![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ইহার মতো, তাহার মতো বা তাহাদের মতো নই। আমি আমার মতো। আমার মাঝে ইহাকে, উহাকে, তাহাকে খুঁজিয়া কোন লাভ নাই...।
♦ নিজের চরিত্রে কাঁদা রেখে সাদা চরিত্রের স্ত্রী খুঁজছেন.....???
প্লেট থেকে চানাচুর খেতে গেলে দেখবেন সবাই বেঁছে বেঁছে শুধু বাদাম খাওয়া শুরু করে। এটা একটা সহজাত প্রবৃত্তি। আপনি আমি সবাই শুধু বেঁছে বেঁছে বাদাম খাই।
আমার এক বন্ধু একবার ঢাকায় আসলো বেড়াতে। ওর সাথে কথা বলার এক পর্যায়ে সে জানালো তার এক আত্মীয় ঢাকা কলেজের টিচার। আর তিনি থাকেন আজিমপুর সরকারি কোয়ার্টারে। টিচারের ব্যাপারে এই সেই বলতে বলতে হঠাৎ বলল- তার নাকি একটা মেয়েও আছে। মেয়েটি নাকি খুবই ভালো। সম্পূর্ণ ইসলামিক মাইন্ডের, পর্দা করে, ছেলেদের সাথে মিশে না ইত্যাদি ইত্যাদি। তার নাকি আবার ওকে বিয়ে করারও ইচ্ছে।
আমি জিজ্ঞেস করলাম- What about you.....???
উত্তর- চুপ।
আজ নামাজ পরছিস.....???
উত্তর- না।
তখন বললাম- দোস্ত, তুই তো জীবনটাই কাটিয়ে দিলি মেয়েদের পেছনে ঘুরে ঘুরে। এখনও তোর ফোন চেক করলে গোটা পঞ্চাশেক মেয়ের ফোন নাম্বার পাওয়া যাবে। ইসলাম তো প্র্যাকটিস করিস না। আমি তো জানি তুই কেমন। আর সেই তুই কিনা বিয়ের জন্য খুঁজছিস একটি স্বতী, ভালো, পর্দাশীল, ইসলামিক মাইন্ডের মেয়ে......!!!
রাস্তার ফকির থেকে শুরু করে সাহেব পর্যন্ত সবারই চানাচুরের প্লেট থেকে
বাদাম খাওয়ার স্বভাব। সবাই নিজের
জন্য ভালো, উত্তম জিনিসটাই চায়। কিন্তু একটিবারও চিন্তা করেনা যে, সে ওটা Deserve করে কিনা।
সারাজীবন মেয়েদের পেছনে ঘুরে ঘুরে, গার্লফ্রেন্ডের পর গার্লফ্রেন্ড মেইনটেইন করে, অন্ধকার ঝোপ-ঝাড়ের যাবতীয় সুযোগ কাজে লাগিয়ে, নিজের
ক্যারেক্টার ঠিক না রেখে বিয়ে করার
সময় ঠিকই খুঁজবে নম্র, ভদ্র, পর্দাশীল, নামাজী, এমনকি কোনদিন কোন ছেলের সাথে মিশেনি বা কথা পর্যন্ত বলেনি এমন সৎ মেয়ে।
যোগ্যতা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এজন্যই যে, এটা অর্জন করতে হয়। প্রেম প্রেম খেলা করে বেড়ানোর জন্য হাতের কাছে যা পাওয়া যায় সেটাই কাজে লাগাতে
পারেন কিন্তু বিয়ে করতে গেলে পিউর
জিনিস লাগবে। আচ্ছা, যে পিউর মেয়েটিকে আশা করছেন তার জন্য নিজেকে পিউর হিসেবে তৈরি করছেন তো.....???
ভালো মানুষ সাজতে ১২ টাকা
লাগে। ৭ টাকার আতর আর পাঁচ টাকার টুপি। কিন্তু সত্যিকারের ভালো মানুষ হতে এক টাকাও লাগে না। মনের পরিশুদ্ধি, চিন্তার পবিত্রতা, সততা, মহান আল্লাহর প্রতি তাক্বওয়া, ইখলাস এসবই যথেষ্ট।
বিয়ের মত একটি বিষয়ে অবশ্যয় সততার পরিচয় দেওয়া উচিত। পাশের মানুষটিকে পিউর হিসেবে পেতে গেলে আগে সেই মানুষটির পাশে নিজেকে পিউর হিসেবে উপস্থাপন জরুরী। সরবত মিষ্টি হয় চিনির গুণে। কিন্তু চিনির সাথে একটুখানি বালি মিশিয়ে দিলেই সেই সরবতটা আর খাওয়া যায়না। মনে রাখবেন, নিজের মনে ধূলা-বালির আবর্জনা রেখে যত চিনিই ঢালেন না কেন কোনদিন পিউর সরবত পাবেন না।
♦ তাক্বওয়া-ওয়ালী স্ত্রী কিংবা তাক্বওয়াবান স্বামী চাইলেই কি পাওয়া যায়.....???
Unmarried ভাইয়া ও আপু, আপনাদেরকে বিশেষভাবে বলছি!!! বিয়ের উপর ভিত্তি করে ফেইসবুকে পোস্ট করা বিভিন্ন লেখাগুলো মুসলিম নামের ভাই-বোনেরা যে শেয়ার করেন তা দেখতে ভালোই লাগে। শেয়ার করার সময় অনেকে দোয়া করেন "হে আল্লাহ,
আমাদের তাক্বওয়া-ওয়ালী স্ত্রী / তাক্বওয়াবান স্বামী দাও" তাও বেশ চমৎকার।
কিন্তু আমাদের জেনে রাখা উচিৎ,
তাক্বওয়ার প্রকাশ আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে। তাক্বওয়া দরকার
আমাদের সুশ্যাল সাইটের প্রোফাইল পিকচারে কিংবা কাভার ফটোতেও।
কেট উইন্সলেট-লিওনার্দো ডি ক্যাপ্রিও, শাহরুখ-ঐশ্বরিয়া আর টুইলাইট সিরিজের নায়ক-নায়িকার ছবি লাগিয়ে আমরা আসলে আমাদের পাপের ভাগ বাড়িয়েই চলেছি নিয়মিত। ফেইসবুকে মেয়ে হয়ে ছেলেদের সাথে এবং ছেলে হয়ে মেয়েদের সাথে পর্দা করার বিষয়টাও অবশ্যয় তাক্বওয়ার অন্তর্গত।
অযথা কারো স্টেটাস কিংবা ছবিতে এমন কোন কমেন্ট করতে যাওয়া ঠিক নয় যা আপনি রিয়েল লাইফে করাটাকে অপছন্দ/ভয় করেন। আপনার পোস্ট/কমেন্ট/লাইক কিন্তু সজ্ঞানে বা অজ্ঞানে অজস্র মানুষ দেখছে। তারাও এর থেকে অনুপ্রাণিত হচ্ছে। পাপে উৎসাহী না হলেও পাপকে দেখে তাদের পাপ হচ্ছে; যার দায়ভার আপনি এড়াতে পারবেন না। বেগানা নারীর ছবিতে লাইক ও ছবি আপলোডেও সর্বোচ্চ সতর্ক থাকুন। কেননা আপনার শেয়ার করা ছবি
যতজন দেখবে, ততজনের পাপের ভাগীদার আপনাকেই হতে হবে।
উত্তম জীবনসঙ্গী কেবল মুখের কথা নয়। বরং তাহাজ্জুদ ও দোয়াতে প্রচুর পরিমাণ কান্না এবং জীবনের প্রতিটি মূহুর্ততে আল্লাহকে ভয় করে চরিত্রকে সঠিক রাখার চেষ্টা করার পরেই তা
আশা করা উচিৎ। আল্লাহ সবার ডাক শোনেন। আর যারা তার উপরে বিশ্বাস
রাখে ও তার সন্তুষ্টি পেতে আপ্রাণ চেষ্টা করে তাদেরকে তিনি ভালোবাসেন। সুতরাং আল্লাহকে ভয় করে আমাদের প্রতিটি মূহুর্ত কাটুক, এবং তার
ভালোবাসার আশা হোক আমাদের উদ্দীপনা।
♦ বিয়ের ক্ষেত্রে দ্বীনদারীই হোক আমাদের মুসলিমদের অন্তরের গভীর থেকে চাওয়া.....
ভাই, আপনি মন জুড়ানো সুন্দরী বউ
খুঁজছেন.....???
কিন্তু তাতে করে এমন কাউকে হাড়াচ্ছেন নাতো যে হয়ত অত্যধিক সুন্দরী নন, অনেক বড় ঘরের নন, কিন্তু তিনি আল্লাহকে ভয় করে নিজের চরিত্রকে সুরক্ষিত রাখেন, যিনি যেকোন মানুষের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসেন ও ভয় করেন, হয়ত
জান্নাতে তার বিস্তৃত রাজত্ব থাকবে।
আপনি কি দ্বীনদারী ভুলে রূপকেই হিসেব করছেন.....???
এই ভুল করে জীবনভর আফসোস করতে রাজি তো.....???
বোন, আপনি খুব আরাম-আয়েশে থাকার জন্য বেশ ভালো সম্পদওয়ালা ছেলে খুঁজছেন.....???
অনেক ঠকমকে-চকমকে প্রোফাইলের কাউকে খুঁজতে গিয়ে এমন কাউকে ঠেলে দিচ্ছেন নাতো যে হয়ত সাধারণ একটা জীবনযাপন করছেন কিন্তু তিনি চরিত্রবান, ব্যবহারে কোমল এবং ইসলামকে ভালোবাসেন ও সেই মোতাবেক জীবনের প্রতিটি পদক্ষেপ পরিচালিত করতে চান। হয়ত শেষ বিচারের দিনে তিনি আল্লাহর কাছে পুরষ্কার হিসেবে জান্নাত পাবেন। জান্নাতে তার বিশাল রাজত্ব থাকবে, হয়ত দুনিয়াতে নয়।
চরিত্র আর সততা ফেলে আপনি কি সম্পদকেই মূল্য দিচ্ছেন.....???
এই ভুল করে জীবনভর আফসোস করতে রাজি তো.....???
সর্বোপরি বিয়ের ক্ষেত্রে দ্বীনদারীই হোক
আমাদের মুসলিমদের অন্তরের গভীর থেকে চাওয়া। মুখের মিষ্টি কথা হিসেবে নয়, প্রকৃত আর্জি হোক এটাই। আল্লাহ উত্তম সঙ্গী মিলিয়ে দিবেন।
ইনশা-আল্লাহ.........।।।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩২
স্বপ্নীল পরান বলেছেন: ধন্যবাদ আম আদমি ভাই।
শুভ কামনা…………
২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪
মাহবুবুল আজাদ বলেছেন: খুবই ভাল লাগল।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৫
স্বপ্নীল পরান বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই ভাল লাগা জানানোর জন্য।
শুভ কামনা ……
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১
ভীতুর ডিম্ব বলেছেন: সঠিক কথা। ভালো লাগলো।
১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯
স্বপ্নীল পরান বলেছেন: ধন্যবাদ ভাল লাগা জানান দেওয়ার জন্য।
শুভ কামনা………
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১
প্রামানিক বলেছেন: অনেক সুন্দর কথা বলেছেন।
০৭ ই মে, ২০১৬ রাত ২:৩১
স্বপ্নীল পরান বলেছেন: ধন্যবাদ ভাল লাগা জানান দেওয়ার জন্য।
শুভ কামনা………
৫| ০৭ ই মে, ২০১৬ রাত ৩:২৮
ছাদগাজী বলেছেন:
হাউকাউ পোস্ট।
১২ ই মে, ২০১৬ রাত ২:১২
স্বপ্নীল পরান বলেছেন: নতুন তো তাই হয়তো খুবই খারাপ লিখছি।
ইনশা-আল্লাহ্ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ, আপনার মন্তব্য শেয়ার করার জন্য..।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯
আম আদমি বলেছেন: সত্য কথা বলেছেন।