নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
পাখিটি খাঁচা ভেঙ্গে দিলো
সে উড়তে চায় বোলে উড়ে গেলো
সে চায় এমন একটি আকাশ
যার তলে বাহু মেলবে সুখ নিঃশ্বাসে
সে চায় বৃক্ষরাজি-পুষ্প, মাতাল হওয়া
সে হতে চায় আপন সৃষ্টে হরণ হোক সেথা তার মরণ।
যে ঘরে নিরপরাধ ভোগে
তবে সে ঘর তুমি কেনো বানাও ?
তুমি এক অদৃশ্য খাঁচায় বন্ধী বলে
কেন অন্যের নিঃশ্বাসে ভাগ বসাও ?
পারলে তুমিও ভেঙ্গে দাও সে খাঁচা
যার কুণ্ডুলীতে তুমি বিদ্ধ দিবারাত্রি ।
সেদিন বুঝবে মুক্ত আকাশের সন্ধানে
হারিয়ে যাওয়া পাখিরা কেন আর ফেরে না।
যে জগৎ তারা নিজে গড়ে
যে জগৎ চায় তারা নিজে গড়তে
তারাতো সেখানেরই;
নয় তো বদ্ধ কোন খাঁচার !
তুমিও গড়তে পারো এমন এক নিজস্ব
তবে গড়ে নাও ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: কে বলল !! পাখি সে আমার নয়, সে আকাশ, নদীনালা, অরণ্যের কিংবা কারো হৃদয়ের সুখ । যদি আসে তবে আমার সোভাগ্য । কিন্তু খাঁচায় বেঁধে হতে হয় ধারণেও অলিখিত দেবদাস ।
গান শুনেছি বহুবার । উদাস হই চিরস্থায়ী ভাবনায় ।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৯
শায়মা বলেছেন: বাপরে!!!!
তুমি তো মহাকবি আপুনি!!!!!!!!!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন: শেষের শব্দটা কী আপনি কে আহ্লাদী সুরে লেখা ? সমস্যা নেই তুমি ডাকলেও চলবে । আমিও না হয় ডাকলাম ।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫১
প্রামানিক বলেছেন: অনেক সুন্দর কবিতা। ধন্যবাদ
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১১
কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৩
শায়মা বলেছেন: কথাকথি আপু আজকে কি কবিতা লিখবে???
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতারা আজ বাড়ি নেই । তারা নানাবাড়ি বেড়াতে গেছে । এবং বলে গেছে ওদেরকে যেন তাড়াতাড়ি না আনতে যাই !
৫| ১১ ই অক্টোবর, ২০১৫ ভোর ৫:৫০
রুদ্র জাহেদ বলেছেন: সেদিন বুঝবে মুক্ত আকাশের সন্ধানে
হারিয়ে যাওয়া পাখিরা কেন আর ফেরে না।
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৪
খায়রুল আহসান বলেছেন: সেদিন বুঝবে মুক্ত আকাশের সন্ধানে
হারিয়ে যাওয়া পাখিরা কেন আর ফেরে না -- চমৎকার লাগলো এ পংক্তি দুটো।
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার লাগলো জেনে ভাল লাগলো ।
ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৪
শায়মা বলেছেন: পাখি খাঁচা ভেঙ্গে উড়ে গেলে হবে অচেনা.........
https://www.youtube.com/watch?v=pm-QdX53SdU