নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
কিছু রাতকে বস্তাবন্দি কোরে-
বেঁধে রেখেছি কুঁজো পিঠে ।
এই রাতগুলোর কানাকানিতে নাকি-
সুখ আছে ! কিন্তু আমি পাইনি ।
তবুও রেখেছি বেঁধে- যদি পাই !
কিছু কান্নাকে নিয়মিত করেছি
এই কান্নাতে নাকি দুঃখ ঝরে পড়ে ।
কিন্তু আমার রয়ে গেছে। তবুও কাঁদি-
যদি খুঁজে না পাই কখনো !
কিছু ভাবনাকে মগজে পুরে রেখেছি
এই ভাবনায় নাকি জল শুকায় ।
কিন্তু আমার বেড়েছে ! তবুও ভাবি-
যদি ফিরে পাই !
কিছু আঁধারকে মুঠিবদ্ধ করেছি
এতে নাকি জ্যোৎস্না ঝরে ।
কিন্তু আমি ভিজিনি । তবুও রেখেছি-
যদি কখনো দেখা পাই !
'যদি' হয়েছে কাতর
তাকে দিয়েই তো ফিরে আসছে-
বারে বারে কত মন ভরসায় !
এই 'যদি' না থাকতো !-
তবে কী তারা মরে যেত ?
হয়তো খুঁজতো নয়তো হারাতো ।
ছবি কৃতজ্ঞতা- নেট ।
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৬
সাহসী সন্তান বলেছেন: কটকটি (কথাকথিকেথিকথন উচ্চারনে সমস্যা তাছাড়া এইটা আমার দ্বারা সম্ভব না)! যদি সরকার কথার উপরে ভ্যাট আরোপ করতো তাহলে কিন্তু আপনার এই 'যদি'র উপরে ভ্যাট বর্তাতো! এই রে ফঁস কইরা আমিও যে একবার যদি কইয়া ফেলাইলাম!
যাহোক কবিতা কিন্তু ভাল হইছে, যদিও 'যদি'র বাহুল্যটা একটু বেশিই মনে হলো! ধন্যবাদ জানবেন!
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০২
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । কবিতার যেহেতো যদি এর জন্যই লেখা সেহেতো যদির বাহুল্যটাই তো বেশি হবে । এই তো স্বাভাবিক ।
না আমি যদির উপর ভ্যাট বসাচ্ছিনা । সো নিশ্চিন্তে যদি বলে যান আর আশা আকাঙ্খায় বেঁচে থাকুন ।
ধন্যবাদ বেশ ।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮
গেম চেঞ্জার বলেছেন: সংসার সাগরে দুঃখ তরঙের খেলা, আশা তাঁর একমাত্র ভেলা।
যদি' দিয়েই তো আমরা আশা পর্যালোচনা করি।
যদি' দিয়েই তো প্লান করা হয়, ভবিষ্যতের।
কাব্যের ভাববিন্যাস ভাল হয়েছে।
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: কাব্যিক ঘরনার মন্তব্য ভাল লেগেছে ।
খুব ধন্যবাদ ।
৪| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮
সাহসী সন্তান বলেছেন: 'ধন্যবাদ বেশ' এইটা জীবনের প্রথম শুনলাম? ভ্যাট আপনি না বসাইলেও আমি কিন্তু বসাবো? কারন এত যদির ব্যবহারে জাতি এখন দিশেহারা! সুতরাং পোস্টে কইস্যা একখান মাইনাস(-)!
কানে কানে কই! মাইনাসটা শুধু মুখে কইলাম! আসলে কিন্তু পিলাচ!
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন: ইয়ে মানে, টাকা পয়সা তেমন নাই আমার । হুমকিটা কিন্তু মাল মাল লাগছে !!!!!
ওকে আমি কানে কানেই শুনে নিলাম কিন্তু ।
৫| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫০
সাহসী সন্তান বলেছেন: হুমকি আপনার কাছে যেমনই লাগুক, হুমকি হুমকিই! এর কোন নট নড়ন চড়ন! আর গোপন কথাতো প্রকাশ্য কওন যায়না তাই সেগুলো কানে কানেই কইতে হয়!
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১০
কথাকথিকেথিকথন বলেছেন: ওকে ওকে । মেনে নিলাম ।
৬| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৪
সুমন কর বলেছেন: এবার আমার কাছে, প্রথমদিকে ভালো লাগছিল। পুরোটা মিলিয়ে মোটামুটি। +।
প্রথম লাইনে ভুল ভালো দেখায় না।
কোরে < করে।
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৩
কথাকথিকেথিকথন বলেছেন: করে'র কোরে রূপটা ব্যবহার হয়ে থাকে । আমি এখানে বুঝাতে চেয়েছি নিজস্ব আদরে বস্তাবন্দি করাকে ।করে থেকে একটু কাছের শব্দ ।
ধন্যবাদ খুব ।
৭| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৮
সুমন কর বলেছেন: ওকে ওকে বুঝলাম !!!
০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন: ওকে মেনে নিলাম ।
ধন্যবাদ।
৮| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৫
খায়রুল আহসান বলেছেন: ভালো লেগেছে।
০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৯| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৯
কিরমানী লিটন বলেছেন: অনেক ভাল লেগেছে, নান্দনিক মুগ্ধতা...
শুভাশিস সতত...
০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১০| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৩
রমিত বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন!
০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১১| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২১
দৃষ্টিসীমানা বলেছেন: অন্য রকম কথামালা ,ভাল লাগল ।
০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১২| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০১
হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।
০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১৩| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৬
জেন রসি বলেছেন: সবকিছুকে এভাবে বন্দী করে রাখার অভিমানী আগ্রাসন ভালো লেগেছে। তবে কবিতায় বন্দী করে রাখলেও বাস্তবে কিন্তু উড়ে যেতে পারে।
০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
কথাকথিকেথিকথন বলেছেন: উড়ে গেলেতো ভালোই হত । কিন্তু এই মন যে ছাড়তে চায় না !!!
ধন্যবাদ ।
১৪| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৫
শামছুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা।
হয়তো একদিন জোৎস্নায় ভিজবেনঃ
//কিছু আঁধারকে মুঠিবদ্ধ করেছি
এতে নাকি জ্যোৎস্না ঝরে ।
কিন্তু আমি ভিজিনি । তবুও রেখেছি-
যদি কখনো দেখা পাই !//
সব আঁধার কি মুঠোয় আঁটে?
ভাল থাকুন। সবসময়।
০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন: এই মুঠো হতে পারে এক জীবনের সমান । তাই তো আঁটে !!
ধন্যবাদ ।
১৫| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০১
কাবিল বলেছেন: ভালো লেগেছে, @কেথিনা (কথাকথিকেথিকথন থেকে নেয়া)
০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । মজা পেলাম !!
ধন্যবাদ ।
১৬| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫২
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । যদির ব্যবচ্ছেদ ভাল লেগেছে ।
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৯
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।