![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
চিতা জ্বলেছে অনেক দেশজুড়ে
ছুটেছে মানুষ অবান্তর হুড়মুড়ে
গোলযোগে, অভিযোগে
প্রতি মানুষ প্রতিযোগে
.
এক বিদ্বেষ এক স্বদেশে
তাও আহত ভীনদেশে
প্রান্তর ফুড়ে উঠেছে আবন্তর বটে
তাও আহত এই সেমিস্টার জটে
.
লিখে যাচ্ছে সময় ইতিহাস
সেটা নিয়েও সবার হাসফাস
একটু শ্বাস ও যদি না পায়
মানুষ আসলেই নিরুপায়
.
তাও ভাবে প্রকৃতির কথা কয়জন
গাছকে কে ভাবে স্বজন!
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৬
শাহানাজ সুলতানা বলেছেন: চিতা জ্বলছে
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১২
শাহানাজ সুলতানা বলেছেন: ভালও লাগল