নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
ফুলগুলো ঝরে গেল- বেশি তো হয়নি ফুটেছিল !
ক্ষণজন্মা এই ফুলের যেন পাপড়ি ছিল না
কিন্তু অফুরান নেশামাখা ঘ্রাণ ছিল-
এখনো খুব খেয়ালে পঞ্চেন্দ্রিয়ের শ্রম ।
এতো কীসের প্রেম হয়েছে এদের নেশায় ?
যেন প্রতিটি ফোঁটায় ফোঁটায় অসুখী মাখামাখি !
কত করে বলেছিলাম- তোমরা কে ?
তারা কোন কথা বলেনি- শুধু ঘ্রাণ বিলিয়ে দিয়েছে ।
যখন ফুলগুলো শৈশবে-
বাঁধন ছিড়ে পড়ে যেতে চাইতো
আহ্লাদি দুষ্টমিতে মাততো
অভিমানে কেঁদেকেটে হয়রান
আনন্দে খিলখিলিয়ে অগোছালো
কতই না তুলতুলে আদুরে ছিল
ইচ্ছে হত স্নিগ্ধ কপোলটা টেনে-
একটা নরম চুমো কশিয়ে দেই !
কিন্তু ঝরে যাওয়ার ভয় !-
তাই অপূরণই রয়ে গেলো ।
খুব হঠাৎ করেই তারা পুরনো হয়ে গেল
স্নিগ্ধতা ঢেকে মরিচিকায় রূপ নিলো
যেন 'সময়' পেয়েছে মৃত্তিকার মায়া !
পাখি ফিরে গেল, মেঘগুলো ঝরে গেল
সমুদ্র পেল যৌবন, রাত্রি পেল সুখ সঙ্গম ।
এভাবে ফুলগুলো গুড়োগুড়ো হয়ে গেল
দুঃখ গেলা বাতাস তা বুকে ধারণ করে-
ঢুকে গেল লোহিত গহীনের চিত্রকল্পে।
ছবি কৃতজ্ঞতা- নেট ।
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: দুঃখ গেলা বাতাস মানে- দুঃখকে গিলে খায় যে বাতাস ।
তা দিয়ে বুঝিয়েছি- ফুলের গুড়োগুলোকে ।
ধন্যবাদ।
২| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৫
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২
সাহসী সন্তান বলেছেন: কটকটি (কথাকথিকেথিকথন উচ্চারনে সমস্যা তাছাড়া এইটা উচ্চারন আমার দ্বারা সম্ভবও না )! সত্যি বলতে কি আপনার কবিতা গুলো পড়ার পরে মাঝে মাঝে দিশা হারিয়ে ফেলি! মন্তব্য করার ভাষা পাই না! কারন এত ছোট্ট কবিতার ভিতরে আপনি যেভাবে পুরো ইতিহাসটাকে ফুটিয়ে তোলেন তা সত্যিই অসাধারন! মাঝে-মাঝেতো আপনার কবিতা গুলো ঠিক পদ্য না গদ্য সেটাইতো বুঝতে পারি না?
কবিতা কেমন হয়েছে এবং আমার কাছে কেমন লেগেছে সেটা আমার উপরে করা কথাতেই তো বুঝতে পেরেছেন? তবে পরিশেষে আপনার কাছে একটা অনুরোধ, এই 'কথাকথিকেথিকথন' টাকে কি পাল্টানো যায়না? যদিও এটা আপনার কাছে ভাল লেগেছে তাই দিয়েছেন, কিন্তু পাঠকের কথাটাও তো একটু চিন্তা করতে হবে? প্রতিটা মন্তব্য করতে গেলেই তো এক দুইটা করে দাঁত ফেলে রেখে আসতে হয়! জানি না শেষ পর্যন্ত কয়টা দাঁত শেষ পর্যন্ত লাস্টিং করবে!
পিলিংস #আমারে কেউ মাইরালা!
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১২
কথাকথিকেথিকথন বলেছেন: নামের বিষয়ে আপাতত কিছু করা যাচ্ছে না ।শুনেছি তোতলা সমাজের জন্য নামটা খুব উপকারী হচ্ছে !! তাদের কথাও তো চিন্তা করতে হবে নাকি ? !!!
ধন্যবাদ খুব ।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৫
সাহসী সন্তান বলেছেন: মন্তেব্যের উত্তর দেরিতে করার জন্য আপনার নামে মামলা হতে পারে কিন্তু (হালকা হুমকি হিসাবে নিতে পারেন)? তাইলে আপনি কি বলেগার দের তোতলামী ছাড়ানোর কন্ট্রাক্ট নিছেন নাকি? বাহঃ বাহঃ চমৎকার...............!!
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: মামলা !! ভুই পাইছি । হালকা হুমকি কাজে লেগেছে !!
১৯৫২ তে রক্ত ঝরেছিল যে জন্য সেখানে তারা কেন বাঁধা হবে। তাদেরও তো ইচ্ছে করে আপন ভাষায় সুন্দর করে কথা বলতে ।
তাই আর কি !!
৫| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইচ্ছে হত স্নিগ্ধ কপোলটা টেনে-
একটা নরম চুমো কশিয়ে দেই !
কিন্তু ঝরে যাওয়ার ভয় !-
তাই অপূরণই রয়ে গেলো ।
বাহ ! চমৎকার !!
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৬| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৬
সাহসী সন্তান বলেছেন: আপন ভাষায় কথা কইতে যাইয়া সবাই যে বেকায়দায় পড়ছে হেইডার দোষ নিবো কে?
আপনার মন্তব্য পইড়া একখান কথা মনে পড়ছে, "বাংলা ভাষার জন্ম হয়েছে নদীয়ার শান্তিপুর, লালন পালন হয়েছে যশোর কুষ্টিয়া, অসুস্থ হয়েছে নোয়াখালী, মারা গেছে সিলেট, জানাজা হইছে চট্রোগ্রাম, কাফন দাফন হইছে পার্বত্য চট্রোগ্রাম!!"
০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: ওরে বাপরে কী পেঁছানো কথা !! এখন তো আমার মাথার তার ছিঁড়ে যাচ্ছে।
৭| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩২
সুমন কর বলেছেন: শেষটুকু বেশ ভালো লাগল। +।
০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ।
৮| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৯| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১১
মহান অতন্দ্র বলেছেন: ভাল লাগল
০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১০| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪৬
রিকি বলেছেন: খুব হঠাৎ করেই তারা পুরনো হয়ে গেল
স্নিগ্ধতা ঢেকে মরিচিকায় রূপ নিলো
যেন 'সময়' পেয়েছে মৃত্তিকার মায়া !
পাখি ফিরে গেল, মেঘগুলো ঝরে গেল
সমুদ্র পেল যৌবন, রাত্রি পেল সুখ সঙ্গম ।
এভাবে ফুলগুলো গুড়োগুড়ো হয়ে গেল
দুঃখ গেলা বাতাস তা বুকে ধারণ করে-
ঢুকে গেল লোহিত গহীনের চিত্রকল্পে।
চরম হয়েছে---কবিতার মধ্যে একটা withered flower এর গাঁথা পড়লাম যেন। সাথে ছবিটা মিলিয়েও দিয়েছেন কথাকথিকেথিকথন আপু/ভাই!!! অনেক অনেক ভালোলাগা রইল
০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: খুব ধন্যবাদ ।
১১| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৮
সাহসী সন্তান বলেছেন: চরম হয়েছে---কবিতার মধ্যে একটা withered flower এর গাঁথা পড়লাম যেন। সাথে ছবিটা মিলিয়েও দিয়েছেন কথাকথিকেথিকথন আপু/ভাই!!! অনেক অনেক ভালোলাগা রইল
-রিকি আপু এই ব্যক্তিটাকে নিয়ে সবাই বেশ কনফিউশনে আছে বুঝতে পারছি! একেতো বিদঘুটে নাম, তার উপর ভাইয়া না আপু সেও একটা ব্যাপার! এনাকে ব্লগ ছাড়া করা দরকার! এত টেনশন দেয়........!!
০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: সব কিছুই মিডিয়ার সৃষ্টি । খতিয়ে দেখা হচ্ছে বিষয়টা !!
১২| ০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩১
রুদ্র জাহেদ বলেছেন: পাখি ফিরে গেল, মেঘগুলো ঝরে গেল
সমুদ্র পেল যৌবন, রাত্রি পেল সুখ সঙ্গম ।
এভাবে ফুলগুলো গুড়োগুড়ো হয়ে গেল
দুঃখ গেলা বাতাস তা বুকে ধারণ করে-
ঢুকে গেল লোহিত গহীনের চিত্রকল্পে।
দারুণ কবিতা
০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১৪| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৪
জেন রসি বলেছেন: গহীন চিত্রকল্পের গহীন শুরু এবং শেষের উপাখ্যান ভালো লেগেছে।
১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১৫| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৪
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১৬| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৭
কাবিল বলেছেন: চমৎকার। ভালো লাগা রইল।
১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১৭| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫১
সাহসী সন্তান বলেছেন: আপনার ব্লগ বাড়িতে আইলাম, চা দেন? নতুন পোস্ট কই? পাঠক তো অস্থির অবস্থায় আছে? জলদি কইরা পোস্ট দেন?
১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন: !!! ইহা একটি উচ্চমর্গীয় চাওয়া । চা পাতা, চিনি, কিছুই নেই !!
ফিলিং দুঃখিত !
১৮| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১০
খায়রুল আহসান বলেছেন: "তারা কোন কথা বলেনি, শুধু ঘ্রাণ বিলিয়ে দিয়েছে" - ফুলের কাজই তো ঐ, সুরভি ছড়ানো!
কবিতার শেষ স্তবকটা খুবই চমৎকার হয়েছে।
কবিতায় ভাল লাগা + +
০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৩
কথাকথিকেথিকথন বলেছেন:
সুন্দর মন্তব্যে ভাললাগা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১
গেম চেঞ্জার বলেছেন: শৈশবের ফেলে আসা সময়টা এভাবেই যেন অতীত হয়ে কেবল স্মৃতির অংশ হয়ে বেঁচে থাকে। কাব্যিক ভাললাগা।
দুঃখ গেলা বাতাস তা বুকে ধারণ করে{টাইপো}