![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
আমি গতিশীল
শ্রদ্ধায় অবনত
আমার সাম্রাজ্য
আমি অসীম
ভূলে হয়ে যায়
আমার পুত্র তাজ্য
.
আমার সন্তান আজ
কবিতার মতো ডালে জালে
জড়িয়ে যায়
আমার সম্ভ্রম আজ
শিকলের মতো হালে ছালে
শুকিয়ে যায়
.
শুকনো গাজা ডলে
পথে প্রান্তরে নির্বাস ছড়িয়েছে
আমাকে ভরিয়েছে
দিয়েছে বিশাল স্বান্তনা
আমার মাথার উপর
মায়ের মতোই হাত রেখে
ছুয়েছে অনেক যন্ত্রণা
.
আমি অন্ধকার দেখি
ওই দূরে! সুরে ভূল খুঁজি
আমি চোখ বুজি
তোমার সুখে - দুখে সাজি
.
এতো গ্রথ
পথে পার্বণে
রাস্তা ঘাট যখন জ্বলে ওঠে
প্রচুর গরমে
আমি শরম পেয়ে
লুকিয়ে পড়ি
বটের কোনে
.
আমাকে দেখে ডালপালা সব বেড়ে ওঠে
পাখিরা সব নড়ে ওঠে
আমি অন্য জগতে
লিখসি কি সব আদৌতে
আমি পুরো দক্ষিণ চষে
মাটির সব রস চুষে
ছুটেছি ওই সর্বদার পানে
মৃত্যু অবধারিত যেখানে
©somewhere in net ltd.