নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

মেঘ বন্ধু এবং শিকড় ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

মেঘ বন্ধু

ক'ফোঁটা বৃষ্টির জলে মুখ ভেজাবো বোলে,
কিছু মেঘ কিনেছি যদিও সে সন্ন্যাসী,
শিখেছিলাম কিছু পাপ তাই হয়েছি দাহন,
শেষ সমুদ্রের কাছে ঋণী সে এতো জলে নয় সর্বহারা ।

যে যাপন করে দীর্ঘ পথের যাত্রা আজ আমি তারই পথিক
তাই মেঘের সাথে করি আমি সাদৃশ সেও এক চিরন্তন পথ ।

শিকড়

আমি যখন অনিয়ন্ত্রিত শঙ্কায় চুরি হতে চাই তখন বন্যে জীবিত কিছু গুল্ম জড়িয়ে ধরে আমায় । তারা চায় না আমি চুরি হই । তাদের স্বার্থ আমি তাদের পাহারাদার । দীর্ঘ পাহারাদারে আমার অর্জন তাদের বিশ্বাসভাজন । যখন তাদের সঙ্গে আমার দেখা তখন তারা ছিল একা । তারা বলেছিল, ছিল তারা আমার অপেক্ষায় ।আমিই তাদের মালিক, তারাই আমার সৃষ্টি । তাদের কাছে যারা আসে তারা অফেরতযোগ্য । হাজারো বক্রাকৃতির গুল্ম আপ্যায়নে ব্যস্ত । তারা কখনো ছেঁদ করে, তখন বলে আমরা তোমার ভুল, কখনো করে মনোরঞ্জন, তখন বলে আমরা তোমার ভুলের ইতিহাস । তারা স্বপ্নে অবিশ্বাসী , তারা নিগৃহীতে অপমানিত হয় ।তাই নতুনের আগমনের শঙ্কায় ভোগে তারা । আমায় বেঁধে রেখে করে তাদের তাড়িত । এমন একদিন হঠাৎ তারা আমায় ছেড়ে দিল । আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকি । তারা সব অদৃশ্য হয়ে গেল । তখন আমি ভাবতে থাকি আমার ইতিহাস, কিন্তু আমার হৃদয় ঘেঁটে পেলাম না কোন ইতিহাস ।



মন্তব্য ২১ টি রেটিং +৬/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........ !:#P

চমৎকার হয়েছে। প্রথম লাইক দিলাম। !:#P

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৫

আমি তুমি আমরা বলেছেন: সামুর আঙ্গিনায় স্বাগতম।পোস্টে দ্বিতীয় ভাল লাগা :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

কলমের কালি শেষ বলেছেন: ভাল লিখেছেন । হ্যাপি ব্লগিং । :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০০

এহসান সাবির বলেছেন: চমৎকার লেখা।

খুব ভালো লাগল।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৫

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক।

অামার শুভকামনা অনিঃশেষ জানবেন কবি।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । আপনার জন্যও রইলো অনেক শুভ কামনা । :)

৬| ১১ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:০৮

রুদ্র জাহেদ বলেছেন: এক লহমায় মুগ্ধপাঠ

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৭| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৩

খায়রুল আহসান বলেছেন: এই ব্লগে আপনার বিচরণ স্বাচ্ছন্দ্যময় হোক!

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৬

গেম চেঞ্জার বলেছেন: শিকড় অনুচ্ছেদে কি বোঝাতে চেয়েছেন......... ফিলোসফি??

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: যখন নতুন নেশার আশায় এগিয়ে যেতে চাই তখনি আমাকে জড়িয়ে ধরে আমার অতীতের ভয় । এই ভয়গুলো আমার দ্বারাই তৈরী হয়েছিল আর এখন তারাই আমাকে রুদ্ধ করছে । যখন আমি এগুলো ভুলে যাবো ঠিক তখনি আমি আর আমার ইতিহাস খুঁজে পাবো না এবং আরো উজ্জ্বল হয়ে বিকসিত হবো ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

মনিরা সুলতানা বলেছেন: আপনার শুরু থেকে শুরু করলাম :)

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লাগলো অনেক ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১০| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:০৫

আরজু নাসরিন পনি বলেছেন:
মুখ ভেজাবো বোলে,এই "বোলে" কি চলিত রূপ নাকি কবিতায় ব্যবহারের রূপ?

মুগ্ধতা জড়ানো কথামালা।

শুভ ব্লগিং।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: 'বলে' ব্যবহার করলে তৃতীয় পক্ষের আওয়াজ মনে হয়, তাই 'বোলে' লিখলাম । আরেকটু কাছের, আরেকটু আবেগি । তাই এটা সাধু কিংবা চলিত নয়, কবিতার ভাষা ভাবনায় ব্যবহার করেছি ।

হা হা, প্রথম প্রকাশ বলে শুভ ব্লগিং লিখেছেন !!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

( আমি নটিফিকেশন পেয়েছিলাম কিন্তু প্রতিউত্তরে একটু বিলম্ব হলো তাই দুঃখিত। ইনকামিং নটিফিকেশনগুলো সবসময় আমি পেয়েছি, এতে প্রবলেম কখনো হয় নি, অউটগোয়িং গুলোতে প্রবলেম হয়, কিছু পাই কিছু পাই না ।)

শুভ ব্লগিং । :)

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯

উম্মে সায়মা বলেছেন: আপনি প্রথম থেকেই অনেক ভালো লিখেন!
ভালো লাগল। শুভকামনা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.