নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

নোনা ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৭

গল্প লিখেছি কবিতায় নয়
আমি এতো দুর্বোধ্য নয়
চাইলেই বুঝতে পারো
তবুও কেন তোমার এতো হেয়ালী ?

বলে তো দিয়েছে যা বলার
সহজ শব্দে হৃদয়ের কঠিন
স্বপ্ন পবন ভরে গেছে চাঁদে
তারারা জন্মেছে অযাচিতে ।

এখন কী তবে অপেক্ষার জন্ম দিতে হবে ?
যেখানে অকাট্য নয়ন পিপাসু
তাকে তুমি সুপেয় না দিয়ে তবে কী দেবে নোনা ?

তবে শুনে নাও তোমার আছে পাহাড়সম সুখ আহ্লাদ
এই আমার ছোট্ট জীবিত ভূখণ্ডে ।
সেগুলো ধ্বংস হয়ে যাবে অচিরেই
তুমি তো নিশ্চয় নিষ্কণ্টকের মৃত্যু নয় !

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০

শায়মা বলেছেন: কন্টক নিষ্কন্টকতায় ফনিমনষারা
স্থির অবিচল......
স্থিতু অনর্গল......
জীবিত ভুখন্ডীয় স্বর্গসুখে
চেয়ে রয় নক্ষত্রের পানে.......
শুস্ক মরুদ্যানে......
সিক্তসুপ্তা ওয়েসিস.......

নিভুনিভু জ্বলে মরিচিকা

দগ্ধিভুত হৃদয়ে.......

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতার গলায় বিষ জমেছে । পারছি নাকো নতুন কোন শব্দ বুনন । মাফ করো মোরে শব্দ নয়ন । এই চোখে আমি তাকাতে পারি না । যেন ঝলসে যাওয়া কোন হৃদয় । তুমি শেষ ইচ্ছাই আমায় দাও মুক্তি । সেখানে হয়তো অপেক্ষায় আছে কোন ঘর । যার তরে খুঁটি বেঁধেছি এতোকাল । হিসেবী মনে হইও না তুমি ছেড়ে দেওয়া নাটাই । তবে হারাবো আমি সর্বকূল ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

এহসান সাবির বলেছেন: ভালো লিখেছেন।

শুভ কামনা রইল।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৬

শায়মা বলেছেন:

কূল হারা নদী
আর নাটাইহীন ঘুড়ি
দুই এর হয়না পাওয়া
স্থিতি-
উত্তাল অমোঘ স্রোত কিংবা বনবন চাঁদিয়াল
সবই হয় স্তব্ধ , হারায় গতী---

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২০

কথাকথিকেথিকথন বলেছেন: সেই নদী কিংবা আকাশের পানে যাও কেন তবে ?
ফিরে আসো নশ্বর পৃথিবীতে, চেয়ে দেখো আশেপাশে আছে হাজারো অবিনশ্বর ।
তুমি কী মনকে তবে ভাবো না এর থেকে বেশি কিছু নেই অবাধ্যে বিতাড়ন হওয়া পৃথিবীতে ?
হৃদয়ের সন্ধ্যা এখনো বাকি তবে যদি হতে চাও তার পানে সেখানে নয় অন্যকেহ ।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৮

শায়মা বলেছেন: স্বর্গ হতে বিতাড়িত দেব কিংবা দেবী
প্রায়েশ্চিত্যের মাঝে অবসান
সহস্র বছরের পাপ ও তাপে জরাগ্রস্ত হৃদয়ে
জাগে অমরাবতী
এ নশ্বর পার্থীবতার অপার্থীব মোহে
ঘোর সন্ধ্যা তমসা......
কূল নাই কিনার নাই
ছায়াপথের আঁধার নিশায় চির নিমজ্জমান......

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২২

কথাকথিকেথিকথন বলেছেন: সেই কবে কেঁদেছে মন তুমি কী তবে চিরস্থায়ী সান্নিধ্যে নয় !
আজকে না হয় বর্তমান হয়ে থাক তুমি কিন্তু তুমি ভবিষ্যৎ
যেখানে শুধু বিনাশ ছাড়া নেই কিছু যাকে করনা তুমি আপন কিংবা স্বপন
সে হবে তোমার আগ্রাসী খেয়ালের অব্যক্ত নয়ন কিবা হবে তবে তোমার
তুমি আমি অথবা সে কিছু তাতে কী সবই একেই কিছু ইয়াক থু বিন্দুতেই গড়া
যার সুখে মত্য হৃদয় এতো প্রকাশ কী হবে তাতে ভুলিয়ে দেবে মৃত্তিকার ছায়া
যা বেশি দূরে নয় সেকেন্ডের কাটায় নেয় নিঃশ্বাস তুমি আমি অথবা সে আসলে তার ।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪

শায়মা বলেছেন: হা হা ইয়াক থু বিন্দু!!!!!!!!!!!

ওকে ওকে পরে আসছি।
কেবল ফিরেছি......আবারও একটু পরেই বের হতে হবে .....আমি মহা ব্যাস্ত.......

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: ওকে ওকে ঠিক আছে ।

৬| ১১ ই অক্টোবর, ২০১৫ ভোর ৫:৪৭

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম এখন

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩০

খায়রুল আহসান বলেছেন: স্বপ্ন পবন ভরে গেছে চাঁদে
তারারা জন্মেছে অযাচিতে
-- চমৎকার অভিব্যক্তি। ভালো লেগেছে।
শায়মার সাথে আপনার মন্তব্য/প্রতিমন্তব্যগুলোও ভালো লেগেছে। শায়মার ১ নং মন্তব্যটা খুবই চমৎকার হয়েছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১০

কথাকথিকেথিকথন বলেছেন: খুঁটিয়ে পড়েছেন বলে খুব ভাল লাগলো ।

ধন্যবাদ । :)

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

খায়রুল আহসান বলেছেন: কী আশ্চর্য কথা! এই মাত্র পাঁচ মিনিট আগে ভাবছিলাম যে আপনার পাতায় যাবো। অনেকদিন আপনার কবিতা পড়া হয়না। এরই মধ্যে নোটিফিকেশন এসে হাজির, আপনি আমার মন্তব্যের প্রতিউত্তর করেছেন। তাই এখানে আবার চলে এলাম।
ভালো আছেন তো? নতুন বছরের শুভেচ্ছা জানবেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২২

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যা অনেকদিন পর । মন্তব্যের প্রতিউত্তর দিতে বিলম্ব হওয়ায় দুঃখিত । গ্রামে গিয়েছিলাম । তাই বেশ কিছুদিন ছিলাম না । মোবাইল থেকে সাময়িক এসেছি । আলহামদুলিল্লাহ ভাল আছি । আপনিও নিশ্চয় ভাল আছেন ? আপনার জন্য রইলো অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.