নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

তাই তো আজ তুমি চাঁদের কাছে ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

তুমি নেই বলে আমি আজ নীল আকাশে নক্ষত্র খুঁজি
যেখানে তুমি রোপণ করতে তোমার-আমার স্বপ্ন
তাই আজ আমি নিঃস্ব আঙ্গিনায় আঁধার হলেই শুনি,
আমার কিছু নেই, আমার কিছু নেই- সে তুমি, সে তুমি ।

আমায় ক্ষমা কোরো চাঁদ হতে পারিনি যা তুমি চেয়েছিলে
তাই তো আজ তুমি চাঁদের কাছে সে কী তোমায় কলঙ্ক দিয়েছে ?
থাক তবে আমি নক্ষত্র হয়েই থাকি সেই দূর থেকে একলা হয়ে,
তোমার জন্য নিঃসঙ্গ কিছু আলো ছোঁইয়ে দিই তোমার রাত্রির সুখ নিবাস ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:০৪

রুদ্র জাহেদ বলেছেন: তুমি নেই বলে আমি আজ নীল আকাশে নক্ষত্র
খুঁজি
যেখানে তুমি রোপণ করতে তোমার-আমার স্বপ্ন
তাই আজ আমি নিঃস্ব আঙ্গিনায় আঁধার হলেই শুনি,
আমার কিছু নেই, আমার কিছু নেই- সে তুমি, সে তুমি।
অনবদ্য

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৫২

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনার এই পোস্টেই দেখলাম সবচে কম মন্তব্য, তাই ভাললাগা রেখে গেলাম।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন: তখন আমি ওয়াচে ছিলাম । তাই এই পোস্ট প্রথম পাতায় প্রকাশিত হয়নি ।

ধন্যবাদ । :)

৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৯

খায়রুল আহসান বলেছেন: ব্যথামাখা কবিতা, স্পর্শ করে গেলো!
আমার কিছু নেই, আমার কিছু নেই- সে তুমি, সে তুমি - বাঙ্ময় অভিব্যক্তি।

০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.