নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
সেই দুর্গম পাহাড় । থোকা-থোকা ক্ষত নিয়ে দাঁড়িয়ে থাকা । নীরব রাত্রি । পিনকি জল গড়িয়ে পড়া । সে গুমোট শব্দ ! নিস্তব্ধ প্রাচীন । নীরব সুর । নিত্য পাপকে কুচিকুচি করে কেটে নিশাচর নয়নে পুরে রাখার খোঁজ যেন সে জানে ! গভীর কীর্তন সয় না- সে যদি জানতো, উড়ে যাওয়া বিহঙ্গের ব্যবচ্ছেদে আকাশ পেত স্বাধীনতা । আকাশ, তার নাকি অনেক ঋণ। এই যেমন ধূম, জল, ডানা, লালিমা, শীতল, প্রথম প্রহর, শেষ ডুব, বিরহী বেলা , ধুলোর বাকসো প্রমুখ করেছে নাকি তাকে দায়বদ্ধ । এর আর এমন কী মোর হৃদয়ের আকাশে । সেখানে তো নেই এসবের ভার । যা সকল গ্রাস তার নীলে । কেড়ে নিয়ে ধূমায়িত স্বাদ সকল সাজে সে ছদ্মবেশ ।
এই রোনাধোনা, ছল-ছুতা সয় না তো । শুধু দুর্গম গন্ধের পেয়ালা হাতে কে যেন ডেকে যায়, ওই তো সেই দুর্গম। ধূমের সাথে তার বেশ ভাব, চুমুয় ঝরে ব্যথা, কেড়ে নেয়, ঝরিয়ে দেয়, খসিয়ে দেয় । সজাগ পঞ্চ সেই সুর খোঁজে নেশা ধরায় । খসে খসে পড়ে হয়েছে নাকি তার এত ক্ষত, বলেছে নিজে তার সাক্ষি সেই দুর্গম ।সবে বলে সে ঝরায়ে তার হয়েছে সুখপ্রহর । কিন্তু সে তো বলেনি এ সকলে দুঃখ ছিল ! এ ছিল তার অসুখী অহংকার- গ্রহ গ্রহান্তরেও তার দাঁড়িয়ে থাকার সুপ্ত প্রদীপ । সকল অপরাধ টুপটুপ বেয়ে পড়ার, দোষারোপ করছে সে । কেন শৃঙ্গ থেকে বুক বিদ্ধ করে নিম্নে তার বেয়ে পড়তে হবে ? হয়তো নাহয় করলোই গহীনের অবুঝ আমন্ত্রণে প্রথম মুলাকাত, হয়তো একটু মাখামাখি । তাই বলে বেয়ে পড়তে হবে ! খসে দিতে হবে সর্বাঙ্গে, নিজস্বে কেড়ে নেবে !
তুলো সিক্ত নরম ওম কেড়েছে সকল ঘুম । নাহ, সবই হাতড়ে বেড়ানো-সেখানে সকল অদৃশ্য । কে বলেছে এসব মাধুর্যে মোড়ানো মিথ্যে ? ও সেই দুর্গম পাহাড় ? সে গহীন ? তবে সত্য । কত ঝরনা পেয়েছে মৃত্তিকার মায়া তা কী কেউ জানে ? ওহ, সে ডেকেছে ! এই ডাক কী উপেক্ষা করা যায় ! সকল ঘুড়ি, রঙ, ঠিকানা তাই ছেড়েছে সেই দুর্গমের মায়ায় । সে বলেছে আমায় করবে হৃদয়ে হরণ । এই ভালবাসা আমি চাই । এই প্রেম আমার । আমি সেখানে কাঁদবো, ধূম সাজবো, খসিয়ে দেবো শৃঙ্গ থেকে বুক নিম্নে আপন স্বাদে !
ছবি কৃতজ্ঞতা- নেট ।
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৭
দর্পণ বলেছেন: ভাই আপনি কি বান্দরবনের কথা লিখছেন?
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৯
কথাকথিকেথিকথন বলেছেন: না । আমি একটা এলোমেলো কথামালা অথবা ভাবনার লেখনী রূপ প্রকাশ করতে চেয়েছি ।
ধন্যবাদ ।
৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮
বাংলিশ বাবু বলেছেন: ভাল লেগেছে।।
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৫| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১২
সাহসী সন্তান বলেছেন: লেখাটা গদ্য না পদ্য সেটা বুঝতে পারিনি, তবে অনেক ভাল লেগেছে! আমার কাছে কিছুটা আত্মকথন মত লাগলো!
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: আত্মকথন, কথামালা, মুক্ত অণুগদ্য, কিংবা কবিতা সবই বলা যায় ।
ওহ সরি আমি আপনার পোস্টটা মিস করে ফেলেছি । আমি ব্লগে ছিলাম কিন্তু একজন মেহমান আসায় চলে গিয়েছিলাম ।
খুব ধন্যবাদ ।
৬| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৪
ভ্রমরের ডানা বলেছেন: অসাধারন কথামালা। মন জুড়িয়ে যায়।
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ খুব ।
৭| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৬
আমিনুর রহমান বলেছেন:
পাঠে ভালো লাগা। গদ্য কাব্যে +
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৮| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গদ্য কাব্য অনেক খটমট লেগেছে
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন: খটমট, তাও তো লেগেছে !!! এতেই হবে !!!!
ধন্যবাদ ।
৯| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪
গেম চেঞ্জার বলেছেন: ৮. ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৯ ০
গিয়াসলিটন বলেছেন: গদ্য কাব্য অনেক খটমট লেগেছে
আমার কাছে কটমট লেগেছে
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । ওকে ঠিক আছে । মেনে নিলাম !!
ধন্যবাদ ।
১০| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৬
সাহসী সন্তান বলেছেন: কোন ব্যাপার না, অতীত মনে রাখতে নেই! তাতে দুঃখ বাড়া ছাড়া কমে না!
আর কোনদিন আমাকে স্যরি বলবেন না? এটা আমার কাছে ভাল লাগে না!
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: হুম । সরি বলাটা ঠিক না । ওকে ঠিক আছে। বেশি বেশি ভাল থাকুন আর প্রাণবন্ত থাকুন ।
১১| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১১
অগ্নি সারথি বলেছেন: এলোমেলো গদ্য কথামালায় অনেক অনেক ভাললাগা।
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ খুব ।
১২| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৭
ঠ্যঠা মফিজ বলেছেন: হুম বুঝলাম ভালো হয়েছে ।
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৮
সুমন কর বলেছেন: উুউু....এতো কঠিন ক্যান....
পড়তে ভালো লাগল।
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন: খুব ধন্যবাদ ।
১৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৫
এস কাজী বলেছেন: মাথার উপ্রে দিয়ে যেতে পারে। কিন্তু বলতে হয় লেখাটি ভাল লেগেছে কথাকথিকেথিকথন ভাইয়া আপু
১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৬
মামুন ইসলাম বলেছেন: বলতে হলে বলবো আপনি একজন চমৎকার লেখনী ।
১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১৬| ১৯ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:২৪
কিরমানী লিটন বলেছেন: সাহসী সন্তান বলেছেন: কোন ব্যাপার না, অতীত মনে রাখতে নেই! তাতে দুঃখ বাড়া ছাড়া কমে না!
আর কোনদিন আমাকে স্যরি বলবেন না? এটা আমার কাছে ভাল লাগে না!
সত্যিই আসাধারন, সতত শুভকামনা...
১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১৭| ১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫১
নেক্সাস বলেছেন: মুক্ত গদ্য। অসাধারণ। শেষের লাইনটা পাঠক কে অনেক কিছুই ভাবাতে পারে। +++++
১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন: খুব ধন্যবাদ ।
১৮| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৪
জেন রসি বলেছেন: কঠিন, দুর্বোধ্য কিন্তু সাবলীল।
১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১৯| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: "সবে বলে সে ঝরায়ে তার হয়েছে সুখপ্রহর । কিন্তু সে তো বলেনি এ সকলে দুঃখ ছিল ! এ ছিল তার অসুখী অহংকার- গ্রহ গ্রহান্তরেও তার দাঁড়িয়ে থাকার সুপ্ত প্রদীপ" !!!---- লালন গুরুর মনিতত্ত্বের ছায়া মেলে যেন
"সেই দুর্গম পাহাড় ? সে গহীন ? তবে সত্য । কত ঝরনা পেয়েছে মৃত্তিকার মায়া তা কী কেউ জানে ? ওহ, সে ডেকেছে ! এই ডাক কী উপেক্ষা করা যায় ! সকল ঘুড়ি, রঙ, ঠিকানা তাই ছেড়েছে সেই দুর্গমের মায়ায় "---
পুরোটাই কোট করার মতো। তবু বিশেষ টুকু উল্লেখের লোভ সামলাতে পারলাম না। আমি কঠিনেরে ভাল বাসিলাম
১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন: আমি কঠিনেরে ভাল বাসিলাম । বাহ দারুণ ।
ধন্যবাদ খুব ।
২০| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৮
হাসান মাহবুব বলেছেন: অসাধারণ!
১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২১| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৩
ডি মুন বলেছেন: এলোমেলো কথামালা ভালো লাগল
ভালো থাকুন
১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
কথাকথিকেথিকথন বলেছেন: আপনিও ভাল থাকুন ।
ধন্যবাদ ।
২২| ১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
এম রাজু আহমেদ বলেছেন: অনবদ্য এবং অনন্য হয়েছে কবি!
এখানে আমি একেবারেই নতুন।
আমার পাতাতেও আসবেন আশা করি।
১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২
রমিত বলেছেন: ভালো লাগলো
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৯
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
আপনার নিকের মতোই জটিল মনে হলো । তবুও তার ভেতর থেকে আপনার কান্না খসে পড়ার শব্দ শুনতে পাচ্ছি ।
কিছু মনে না করলে সামান্য দুটো শব্দ একটু এদিক সেদিক করা যায় না ?
গোমট < হবে "গুমোট"
খোঁজে < হবে "খুঁজে
আর জানতে পারি কি ; কি করলে এত্তো বড় বড় ছবি দেয়া যায় পোষ্টে ? আমারগুলো এই পিচ্চি পিচ্চি সাইজের হয় ।
ভালো থাকুন ।
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: গোমট অটা ঠিক করে দিচ্ছি । আর খোঁজ করাকে লিখে খোঁজে । সজাগ পঞ্চ সেই সুর খোঁজে নেশা ধরায় - এখানে বলতে চেয়েছি , নেশার তৃষ্ণায় পঞ্চেন্দ্রিয় সেই সুর খোঁজে মানে খোঁজ করে । আমার মনে হয় এটা ঠিক আছে ।
আর এতো ফরমাল হওয়ার কিছু নেই স্যার । বানান ভুল দেখলে নগদে বলে দেবেন !!
আসলে ছবির বিষয়টা আমিও জানি না । এটা মনে হয় ফরম্যাটের উপর নির্ভর করে । আমারও অনেক বড় ছবি ছোট আসে আবার ছোট ছবি আসে বড় । যেমন এটা তেমন বড় ছবি ছিল না বাট এখানে বড় দেখাচ্ছে । আমি নিজেই অবাক । অথচ এর আগে চেষ্টা করেও বড় ছবিকেও বড় রাখতে পারিনি !!
খুব ধন্যবাদ ।
২৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩২
ফুলফোটে বলেছেন: বেশ সুন্দর...।।
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২৬| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০
প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল। ধন্যবাদ
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২৭| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৮
রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য++
২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২৮| ২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভালো লেগেছে
২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২৯| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
কথাকথিকেথিকথন বলেছেন: কেমন আছো ?
৩০| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৩
খায়রুল আহসান বলেছেন: লেখক বলেছেন: না । আমি একটা এলোমেলো কথামালা অথবা ভাবনার লেখনী রূপ প্রকাশ করতে চেয়েছি - যেটাই হোক, খটমটে হলেও, ভাল লিখেছেন।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা ! আপনার একাত্বতা ভাললাগলো বেশ ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৩
জুন বলেছেন: +