নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
একটি রৈখিক গল্প নিয়ে হেঁটে চলেছি এলোমেলোয়
সেদিকে- তোমরা যেখানটায় বলো নিঃশব্দে বিলীন ।
আমি বলিনি- পৃষ্ঠের প্রতিটি ভাঁজে ভাঁজে,
যেন ঢুকে গেছে- না পাওয়ার শেষটুকু ।
আমি বলিনি- যার জন্য কেঁদেকেটে হয়েছে,
বিভাজিত কিছু সময়- অপূরণীয় বিবর্জিত ।
শব্দহীন বাঁধ ভেঙ্গে গেলে-
এখনো তা বেখেয়ালেই সজাগ হয়ে যায়
সেখানে নাকি বহুরূপী সুখ বাসা বেঁধেছে ।
বিষণ্ণ রক্তকণিকাগুলো নীরস নয়নে ছুটে চলে
তারা জানে- তারা অভ্যস্ত হয়েছে ভীষণরকম ।
সংকল্পের সকল ভেসে যাওয়া আজও ডাকে
তারা জানে আমি সমুদ্রের কিনারে একলা হাঁটি
আমার ভীষণ ভয়- তাই এখনো পারিনি ভেসে যেতে ।
সম্পর্কের ব্যবচ্ছেদে নিরপরাধ হৃদয় রাত্রি কাটায়
সে আঁধার, সে আলো- সকলি এখানে সমধিকারে
দেখেনি তো তাদের কবে আসা-যাওয়া
এখানে তো শুধু শেষের কালো কাঁদে হাহাকারে ।
আমায় নিয়ে চলছে যে নৌকো
তার রয়েছে ফুটো হাজারো
তবুও চলছে সে জল কামড়িয়ে ।
আমি বলেছিলাম, বিলীন হয়ে যাও
সে নিঃশব্দ, সে নীরব, সে ঘোর ।
ছবি কৃতজ্ঞতা- নেট ।
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৬
সাহসী সন্তান বলেছেন: কটকটি,
এইটা কাব্য না মহাকাব্য? অল্প কথাতে এত গভীর ব্যাখ্যা করতে কইছে কে আপনারে? আপনার নামের মত কাব্যতেও বেশ কিছু জঠিল বাক্যের উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে, যা আমার মগজ গ্রহণ করতে অপারগতা প্রকাশ করছে! জাতি এই ধরনের কাব্যকে আরো সহজ ভাবে বর্ননার অনুরোধ করছে?
বানানে বেশ কিছু ভুল দেখছি (না থাকলেও আমার পোস্টের প্রতিশোধ)!! কানে কানে কই, কাব্য দারুনস হইছে!
আজও কি চা পাতা, চিনি নাই? তাইলে কিন্তু হাহাকার টাইপের ঠিলিংস হইবো?
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: কই তেমন জটিল তো লিখিনি !!
হুম আপনি আজ দেখি প্রতিশোধ প্রবণ !!!
কানে কানে বলি, আজও চা পাতা, চিনি নাই !!
খুব ধন্যবাদ ।
৩| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৩
রুদ্র জাহেদ বলেছেন: আমায় নিয়ে চলছে যে নৌকো
তার রয়েছে ফুটো হাজারো
তবুও চলছে সে জল কামড়িয়ে ।
আমি বলেছিলাম, বিলীন হয়ে যাও
সে নিঃশব্দ, সে নীরব, সে ঘোর ।
দারুন কবিতা। খুব ভালো লাগল কবি কথাকথিকেথিকথন
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন: খুব ধন্যবাদ ।
৪| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৫
গেম চেঞ্জার বলেছেন: সুন্দর!! সুন্দর কাব্য!! চালিয়ে যান ভায়া!!
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৫| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৫
সাহসী সন্তান বলেছেন: আপনার কাছে জঠিল মনে না হইলেও, এইটা আমি যে গলধঃকরন করতে পারছি না? তাইলে ক্যামনে কি? পাঠক যেভাবে বুঝবে সেভাবেই তো লিখবেন নাকি?
প্রতিশোধ প্রবণ হবো ক্যান? সাধ কইরা একখান গল্প পোস্টাইছি, সবাই কয় বানান ভুল! মেজাজটাও যে খারাপ করবো তারও তো উপায় নেই। কারন আপনার কবিতা পড়েই তো সে হ্যাং হয়ে বসে আছে?
ধুর..... লাগবে না আপনার চা!? এমন হইলে মানুষ পারে......!! (কই সেই মুখ ভেংচি কাটা ইমোটা কই দেখি)?
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০০
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । ওকে ওকে ভুল হয়েছে । এখন থেকে বলবো না বানান ভুল হয়েছে । তবে কানে কানে বলি '' লেখার পর অবশ্যই বানানগুলো দেখে নেবেন কিন্তু !!!!!
আপনার গল্প কিন্তু আমার অগোছালো কবিতাটির আগে জন্মায়ছিল । সো আমার নিরপরাধ কবিতাকে দোষ দেয়া কিন্তু ঠিক হবে না !!!
এতো রাগ করলে চলবে । বললাম তো যখন চা পাতা, চিনি থাকবো তখন কানে কানে বলঅবো নে !!
৬| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫১
জুন বলেছেন: সম্পর্কের ব্যবচ্ছেদে নিরপরাধ হৃদয় রাত্রি কাটায়
সে আঁধার।
সুন্দর কবিতায় প্লাস
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৭| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১১
সাহসী সন্তান বলেছেন: মানছি আমার গল্পের পরেই আপনি কবিতা পোস্টাইছেন, কিন্তু মেজাজ হ্যাং তো আপনার মন্তব্য পড়েই হয়েছে? সুতরাং দোষটা তো আপনার ঘাড়েই (থুক্কু), আপনার কবিতার ঘাড়েই পড়বে তাই না? তাছাড়া বিশ্বাস করেন আমি কিন্তু বানান ভুল দেখছি না? আপনার চোখে ধরা পড়লে প্লিজ জানাবেন(সিরিয়াসলি)!
না জানাইলে 'এ্যাটেমটু মরে গেছি' কেসে ফাঁসামু কইলাম(হুমকি)??
১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১১
কথাকথিকেথিকথন বলেছেন: আমি জেলে যেতে চাই !! যুগে যুগে অনেক কবি লেখকগণ জেলে গিয়েছেন এবং অমরের খাতায় নাম লিখিয়েছেন !!!!!!
৮| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৫
সাহসী সন্তান বলেছেন: তাইলে আপনারে জেলে পাঠানো জাইতো না! বিখ্যাত না হইয়া এই কবিতা, আর বিখ্যাত হইলে না জানি কি পোস্টাইবেন? সুতরাং কেস ঢিসমিস!
এইখানের পিলিং হইবো 'চরি' (Sorry)!
১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: আচ্ছা ঠিক আছে । মেনে নিলাম !! জেলে আপাতত না এই যাই !!!
ফিলিং ইটস ওকে !
৯| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সংকল্পের সকল ভেসে যাওয়া আজও ডাকে
তারা জানে আমি সমুদ্রের কিনারে একলা হাঁটি
আমার ভীষণ ভয়- তাই এখনো পারি নি ভেসে যেতে ।
খুব সুন্দর। শুভেচছা।
১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ খুব ।
১০| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৯
সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। এটি আমিই ব্লগে শুরু করি। আজকাল অনেকেই এটি ব্যবহার করে কিন্তু ভালো লাগা রেখে যায় না। আমি যেখানে লিখি, সেখানে রেখে যাই।
আজও রেখে গেলাম। সুন্দর।
১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১২
কথাকথিকেথিকথন বলেছেন: তাহলে তো ভালোলাগা রইলোর পাইওনিয়ার আপনি !!
আমি যত্ন করে গ্রহণ করলাম । পেয়ে খুব প্রীত হলাম ।
খুব ধন্যবাদ ।
১১| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৬
মানবী বলেছেন: গভীর বোধ, সুন্দর কবিতা।
ধন্যবাদ কবিকে।
১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।
১২| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক দিন পরে ব্লগে একটা ভালো কবিতা পড়লাম। ৩য় ভালোলাগা।
১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: মন্তব্যে ভাল লাগলো খুব ।
ধন্যবাদ অনেক ।
১৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৫
হাসান মাহবুব বলেছেন: সুন্দর!
১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
রিকি বলেছেন: একটি রৈখিক গল্প নিয়ে হেঁটে চলেছি এলোমেলোয়
সেদিকে- তোমরা যেখানটায় বলো নিঃশব্দে বিলীন ।
আমি বলিনি- পৃষ্ঠের প্রতিটি ভাঁজে ভাঁজে,
যেন ঢুকে গেছে- না পাওয়ার শেষটুকু ।
আমি বলিনি- যার জন্য কেঁদেকেটে হয়েছে,
বিভাজিত কিছু সময়- অপূরণীয় বিবর্জিত ।
আপনি শব্দের চয়নগুলো সেই মাপের করেন। কবিতাগুলোতে কেমন যেন একটা রিদম আছে। অনেক অনেক ভালোলাগা রইল
১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার মন্তব্যে খুব ভাল লাগলো । চেষ্টা করি আরকি একটু ।
খুব খুব ধন্যবাদ ।
১৬| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৯
খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার লেগেছে কবিতা। ভাল থাকা হোক অনেক।
১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১৭| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৫
ক্রিবিণ বলেছেন: কবিতার চাপে অনুভূতিতো সুইসাইড করবে... দুঃখ আমার কাব্য বুঝেনা টাইপ ফিলিং... উল্টোও হতে পারে... আমি হাজার ফুটার নৌকার জল কামড়িয়ে চলার কথা বলছি... কবিতাটা ভারাক্রান্ত হৃদয়টা নিংড়ে নিয়েছে... উপভোগ করেছি...।
১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৪
কথাকথিকেথিকথন বলেছেন: মন্তব্য ভাল লেগেছে ।
খুব ধন্যবাদ ।
১৮| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৪
সাহসী সন্তান বলেছেন: নতুন কাব্য কথন কবে পাবো? ভগ্ন হৃদয় তো হলো! এবার আশা ব্যাঞ্জক কবিতা চাই.......? পারবেন না.......???
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন: !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৯| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৩
সাহসী সন্তান বলেছেন: মফিজের মত গালে দূর্গন্ধ নাকি? শুধু বিরাম চিহ্ন ব্যবহার করছেন ক্যারে? নাকি আমার মত আপনারও দাঁত নড়ছে.......??
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৯
কথাকথিকেথিকথন বলেছেন: মফিজ একটি সুন্দর নাম । আমি খুব অপছন্দ করি নাম নিয়ে তামাশা ।
আমি বলতে চাইছি, কবিতা একটু জটিল জিনিস। তাই যখন তখন আসে না !!!!
ফিলিং চরণ খালি !!!!
২০| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৮
কৌশিক অর্ণব বলেছেন: ভয়ংকর সুন্দর কবিতা। দারুণ!!
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫২
কথাকথিকেথিকথন বলেছেন: খুব ধন্যবাদ ।
২১| ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫১
খায়রুল আহসান বলেছেন: শেষের স্তবকটা দারুণ হয়েছেঃ
"আমায় নিয়ে চলছে যে নৌকো
তার রয়েছে ফুটো হাজারো
তবুও চলছে সে জল কামড়িয়ে।
আমি বলেছিলাম, বিলীন হয়ে যাও
সে নিঃশব্দ, সে নীরব, সে ঘোর।"
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৪
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ