নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

অবশেষে শব্দবিহীন চিঠিগুলো ঠিকানা খুঁজে পেল....

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫০



সময়কে ছেদ করতে করতে মৃত পাখির মত ভেসে যাওয়া দেহ অবশেষে ভিড়লো ব্যথায় জেগে ওঠা কোন এক জল মোড়ানো নিঃস্ব চরে ।সেথায় ব্যাপ্তি ছিল আগ্রাসী ঢেউ, ছিলো ঝংকার, ছিলো নিশাচরের আসমান বাতি । দেহকে টেনে নিয়ে গেল নিঃস্বের প্রহরীরা । নিজস্ব আলয়ে কে সে ? দৃশ্যত তারা কোন জীবন পেল না । পৌরাণিক বেঁচে থাকা এসে বলল সেখানে আছে কিছু আলো, বেচে দাও সন্ধ্যা তারার নামে অথবা যুগান্তে ফিরে আসা কোন নক্ষত্র বিনিময়ে । অতঃপর বিনিময়ে দেহের হৃদয়িক ময়নাতদন্তে তারা পেল কিছু চিঠি । চিঠিতে নেই কোন শব্দ, নেই কোন ঠিকানা । তারা শুকনো কাঠিতে চিঠিগুলো পুরে উড়িয়ে দিল ঠিকানাবিহীন ফানুসের দায়বদ্ধে । ওদের শীতল নিঃশ্বাস বলছে পাঠিয়ে দাও সেথায় যেখানে শব্দ মিলবে, ঠিকানা মিলবে । গুণে গুণে ১১টা ফানুস ১১টা চিঠি নিয়ে উড়ে গেল। ফানুস চিঠিগুলোর অদৃশ্য চাপ বহন করতে পারেনি, তাই ওরা ফানুসের সাথে দেহের হৃদয়িক ক'ফোটা শুদ্ধ লালিমা বেঁধে দিলো । তখন ফানুসগুলো বাঁধনহারায় দিব্বি উড়ে গেল ! ওরা অবাক মৌননয়নে খোঁজে শব্দহীন চিঠির জীবনারূপ । ওরা দেহকে সাথে করে বুকে বেঁধে নিলো কিছু মেঘ, একদিন দ্রবীভূত হবে, একদিন তাদের মিলিয়ে দেবে এই জল স্বাদে ঝংকারের বুকে....

ফানুসগুলো অগনিত ইতিহাস উড়ে অবশেষে ভিড়লো এক দুর্গমের দরজায় । দরজার গহীন থেকে তাদের টেনে নিলো অজানা আদি সুবাস । সে নিষ্পাপ জীর্ণ পর্বত এখনো সেই ভার বহন করে টিকে আছে । সেও নাকি একটি দেহের মায়ায় মিলিত হয়েছে । সেখানে কোন চিঠি ছিলো না । হৃদয়িক নগর শব্দ, ঠিকানা নিয়ে গড়েছে । যার বিদ্ধ পর্বত করতে পারেনি । নয়তো সেও উড়িয়ে দিয়ে মুক্ত বিহঙ্গের ডানায় নিঃশ্বাস ফেলতো । ফানুসগুলো চিঠি বিলি করে শূন্যের আত্মায় মিলিয়ে গেলো । জীর্ণ পর্বত গুণে গুণে পেল ১১টি চিঠি । সে দেহের শব্দ, ঠিকানা গুলো চিঠির পৃষ্ঠায় লেপ্টে দিলো । চিঠিগুলো ঠিক ঠিক পূর্ণাঙ্গে শব্দ ঠিকানায় অবলীলায় ডুবে গেলো । অবশেষে একটি দুর্গম এবং ব্যাথায় জেগে ওঠা এক জল মোড়ানো নিঃস্ব চর মিলিয়ে গেল নিজস্ব জগতে । সেই দেহ দু'টি মিলিত হলো অপেক্ষার অগণিত ইতিহাসের ১১টি চিঠির শব্দ সঙ্গমে। তাদের তৃষ্ণিত নিষ্পাপ ব্যথাতুর সুখ সঙ্গমে অবধারিত কোন নতুন জগতের আগমনী চিৎকার শুনতে পেল যারা তার সান্নিধ্য পায় নি.....



ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৪৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৪

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক ভালোলাগায়- মুগ্ধ ভালোবাসা ...

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৬

আরণ্যক রাখাল বলেছেন: শব্দের আবর্জনা| স্তুপ করা হয়ে শব্দের শব্দ

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: শব্দের আবর্জনা কয়জনে স্তূপ করতে পারে !

ধন্যবাদ । :)

৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১০

আরণ্যক রাখাল বলেছেন: কিরমানী লিটন ভাই, আপনি আবার কবে দেখা হবে নামক এক পোস্টে মন্তব্য করেছেন দশটা তিন মিনিটে| এখানে করলেন দশটা চারে| পড়ে করেছেন তো মন্তব্যটা?

৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৬

আরণ্যক রাখাল বলেছেন: শব্দের পর শব্দ হবে প্রথম মন্তব্যে

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২১

কথাকথিকেথিকথন বলেছেন: বুঝলাম ।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: ফানুসগুলো অগনিত ইতিহাস উড়ে অবশেষে ভিড়লো এক দুর্গমের দরজায় । দরজার গহীন থেকে তাদের টেনে নিলো অজানা আদি সুবাস । সে নিষ্পাপ জীর্ণ পর্বত এখনো সেই ভার বহন করে টিকে আছে । সেও নাকি একটি দেহের মায়ায় মিলিত হয়েছে । সেখানে কোন চিঠি ছিলো না ।

চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৪৯

রুদ্র জাহেদ বলেছেন: কী বলব, কী মন্তব্য করব। মুগ্ধাবেশে পাঠ শেষে কাব্যের মোহ থেকে আমার মুক্তি ঘটে নাই।আমিতো অদ্ভুত শব্দসংকটে ভুগছি।প্রিয় কবি কথাকথিকেথিকথন---শব্দের জাদুকর।অনবদ্য সব কাব্য।অনেক ভালো থাকবেন প্রিয় ব্লগার।নিরন্তর শুভকামনা রইল।

প্রিয় সব ব্লগারদের প্রিয় সব লেখা পড়ে---মাঝে মাঝে উপলব্ধি করি ব্লগে পড়তে আসাটা স্বার্থক!

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার উচ্ছ্বসিত মন্তব্যে ভাল লাগলো খুব ।আপনাদের মত পাঠকই এখনকার সময়ে সবচেয়ে দরকার সাহিত্যের অনুপ্রেরণায় ।

আপনিও অনেক ভাল থাকুন ।

ধন্যবাদ । :)

৮| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৬

সাহসী সন্তান বলেছেন: শুধু নিরবে পড়ে গেলাম......!!

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৫

কথাকথিকেথিকথন বলেছেন: নীরবতার গভীরতা বেশি !

ধন্যবাদ । :)

৯| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৭

অগ্নি সারথি বলেছেন: সুন্দর +

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১০| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৭

সুমন কর বলেছেন: আমার কাছে, ১ম প‌্যারাটি পড়তে বেশী ভালো লাগল। যদিও শেষে এসে এর মিল রাখা হয়েছে।
+।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: প্রথম প্যারাতেই শেষ করে দেয়া যেত । কিন্তু মন চাইলো একটি সমাপ্তি । তাই দ্বিতীয় প্যারার আবির্ভাব !!

ধন্যবাদ । :)

১১| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩১

গেম চেঞ্জার বলেছেন: চমৎকার লিখেছেন তো!!

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১২| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৪

স্পর্শিয়া বলেছেন: গুণে গুণে ১১টা ফানুস ১১টা চিঠি নিয়ে উড়ে গেল। ফানুস চিঠিগুলোর অদৃশ্য চাপ বহন করতে পারেনি, তাই ওরা ফানুসের সাথে দেহের হৃদয়িক ক'ফোটা শুদ্ধ লালিমা বেঁধে দিলো । তখন ফানুসগুলো বাঁধনহারায় দিব্বি উড়ে গেল ! ওরা অবাক মৌননয়নে খোঁজে শব্দহীন চিঠির জীবনারূপ । ওরা দেহকে সাথে করে বুকে বেঁধে নিলো কিছু মেঘ, একদিন দ্রবীভূত হবে, একদিন তাদের মিলিয়ে দেবে এই জল স্বাদে ঝংকারের বুকে....

ঝংকারে ঝংকৃত হবে সে মুগ্ধ সঙ্গীত। তাল, লয় সহযোগে বাজবে ব্যাঞ্জনা মেঘমলহার। জলদ নিক্কনে মুখরিত হবে ঝরঝর মরুপ্রান্তর
তৃষিত সুধার আস্বাদনে হবে অমলিন।

ভালোলাগা ও +

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: বাহ চমৎকার টেনেছেন তো ! ভাল লেগেছে অনেক । ঝংকারে ঝংকৃত...

ধন্যবাদ । :)

১৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সুন্দর সুন্দর! চিঠির প্রতি আজো একটা আলাদা ভালোলাগা রয়েছে...

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১০

কথাকথিকেথিকথন বলেছেন: চিঠির দিনগুলোই বেশি মধুর ছিল ।

ধন্যবাদ । :)

১৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৬

জুন বলেছেন: কথাকথি অনেক ভালোলাগলো প্রিয় বিষয় চিঠি নিয়ে এই লেখাটি।
আমারও একটা ছোট লেখা আছে চিঠি নিয়ে।
এখনো সেই ডাকপিওনের আসা যাওয়ার দিনগুলোর কথা মনে পরে।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: হুম । সেই সব দিনগুলোই অনেক বেশি আবেগী এবং রোমান্টিক ছিল । এক্ষেত্রে টেকনোলজি বেশ ফানসে !!

ধন্যবাদ । :)

১৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১১

সাহসী সন্তান বলেছেন: এতদেরিতে উত্তর ভাল্লাগে না! :-/

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: আমি তো দেরি করি না ! যখন থাকি তখন সব একসাথে দিয়ে দেই । আমারও দেরি ভাল লাগে না ।

১৬| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২০

সাহসী সন্তান বলেছেন: এইটা কোন কথা? দেরি কইরা কয় দেরি ভাল্লাগেনা? দেহেন আজ কইলাম হেব্বি রেগে আছি, সো কথা বার্তা ভাজ কইরা কইয়েন! ওদিকে এই খারাপ মেজাজের মধ্যেও জুনাপু আমার সাধের গেম ভাইয়ের দেওয়া চা খাইয়া ফেলছে......!!

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: তাই নাকি !! আহারে একটা চা এই তো । বিশেষ বিবেচনায় বিষয়টা ফেলে দেন !

১৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৬

সাহসী সন্তান বলেছেন: এমন ভাবে কইলেন যেন এককাপ চা কিছুই না? নিজে তো কোন দিন.......(নাহ থাক)?

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫২

কথাকথিকেথিকথন বলেছেন:

১৮| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৬

সাহসী সন্তান বলেছেন: OMG এইটা কিছু হইলো? স্বপন দেখছি নাতো? খাঁড়ান চোখে চশমা পরে নিই....! :P বাব্বা........!! মোগাম্ব খুশ হুয়্!

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০০

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । স্বপ্ন না সইত্য । নেন চা পান করেন !!

১৯| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০১

সাহসী সন্তান বলেছেন: হুম, বহুত খুব! ব্যাপুক হইছে......!!

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: প্রীত হলাম !

২০| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১২

রক্তিম দিগন্ত বলেছেন: ছন্দময়। মনে হল, ছন্দের তালে তালে গল্প পড়ছিলাম।

৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২১| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৩

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২২| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৬

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন




কষ্টকল্পিত লেখা । বাক্যের ব্যাপ্তি ছিল আগ্রাসী ঢেউ, ছিলো ঝংকার কিন্তু ঠিকানা ছিলোনা ।

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: ঠিকানাবিহীন বাক্যেই তো আগ্রাসী ঢেউ কিংবা ঝংকার থাকবে, ঠিকানা পেলে তো ঢেউ, ঝংকার হারিয়ে যাবে !!!

ধন্যবাদ। :)

২৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

সাহসী সন্তান বলেছেন: নিউ কাব্য প্লিজ.....!!

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: কাব্য কী সহজে মাথায় ধরা দেয় !! তারা এখন বেশ পিঁচ্ছিল হয়ে গেছে !! ধরতে গেলেও সইরা যায় !!!

২৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭

অপর্ণা মম্ময় বলেছেন: মুক্তগদ্যের ধাঁচ, ভালো লাগলো পড়তে।

"যার বিদ্ধ পর্বত করতে পারেনি । নয়তো সেও উড়িয়ে দিয়ে মুক্ত বিহঙ্গের ডানায় নিঃশ্বাস পেলতো । "

-- এখানে মিস্পেলিং আছে। ঠিক করতে হবে।

শুভকামনা রইলো।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: থ্যাঙ্কু । ঠিক করে দিচ্ছি ।

আপনার জন্যও শুভ কামনা রইলো । :)

২৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: এগার অক্ষরটা মাথার ভেতরে ঘুরছে। আত্মকথোপকথন বেশ লাগল।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: নিজস্ব ভাবনা থকে ভেবে নিলাম ১১ টা পত্র আদান প্রদানে একটা পূর্ণাঙ্গ প্রেম হতে পারে । তাই লিখলাম ।

ধন্যবাদ । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.