নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

শেষ ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১১

নীরব- তুমি কেন নীরব ?
আসমানের কাটগড়ায় মেঘকে আসামি কোরে
বৃষ্টি ঝরাও, দেখবে বিচার হয়ে গেছে ।

সমুদ্রকে পুঁজি করে যে টিকে আছে এতোদিন
তাকে বলে দাও আমি তোমার নয় ।
আমিও আঁকতে পারি সমুদ্র, সে হবে দৈর্ঘ্যের বাইরে
তুমি কী তা জানো ? এসো না আমায় গ্রাস করতে ।
যে রাতের অপেক্ষা তুমি করো সে রাত কবেই বিলিন হয়েছে !
আর কখনো সে আসবে না, তুমি কী তা জানো ?
নাহ তুমি কিছুই জানো না । আমিই এখন সর্বগ্রাসী ।
এসো না আমার সান্নিধ্যে, গিলে ফেলবো লুকিয়ে থাকা স্রোতে !

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৮

শায়মা বলেছেন: :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১২

কথাকথিকেথিকথন বলেছেন: খুশির ইমো হবে ।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২২

শায়মা বলেছেন: হুম!!!!!!!!!

অনেক খুশির ইমো!:)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যা সেটাই হবে নিশ্চিত ।

৩| ১১ ই অক্টোবর, ২০১৫ ভোর ৫:৫৭

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৪| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২০

খায়রুল আহসান বলেছেন: কঠিন কথা। অনেকটাই দূর্বোধ্য আমার কাছে। তবে কবির কোন দায় নেই পাঠককে বোঝানোর, সে কথা মানি।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । চমৎকার বলেছেন ।কবিতা বুঝিয়ে দেয়াটা বেশ কষ্টকর । তবে কবিতা কিন্তু অত কঠিন হয় নি !

৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১

খায়রুল আহসান বলেছেন: তবে কবিতা কিন্তু অত কঠিন হয় নি ! -- আচ্ছা, ঠিক আছে। মানলাম।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: ওকে ওকে । আমিও মেনে নিলাম !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.