নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

তুমি লোভী অথবা তারও বেশি ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৫



আমারও কিছু কথা ছিল যে-
রাতের বিচরণ শব্দ হরণ করেছো
কালি এঁকে দিয়েছো চোখের নিমগ্নে
অকস্মাৎ ভাবনায় বারে বারে বিদ্ধ করে
নিঃশ্বাসের ঝড় যেখানে করছে অবিরত আবাদ ।
তার জন্য কী হৃদপিণ্ড দায়ী ?
তুমি লোভী ।

আরো কিছু ছিলো-
পূর্ণাঙ্গ লোপাটে লুটানো অনুভব
সেখানে শুধুই তোমার লোবান ।
বিশালতার বুকজুড়ে ছোট্ট তুমি
কেমন কোরে যেন পুরে দিলে পুরোটা ।
এর জন্য কী এই নিষ্পাপ বুককেই করবে দায়ী ?
তুমি লোভী ।

আরো শুনে নাও-
পত্র-পল্লবে লুকিয়ে থাকা আমার সকল চিঠি
অগোছালে উড়ে গেছে মুগ্ধ নয়নে তোমার সৌন্দর্য মায়ায় ।
শেষ বিকেলও হারিয়ে গেছে প্রভাতের ন্যায়
অপেক্ষা হয়ে থাকে তোমার রাতে গুম হওয়া ।
বলো, তার জন্য কী নিরপরাধ রাত্রিই হবে দায়ী ?
তুমি লোভী ।

না-
আর কিছু শোনাবো না ।
তোমায় স্মরণ করিয়ে দিলাম- তুমি লোভী
হতেও পারো আরো ছাড়িয়ে !
বিশ্বাস না হয় নিজের লোকানো বুককেই জিজ্ঞেস করো
সে নিশ্চয় মিথ্যে বলবেনা
তার সাথেই গড়ি আমি অনিশ্চিত স্বপ্ন বনানী !
আমার এলোমেলোতে সে হয় সুখ আগ্রাসী
অথচ করেছো তুমি তাকে লুকায়িত ।
তুমি লোভী অথবা তারও বেশি ।

ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

বালুচর্ বলেছেন: দারুণ হয়েছে। তবে কাউকে দোষারূপ করে লাভ নেই।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




ভালো লাগা ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২২

প্রামানিক বলেছেন: বিশ্বাস না হয় নিজের লোকানো বুককেই জিজ্ঞেস করো
সে নিশ্চয় মিথ্যে বলবেনা
তার সাথেই গড়ি আমি অনিশ্চিত স্বপ্ন বনানী !

চমৎকার কবিতার কথামালা। ধন্যবাদ

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৩

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক ভালোলাগায় অতলটা ছুঁয়ে গেলো-অসাধারণ ...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৬

জসিম বলেছেন: অনেক সুন্দর.

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রাতের বিচরণ শব্দ হরণ করেছো
কালি এঁকে দিয়েছো চোখের নিমগ্নে
অকস্মাৎ ভাবনায় বারে বারে বিদ্ধ করে
নিঃশ্বাসের ঝড় যেখানে করছে অবিরত আবাদ ।


চমৎকার ! চমৎকার !!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

জেন রসি বলেছেন: একের লোভ মনে হচ্ছে অপরের সাথে সম্পর্কিত!!! :P

কবিতা ভালো হইছে। :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: হুম । তা কী আর বলতে !!

ধন্যবাদ । :)

৮| ০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪৭

চ্যাং বলেছেন: বাহ বাহ ভাললাগা

০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৯| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৫

উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: তুমি লোভী অথবা তারও বেশি। অনেক বেশি!

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ ।

ধন্যবাদ :)

১০| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৫

জুন বলেছেন: আরো শুনে নাও-
পত্র-পল্লবে লুকিয়ে থাকা আমার সকল চিঠি
অগোছালে উড়ে গেছে মুগ্ধ নয়নে তোমার সৌন্দর্য মায়ায় ।
শেষ বিকেলও হারিয়ে গেছে প্রভাতের ন্যায়
অপেক্ষা হয়ে থাকে তোমার রাতে গুম হওয়া ।
বলো, তার জন্য কী নিরপরাধ রাত্রিই হবে দায়ী ?
তুমি লোভী ।


প্রতিটি লাইনই অসাধারন । কিন্ত এই পংতিটি মন ছুয়ে গেল কথা ।
+

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ খুব । :)

১১| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৯

চোখের কাঁটা বলেছেন: দারুন কবিতা, একেবারে হৃদয় ছুয়ে যাওয়ার মত!

০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১২| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫৪

রুদ্র জাহেদ বলেছেন: বিশ্বাস না হয় নিজের লোকানো বুককেই
জিজ্ঞেস করো
সে নিশ্চয় মিথ্যে বলবেনা
তার সাথেই গড়ি আমি অনিশ্চিত স্বপ্ন
বনানী !
হৃদয়ছোঁয়া লিখনি

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: খুব ধন্যবাদ । :)

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

খায়রুল আহসান বলেছেন: তার সাথেই গড়ি আমি অনিশ্চিত স্বপ্ন বনানী - চমৎকার এ চরণটি বেশী ভাল লেগেছে, তবে পুরো কবিতাই খুব সুন্দর আবহে লেখা।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন:






পুরনো লেখাগুলোতে মন্তব্য করে আমাকে তো নস্টালজিয়ায় ফেলে দিচ্ছেন !

খুব ভাল লাগছে পুরনো লেখাগুলো দেখে ।

অসংখ্য ধন্যবাদ ।

খুব ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.