নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

অনন্য অবগাহন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৯



চির সবুজ, নীল নক্ষত্র কিংবা একটি ধ্রুপদী নৃত্য
তেমন কিছু নয় অথবা কল্পিত রঙে হতে পারে ।
কল্পনায় কেহ অপরাধী নয়-
শুধু সামলে রেখো সুকৌশলী হৃদয়
তোমায় রেখে স্বপ্নতক উড়িয়ে নেয়ায় সে সিদ্ধ ।

রঙ্গ তামাশায় সে যেমন উদাসী হয়ে রয়
তেমনী তুমি সান্ধ্য হয়ে যেতে পারো
কৌশলী তত্ত্বে তার হস্তরেখা দ্যুত ।

সেকেলে প্রথার বিলুপ্তি ইতিহাসে তুমি হইয়ো না অবুঝ
আদিমতার দোহাই গায়ে মেখে এখন আর সন্ন্যাসী হওয়া যায় না ।
অগত্যা অগম্যে ব্যতিরেকে স্বপ্ন একটি নীরব পাপ ।

অল্পে অল্পে পর্বতসম অসাধ্য নয়
সবকিছু এভাবেই হয়
তাই তো হয় অমর ।

চির সবুজ, নীল নক্ষত্র কিংবা একটি ধ্রুপদী নৃত্য
তেমন কিছু নয় অথবা কল্পিত রঙে হতে পারে ।
রঙের সঙ্গ ত্যাগে নয়
রঙে রঙিন-
তবেই তো হয় অনন্য অবগাহন।

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৮

প্রামানিক বলেছেন: চির সবুজ, নীল নক্ষত্র কিংবা একটি ধ্রুপদী নৃত্য
তেমন কিছু নয় অথবা কল্পিত রঙে হতে পারে ।

চমৎকার কথামালা। ধন্যবাদ

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১

জেন রসি বলেছেন: আপনার কবিতাগুলো চমৎকার হয়।

এই কবিতাটাও ভালো লেগেছে। :)

++

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার মন্তব্য ভাল লেগেছে ।

ধন্যবাদ । :)

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১

শায়মা বলেছেন: বাহ বাহ আপুনি!!!!!!!!:) :) :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: উফফ । আপুনি আপুনি ভাইয়ুনি ভাইয়ুনি !!!! বুঝতে পারছি তো কবিতাকে বাহ বাহ বলেছো ।

ধন্যবাদ । :)

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

শায়মা বলেছেন: কবিতাটা না আমি আমি ধ্রুপদী নৃত্য, জল্পনা কল্পনা!!!!!!!:)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । বুঝতে পারলাম তুমি নৃত্যে নৃত্যে ধ্রুপদী হয়ে যেতে পারো কল্পনা । তোমার নৃত্যই ভাল তবে । ওকে ওকে আমার কবিতা অধ্রুপদী !!!

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

চ্যাং বলেছেন: ধ্রুপদী নৃত্য =?
অবগাহন =?
সন্ন্যাসী =?
হস্তরেখা দ্যুত =?

ব্যাখ্যা চাই । না দিতে পারলে বুঝবো খালি খালি জটিল/আকর্ষনীয় করার /ধূর্ততা অথবা ভন্ডামি ...

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১১

কথাকথিকেথিকথন বলেছেন: ধ্রুপদী নৃত্য = উচ্চশ্রেণীয় নৃত্য ।
অবগাহন = গা ডুবিয়ে গোসল ।
সন্ন্যাসী = গৃহত্যাগী অথবা সর্বত্যাগী ।
হস্তরেখা দ্যুত = হাতের রেখা জুয়াখেলা অথবা পাশাখেলা ।

চির সবুজ, নীল নক্ষত্র কিংবা একটি ধ্রুপদী নৃত্য । - চির সবুজ, নীল নক্ষত্র কিংবা একটি উচ্চশ্রেণীয় নৃত্য ।

রঙে রঙিন-
তবেই তো হয় অনন্য অবগাহন।- স্বপ্নটা পূরণের সাথে সাথে তাকে যদি রঙে রঙিনও করতে পারা যায় তবেই তো একটি সুন্দর জীবন হবে ।

আদিমতার দোহাই গায়ে মেখে এখন আর সন্ন্যাসী হওয়া যায় না ।- বহু আগের মানুষের মত আধ্যাত্বিক চিন্তা করে এখন আর সন্ন্যাসী কিংবা সর্বত্যাগী সাজা যায় না ।

কৌশলী তত্বে তার হস্তরেখা দ্যুত । কৌশলে হৃদয়ের হাতের রেখা জুয়াখেলা কিংবা পাশাখেলা ।


এই শব্দগুলো কবিতার অর্নামেন্টস হিসেবে ব্যবহার করা হয় । এই শব্দ গুলো কবিতার কমন শব্দ ।

ধন্যবাদ । :)

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪

শামীম আরেফীন বলেছেন: ‘কল্পনায় কেহ অপরাধী নয়-
শুধু সামলে রেখো সুকৌশলী হৃদয়
তোমায় রেখে স্বপ্নতক উড়িয়ে নেয়ায় সে সিদ্ধ ।’

দারুণ বলেছেন। ভালো লাগল

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

কৌশলী তত্বে তার হস্তরেখা দ্যুত < তত্ত্বে হবে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: মন্তব্য এবং বানান ঠিক করে দেয়ায় অনেক ধন্যবাদ ।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা ভাল লেগেছে , আপনার নামের মত জটিল নয় :P

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা জটিল হয়নি জেনে ভাল লাগলো ।

ধন্যবাদ । :)

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১২

সাহসী সন্তান বলেছেন: কবিতা ভাল লাগছে। আরো ভাল লাগছে ঐ ছবিটা.....!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ সাহসী সন্তান । :)

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩০

সাহসী সন্তান বলেছেন: একটা প্রশ্ন, যদিও অনেকটাই Personal! সুতরাং উত্তর দেওয়া বা না দেওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যদি উত্তরই দিতে চান তাইলে আশা রাখি সত্যিটাই বলবেন? 'আপনি আসলে কে? ভাইয়া না আপু?'

প্রশ্নটা এজন্য করছি, কারন আমি যখন কারো পোস্টে মন্তব্য করি তখন তার নিক অনুসারে ভাইয়া অথবা আপু বলেই মন্তব্য করি। তবে আপনার যে নাম তাতে আমি বেশ কনফিউশনে পড়ে যাই যে আপনি আসলে কি? প্রশ্নটা আমি আগেও একবার একটু অন্যভাবে করেছিলাম, তবে আপনি উত্তর দেননি! সম্ভাবত খেয়াল করেননি। তাই আবার করলাম!

শায়মা আপুর একটা পোস্টে অবশ্য আপনার মন্তব্য পড়ে আমি কিছুটা আঁচ করতে পেরেছিলাম, কিন্তু সেটা ততটা ক্লিয়ার না। তাই জানতে চাইলাম। আশা করি আপনার কাছ থেকে স্বদোত্তর পাবো!

না বলতে চাইলে বলবেন না! তবে যেটা বলবেন সত্য বলবেন। ঘুরানো প্যাঁচানোর দরকার নেই!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: কিছু থাকনা তবে নীরব কিংবা গভীর ।
কোন একদিন সান্নিধ্যে হয়তো হবে পরিচয়,
সত্য বলে মিথ্যা বলিতে চাই না
যা হবে একদিনই হবে, হবে সত্য
কথা দিলাম ।

আমাকে আমার নিক নামের মধ্য দিয়ে ডাকলেই হবে । ভাইয়া কিংবা আপু যোগ না করলেও চলবে ।

ধন্যবাদ। :)

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৪

সাহসী সন্তান বলেছেন: আপনি যদি আমার থেকে বয়সে বড় হন তাইলে আমি আপনারে নাম ধইরা ডাকলে আমার গোনাহ হইবো না? আর ছোট হইয়া কি মুরুব্বিদেরকে নাম ধরে ডাকোন ঠিক হইবো? এইটা আপনি বোঝেন না? :P

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: ইতিহাসে যত কবি, লেখক কিংবা সাহিত্যিকরা ছদ্ম নাম ব্যবহার করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ভাই কিংবা আপু ব্যবহার করি না । আর এই নামটা তো আমার আসল নাম নয় । এই নামটা শুধু আমার লেখাকেই রিপ্রেজেন্ট করে যা মালিক আমি । সো সেই ক্ষেত্রে কী লেখার নামের নারী পুরুষ হয় !!!!

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২০

চ্যাং বলেছেন: কৌশলী তত্বে তার হস্তরেখা দ্যুত । কৌশলে হৃদয়ের হাতের রেখা জুয়াখেলা কিংবা পাশাখেলা । [/sb

হৃদয়ের হাত??? আর কোনো কবির কাছে শুনি নাই । যদি দেখাতে পারেন তয় কিন্তু মাশাল্লা আপনার প্রশংসা না করাটাই খারাপ একখান কাজ হইবো ।

হৃদয়ের হাতের রেখা জুয়াখেলা কিংবা পাশাখেলা । {পুরাই ডিম হইয়া গেছে ।}

হাতের রেখা জুয়া/পাশা খেলা হয় কি করে?? বোলবেন ই্ট্টু ?

চির সবুজ, নীল নক্ষত্র কিংবা একটি ধ্রুপদী নৃত্য
তেমন কিছু নয় অথবা কল্পিত রঙে হতে পারে ।
কল্পনায় কেহ অপরাধী নয়-
শুধু সামলে রেখো সুকৌশলী হৃদয়
তোমায় রেখে স্বপ্নতক উড়িয়ে নেয়ায় সে সিদ্ধ ।


এই জায়গাটায় সাংঘাতিক ভালো লিখছেন । সারাটাই ভাল । কেবল এই জায়গাটা অর্থবহ মনেই হয় নাই ।

রঙ্গ তামাশায় সে যেমন উদাসী হয়ে রয়
তেমনী তুমি সান্ধ্য হয়ে যেতে পারো
কৌশলী তত্ত্বে তার হস্তরেখা দ্যুত ।



রঙ তামাশায় সে উদাসী হতে যাবো কেন ? সে রঙ তামাশায় আনন্দে মত্ত থাকবে । সে বেখবর থাকবে । সে উদাস/আনমনা হবার প্রশ্নই আসে না ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । কবিতা মানে অনেক কিছুই ঘুরিয়ে ব্যবহার করা । আপনাকে কবিতা পাঠে কবিতার মত চিন্তা করতে হবে ।

আমাদের হাতের রেখা যদি আমাদের সকল ভাগ্য কিংবা দুর্ভাগ্য নির্দেশ করে । তবে হৃদয়ের ক্ষেত্রে যদি কল্পনা করি তারও হাত আছে এবং রেখা আছে আর সেটা জুয়া খেলার মতই ।যখন তখন যেকোন দিকেই যেতে পারে ।

রঙ্গ তামাশায় সে যেমন উদাসী হয়ে রয়
তেমনী তুমি সান্ধ্য হয়ে যেতে পারো
কৌশলী তত্ত্বে তার হস্তরেখা দ্যুত ।

এই তিনটা চরণ হৃদয়কে নির্দেশ করা হয়েছে ।

রং তামাশা এর সময়েও সে উদাসী থাকতে পারে
তাই তুমিও তার মতই সান্ধ্য হয়ে যেতে পারো (সান্ধ্য দিয়ে এখানে বোঝানো হয়েছে সন্ধ্যাকালীন প্রহরকে । এই সময়টায় একটা মনক্ষুণ্য ভাব থাকে ।)
তাই হৃদয় আমাদের সাথে যে কৌশল করে সেই কৌশলের ক্ষেত্রে তার হস্তরেখাটা জুয়া খেলার মত । কখন কোন দিকে যায় তার কোন ঠিক নেই ।

আপনার গবেষণা ভাল লেগেছে ।

ধন্যবাদ । :)

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫০

পরী আন্টি বলেছেন: মুগ্ধ পাঠ হে কবি।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ। :)

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৮

চ্যাং বলেছেন: ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫০ ০
লেখক বলেছেন: হা হা হা । কবিতা মানে অনেক কিছুই ঘুরিয়ে ব্যবহার করা । আপনাকে কবিতা পাঠে কবিতার মত চিন্তা করতে হবে ।

আমাদের হাতের রেখা যদি আমাদের সকল ভাগ্য কিংবা দুর্ভাগ্য নির্দেশ করে । তবে হৃদয়ের ক্ষেত্রে যদি কল্পনা করি তারও হাত আছে এবং রেখা আছে আর সেটা জুয়া খেলার মতই ।যখন তখন যেকোন দিকেই যেতে পারে ।


আপনি ঘোড়ার ডিম কল্পনা করবেন আর আমিও বুঝে নিব । না ? ভাল যুক্তি আপনার । আমি মিনিংলেস কবিদের ঘেন্না করি ।

হাতের রেখা ভাগ্য নির্দেশ আবার সেটা নির্দেশ করে জুয়া খেলা । কি অমিল রে বাবা । আমি দুঃখিত যে খামাখা আপনারে জালাইতেছি ।


ন্যাচারাল ভাষায়
হ্যাঁ । আইজকাইল কবিদের তো কোন সীমা নাই । জোড়াতালি দিয়া একটা কিছু কইলেই হইলো । মানুষ চোখ কান বন্ধ করে গিলতেই থাকবো । হাহঃ /:)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: অবশেষে আপনি বুঝতে পেরেছেন । শুধু শুধু সময়টা নষ্ট করলেন ।

আপনার জন্য শুভ কামনা । :)

১৬| ১১ ই অক্টোবর, ২০১৫ ভোর ৫:২১

রুদ্র জাহেদ বলেছেন: চির সবুজ, নীল নক্ষত্র কিংবা একটি ধ্রুপদী নৃত্য
তেমন কিছু নয় অথবা কল্পিত রঙে হতে পারে ।
রঙের সঙ্গ ত্যাগে নয়
রঙে রঙিন-
তবেই তো হয় অনন্য অবগাহন।

ভালোলাগা রইল

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১৭| ২৭ শে জুন, ২০১৬ রাত ১১:৫৮

খায়রুল আহসান বলেছেন: শেষ স্তবকটা খুবই সুন্দর হয়েছে।

১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১১

খায়রুল আহসান বলেছেন: রঙের সঙ্গ ত্যাগে নয়
রঙে রঙিন-
তবেই তো হয় অনন্য অবগাহন
-- খুব সুন্দর বলেছেন এ কথাগুলো।

১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

শুভ কামনা ।

১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

খায়রুল আহসান বলেছেন: এক বছর আগে এ কবিতাটি পড়ে মন্তব্য করে গিয়েছিলাম। আজও আবার পড়লাম। আজও ভাল লাগলো।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন:





দীর্ঘ সময়ে ভাললাগা ! এ এক অনন্য অনুভূতি । অনেক ভাল লাগা ।

আবারও ভাললাগা প্রকাশ করে যাওয়ায় অসংখ্য ধন্যবাদ ।

ভাল থাকুন সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.