নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
সুখ তো পেতে পেতে- পেলাম অনেক
পেলাম কতশত চুমু-
এ গালে, সে গালে !
জন্ম থেকে আজ অবধি-
দিয়েছে জনক, দিয়েছে জননী
দিয়েছে প্রমুখ শুভানুধ্যায়ী ....
ভাবছো, প্রিয়তম !
জানতে চেয়ো না,
সে থাকুক নিমগ্ন- আপন কোটরে
এতে বিষ আছে, আছে দহন !
এতো সকল নিঃস্বার্থ চুমু আজ মূল্যহীন
সে সকলে মেটেনি এখনো বিহঙ্গের তৃষা !
চায় আরও আরও...
তবে কী সুখ চুম্বকত্বে চিরন্তনী ?
হতেও পারে চুমু ক্রমশ অরাধ্যে ।
মানবজাতি করেছে চুমুকে আদিম স্বাদ
নিষ্পাপেও হাসে- না বুঝে তাদের নয়ন
একটি চুমুয় আছে হৃদয়ের প্রাণ- শত বিস্বাদে
সেখানে মৃত নিঃশ্বাস ফিরে মুগ্ধ হৃদপিণ্ডে ।
সকল হিংসা, ঘৃণা, ক্রোধ ভুলে-
নিঃসঙ্গতায়, ব্যথায় বন্দন পায় প্রাণ ।
আকুলতায় যে সকল হৃদয় পেয়েছে মরুভূমির স্বাদ
তোমরা থেকো না সে বুকে, সে চাদরে
এগিয়ে যাও তাদের সান্নিধ্যে-
যারা নিষ্পাপ চুমুয় তোমায় দিয়েছে মায়ার অবগাহণ !
তাদের দাও একটি চুমু নিজস্ব আদুরে
বিনিময়ে পাবে- সকল নিঃসঙ্গতার জমানো পাপ বিলীন
সেখানে জন্ম নেবে নতুন জীবন, যার নেই মরণ
কারণ- এতো নিঃস্বার্থ চুমু, নিষ্পাপ !
ছবি কৃতজ্ঞতা- নেট ।
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১০
গেম চেঞ্জার বলেছেন: মানবজাতি করেছে চুমুকে আদিম স্বাদ
নিষ্পাপেও হাসে- না বুঝে তাদের নয়ন
একটি চুমুয় আছে হৃদয়ের প্রাণ- শত বিস্বাদে
সেখানে মৃত নিঃশ্বাস ফিরে মুগ্ধ হৃদপিণ্ডে ।
সকল হিংসা, ঘৃণা, ক্রোধ ভুলে-
নিঃসঙ্গতায়, ব্যথায় বন্দন পায় প্রাণ ।
চমৎকার লেখনি কথন ভায়া
শুভেচ্ছা জানবেন!
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৯
কথাকথিকেথিকথন বলেছেন: খুব ধন্যবাদ ।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৫
হাসান মাহবুব বলেছেন: চুমুতে চুমুক দিয়ে মানবজাতি আহরণ করুক অনিঃশেষ প্রাণশক্তি। শুভরাত্রি।
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫১
কথাকথিকেথিকথন বলেছেন: শুভরাত্রি ।
৪| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৫
কাবিল বলেছেন: ভাল লাগল।
১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৫| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০২
রুদ্র জাহেদ বলেছেন: মানবজাতি করেছে চুমুকে আদিম স্বাদ
নিষ্পাপেও হাসে- না বুঝে তাদের নয়ন
একটি চুমুয় আছে হৃদয়ের প্রাণ- শত বিস্বাদে
সেখানে মৃত নিঃশ্বাস ফিরে মুগ্ধ হৃদপিণ্ডে ।
সকল হিংসা, ঘৃণা, ক্রোধ ভুলে-
নিঃসঙ্গতায়, ব্যথায় বন্দন পায় প্রাণ ।
মুগ্ধপাঠ
খুব সুন্দর হয়েছে,
নিরন্তর ভালো লাগা...
১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: খুব ধন্যবাদ ।
৬| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৫
সাহসী সন্তান বলেছেন: এত সুন্দর কাব্য অথচ আমি পড়িই নি? সত্যি বলছি আপনার কবিতা গুলো আমার কাছে এত এত ভাল লাগে যে বুঝাতে পারবো না! আমিও আপনার মত ব্লগে বেশ কয়েকদিন যাবত একটু অনিয়মিত ছিলাম তাই হয়তো পড়া হয়নি! কবিতা অনেক ভাল হয়েছে! খুবই খুশি হইলাম!
একটা কথা বলি, আমি আগামী কাল ঐ ফানপোস্টটা ড্রাফট থেকে বের করে সামান্য সময়ের জন্য আমার ব্লগে রাখবো! সন্ধা সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত! শুধুমাত্র আমার কিছু প্রিয় ব্লগারদের জন্য! আপনি চাইলে তখন পড়ে নিতে পারবেন! যাদের নিয়ে এত কষ্ট করলাম তারই যদি পোস্টটা না দেখে তাইলে পোস্টের সার্থকতা থাকেনা সেজন্যই!
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন: ওকে ঠিক আছে । আগামীকাল ব্লগে থাকার চেষ্টা করবো । তবে যদি না থাকতে পারি আমাকে ভুল বোঝা যাবে না । কারণ আমি সময়কে কব্জা করতে এখনও শিখিনি । অনেকে বলে আমি নাকি আর শিখবোও না !!!!!
৭| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৯
সাহসী সন্তান বলেছেন: আরে না! এখানে ভুল বোঝার কি আছে? এমনিতেই নিজের কাছেই খারাপ লাগছে! পোস্টটার জন্য মনে হয় আমি সব থেকে বেশি কষ্ট করেছিলাম! সেজন্য মন খারাপ হচ্ছে!
তাছাড়া পোস্টটা যখন ড্রাফট করি তখন তার পঠিত সংখ্যা ছিল ৬৮১বার, মন্তব্য ছিল ৯৯ টি! যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছিলাম কিন্তু............!!!
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৪
কথাকথিকেথিকথন বলেছেন: আরে ব্যাপার না । সবই ঘটতে পারে । অনুকূলে অথবা প্রতিকূলে । তাই এসব বিষয় নিয়ে বেশি চিন্তা করতে নাই । আর আপনি তো অনুতপ্ত হয়েছেন । এর থেকে আর বড় কিছু নাই । মনটাকে সব সময় বিশালতার বুকে ওম দিয়ে রাখবেন । দেখবেন কতশত দুঃখ কিংবা মন খারাপ গ্রাস হয়ে যাবে !!!
৮| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৬
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৯| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: মোটামুটি লাগলো ।
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১০| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:২২
খায়রুল আহসান বলেছেন: যারা নিষ্পাপ চুমোয় দিয়েছে তোমায় মায়ার অবগাহন - কথাটা খুব ভাল লাগলো।
ছবিটা খুব সুন্দর! কবিতার শিরোনামটাও।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন:
প্রথমদিকের পোস্টে মন্তব্য করেছেন ! ভাললাগা বেশ এবং কৃতজ্ঞতা ।
শুভ কামনা রইলো ।
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৮
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ