নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু দুঃখ আছে ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯



আমি চাই না রাতের আকাশের নীল
এই নীলে বিষ আছে ।
রাতের আকাশ কালোই ভাল
তাইতো চাঁদ-তারায় আমায় জ্যোৎস্নায় ভেজালো !

আমার সুখপাখি নীল আকাশের বাসিন্দা
তবে সে হতে চায় না নিশাচরের গুণগ্রাহী।
হৃদয় আমার নিষ্পাপে অন্ধ
তাই আঁধারে তার এতো দ্বন্দ্ব
লুকানো সমুদ্রে ডুবে হতে চায় না সে গহীন জলজ।

সাদাসিধে মন বোঝে না নোনা জল
কীভাবে হয় একটি হৃদয়ের ধ্বংস !
এমন ইতিহাস হয়নি তার লেখা
যে তাড়নায় আঁধার হবে সচেতন ব্যথা ।

কিন্তু আজ ?
পেরিয়ে গেছে অনেক
এখন মন সে তো কঠিন ।
আমি নিজেই তার দগ্ধ নয়ন
করি জীবিত কয়লাকে চুম্বন ।

কেউ আছে কী আগলে রাখতে পারে একটি সাদাসিধে মন ?
তবে দাও না আমায় তার খোঁজ-
তাকে বলতে চাই আমার কিছু দুঃখ আছে ।

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

জেন রসি বলেছেন: চিন্তা নিয়েন না!!! খোঁজ পাওয়া মাত্র আপনার কাছে পাঠাইয়া দেওয়া হবে।

চমৎকার কবিতা। :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: ওকে ওকে অপেক্ষায় থাকলাম !!

খুব ধন্যবাদ । :)

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

শায়মা বলেছেন: আমার কিছু দুঃখ আছে
নীল বিষাদী রাতের মতন
আমার কিছু কষ্ট আছে
মেঘলা রাতে চাঁদের মতন....
আমার আছে ব্যথার সাগর
গুল্ম জলদ ফেনিল সুধা
নীল বেদনা নীলাভ নভঃ
অনল অনিল হীন দ্বিধা ....

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: আসো আজ তাই দুঃখ দুঃখ খেলি
সব দুঃখের সাথে করি আড়ি
অভিমানে বলি ভাই কোথায় তোমার বাড়ি
যদিও সে বলবে, সে তো তুমি !!

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

গুলশান কিবরীয়া বলেছেন: খুব ভালো হয়েছে কবিতা ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: খুব ধন্যবাদ । :)

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

সেলিম আনোয়ার বলেছেন: আপনার দুঃখ লাঘব হোক ।

ঢং নাতো :) আমার শায়মাতো ঢং করেই কত কি লিখে।

বিষাদী কবিতা সুন্দর লিখেছেন ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । হতেও পারে ঢং কবিতার মত ।

ধন্যবাদ । :)

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে !!

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

গেম চেঞ্জার বলেছেন: কিন্তু আজ ?
পেরিয়ে গেছে অনেক
এখন মন সে তো কঠিন ।
আমি নিজেই তার দগ্ধ নয়ন
করি জীবিত কয়লাকে চুম্বন ।


চমৎকার । চালিয়ে যান ভাই । আপনার সামনে সুন্দর ভাবিষ্যৎ ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

শায়মা বলেছেন: না দুঃখ দুঃখ খেলতে পারবোনা!!!!!!!

আমি রাগ রাগ খেলতে পারি!!!!!!

তার আগে টেইলরের কাছে যেতে হবে!

ফিরে এসে খেলবোনে ওকে আপুনি!!!!!!

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: ওকে ওকে ।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

শায়মা বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: আপনার দুঃখ লাঘব হোক ।

ঢং নাতো :) আমার শায়মাতো ঢং করেই কত কি লিখে।

বিষাদী কবিতা সুন্দর লিখেছেন ।

আসলেও ঢং.......

কারণ দুঃখ ছাড়াও আমি এক্টিং করে সেটা লিখতে পালি!!!!!!! :P


কারণ আমি নাট্যকলায় না পড়িয়াও নাটক শিখাই!:)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: এক্টিং ও পারো । তাহলে এতোদিন সব মিথ্যে ছিল !!!

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

সািকব আল আিরয়ান বলেছেন: ভাল লাগ্ল

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

শায়মা বলেছেন: আরে কি ভেবেছপ এক্টিং পারিনা!!!!!!

হায় হায় কিছুই তো জানোনা তাইলে আমাকে!:(

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০১

কথাকথিকেথিকথন বলেছেন: মাত্র ডিম থেকে ফুটেই কী আর সব জানা যায় !! আমি হরলিক্স খাই নাই !!

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৬

শায়মা বলেছেন: ডিম থেকে ফুটছো!!! এও আমাকে বিশ্বাস করতে হবে !!!!! শুনো অভিজ্ঞ চোখে কিছুই ফাঁকি দেওয়া যায়না আপুনি!!!!!!!! ( যদিও তুমি আপু না ) :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১০

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । তার মানে তুমি বলতে চাইছো আমি ডায়নোসরের ডীম থেকে ফোটা বাচ্চা !! ইয়ে গলদ হে । কাভি নেহি হো সাকটা !!!!

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৩

শায়মা বলেছেন: লেখক বলেছেন: হা হা হা । তার মানে তুমি বলতে চাইছো আমি ডায়নোসরের ডীম থেকে ফোটা বাচ্চা !! ইয়ে গলদ হে । কাভি নেহি হো সাকটা !!!!


হা হা তুমি দেখি মজাও করতে পারো! আমি তো ভেবেছিলাম তুমি মুখ গোমড়া একটা । সারাদিন দুঃখ দুঃখ লেখো!! :P

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: মাঝে মাঝে মুখ ফুটে করে ফেলি ! না হয় তুমি যা ভেবেছো তাই ।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৭

এস কাজী বলেছেন: রাতের আকাশের নীলে কি বিষ আছে? কবিতা সুন্দর হয়েছে?

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: রাতের আকাশ তো নীল দেখায় না । তার মানে এ অন্য আকাশের নীল । আমি কী করে বলি !!

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০২

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও অনেক ঈদের শুভেচ্ছা । ভাল এবং নিরাপদে থাকুন ।

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২১

হাসান মাহবুব বলেছেন: ++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৭

সাজিদ আল সাহাফ বলেছেন: খুব সুন্দর!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১৮| ১১ ই অক্টোবর, ২০১৫ ভোর ৪:১৯

রুদ্র জাহেদ বলেছেন: +++

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

খায়রুল আহসান বলেছেন: এখন মন সে তো কঠিন ।
আমি নিজেই তার দগ্ধ নয়ন
করি জীবিত কয়লাকে চুম্বন
- বড় কঠিন কথা! তবে কবিতার আবেদন হৃদয়স্পর্শী।
আপনার এর আগের পোস্টটা অর্থাৎ অনন্য অবগাহন পড়ে একটা মন্তব্য রেখে এসেছি।

১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.