নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

সেথায় নাকি চন্দ্র ফুটিয়াছে ।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৯



হেলিয়া দুলিয়া চলিয়াছে মোর পরান
কী জানি কী করিয়া- করিছে আনচান
নিত্তি চলিতেছে তাহার অগোছালো ছলাকলায় ।
আর যে সয় না মোর-
কোথায় রাখিয়াছে তাহারও ভেলা
খুঁজিয়া না পাই তব দিতাম বাধিয়া ।

সে চলিয়া যায় সন্ধ্যাতারা খুঁজিতে
ফিরিয়া আসিয়া কয়- লাগিবে পিদিম !
আঁধারে মোর দম ফুরিয়াছে সেই কতকাল-
সে যদি কখনো চাইতো বুঝিতে !

সে নাকি পায় চন্দ্রালোকের নিত্তি খোঁজ
তাই জন্মিছে তাহার বেভুলা আবেগ
কাঁদিয়া কাটিয়া করে রক্তিমের সর্বনাশ
অবশেষে বলে কী- আমি করিয়াছি কী ভুল ?
চন্দ্র ফুটিয়া মোরে ডাকিয়াছিল-
তাই তো গিয়েছিলাম স্নানে !

তাহার আছে আরও অভিমান ঢের
কিছু কহিলেই করিয়া ফেলে হেরফের
হইতে হয় মোরে তাহার জলের মালিক !
যদি চাহি দিতে ঠেলিয়া দূরে
সে কহে সমুদ্র তো তোমারি !
তব এতো কেন উঠো জ্বলিয়া ?
হইলাম অবুঝের কাছে নিত্তি পরাজিত
কাহাকে বলিবো মোর দুঃখ যত ?

সকলেই তো রয় হস্ত পাতিয়া-
আছে কিছু সুখ ? দাও না মোদের !
আমি কহিলাম- আছে মোর একটা সিন্দুক
লাগিবে কাহার কাহার ?
হস্ত আগিয়া আসিলো সকলে ।
বলিলাম, তাহাতে আছে-
একটি সমুদ্র, দুটি ঝরনা, বজ্রপাত,
আছে আরও- আঁধার, পোড়া, ক্লেদ...
তব দেখিতে পাইলাম হস্ত কমিয়াছে ঢের,
আরও কহিলাম বাড়িয়া
সকলে গেলো ছাড়িয়া !

অবশেষে মোর পরান রে কহিলাম
দেখ রে চাহিয়া মোর শূন্য ঘর
কেবলি ধু-ধু...
তোমায় বুঝাইবো কী করিয়া ?
মোর নেই কেউ তোমায় ছাড়িয়া ।
চাহিয়া দেখি খামখেয়ালী গিয়াছে চলিয়া
সেথায় নাকি চন্দ্র আবারও ফুটিয়াছে !


ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৫৫ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন: প্রথম হইলাম।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । প্রথম মন্তব্যে ধন্যবাদ খুব !!

২| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০০

Nirjon Ratri বলেছেন: sundhor....

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৩| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৮

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



একটি সমুদ্র, দুটি ঝরনা, বজ্রপাত,
আছে আরও- আঁধার, পোড়া, ক্লেদ...
এতো কিছু থাকার পরেও কেন কহিলেন ---
দেখ রে চাহিয়া মোর শূন্য ঘর
কেবলি ধু-ধু...
????
সকলে গেলো ছাড়িয়া ! ( যাইবেই তো )
আসল জিনিষ, টাকার কথা
কহেন নাই যে আগ বাড়িয়া ....। :P

রকমারি কথায় ঝকমারি কবিতা ।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । কথা সত্য ।

টাকায় করিয়াছে মানবের হৃদয় ফাঁকা
যদি বলিতাম তব আসিত সকলে দল বাঁধিয়া !

রকমারি কথায় ঝকমারি কবিতা । - কথাটা বেশ পছন্দ হয়েছে ।

ধন্যবাদ খুব । :)

৪| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৭

সাহসী সন্তান বলেছেন: নামটা আজ কইলাম না! তো এত আবেদন নিবেদন কিইয়েরলাই? ম্যাগনেফাইং গ্লাস দিয়াতো ছবির ভিতরে কোত্থাও চন্দ্র খুজিয়া পাইলাম না! হেই মনে হয় লজ্জাতে মেঘের নিচে মুখ লুকাইছে? তাইলে ক্যামনে কি.....??

কবিতার ব্যাপারে বেশি প্রশংসা করলাম না। কারণ আপনার কবিতা আমি কেমন পাই সেটাতো খুব ভাল ভাবেই জানেন?

ফিলিংস (খোঁজা-খুজি)!

প্রমানিক ভাই প্রথম হইছে, ওনারে চা দেন? আর সাথে আমারটাও যদি........(না হলেও হয়, তবে হলে ভাল)??

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন: ওখানে চন্দ্র ফুটে না কিন্তু সে নিত্তি যায় চন্দ্র ফোটে ভেবে তাই তো বুক পকেটে করে আঁধার নিয়ে এসে আমার কাছে পিদিম খুঁজে !!!

প্রামানিক ভাই চা চান নাই । জোর কইরা চা পান করানো ঠিক না । আর আপনারটা রেডি হচ্ছে । প্লেনে করে পাঠিয়ে দেয়া হইবে !!!

ফিলিং ভাললাগা ।

খুব ধন্যবাদ । :)

৫| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৮

চ্যাং বলেছেন: কবিতা ভাল হইছে। পিলাস খিলান!! :D

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৬| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩২

ফ্লাইং সসার বলেছেন: অনেক ভালো লাগল কবি! :)

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ খুব । :)

৭| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সাধু ভাষার কবিতা ??

তাহার আছে আরও অভিমান ঢের
কিছু কহিলেই করিয়া ফেলে হেরফের
হইতে হয় মোরে তাহার জলের মালিক !
যদি চাহি দিতে ঠেলিয়া দূরে
সে কহে সমুদ্র তো তোমারি !
তব এতো কেন উঠো জ্বলিয়া ?
হইলাম অবুঝের কাছে নিত্তি পরাজিত
কাহাকে বলিবো মোর দুঃখ যত ?

এটুকু বেশি ভাল লেগেছে । :)

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: বেশ ধন্যবাদ । :)

৮| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৭

মোঃ আব্দুল্লাহ আল-আমিন বলেছেন: কি বলিবও, মিলছে না যে লেখক ভাই, কিসের সাথে কিসের মিল, নিজেও বুঝিতেছি না যে।
ভালো লেগেছে চরনে চরনে।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: চরণে চরণে ভাল লাগলেই চলবে । :)

ধন্যবাদ । :)

৯| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৫

কিরমানী লিটন বলেছেন:

চমৎকার ভাললাগার কবিতা-নান্দনিক...
অনেক শুভকামনা রইলো,সতত ভালো থাকবেন-শ্রদ্ধায় ভালোবাসায়...

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: খুব ধন্যবাদ । :)

১০| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১৫

রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য। খুব ভালো লাগলো

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ খুব । :)

১১| ২২ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:৪৮

নাবিক সিনবাদ বলেছেন: ধন্যবাদ, ভালো লাগলো। :)

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১২| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৭

জুন বলেছেন: কবিতা অনেক ভালোলাগলো কথা। তবে ছবিটাও চমৎকার। এটা কি আপনারই আকা ?
+

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন: আমি ছবি আঁকতে পারি না । ইন্টারনেট থেকে নেয়া । তবে যে এঁকেছে তাকে আপনার পক্ষ থেকে চমৎকার হওয়ার কথাটি জানিয়ে দিলাম যদিও সে কোথায় আছে জানি না !!!!

খুব ধন্যবাদ । :)

১৩| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৬

সাহসী সন্তান বলেছেন: যাক অবশেষে এই ক্ষুদ্র পাঠকের প্রতি লেখকের আন্তরিক সহানুভূতি দেখে দিল খুশ হুয়া! এখন হেই প্লেন বারমুডা ট্রায়ঙ্গেলে অথবা এলিয়েন কতৃক উধাও না হইলেই হয়। প্লেন যে গতিতেই আসুক, একদিন না একদিনতো নিদ্রিষ্ট ঠিকানায় পৌঁছাবে?

শুভ সকাল!

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন: হুম অবশ্যই পৌঁছাবে !

শুভ সকাল । :)

১৪| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৬

নেক্সাস বলেছেন: চমৎকার কবিতা

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ খুব । :)

১৫| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৪

রিকি বলেছেন: সে চলিয়া যায় সন্ধ্যাতারা খুঁজিতে
ফিরিয়া আসিয়া কয়- লাগিবে পিদিম !
আঁধারে মোর দম ফুরিয়াছে সেই কতকাল-
সে যদি কখনো চাইতো বুঝিতে !


সেইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইরকম হয়েছে। :) :) :)

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: সেইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই ধন্যবাদ !!!!

১৬| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৬ নম্বর লাইক খান আমার ! =p~

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: ওকে খাইলাম । তবে ফরমালিনযুক্ত হইলে কিন্তু খবর আছে !!!!! হা হা

খুব ধন্যবাদ । :)

১৭| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবার ও লাইক !!! =p~

একি ? এটা কি লিখা আসলো ,''আপনি পোস্টটি লাইক করেছেন।'' :P

২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন: তাহলে তো লাইক বাটুনটা ঠিক আছে । জাল লাইক দেয়ার সুযোগ নাই !!!!

১৮| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৫

সুমন কর বলেছেন: আমার এখন আর সাধুভাষার লেখা পড়তে ভালো লাগেনা। :(

কবিতা ভালো হয়েছে।

+।

২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: আমার কাছে মাঝে মাঝে মনে হয় কবিতার ক্ষেত্রে সাধুভাষাটা চমৎকার যায় । মৌহনীয় একটা ভাব আছে যা চলিত দিয়ে তেমন একটা প্রকাশ পায় না ।

তবে সময় পাল্টাচ্ছে, যুগ হারাচ্ছে, সাধুভাষায়ও দিন দিন মিলিয়ে যাবে । এই তো স্বাভাবিক ।

খুব ধন্যবাদ । :)

১৯| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দেখতে চাইছিলাম সাধুর ভেতর চলিত এসে যায় কি না... খুক খুক... আসেনি! সুন্দর হয়েছে!

২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । খুক খুক...

খুব ধন্যবাদ । :)

২০| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৮

এম রাজু আহমেদ বলেছেন: অসাধারণ লিখেছেন কবি।
খুব ভাল লাগলো পড়ে।

আমার পাতায় আমন্ত্রন রইলো।

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ খুব । :)

২১| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৩

তারছেড়া লিমন বলেছেন: আপনার লেখা পড়ে এই গানটি মনে পড়ে গেল। তাই এইটা আপনার জন্য

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: গানটা চমৎকার । আমার কবিতা পড়ে এমন সুন্দর একটা গানের কথা মনে পড়লো জেনে ভাল লাগলো খুব ।

বেশ ধন্যবাদ । :)

২২| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৪

মানবী বলেছেন: "দেখ রে চাহিয়া মোর শূন্য ঘর
কেবলি ধু-ধু...
তোমায় বুঝাইবো কী করিয়া ?
মোর নেই কেউ তোমায় ছাড়িয়া ।
চাহিয়া দেখি খামখেয়ালী গিয়াছে চলিয়া
সেথায় নাকি চন্দ্র আবারও ফুটিয়াছে ! "

- আহারে এই প্রথম চন্দ্রকে ভিলেনের ভূমিকায় দেখছি। তাও ভালো নিজের প্রান/মনটাই গেছে, অন্য কেউ গেলে সত্যই ভিলেন হতো। :-)

শরৎচন্দ্রদের লেখনীর ধারা আধুনিক কবিরা্ বহন করে চলেছেন, চমৎকার এই কবিতাটি পড়া নাহলে জানা হতোনা।

আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন।

২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । তাই বুঝি ? চন্দের ভিলেন হওয়ার ইতিহাস আর নেই !!!

শরৎচন্দ্রদের নিয়ে একটু ব্যর্থ চেষ্টা আর কী ।

খুব ধন্যবাদ । আপনিও ভাল থাকুন । :)

২৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৩

জেন রসি বলেছেন: কিছু বুঝিলাম!!

কিছু বুঝিবার চেষ্টা করিলাম!! :P

২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: কিছু বুঝিয়া কিছু বুঝিবার চেষ্টাও করিয়াছে বহুজনরে মহান !!!

ধন্যবাদ খুব । :)

২৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩৫

গেম চেঞ্জার বলেছেন: ভাললাগা রেখে গেলুম!!

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২৫| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৮

শায়মা বলেছেন: কথাকেথি আপুনি!!!!!!!!!!!!

চন্দ্র ফুটেছে নাকি চন্দ্রমল্লিকা!!!!!!!!

চন্দ্র উঠে শুনেছিলাম ফুটে শুনিনি!!!!!!!!!!!:(

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: হুম । বুঝতে হবে এটাই তো বিশেষত্ব । সেখানে চন্দ্র উঠে না ফুটে !!!! হা হা

২৬| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৯

কাবিল বলেছেন: কবিতা ভাল লেগেছে। ১৪ নং লাইক।

২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: খুব ধন্যবাদ । :)

২৭| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৩

পাঠক মানব বলেছেন: সে চলিয়া যায় সন্ধ্যাতারা খুঁজিতে
ফিরিয়া আসিয়া কয়- লাগিবে পিদিম
দারুন

২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২৮| ১১ ই মে, ২০১৮ বিকাল ৪:২৪

খায়রুল আহসান বলেছেন: চন্দ্র ফুটিয়াছে - কথাটা খুব মনে ধরিয়াছে। ছবিটাও খুব সুন্দর হইয়াছে! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.