস হবো না
তুমি সুখ খুজেছিলে
আমার বাহুডরে আহ্লাদ পেতে তোমার আপত্তি ছিলো
.
যাও তুমি ছুটন্ত যুবতীর মতো ছুটে যাও
রাস্তায় পড়ে যাও!
.
আমায় ছাড়া তুমি কুড়মুড়ে এক বুড়ি
এক বৃদ্ধা যার দহন হবে কিছুদিনের মধ্যেই
.
যাও তুমি চুলোয়
যদিও আমার হাতেই শোভা পাচ্ছে নতুন কেউ
ওই চুলোর জ্বালের পর তোমার দেহে আজ যতো কষ্ট
ততোটাই দহন হচ্ছে আমার হৃদয়ে
আমি পথ ভ্রষ্ট,সত্যিই আমি ভ্রষ্ট...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৭

বিজন রয় বলেছেন: হা হা হা ............. গতিময় কবিতা।
কিন্তু বানানের দিকে খেয়াল রাখতে হবে যে!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪২

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: চেষ্টা করবো।ধন্যবাদ

২| ২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১১

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪৩

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: চেষ্টা করবো ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.