নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
এই সমুদ্রে একটি চর জেগেছে
চরে চাষ হচ্ছে জীবন্ত কিছু নিঃশ্বাসের
ডুবে যাওয়ার ভয়ে ভয়ে ।
এর আগে বহু ডুবে গেছে
কারো খেয়াল হয়নি ।
সেখানে ছিল ধোঁকা
তাই এই মাটি টিকতে পারেনি ।
এভাবেই দিন কেটে যাচ্ছে সাতারে সিদ্ধ নয় চরের
তাই আজ আশঙ্কাকে করেছে সে নিজের ।
নিজ হস্তে সমুদ্রকে দেয় হাতছানি -
তার সাথে নিঃশব্দে বিলীন হয়ে যেতে
আবার জেগে উঠতে, আবারও !
ছবি কৃতজ্ঞতা- নেট ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮
গেম চেঞ্জার বলেছেন: অসাম হইছে । তবে ভাইজান কিছু মনে করবেন না । গুরুচন্ডালী পাইলাম এইখানে
নিজ হস্তে সমুদ্রকে হাতছানি দেয়-
সুন্দর কবিতা লেখেন আপনি ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: ইচ্ছে করেই দোষটা করেছি । শুনতে ভাল লাগছে মনে হলো তাই দিলাম ।
ধন্যবাদ ।
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
জেন রসি বলেছেন: সুন্দর হইছে!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৫| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৩৮
হাসান মাহবুব বলেছেন: কারো খেয়াল হইনি -হয়নি হবে।
কবিতায় +
০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪১
কথাকথিকেথিকথন বলেছেন: বানানটা ঠিক করে দিয়েছি ।
অনেক ধন্যবাদ ।
৬| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষ তিনটে চরণ চমৎকার হয়েছে। কবিতা ভাল লেগেছে।
২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫১
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
©somewhere in net ltd.
১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +