নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
এই প্রেম,
তুমি সপ্তসিন্ধু পেরিয়ে আর এসো না
তবে তো হাজারও পৃথিবী সবুজ নিঃশ্বাস পেত !
নীরবে নিভৃতে সূক্ষ্ম টানে চলে তোমার অশুদ্ধ ছলাকলা
যেখানে হৃদয় বিঁধে স্বপ্নের কোন বিক্ষিপ্ত ঝুল বারান্দায় ।
সুখ বিহারে শলাকার আলতো ঘর্ষণ-
তারা ভাবে এ তো আসছে প্রেম !
তুমি কী জানো তোমার অপব্যাখ্যা ?
যেখানে তুমি নেই সেখানে তাদের অনুভব-
সমুদ্র করে তিরস্কার, আকাশ ভেঙ্গে পড়ে
জ্যোৎস্না কাঁদে, চাঁদের মলিনে দুঃখী মেঘ আড়ালে ঢাকে ।
এই প্রেম,
তুমি এসো না পাপড়িতে পরাগ-রেণু হয়ে
তারা বলে অজরায় ফুল লাবণ্য হারায়
যেখানে তোমার ঘ্রাণ নেই সেখানে তাদের ঘুম নিঃশ্বাস-
রাত লুকিয়ে যায়, তাই সকাল বিলীন
সন্ধ্যা ফেরে না, কারণ সেখানে নেই কোন সূর্য ।
এই প্রেম,
তুমি অবাক নও তো,
তোমার উল্টো পাতার বিতাড়িত আচরণ !
তুমি আর এসো না অদৃশ্য কোন স্বপ্নতরী মাধুর্যে
এই তল্লাটে তুমি বিভ্রম, ঘোরলাগা নিঃস্ব অমোঘ ।
এই প্রেম,
তুমি আর এসো না রক্ষিত রঙে,
ধূমায়িত কোন রঙিন পৃষ্ঠায়-
কোন কবির ঘুম কেড়ে নিতে,
কিংবা কোন লেখকের গল্প বাড়াতে ।
অথবা এসো না কোন অযাচিত ঢংয়ে-
আঁকুনির রংতুলি অগোছালে ভাসিয়ে দিতে।
নয়তো এসো না কোন ঝংকার হয়ে-
ফেলো না নাচুনির পদাঙ্ক দুঃখ ধ্রুপদী সৃষ্টিতে ।
ছবি কৃতজ্ঞতা- নেট ।
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৮
গেম চেঞ্জার বলেছেন: প্লাস+
(কিন্তু প্রেম না আসলে হৃদয়ের পটে কোন নান্দনিক স্নিগ্ধতা থাকবে না। তার কি হবে?)
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন: প্রেমের অপব্যাখ্যায় প্রেমকে না আসার আহ্বান !!
ধন্যবাদ ।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৫
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
প্রেম কে আসতে নিষেধ করছেন ?
কিন্তু -----------
প্রেম একবার এসেছিলো একান্তে
আমার দুয়ার মরু প্রান্তে
সে তো হায় , ভীরু পায়
এসেছিলো পারি নি তা জানতে ...।
এই গানটি শোনেন নি ? আপনি চান আর নাই বা চান , প্রেম একবার না একবার আসবেই , বুঝলেন কিছু ?
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন: হুম । আসা তো ঠেকানো যাবে না !!! তবুও কিছু কাল্পনিক বারণ তাদের জন্য যারা প্রেমের ভুল !
ধন্যবাদ ।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৯
প্রামানিক বলেছেন: এই প্রেম,
তুমি আর এসো না রক্ষিত রঙে,
ধূমায়িত কোন রঙিন পৃষ্ঠায়-
কোন কবির ঘুম কেড়ে নিতে,
কিংবা কোন লেখকের গল্প বাড়াতে ।
চমৎকার কবিতা। ধন্যবাদ
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৫| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৭
ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা।
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৬| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৮
কিরমানী লিটন বলেছেন: তুমি আর এসো না অদৃশ্য কোন স্বপ্নতরী মাধুর্যে
এই তল্লাটে তুমি বিভ্রম, ঘোরলাগা নিঃস্ব অমোঘ ।
তোমাকে আসতেই হবে,যেখানেই থাকো,যতই দূরে ...
অভিবাদন প্রিয়কবি,সতত শুভকামনা ...
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩০
কথাকথিকেথিকথন বলেছেন: তবে আসুক । সঠিক সংজ্ঞায় !!
ধন্যবাদ ।
৭| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২২
সুমন কর বলেছেন: এই প্রেম,
তুমি আর এসো না রক্ষিত রঙে,
ধূমায়িত কোন রঙিন পৃষ্ঠায়-
কোন কবির ঘুম কেড়ে নিতে,
কিংবা কোন লেখকের গল্প বাড়াতে ।
ভালো লাগল। +।
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৮| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪০
আলভী রহমান শোভন বলেছেন: অসাধারন লেগেছে। পুরোপুরি মুগ্ধ আমি।
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৯| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২০
নেক্সাস বলেছেন: এই প্রেম,
তুমি আর এসো না রক্ষিত রঙে,
ধূমায়িত কোন রঙিন পৃষ্ঠায়-
কোন কবির ঘুম কেড়ে নিতে,
কিংবা কোন লেখকের গল্প বাড়াতে
সুন্দর
২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১০| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২১
রমিত বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন
২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১১| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: এই প্রেম,
তুমি অবাক নও তো,
তোমার উল্টো পাতার বিতাড়িত আচরণ !
তুমি আর এসো না অদৃশ্য কোন স্বপ্নতরী মাধুর্যে
এই তল্লাটে তুমি বিভ্রম, ঘোরলাগা নিঃস্ব অমোঘ ।
বেশ বলেছেন ।
প্রেম অবধারিত ভাবে অদৃশ্য থাকলে চলে নাকি?? প্রেমের স্বার্থকতা মিলনে । আর তা না হলে কি জানি না ।
২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন: প্রেম আসুক সুখের মিলনে অন্যথায় থাকুক নিমগ্নে !
ধন্যবাদ ।
১২| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তুমি আর এসো না রক্ষিত রঙে,
ধূমায়িত কোন রঙিন পৃষ্ঠায়-
কোন কবির ঘুম কেড়ে নিতে,
কিংবা কোন লেখকের গল্প বাড়াতে ।
সুন্দর ! সুন্দর !!
২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৯
সাহসী সন্তান বলেছেন: এইভাবে প্রেমের বারটা বাজানোর কোন মানে হয়? প্রেম না থাকলে চটপটি, ফুচকা ওয়ালারা না খেয়ে মরবে সেইটা কি একবারও ভেবেছেন? তবে আমি অবশ্য আপনার কবিতার পক্ষেই আছি....!!
প্রেম সম্পর্কে রবি ঠাকুর বলেছিলেন, 'প্রেম হলো দুটি উর্বর মস্তিষ্কের পাগলামী ছাড়া আর কিছুই না.......!!'
চালর্স ডারউইন তার সর্বশেষ বিবর্তন বাদের সূত্রে উল্লেখ করেন, 'প্রত্যেকটা ব্যর্থ প্রেমিক পরবর্তি পাঁচ থেকে দশ বছরের মধ্যে তার প্রাক্তন প্রেমিকার বাচ্চার মামায় বিবর্তিত হয়.........!'
কথাটা অন্যের কাছে কেমন লাগবে জানিনা, তবে আমি এটাকে ১০০% মানি!!
যাহোক, কবিতা অনেক সুন্দর হয়েছে! শুভ কামনা জানবেন!
২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন: প্রেম দিয়ে গড়া পৃথিবী
প্রেমকে করেছে আপন মানবজাতি-
ভুলে খোঁজে অন্যকোথাও
অথবা পেয়েও অবুঝে হাতড়ে বেড়ায় !!
ধন্যবাদ ।
১৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫২
এস কাজী বলেছেন: সাহসী সন্তান বলেছেন: এইভাবে প্রেমের বারটা বাজানোর কোন মানে হয়? প্রেম না থাকলে চটপটি, ফুচকা ওয়ালারা না খেয়ে মরবে সেইটা কি একবারও ভেবেছেন? তবে আমি অবশ্য আপনার কবিতার পক্ষেই আছি....!! :`<
হাহাহাহা সাহসী মামা।
কথাকথিকেথিকথন প্রেমের প্রতি এত অনীহা কেন?
২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
কথাকথিকেথিকথন বলেছেন: অনিহা নয়তো !! বলেছি সেই তল্লাটে যেও না যেখানে তুমি হও অপব্যাখ্যা !!!
ধন্যবাদ ।
১৫| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫২
হাসান মাহবুব বলেছেন: প্রেমের সাথে এমন দ্বৈরথ হয়তো প্রেমকে আরো শক্তিশালী হয়ে ফিরে আসার ক্ষমতা প্রদান করবে। শুভেচ্ছা।
২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
কথাকথিকেথিকথন বলেছেন: হুম তেমনি হয় ।
আপনাকে শুভেচ্ছা ।
ধন্যবাদ ।
১৬| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৪
জেন রসি বলেছেন: এইভাবে কবিতা লিখে প্রেমকে না আসতে বললে সে বরং দৌড়াইয়া চলে আসবে! তারচেয়ে বরং লিখে ফেলুন, তুমি আস! আমার কি?
চমৎকার কবিতা।
২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন: দাওয়াত দিলে আসতে লজ্জা পাবে এই তো বলছেন !! আর দাওয়াত না দিলে পেঁছনের দরজা দিয়ে সিঁদ কাটে !!! তাই দাওয়াত দেয়াটাই কার্যকরি মনে হচ্ছে !!!
ধন্যবাদ ।
১৭| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৬
জসিম বলেছেন: সব কি আর বলে কয়ে আসে, যায়!
সুন্দর কবিতা.
২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন: হুম । সেটাই ।
ধন্যবাদ ।
১৮| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৬
রিকি বলেছেন: এই প্রেম,
তুমি অবাক নও তো,
তোমার উল্টো পাতার বিতাড়িত আচরণ !
তুমি আর এসো না অদৃশ্য কোন স্বপ্নতরী মাধুর্যে
এই তল্লাটে তুমি বিভ্রম, ঘোরলাগা নিঃস্ব অমোঘ ।
প্রেম যাবে কোথায় তাহলে, এন্টার্কটিকাতে !!!! প্রেম তো দেখি বিপদে আছে !!!! কবিতায় অনেক অনেক ভালোলাগা রইল
২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০০
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । এন্টার্কটিকা !! তাহলে তো প্রেমুষ্ণতায় ওখানের সব বরফ গলে যাবে । পৃথিবী ডুবে যাবে প্রেম জোয়ারে !! তবে খারাপ হবে না !!!!
ধন্যবাদ ।
১৯| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৭
জুন বলেছেন: কবিতায় ভালোলাগা কথা।
+
২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২০| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪০
গুলশান কিবরীয়া বলেছেন: সুন্দর কবিতা ।
সে কি কথা !! আমি তো বলি - প্রেম তুমি এসো , যখন খুশী তখন - সকাল দুপুর রাত্তিরে যখন খুশী এসো । টক ঝাঁল মিষ্টি হয়ে হরেক রূপে এসো ... তারপরও এসো ।
অনেক অনেক ভালো লাগা রইল আপনার কবিতার প্রতি ।
২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৪
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । এতো প্রেম আসিলে বদহজম হইতে পারে !!! তাই সামলে রাখুন হৃদয় !!!!
ধন্যবাদ ।
২১| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০১
সাহসী সন্তান বলেছেন: গুলশান আপুর মন্তব্যে আগে লাইক!
লেখক বলেছেন: প্রেম দিয়ে গড়া পৃথিবী
প্রেমকে করেছে আপন মানবজাতি-
ভুলে খোঁজে অন্যকোথাও
অথবা পেয়েও অবুঝে হাতড়ে বেড়ায় !!
-সবইতো বোঝেন তারপরেও প্রেমরে লইয়া এমন একখান কবিতা রচনা করলেন ক্যান?
২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৫
কথাকথিকেথিকথন বলেছেন: সব বুঝি বলেই তো এই কবিতা !! না বুঝিলেই তো লিখে ফেলতাম প্রেমের কবিতা !!!
২২| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৯
ঠ্যঠা মফিজ বলেছেন: দারুন হয়েছে প্রেমের কাব্য ।
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ২:০৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৫
রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য!খুব সুন্দর কবিতা।নির্মল সুন্দর
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ২:০৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১১
অবনি মণি বলেছেন: এই প্রেম,
তুমি আর এসো না রক্ষিত রঙে,
ধূমায়িত কোন রঙিন পৃষ্ঠায়-
কোন কবির ঘুম কেড়ে নিতে,
কিংবা কোন লেখকের গল্প বাড়াতে ।