নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

আগলে রাখা জীবন ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯



এই পৃথিবী আদি থেকে অদ্যবধি
গিলেছে কত মৃত অথবা যৎসামান্য জীবিত !
তবে কী পৃথিবী মৃত্যু দিয়ে গড়া নয় ?
যার বুকে আমরা বেগবান তবে সে তো আমাদেরই রূপ !

আমরা আমাদের মৃত্যু মাড়িয়ে করছি ভূখণ্ড হরণ
অথচ এতো কাছের বন্ধু নয়তো হতে পারে আপন
দূরকে করি যতন সে তো জীবন যার বিনাশ সুনিশ্চিত
যার জন্য এত লড়াই সে দেয় ধোঁকা বারে বারে
কোন এক সময় মৃত্যুই তাকে গিলে খায় আপন মনে ।

তবুও জীবন আমার অতি প্রিয়
তবুও আমি তাকে লালন করি স্বযত্নে
যে মৃত্তিকা আমায় করবে আপন তা অবধি ।
সেইতো আগলে রাখে আমায় সেই মৃত্তিকার বুকে !

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

সাজিদ আল সাহাফ বলেছেন: খুব সুন্দর!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪

সাজিদ আল সাহাফ বলেছেন: যার বুকে আমরা বেগবান তবে সে তো আমাদেরই রূপ !

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

সাহসী সন্তান বলেছেন: যার জন্য এত লড়াই সে দেয় ধোঁকা বারে বারে
কোন এক সময় মৃত্যুই তাকে গিলে খায় আপন মনে।


-ভাইয়া না আপু জানি না তবুও ঐ যে কোন একটা ভেবে নিয়েন! আপনার এই দুই লাইন কবিতাকে একটা প্রবাদবাক্য দিয়ে বিশ্লেষন করা যায়। 'যার জন্য করি চুরি সেই বলে চোর!' :P

কবিতা ভাল হইছে। একটা কথা বলি, আমরা এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাবো এটা কিন্তু আশ্চার্য নয়! আশ্চার্য হলো আমরা যে এই পৃথিবীতে বেঁচে আছি সেটাই!

ধন্যবাদ, ভাল থাকবেন!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । দারুণ প্রবাদ আবিষ্কার করেছেন ।

হামম । সেই আশ্চর্যই পরীক্ষা । সামলে রাখতে হবে পাশ মার্ক ।

ধন্যবাদ । :)

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫

জেন রসি বলেছেন: পৃথিবী নিজেও একদিন মৃত হয়ে যাবে।

কবিতা ভালো লেগেছে। :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০১

কথাকথিকেথিকথন বলেছেন: সেটাই । সবই ধ্বংস হয়ে যাবে একদিন ।

ধন্যবাদ । :)

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫০

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৯

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর, ভীষণ সুন্দর। খুব ভাল লাগল।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫০

চ্যাং বলেছেন: সবাই ভাল বলছে । আমি না হয় নাই বা বললাম । অপরিপক্ষতার ছাপ এক্কেবারে ফকফকা । ভাষা ঠিক আছে । ভাব ঠিক আছে । চিন্তাও ঠিক আছে ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

শায়মা বলেছেন: ৮. ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫০ ০
চ্যাং বলেছেন: সবাই ভাল বলছে । আমি না হয় নাই বা বললাম । অপরিপক্ষতার ছাপ এক্কেবারে ফকফকা । ভাষা ঠিক আছে । ভাব ঠিক আছে । চিন্তাও ঠিক আছে ।


চ্যাংভাইয়া সাবধান কটকটি আপু রেগে গেলে কিন্তু একদম ব্যাং বানিয়ে দেবে।নয়তো চ্যাং দোলা করে ছুড়ে ফেলে দিতে পারে! :P

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১২

কথাকথিকেথিকথন বলেছেন: আমার কবিতার কথা না বলে কীসব চ্যাং ম্যাং নিয়া লেগেছো !

১৯৫২ তে ভাষার জন্য প্রাণ দেওয়া হয়েছে । সো চ্যাং এর ও অধিকার আছে ভাষা প্রকাশের !



১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

চ্যাং বলেছেন: এইটা আপু না ঝাপু বুঝবো কেমনে । আমি তো অলটাইম চ্যাং । আর আমারে চ্যাঙাইলে তো আরো আরামই লাগবো । ছুড়ে ফালাইবো ?? হি হি হি ।

আর কমু না । কইলে . . রাগ কববা

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: থাক আর কইয়েন না । পরে দেখা যাইবো আমার ব্লগ বাড়িতে আগুন ধইরা যাইব !!!

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৭

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

উপরে শায়মা আপুর কমেন্ট পড়ে, আমি তো চেয়ার থেকে পড়ে গেলাম; একি! আপু কি এভাবে কথা বলে নাকি! কবে থেকে, কী হলো! আহা! তারপর নাম আর প্রোফাইল পিক ভালো করে দেখলাম, এবং চোখ কচলিয়ে কমেন্টটা আবার পড়লাম। শেষে বুঝলাম- কথাগুলো অন্য কাবো। এই অন্য কেউ আবার যেকোনো একজন না, তার নাম চ্যাং।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা !!!

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৬

শায়মা বলেছেন: হা হা
রাশেদীনভাইয়া চ্যাংভাইয়া আমার কটকটি আপুনির লেখাকে অপরিপক্ক বলেছিলো তাই একটু ভুই দেখালাম!!!! :P

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২২

কথাকথিকেথিকথন বলেছেন: ও আচ্ছা । উনষ্কার দিয়ে লেখা নিকটা কিছু আঞ্চলিক ভাষায় অর্থ খুব গভীরে । তাই এ নিয়ে আর গাঁটাগাঁটি করো না !! ইভেন এই নামে একটা চমৎকার ভর্তা বানানোর সুস্বাদু মাছকে সম্বোধন করা হয় !!!

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫২

চ্যাং বলেছেন: আপি না ঝাপি
আপনারে কইতাচি । আপনে আমারে সুস্বাদু মাছ কইলেন কেন ? X( X( X( X(( X(( হেববি রাগ গায়ে লাগচে । X(( X((

"আমার কবিতার কথা না বলে কীসব চ্যাং ম্যাং নিয়া লেগেছো ! "

আমাকে নিয়া বাজে কথা ??? /:) :-0 :-0

আমি কিন্তু সুতীব্ব নিন্দা + প্লতিবাদ জানাইলাম । ভালো প্লতিবাদ । হে :#) B-))

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: দুঃখ কইরো না ভাই । আপনার নিকটা কিন্তু হিট কামাইতাছে !!!

১৪| ১১ ই অক্টোবর, ২০১৫ ভোর ৫:৩৫

রুদ্র জাহেদ বলেছেন: এই পৃথিবী আদি থেকে অদ্যবধি
গিলেছে কত মৃত অথবা যৎসামান্য জীবিত !
তবে কী পৃথিবী মৃত্যু দিয়ে গড়া নয় ?

চমৎকার কবিতা, শুরুতেই মুগ্ধপাঠ

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১২

কথাকথিকেথিকথন বলেছেন: খুব ধন্যবাদ । :)

১৫| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:৩৮

খায়রুল আহসান বলেছেন: 'লাইক' দিলাম।
শেষ স্তবকটা রীতিমত নাড়া দিয়ে গেলো। কবিতার অন্তর্নিহিত ভাবের আবেশে আচ্ছন্ন হয়ে রইলাম কিছুক্ষণের জন্য।
তবুও জীবন আমার অতি প্রিয়
তবুও আমি তাকে লালন করি স্বযত্নে
যে মৃত্তিকা আমায় করবে আপন তা অবধি ।
সেইতো আগলে রাখে আমায় সেই মৃত্তিকার বুকে !
-- এক কথায় চমৎকার!
শায়মার মন্তব্যটা বরাবরের মতই উপভোগ্য হয়েছে।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:০০

কথাকথিকেথিকথন বলেছেন: লেখাটা প্রথম দিককার । পুরনো লেখা আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো অনেক ।

হা হা ! জনাবা শায়মা এর মন্তব্য আমিও উপভোগ করি ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.