নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

সেই আঁচল ।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪



যে আঁচল ঊড়িয়ে পৃথিবী তোমায় দেখেছে
এতে তো ঢুকে যেতে পারে হাজারো মায়ার পৃথিবী !
জানো সে আঁচল কী ? বলবো না, এ তোমাদের ধাঁধা !
সহজ করে দিতে পারি যদি তবে চাও-
যেখানে জন্মেরও আগে থাকো আদুরের উষ্ণ আলাপে
যার মালিক হতে হয় তাকে-
কষ্টেরও পিঞ্জিরায় বাসা বেঁধে সে হাসে !
পৃথিবী অবাক তাকিয়ে রয় এ কেমন নয়ন !
এবার বলো দেখি সে আঁচলের কথা ?
বলবো না, এ তোমাদের ধাঁধা !

আরও সহজ চাও ! ঠিক আছে তবে শোন বোকার দল-
যে ব্যথা কারো হয় না শুধু সেথা জন্ম নেয়
তার তরে কেউ নয় ভাগীদার- পৃথিবী পায় একটি উপহার ।
অচেনা জগতে যখন কেঁদে উঠে একটি ফুল তখনও
ব্যথার মুখ লুকিয়ে আদুরে বুক চেপে ধরে- ওরে কাঁদিস না !
বলো দেখি এ মহিমা কী ? বলবো না, এ তোমাদের ধাঁধা !

আরও সহজ করে দেবো ! ওরে হাঁদারাম, এ কেমন বোকা তোমরা !
শোন তবে আরও সহজ,
সে এক কুখ্যাত খুনি-
সকল নিজস্ব সৌন্দর্য গলা টিপে খুন করে সেই ফুলের তরে।
ফুল পাপড়ি মেলে- তাঁর বুকে জমে নিঃশ্বাস
সকল সুখের ফোয়ারা বুকে হজম কোরে লাস্য হাসিতে বলে- আমি ভালো ।
এভাবে সে বহু খুনের খুনি সেজে অবশেষে সেই ফুলের ঘ্রাণ খোঁজে
জমিয়ে রাখা সেই নিঃশ্বাস ফেলবে বোলে ।
কিন্তু কোথাও তো ঘ্রাণ নেই- সে ফুল নাকি বিক্রি হয়ে গেছে !
তখনও সেই আঁচল ঘাপটি মেরে থাকে সেই লালিত ফুলের সান্নিধ্য চেয়ে
তবুও কখনো চায় না তিলক সর্বনাশ
কেউও যদি চায় করতে- সে দেখায় ক্রুদ্ধ চক্ষু !
এভাবে কোন একসময় সেই ফুলকে মৃত্যু সত্যে ছেড়ে দেয়-
কিন্তু অদৃশ্য আঁচলকে উড়িয়ে দেয় সে ফুলের অসর্বনাশে !

বলো দেখি এ কোন আশ্চর্য ? চিনতে পারো কী ?
আর বলবো না- এ তোমাদের ধাঁধা !
চেয়ে দেখো আপনালয়ে
হয়তো পাবে কোন কোনাকানিতে !

ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৫৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৬

পটল বলেছেন:
তার আঁচলের চেয়ে আর কোন শীতল স্থান কৈ পাবেন?

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: এ শীতল চিরন্তন সত্য ।

ধন্যবাদ । :)

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১

শায়মা বলেছেন: মা .....:)

আই এ্যাম গুড এ্যাট ধাঁধা!:)

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: তুমি গুড বয় ওহ সরি গুড গার্ল ।

কিন্তু না পারলে ভাল হতো । আমি বলে দিতে পারতাম !!

ধন্যবাদ । :)

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:০৫

সাহসী সন্তান বলেছেন: কটকটি :P (বলতে নিষেধ করেছেন তারপরেও বললাম কারন কথাকথিকেথিকথন উচ্চারন আমার দ্বারা সম্ভব না)! আপনি কিন্তু গোপনে আমাদের কে বেশ ব্যাঙ্গ করেছেন? আমারা কিন্তু কেউই বোকা কিংবা হাদারাম নই? :`>

আপনার ধাঁধার উত্তরটা কিন্তু আমি বলতে পারি! সুতরাং জলদি পোস্ট আপডেট করে নেন? :P তয় কানে কানে একখান কথা কই! কবিতা কিন্তু দারুন হইছে! ;)

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । আপনি বেশ মজার মন্তব্য করেন । নাম নিয়ে টানাটানি আপনার আর গেলো না !!

যারা জানে না তারা হাঁদারাম । আপনি কিন্তু জানেন ।

ধন্যবাদ খুব । :)

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:২০

সাহসী সন্তান বলেছেন: নাম নিয়ে টানাটানি আপনার আর গেলো না !!

-ক্যামনে যায় কন? যা একখান নিক নেম দিছেন সেইটা উচ্চারন করতে গেলেতো গালের দাঁত পড়ে যাওয়ার আশংখ্যা থাকে! :P এই বয়সে দাঁত পড়লে মাইনষে কি মাইয়া বিয়া দিবো মোর লগে? আপনি কি হেইডা বুইজ্জাও না বোঝার ভান করেন? :P

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । তাহলে তো সমস্যাই । কী আর করা ! মুখে উচ্চারন না করে শুধু দেখে যান আর যেখানে লেখার সেখানে কপি পেস্ট করে যান । আমার মনে হয় দন্ত বিষয়ক সমস্যাটা সমাধান হবে ।

হা হা

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৯

সাহসী সন্তান বলেছেন: 'কথাকথিকেথিকথন' নিক নেমটা শায়মা আপুনির বক্তব্য মতে একটু খটোমটো হলেও আপনি যে একটা মেয়ে এ বিষয়ে কোন সন্দেহ নেই (ব্যক্তিগত ধারনা নাও হতে পারে)! ফেসবুকীয় ভাষায় #ফিলিংস কনিউশন হবে!

কারন অল্প কথাতে এত হাহা হিহি শুধুমাত্র মেয়েরাই ভাল পারে (প্রাক্টিক্যাল জ্ঞান)! আর প্রায় প্রত্যেকটা মন্তব্যের উত্তর দিতে গিয়ে আপনি যেভাবে দন্ত বিকশিত করে হাহা করছেন তাতে জাতির কাছে এটা একদম প্রকাশ্য (বিশেষ করে আমার কাছে)! সুতরাং সবার কাছে আপনি লুকিয়ে থাকতে পারলেও আমার কাছে যে পারবেন না এটা আমি হলপ (অঙ্গিকার) করে বলে দিতে পারি!

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: তাহলে রিচার্স ভাল মতে চলছে । চলুক । অবশ্য এই রিচার্সের কোন দরকার আছে বলে মনে করি না ।

লুকিয়ে আছি !! কীভাবে !! আমি তো এখানে । এই যে । আপনার প্রতিউত্তর ও দিচ্ছি !!

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাহসী সন্তান বলেছেন: আপনি কিন্তু গোপনে আমাদের কে বেশ ব্যাঙ্গ করেছেন? আমারা কিন্তু কেউই বোকা কিংবা হাদারাম নই? :`<


কথা সইত্য :P :-P

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: না সইত্য না । আমি তো বলে দিসি । যারা জানে তারা কিন্তু জিনিয়াস !

ধন্যবাদ । :)

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:২৮

সুমন কর বলেছেন: সুন্দর এবং প্লাস।

উত্তরটা সবাই জানে।

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ । সেটাই । উত্তরটা সাবার জানা ।

ধন্যবাদ । :)

৮| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৫

আমিনুর রহমান বলেছেন:



এতো বোকা সম্ভবত কেউ নয় যে ধাঁধার উত্তর দিতে পারবে না ।

অসাধারণ কবিতা। মুগ্ধ পাঠ।

০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: এতো বোকা কেউই হতে পারে না ।

ধন্যবাদ । :)

৯| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৬

রমিত বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন। মুগ্ধ হলাম।

০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ। :)

১০| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৯

দৃষ্টিসীমানা বলেছেন: অসাধারণ একটা কবিতা উপহার দিলেন ,অনেক ধন্যবাদ আপনাকে ।

০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ । :)

১১| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৯

হাসান মাহবুব বলেছেন: চমৎকার মায়ায় ভরা কবিতা।

০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১২| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর কবিতা....
আন্তরিক ভালো লাগা জানাচ্ছি!

০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: খুব ধন্যবাদ । :)

১৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৩

শুভ৭১ বলেছেন: কথায় কথায় অনেক কিছুই বলে দিয়েছেন,অনেক গভীরে স্পর্শ করেছেন।আমরা সবই জানি,সবই বুঝি কিন্ত সময়ের পরিক্রমায় আবার আমরা কিছুই বুঝতে চাইনা।ভুলে যাই এই সহজ ধাঁধা।অতি আশ্চর্য এক মানব সম্প্রদায় আমরা।যে আঁচল তলের উষ্ণতায় আমাদের বেড়ে ওঠা,সেই আচল উন্মুক্ত করতে আমরা দিধাবোধ করিনা।তাই এই ধাঁধা আমাদের কাছে ধাঁধাই থেকে যায়!! শুভ হোক লেখকের পথচলা।।।

০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: আপনি চমৎকার কিছু বাস্তব কথা বলেছেন । তবে আশা রাখি এমনটা যেন না হয় ।

ধন্যবাদ খুব । :)

১৪| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩২

গেম চেঞ্জার বলেছেন: মায়ায় মায়ায় ভরে দেওয়া আঁচলখানি...

ভাললাগা ;)

০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১৫| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৯

জেন রসি বলেছেন: এ কেমন ধাঁধা যার উত্তর সবাই জানে!! :P

আসলে এ এক এমনি ধাঁধা যার উত্তর সবার অবচেতন মনেই আছে! :)

চমৎকার।

০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ সেটাই । শুধু উত্তরটার যথপোযুক্ত সেবা দরকার ।

ধন্যবাদ । :)

১৬| ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

কাবিল বলেছেন: বলা লাগবেনা। তয় সুন্দর হয়েছে।

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০০

কথাকথিকেথিকথন বলেছেন: এই ধাঁধার উত্তর দেয়া লাগে না । উপলব্ধিই দরকার ।

ধন্যবাদ । :)

১৭| ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

চ্যাং বলেছেন: আবনার উদ্দেশ্য কি?? যেই পড়বো হেই কি বোকা হাঁদারাম হই যাইবো। উত্তুর দিবার আগেই<<

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০২

কথাকথিকেথিকথন বলেছেন: এটা একটা কাল্পনিক দৃশ্যপট । আমরা সবাই এই ধাঁধার উত্তর জানি । শুধু উপলব্ধি করার জন্য লেখা ।

ধন্যবাদ । :)

১৮| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৯

ক্রিবিণ বলেছেন: যদিও একটু গায়ে লেগেছে তবুও উপভোগ করেছি... আর জানেনইতো শত ঐ আচলে ঠায় নিতে গেলে এমন কটুক্তি একটু আধটু শুনতেই হয়...

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: যারা এতো সহজেও চিনতে পারে না তাদেরকেই বলা কথা গুলো । তবে মনে হয় না এমন বোকা কেউ আছে কিন্তু হয়তো উপলব্ধির অভাব অনেক ।

ধন্যবাদ । :)

১৯| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৩

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০১

কথাকথিকেথিকথন বলেছেন: আপনিও ভাল থাকবেন ।

ধন্যবাদ খুব । :)

২০| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৩

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



নিকের নামটির মতোই খটমট ধাঁধা। কিন্তু পট করেই ভেঙে গেলো প্রথমেই ।

.... সেই আঁচলের নীচে অমৃতস্য পূত্র করে রাখেন যিনি তিনি "কোনাকানি" তে নয় হৃদয়ের বিশাল প্রান্তর জুড়ে অধিষ্ঠান করেন । সে আঁচলের দেবীর জন্যে থাকুক আদিগন্ত ভালোবাসা ।

অনেক ভালো লাগলো ।

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার বলেছেন । এভাবেই সেই আঁচল থাকুক সযত্নে ।

খুব ধন্যবাদ । :)

২১| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০১

থিওরি বলেছেন: ভাললাগা জানিয়ে গেলাম!
অফটপিক :আপনার নামের উচ্চারণ করতে খুবই কষ্ট!

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১০

কথাকথিকেথিকথন বলেছেন: কিন্তু এখন তো কিছু করার নেই । নাম যে দেয়া হয়ে গেছে !!!

ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করলে সহজ মনে হয় আমারও !!

ধন্যবাদ । :)

২২| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৫

রাফা বলেছেন: শিরোনামেই বুঝে গিয়েছিলাম-"মায়ের আচঁল"

চমৎকার ধাধাময় কবিতায়,ধন্যবাদ।

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২৩| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০১

সায়েদা সোহেলী বলেছেন: ষশোন তবে আরও সহজ,
সে এক কুখ্যাত খুনি-
সকল নিজস্ব সৌন্দর্য গলা টিপে খুন করে সেই ফুলের তরে।
ফুল পাপড়ি মেলে- তাঁর বুকে জমে নিঃশ্বাস
সকল সুখের ফোয়ারা বুকে হজম কোরে লাস্য হাসিতে বলে- আমি ভালো ।
এভাবে সে বহু খুনের খুনি সেজে অবশেষে সেই ফুলের ঘ্রাণ খোঁজে
জমিয়ে রাখা সেই নিঃশ্বাস ফেলবে বোলে ।
কিন্তু কোথাও তো ঘ্রাণ নেই- সে ফুল নাকি বিক্রি হয়ে গেছে !
তখনও সেই আঁচল ঘাপটি মেরে থাকে সেই লালিত ফুলের সান্নিধ্য চেয়ে
তবুও কখনো চায় না তিলক সর্বনাশ
কেউও যদি চায় করতে- সে দেখায় ক্রুদ্ধ চক্ষু !
এভাবে কোন একসময় সেই ফুলকে মৃত্যু সত্যে ছেড়ে দেয়-
কিন্তু অদৃশ্য আঁচলকে উড়িয়ে দেয় সে ফুলের অসর্বনাশে ! -------- ঠিক তাই



কবিতায় ভিন্নতা আছে , ভালো লেগেছে।

যতবার আপনার নিক টা চোখে পড়ে আমি উচ্চারণ করার চেষ্টা করি, যদিও আমি তোতলা নই :)

০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । বাপরে, নাম দেয়ার সময় মনেই হয়নি নামটা এতো ভোগানোময় হবে !!!

খুব ধন্যবাদ । :)

২৪| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৭

শামছুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতা।
লাইনটা মনে ধরেছেঃ
//সে এক কুখ্যাত খুনি-
সকল নিজস্ব সৌন্দর্য গলা টিপে খুন করে সেই ফুলের তরে।//

০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২৫| ০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২৬| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২২

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে।মুগ্ধতা রেখে গেলাম

১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২৭| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৯

খায়রুল আহসান বলেছেন: স্নেহময়ী মায়ের আঁচলের কথা বলেছেন কবিতায়, এটা বেশ সহজবোধ্য।

০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন:




সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.