নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

মহাশূন্যে চলছে অভিমান !

০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩



উত্তাপ সব গিলে খেয়েছে
লোমকূপে চিকচিক কায়া
নীরস নয়ন ছায়া খোঁজে
আসমানি দুঃখে আছে
তার নাকি ঘর ভেঙ্গেছে
সূর্য-চাঁদ অভিমানে বিঁধেছে
তাই মেঘগুচ্ছ ভয়ে লুকিয়েছে ।

সূর্য লাভায় হয়েছে পাগল
চাঁদ রাতের আকাশে জ্বলছে বিরহে
বিরহী চাঁদে ভালোবাসা জাগে হৃদয়ে
কিন্তু বিরহী সূর্যে হতে হয় পুড়ে অঙ্গার ।

দো'চালে ধরা খেয়েছে পৃথিবী
সূর্য পুড়ে-চন্দ্র সুখে ।
অবেলায় তারা ফুঁসে উঠেছে
তাদেরও নাকি হৃদয় আছে
সে হৃদয় ভেঙ্গে গেলে-
অবেলাও তারা পুড়ে !

সূর্য বলছে তার দুঃখ বেশি-
গোপন সুত্রে সে খবর পেয়েছে
চাঁদকে নাকি গ্রহ-নক্ষত্র চিঠি লেখে
সে চিঠিতে নাকি গভীর প্রেম খেলা করে
চাঁদকে নিশ্চুপে মিটিমিটি হাসতেও দেখেছে অনেক !
তাদের সাথে চাঁদের এতো কীসের ঘেঁষাঘেঁষি
কীসের এতো মাখামাখি !
ভালোবাসা কী আমি তাকে কম দিয়েছি !
তার সাথে আর কোন কথা নেই
সে বলুক ওদের সাথে ।

চাঁদ বলছে তার দুঃখ আরো বেশি
সূর্য কী তা বোঝে ?
অযাচিত সন্দেহে করছে আমায় বিদ্ধ
কেঁদে কেঁদে হয়েছে আমার হৃদয় দগ্ধ
ভালোবেসে যার আলোকে করেছি আপন
সে কীনা বলে এতো আলো আমি পাই কোথেকে !

সে কী জানে আমি তার হিসেবী ঘরণী
বেহিসেবী তাকে না জানিয়ে জমিয়েছি তার আলো ?
অভাবে তাকে দেই, সে কী তা কখনো বুঝেছে ?
যাই হোক, তার সাথে আর কোন কথা নেই
দেখি সে এলোমেলোতে আমায় ছাড়া কীভাবে থাকে !

তাই আমাদেরও করতে হবে অপেক্ষা
তাদের হৃদয় জোড়াতালি অব্দি !

ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

সুমন কর বলেছেন: সূর্য-চন্দ্রের কবিতা ভালো লাগল। +।

০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

সাহসী সন্তান বলেছেন: অভিমান; তাও আবার মহাশূন্যে! :( কটকটি (কথাকথিকেথিকথন উচ্চারনে সমস্যা) এটা কেমন হলো? :P বিষয়টা বেশ জঠিল মনে হচ্ছে! তবে আপাতত আমাদের সম্মানিতা রিকি আপু এখন মহাশূন্যে অবস্থান করছেন, আপনি চাঁদ-সূর্যের এই মান-অভিমান ভাঙানোর জন্য দ্রুত তার সাথে যোগাযোগ করতে পারেন! কিংবা রিকি আপু আবার আগেই এই অভিমান ভাঙাতে মহাশূন্যে চলে গেছেন কিনা কে জানে? :P

তবে কবিতা অনেক সুন্দর হয়েছে! আসলেই ভালবাসার মানুষকে কেউ ভাগ দিতে চায় না! আর যাকে প্রকৃত ভালবাসা যায় তার প্রতি একটা আলাদা আকর্ষন পরিলক্ষিত হয়!

কবিতা পোস্টের জন্য অনেক ধন্যবাদ!

০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন: কটকটি !! নো !

হা হা হা । নাসার সাথে যোগাযোগ করতে হবে । রিকি আপুর হেল্প লাগলে সাড়ে দশ সদস্যের একটা টিম ও পাঠানো যেতে পারে ।!! তবে সম্মানিতা রিকি যদি আবার নিঃসঙ্গ সূর্যের সাথে খোশ গল্পে থাকে তবে ঘটনা কিন্তু আরো বেসগতিক হয়েঃ)যেতে পারে !! চন্দ্র কিন্তু আর পোস নাও মানতে পারে । সো বিষয়টা খুব সেন্সেটিব । খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে !

ধন্যবাদ অনেক । :)

৩| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৪| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ চাঁদ সূর্যের মান অভিমান ... মন্দ নয়... বেশ বেশ!

০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৫| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:০৯

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




সূর্য বিরহে পুড়ে অঙ্গার হয়না , হয় ঈর্ষায় । চাঁদ গ্রহ-নক্ষত্রকে চিঠি লিখবে আর চাঁদকে আলো দানকারী সূর্য্যকেই চাঁদের এতো অবহেলা ! ঈর্ষা তো হবেই ! তাই ঈর্ষার পুড়ে সূ্র্য্য গনগনে আগুনে হয়ে উঠেছে । দেখছেন না ক'দিন ধরে কি যে গরম.... :(

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । সেই রকমটাই মনে হচ্ছে । আপনি আরো গভীরে গিয়েছেন ! তবে দেখা যাক আমাদের দুঃখ দেখে তারা কী করে!

ধন্যবাদ খুব । :)

৬| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:

উত্তাপ সব গিলে খেয়েছে
লোমকূপে চিকচিক কায়া
নীরস নয়ন ছায়া খোঁজে
আসমানি দুঃখে আছে
তার নাকি ঘর ভেঙ্গেছে
সূর্য-চাঁদ অভিমানে বিঁধেছে
তাই মেঘগুচ্ছ ভয়ে লুকিয়েছে ।

সহজ শব্দে কঠিন বাক্যবিন্যাস !
চার বার পড়তে হয়েছে । চা খাওয়ান =p~ B-) :D :)

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:২১

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । ওকে চা টা সূর্য তাপে রান্না করে নেই !

খুব ধন্যবাদ । :)

৭| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:১৪

গেম চেঞ্জার বলেছেন: এতো সুন্দর কাব্য!! বাহঃ বাহঃ।

তবে আহমেদ জিএস ভাই আমার মনের কথা অনেকটাই বলে দিয়েছেন।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:২২

কথাকথিকেথিকথন বলেছেন: ওকে ওখান থেকে জেনে নিলাম !

ধন্যবাদ অনেক । :)

৮| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:১৫

সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: কটকটি !! নো !

-তাইলে কি কমু আপনিই কইয়া দেন? আর যাই বলি (কথাকথিকেথিকথন) এইটা কিন্তু আমার দ্বারা সম্ভব হইতো না!

রিকি আপু খোশ গল্পে মজে যাবে? :P ইমপসিবল! আমার জানা মতে রিকি আপুর এই ধরনের কোন দোষ নেই! :P আর যদিও এমনটা হয় তাহলে সেটা শায়মা আপুনিই হ্যান্ডেল করবে। যদিও তিনি গত দুইদিন ধরে নিখোঁজ আছেন। তবে উনাকে খোঁজার জন্য ইতোমধ্যে এফবিআই, সিবিআই, সিআইডি, ডিবি, তালেবান, আল-কায়েদা এবং মাওবাদী সংগঠন গুলো নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা সু-খবর আমরা জানতে পারবো! :P

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । শায়েমা আপুরে যারা খোঁজে তারা তো নিজেদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেবে !! আমার সন্দেহ হচ্ছে মিস শায়েমা গিয়ে কীনা তাদের ঘর ভেঙ্গেছে !! এই জন্য মনে হচ্ছে উইকিলিকসের কাছে যেতে হবে !!

৯| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:১৮

রিকি বলেছেন: সূর্য লাভায় হয়েছে পাগল
চাঁদ রাতের আকাশে জ্বলছে বিরহে
বিরহী চাঁদে ভালোবাসা জাগে হৃদয়ে
কিন্তু বিরহী সূর্যে হতে হয় পুড়ে অঙ্গার ।

দো'চালে ধরা খেয়েছে পৃথিবী
সূর্য পুড়ে-চন্দ্র সুখে ।
অবেলায় তারা ফুঁসে উঠেছে
তাদেরও নাকি হৃদয় আছে
সে হৃদয় ভেঙ্গে গেলে-
অবেলাও তারা পুড়ে !





সূর্যের আবহাওয়া খারাপ, আমি ভাই রওয়ানা দিয়ে দিয়েছি !!!! ;)

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: ও আচ্ছা আপনি তাহলে এখনো যান নি । তবে তাড়াতাড়ি । আর ওখান থেকে গুগল সার্চ দিয়ে শায়েমা আপু কেও একটু খোঁজে দেখবেন অবশ্যই !!

১০| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৩১

সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: হা হা হা । শায়েমা আপুরে যারা খোঁজে তারা তো নিজেদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেবে !! আমার সন্দেহ হচ্ছে মিস শায়েমা গিয়ে কীনা তাদের ঘর ভেঙ্গেছে !! এই জন্য মনে হচ্ছে উইকিলিকসের কাছে যেতে হবে !!

-যেখানেই যান, নিজের জন্য যথেষ্ট সিকিউরিটির ব্যবস্থা রেখেই তারপর যেয়েন। সবাই কিন্তু বিপদ জনক!

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: প্রটেকশনের জন্য কিছু কবিতা নিয়ে যাব ভাবছি !!

১১| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৩

রিকি বলেছেন:

আপুনি আপনি কই, আমরা সবাই আপনাকে এভাবে খুঁজছি-----সার্চিং আপুনি !!!! ;)

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা ... ওকে এভাব পাওয়া গেলে নেক্সট বার অবশ্যই তার সাথে ট্র্যাকিং ডিভাইস ফিট করে দিতে হবে ! এ জন্য সাহসী ভাইকে পাঠাইতে হইবে । শায়েমা আপু কিনা ধ্রুপদী দক্ষ !

১২| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৭

রমিত বলেছেন: সুন্দর কবিতা!

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ ভোর ৪:০১

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক সুন্দর একটি কবিতা । চাঁদ -সূর্যের মান অভিমান :) । কিন্তু ছবিটার সাথে মিল খুঁজে পাচ্ছিনা । আমার বোঝার ভুলও হতে পারে । অনেক শুভকামনা রইল ।

০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: ছবিটা দিয়ে বোঝাতে চেয়েছি মহাশূন্যে ওদের মান অভিমানের চিত্র স্বরুপ । ছবিটায় দেখা যাচ্ছে কেমন একটা আগুনি আগুনি খেলা ভাব । এই আর কী ।

খুব ধন্যবাদ । :)

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৪

গুলশান কিবরীয়া বলেছেন: ছবিটা হোল পৃথিবীতে নিউক্লিয়ার এক্সপ্লশনের ছবি , অবশ্য হতে পারে দুজনের মান অভিমানে এক্সলশন তো হতেই পারে । বাবা !!! এতো যেন তেন মান অভিমান নয় !! :D

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

কথাকথিকেথিকথন বলেছেন: এটা কী যারতার মান অভিমান !! বুঝতে হবে ।

ধন্যবাদ । :)

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১৬| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৪

রুদ্র জাহেদ বলেছেন: খুব খুব সুন্দর কবিতা

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: খুব ধন্যবাদ । :)

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৩

খায়রুল আহসান বলেছেন: শিরোনামটা খুব সুন্দর, ছবিটা ভয়ঙ্কর!
কবিতায় অভিব্যক্ত মহাশূন্যিক মান অভিমানের আলাপন চিত্তাকর্ষক হয়েছে।

০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০১

কথাকথিকেথিকথন বলেছেন:


সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক । পুরনো পোস্ট ঘেঁটে পড়েছেন তাই বেশ ভাললাগা

অনেক ধন্যবাদ ,

শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.