নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

হতেও পারে নিঃসঙ্গ নিশ্বাসের নিঃস্ব বৃত্তান্ত ।

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৯



এই হৃদয়ের চাঁদগুলো তোমার- দিয়ে দিলাম যাও
এই নাও আকাশটাও তোমার- দিয়েই দিলাম যাও !
তারাগুলো রাগ করেছে-
তোমার থেকে একটা করে চুমো চায় !
ফুলগুলো ফুটতে চায়- যদি তুমি বলো
তাদের খুব পেতে ইচ্ছে করে তোমার খোশবু !

সকালটাও ইদানিং এলোমেলো করছে-
সে চায় তোমার স্নিগ্ধতার ভোর ।
সূর্য চেয়েছে তোমার নদের অবগাহন
জল চেয়েছে তোমার পবিত্রতা ।
বিকেলটা তেমন কিছু চায়নি-
চেয়েছে লালিমায় তোমার অবাক চেয়ে থাকা ।
রাতটা একটু বেশি আবেগী
তার নাকি গভীরতা অনেক !
তাই সে চেয়েছে- তোমার থেকে পেতে দুঃখ
তোমার নাকি আছে- দুঃখ দেয়ার অগণিত ক্ষমতা !

বাতাস চেয়েছে তোমার অবসরের মাতালতা-
তার হয়েছে নেশা- চায় উড়িয়ে নিতে সবকিছু !
সমুদ্র চায় তোমার নীরবের ফোঁটা ফোঁটা জল
তার নাকি আছে মাখামাখি বেশ- রৌদ্রের সাথে !
মৃত্তিকাও চায় অদ্ভুত কিছু- তোমার চরণের নির্মল ছোঁয়া
এই ছোঁয়ায় লেপটে যাওয়াতে অমোঘ অমৃত পেয়েছে সে !
বৃক্ষের কথা আর কী বলবো !
সে পাতা ঝরিয়ে দেয়- তোমার মায়া ভরা যৌবনে
এই ব্যথায় নাকি কামাতুর নিষ্পাপের ঘর্মাক্ত সুখ আছে !

এভাবে এমন এক প্রকৃতি গড়েছে এই হৃদয়
চোখের বিশালতায় তারা এখন নেই খেয়ালে
ছুটে চলে- ছুটে আসে, যখন ইচ্ছে- তখন ইচ্ছে !
নিশ্চিত তুমি হয়ে গেছো- তোমায় আসতে হবে
নয়তো নিঃসঙ্গ নিশ্বাস হবে স্থায়ী- গহীনের ।
গিলে নিজস্ব করবে- আপন স্পর্শে গড়া আপন প্রকৃতি ।

ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৪৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০২

নাবিক সিনবাদ বলেছেন:

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১০

চ্যাং বলেছেন: খুপ খারাপ মানের কবিতা হইছে।

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৩| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১১

সাহসী সন্তান বলেছেন: কটকটি :P (কথাকথিকেথিকথন উচ্চারনে সমস্যা, তাছাড়া এইটা আমার দ্বারা জীবনেও সম্ভব না)! :P হেইডা কি রেডি কইরা রাখছিলেন নাকি? চাওয়ার সাথে সাথে দিয়ে দিলেন? :P :P পাঠক তো আপনার মত লেখককেই খোঁজ করে, যার পাঠকের দাবিটাকে খব সহজেই মিটাতে পারে!

আজকের কবিতাটার মধ্যে একটু ভিন্ন স্বাদ উপলব্ধি করতে পারলাম! কল্পনার মাত্রাটা একটু বেশি পরিমাণে হয়ে গেল না? তবে আগেও বলেছি আজও বলছি আসলেই আপনার কবিতা গুলো অনেক সুন্দর হয়!

একটা সমস্যা আমার নজরে একটু দৃষ্টি কটু বলে মনে হচ্ছে সেটা আমি তুলে ধরলাম! যদি আপনারটা সঠিক হয় তাহলে ব্যাখ্যা করবেন, আর যদি আমার টা সঠিক হয় তাহলে এডিট করবেন! নট মনে করা করি! :P

ছুটে চলে- ছুটে আসে, যখন ইচ্ছে- তখন ইচ্ছে ! এই লাইনটাতে আমার মনে হচ্ছে ইচ্ছে শব্দটা একবার উচ্চারিত হলে ভাল হতো? অথ্যাৎ লাইনটা যদি এমন হতো- 'ছুটে চলে- ছুটে আসে, যখন ইচ্ছে তখন'!

কবিতা পড়ে বর্তমান ফিলিংস- 'দারুন, এ্যাক্সিলেন্ট, ফান্টাস্টিক'! আর কমু না! বেশি কওয়া বোধ হয় ঠিক হবে না!

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: যখন ইচ্ছে- তখন ইচ্ছে দিয়ে বুঝিয়েছি- ছুটোছুটির মাত্রা বেশ অগোছালো, তার ছেঁড়া টাইপ ছুটোছুটি আরকি !!!

চা পাতা, চিনি নাই- চা খাওয়াইতে পারমু না - ফিলিং দুঃখিত !!

৪| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৩

চ্যাং বলেছেন: ১০০ তে ২২ পাইছেন আপু!! B:-)

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ মন্তব্যে । :)

৫| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৯

সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: যখন ইচ্ছে- তখন ইচ্ছে দিয়ে বুঝিয়েছি- ছুটোছুটির মাত্রা বেশ অগোছালো, তার ছেঁড়া টাইপ ছুটোছুটি আরকি !!!

চা পাতা, চিনি নাই- চা খাওয়াইতে পারমু না - ফিলিং দুঃখিত !!


-ও তা আগে কইবেন না? আমি ভাবছিলাম আপনার লেখা-লেখির মাত্রাই বোধ হয় অগোছালো? :P যাহোক, এখানে কিন্তু চা চাই নাই! আপনি খালি কাপ লইয়া এ পোস্ট সে পোস্ট দৌঁড়াদৌঁড়ি করলে তো মাইনসে খারাপ কইবো! :P চা পাতা চিনি নাই হেইডা এত জোরে জোরে কওন লাগে! কানে কানে কইতে হয়! তাছাড়া আগে কইলে আমি সাথে কইরাই নিয়া আইতে পারতাম! :P

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । ওকে নেক্সট টাইম কানে কানে বলবো !! কেউ আবার এই কথা শুনে নাইতো !!!

৬| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৮

সুমন কর বলেছেন: কবিতা মোটামুটি লাগল।

শুভ রাত্রি।

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

শুভ রাত্রি ।

৭| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩৬

রুদ্র জাহেদ বলেছেন: এই হৃদয়ের চাঁদগুলো তোমার- দিয়ে দিলাম যাও
এই নাও আকাশটাও তোমার- দিয়েই দিলাম
যাও !

সবই তোমার যাও!!!ভালো লাগা রইল

১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৮| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৫৯

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লেগেছে।

১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: খুব ধন্যবাদ । :)

৯| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৪

রিকি বলেছেন: হতেও পারে নিঃসঙ্গ নিশ্বাসের নিঃস্ব বৃত্তান্ত ।

সুপার লাইক ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: সুপার ধন্যবাদ । :)

১০| ১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

শায়মা বলেছেন: বাব্বাহ!!! সব কিছু তারে দিয়ে দিলে আমাদের জন্য কি থাকবে আপুনি!!!!!!!!!!!!!!!

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২২

কথাকথিকেথিকথন বলেছেন: আপুনি !! আবারও কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে সব !!
তোমাদের জন্য কবিতা রেখে দিলাম !!!

১১| ১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

সাহসী সন্তান বলেছেন: শায়মা আপুনি, আমাদের জন্য উনি রাখছেন উনার 'কটকটি' মার্কা নাম! :P

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । আরে নাহ । এই যে কবিতাগুলো সব আপনাদের জন্য !!!

১২| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৭

সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: হা হা । আরে নাহ । এই যে কবিতাগুলো সব আপনাদের জন্য !!!

-কবিতা খায় না গায় মাখে? এইটা দিয়া কি পেট ভরে? পেট ভরনের কাম করেন? :P

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা হৃদয়কে খাওয়ায় আর তার গায়ে মাখে । যুগ যুগ ধরে খবর রটেছে, হৃদয়ের পেটে হাজারো পৃথিবী ঢুকে যেতে পারে !!! তার
তৃষ্ণা বেশ গভীর আর কবিতা তার খুব সুপেয় !!!!

১৩| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮

সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: কবিতা হৃদয়কে খাওয়ায় আর তার গায়ে মাখে । যুগ যুগ ধরে খবর রটেছে, হৃদয়ের পেটে হাজারো পৃথিবী ঢুকে যেতে পারে !!! তার
তৃষ্ণা বেশ গভীর আর কবিতা তার খুব সুপেয় !!!!


-অনেক সুন্দর কথা বলেছেন! একবারে বাধিয়ে রাখার মত!

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৫

কথাকথিকেথিকথন বলেছেন: ও মাই গড !! এতো ভাল হয়ে গেল !!!

১৪| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৫

সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: ও মাই গড !! এতো ভাল হয়ে গেল !!!

-Oh my God না বলে সংক্ষেপে (OMG) বলা ভাল! :P শুনতেও মচতকার (চমৎকার) লাগে, কইতেও বালা লাগে! আমি কিন্তু আসলেই ভাল? শুধু আপনি ভাল মন নিয়ে কখনও দেখেননি বলেই আমাকে আপনার খারাপ মনে হয়? :P

আপনার কথাটা আসলেই মনে ধরেছিল তাই ভাল বলেছিলাম! তবে আর কোনদিন বলবো না! ভাল হইলেও খারাপ কমু, আর খারাপ হইলেতো ছ্যা ছ্যা........!! :P

আপাতত এখানে আমার ফিলিংস না হইয়া হইবো পিলিংস! আর সেটা হবে, মন্দলাগা এবং হাহাকার.........!! :P

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার সাথে পারা যায় না । খালি পেঁচান !! এদিক গেলি ওইদিক , ওইদিক গেলে ওইদিক!!! এদিক ওইদিক কোন দিকে যে যাই ভেবে না পাই !!!

ফিলিংস নো পিলিংস !!!



১৫| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার কাছে কবিতাটি যথেষ্ট মান সম্পন্ন মনে হয়েছে ।

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: জেনে ভাল লাগলো ।

ধন্যবাদ খুব । :)

১৬| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৭

সাহসী সন্তান বলেছেন: সমগ্র জীবনটাই তো একটা প্যাঁচানো ইয়ারফোনের মত! এদিকের প্যাঁচ খুলবেন তো, আর এক দিকে প্যাঁচ লাগবে? সুতরাং আমার মন্তব্যে বিরক্ত হওয়ার কিছু নাই? ভাল না লাগলে ধুশ..... কইয়া উড়াইয়া দিবেন? আর খারাপ লাগলে মন ভার করার ইমো দেবেন?

তবে কথা দিচ্ছি, যেদিন আপনার এই খটোমটো কটকটি মার্কা নিক নেমের রহস্য উদঘাটন করবেন। সেদিন আর কোন প্যাঁচাবো না! একটা কইস্যা লাইক দিয়া খালি মজা দেখুম!

তয় এখনকার পিলিংস টা আর কইলাম না! (কই মুখ ভেংচি কাঁটা ইমোটা কই দেহি)!

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: সহসী সন্তানদের অভিমান থাকতে নেই । তাহলে জগত জয় করবে কী করে !!!!

আই এম স্টাক !! আই এম সারান্ডার্ড !!!

১৭| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩১

সাহসী সন্তান বলেছেন: "লেখক বলেছেন: সহসী সন্তানদের অভিমান থাকতে নেই । তাহলে জগত জয় করবে কী করে !!!!"

-আসলেই কি সাহসী সন্তানদের অভিমান থাকতে নেই? তবে আমি কিন্তু অভিমান করিনি? তাছাড়া এখানে তো অভিমান করার কোন প্রশ্নই আসে না? আপনি আসলেই ভুল বুঝছেন? আমার তো মনে হচ্ছে অভিমানটা আমার নয়, আপনার হচ্ছে?

সত্যি বলতে, আমি সবার সাথে ভীষন মজা করতে ভালবাসি! সেটা বিভিন্ন পোস্টে আমার মন্তব্য করার ধরন দেখলেই আপনি বুঝবেন? তাছাড়া অল্প পরিচয়ে সবাইকে আপন করতেও ভালবাসি!

তথ্যসূত্র হিসাবে শায়মাপুনি, নদী ভাই, জেন ভাই, রিকিপু, দর্পন খালুর পোস্ট গুলো দেখার অনুরোধ করছি!

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: একি !! আরে আমি এমনি বললাম !!

এরকম থাকাই ভাল । এতে মনের বিশালতা প্রকাশ পায় ।

তথ্য সূত্র ছাড়াই আমি বুঝে নিয়েছি । হা হা

১৮| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৪

ক্রিবিণ বলেছেন: দেওয়া, নেওয়া ও চাওয়ায় গড়া প্রকৃতি মন্দ নহে... উপভোগ করেছি...

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ খুব । :)

১৯| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১৬

জেন রসি বলেছেন: হৃদয়ের প্রকৃতি নাকি প্রকৃতির হৃদয়?

ভালো হয়েছে। :)

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২০| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩০

রোদেলা বলেছেন: শিরোনামটাই একটা মহাকাব্য,বাকীটা না থাক্লেও কোন কমতি হতোনা।সুন্দর...

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা !!!

ধন্যবাদ খুব । :)

২১| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২১

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




অনেক কথার কচকচানি বাদ দিয়ে কবিতায় ভালোলাগা দিয়েই দিলুম, যান ..... B-)

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । ওকে ওকে ভাললাগা নিয়ে নিলুম !!

খুব ধন্যবাদ । :)

২২| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩২

গেম চেঞ্জার বলেছেন: ভাললাগা +++++++++++++++++++++++

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার, উপমাময় সুখপাঠ্য এক কবিতা। খুব ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেয়ার জন্য।

প্রিয়তে তুলে রাখলাম।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: আপনিও ভাল থাকুন ।
ধন্যবাদ খুব । :)

২৪| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: নিঃসঙ্গ নিশ্বাসের নিঃস্ব বৃত্তান্ত - কথাটা খুব ভাল লাগলো। কবিতাও ভাল লেগেছে।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৩

কথাকথিকেথিকথন বলেছেন:






অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.