নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

শেষ স্বাধীন নিঃশ্বাস ।

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৮:২৭



আজ বহুকালের রঙ- আলো থেকেও নেই
অনেকে 'অন্ধকার যুগের' ইতিহাস বলে
আমি তো দেখি তা এখনো বিলুপ্ত হয়নি !
আরো পাই এরও পূর্বের বিষাক্ত বিলীন ঘ্রাণ
তোমরা যাকে 'আদিম' বলে অতলে হারিয়ে দিয়েছো ।

সময় আজ বড্ড একমুখো
সে সঙ্গ নিচ্ছে হায়েনাদের
সেখানে নাকি বেশ আমোদ-
রক্তে-মাংসে খেলার হিংস্র স্বাদ ।

নিঃস্বে আজ হয়েছে চোখ পাথর
হৃদয় হয়েছে দগ্ধে বিপরীত নিথর
কাদের জানো ?
যারা পৃথিবীকে নির্মল প্রাণ দিতে চেয়েছে
নিজেদের বন্দি রাখতে চেয়েছে পুষ্প উদ্যানে
ওরা আজ বেরিয়ে পড়ছে-
পুষ্প তো মৃত্তিকা সুখে ঘ্রাণ ছড়ায়, রক্তে নয় ।

এখন স্বপ্ন দেখে না কেউ
তাতে নাকি বিষ মলাট-
দুঃস্বপ্নে রূপ নেয় পূরণে ।

তাই এখন,
নিঃশ্বাস ভারী আকুতি শুধু
একটি দিন বেঁচে থাকার-
নিঃশব্দে, নীরবে-
শেষ স্বাধীন নিঃশ্বাসে বেঁচে যেতে ।

কেন জানো ?
তারা এখন অভ্যস্ত যে কোন দৃশ্যে-
হোক তা অতীবয় ভয়ংকর কিংবা সহ্যে শাণিত ।
দৃশ্য মঞ্চায়নে নেই কোন পর্দা
নিরবচ্ছিন্নে চোখ তার অংশ হয়ে গেছে ।
এখন আর কেউ বলে না ছিঃ কী ঘৃণা !
সেকেন্ড হয় না ক্ষয়, ওরা ভুলে গেছে
তাই একদিন বেঁচে থাকায় হয় তাদের তিক্ত সুখ !


ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৫০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:২২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।

২| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০

সুমন কর বলেছেন: জেন রসি'র পর, আপনারটা। দু'টোই সুন্দর হয়েছে।

পুষ্প তো মৃত্তিকা সুখে ঘ্রাণ ছড়ায়, রক্তে নয় । -- দারুণ বলেছেন।

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:২২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।

৩| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুষ্প তো মৃত্তিকা সুখে ঘ্রাণ ছড়ায়, রক্তে নয় ।
রিতিমত কোটেশন ।
সবটাই চমৎকার !!!

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।

৪| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


আমরা একই বৃত্তে ঘুরছি।

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: এই বৃত্ত থেকে কবে নিস্তার পাওয়া যাবে সেটাই ভাবছি ।

ধন্যবাদ।

৫| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩

রুদ্র জাহেদ বলেছেন: দুর্দান্ত প্রকাশ।দারুন ভালো লাগল

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ।

৬| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: "এখন স্বপ্ন দেখে না কেউ
তাতে নাকি বিষ মলাট-
দুঃস্বপ্নে রূপ নেয় পূরণে ।" যথার্থই ।

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ।

৭| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

মাহমুদ আল ইমরোজ বলেছেন: সুন্দর লিখেছেন

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।

৮| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১:১২

গেম চেঞ্জার বলেছেন: একমতঃ-
সময় আজ বড্ড একমুখো
সে সঙ্গ নিচ্ছে হায়েনাদের
সেখানে নাকি বেশ আমোদ-
রক্তে-মাংসে খেলার হিংস্র স্বাদ ।

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।

৯| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:০৪

অর্বাচীন পথিক বলেছেন: যারা পৃথিবীকে নির্মল প্রাণ দিতে চেয়েছে
নিজেদের বন্দি রাখতে চেয়েছে পুষ্প উদ্যানে
ওরা আজ বেরিয়ে পড়ছে-
পুষ্প তো মৃত্তিকা সুখে ঘ্রাণ ছড়ায়, রক্তে নয়

----লাইন গুলো খুব ভাল লাগলো

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ।

১০| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:০১

কিরমানী লিটন বলেছেন: এখন স্বপ্ন দেখে না কেউ
তাতে নাকি বিষ মলাট-
দুঃস্বপ্নে রূপ নেয় পূরণে ।

এই দুঃসময়ে -অবরুদ্ধ মানচিত্রের উপর দাড়িয়ে-
আজ আমাদের আর কোন ব্যক্তিগত ব্যাপার নেই,
এ জীবন যখন প্রতিদিনের মিছিলে,এ সময় যখন শব্দাক্রান্ত-
ভালোবাসাই যখন সেভলন আর বান্দেজ,তখন আমাদের আর কোন ব্যক্তিগত ব্যাপার থাকেনা... !!!

দূর হ- দুঃসময় ...।
অনেক ভালোবাসা আর শুভকামনা প্রিয় কথাকথিকেথিকথন ভাইয়া ...

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ বলেছেন । আজ আমাদের কোন ব্যক্তিগত ব্যাপার নেই । কেড়ে নিয়ে যাচ্ছে সব দুঃস্বপ্ন ।

ধন্যবাদ ।

১১| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:৩৫

চ্যাং বলেছেন: ভালু হইসে!! তয় ভাব গভীরতা কম।

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩২

কথাকথিকেথিকথন বলেছেন: হুম বুঝলাম । নেক্সটে বাড়িয়ে দেবো !!

ধন্যবাদ ।

১২| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

তৌফিক মাসুদ বলেছেন: দারুন কথাগুলো।

শুভ কামনা রইল।

০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।

১৩| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯

হাসান মাহবুব বলেছেন: এই গ্রহণের কালে মুছে যায় সব রঙ, প্রতিস্থাপিত হয় অন্ধকার দিয়ে। আর আমরা খুব সহজেই অভিযোজিত হয়ে যাই, ভুলে যাওয়ার ক্ষমতা পর্বতসম। নইলে বেঁচে থাকাটাই দায় হতো।

অনেক ভালো লাগলো কবিতাটি।

০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

কথাকথিকেথিকথন বলেছেন: ভুলে যাওয়ার ক্ষমতা পর্বতসম। নইলে বেঁচে থাকাটাই দায় হতো।- সেটাই ।

ধন্যবাদ ।

১৪| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১১

জুন বলেছেন: কবিতাটির প্রতিটি লাইন দারুনভাবে স্পর্শ করে গেল। কিছুক্ষনের জন্য যেন থমকে গেলাম কথাকথি।
+

০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।

১৫| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

অগ্নি সারথি বলেছেন: সুন্দর +

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।

১৬| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩০

প্রামানিক বলেছেন: এখন স্বপ্ন দেখে না কেউ
তাতে নাকি বিষ মলাট-
দুঃস্বপ্নে রূপ নেয় পূরণে ।

ভাল লাগল। ধন্যবাদ

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

১৭| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

বনমহুয়া বলেছেন: কেন জানো ?
তারা এখন অভ্যস্ত যে কোন দৃশ্যে-
হোক তা অতীবয় ভয়ংকর কিংবা সহ্যে শাণিত ।


আমরাও অভ্যস্থ।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: তারা মানেই আমরা । আমরা মানেই তারা !

ধন্যবাদ ।

১৮| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

আধারের রাজপুত্র বলেছেন: ভালো লিখেছেন।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:২২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।

১৯| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

আলোরিকা বলেছেন: 'সময় আজ বড্ড একমুখো
সে সঙ্গ নিচ্ছে হায়েনাদের
সেখানে নাকি বেশ আমোদ-
রক্তে-মাংসে খেলার হিংস্র স্বাদ ।'

'যারা পৃথিবীকে নির্মল প্রাণ দিতে চেয়েছে
নিজেদের বন্দি রাখতে চেয়েছে পুষ্প উদ্যানে
ওরা আজ বেরিয়ে পড়ছে-
পুষ্প তো মৃত্তিকা সুখে ঘ্রাণ ছড়ায়, রক্তে নয় ।'

শুদ্ধ সত্য , সুন্দরের জয় নিশ্চয় হবে .............পুষ্পের পবিত্র ঘ্রাণ ছুঁয়ে যাক সকল প্রাণ !
অনেক অনেক শুভ কামনা কথাক থিকেথি কথন ! :)

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: .............পুষ্পের পবিত্র ঘ্রাণ ছুঁয়ে যাক সকল প্রাণ !

ধন্যবাদ ।

২০| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:০৭

আরজু পনি বলেছেন:

আমারতো দারুণ লাগলো কবিতাটি ।

অতীবয়...মানে কী?

০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: অতীব (খুব, অত্যন্ত, তীব্র ) থেকে অতীবয় লিখেছি ।

ধন্যবাদ ।

২১| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

কলমের কালি শেষ বলেছেন: কবিতা দারুণ হয়েছে । বাস্তব অনেক কথা বলেছেন ।

ভাল থাকুন। :)

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।

২২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

জেন রসি বলেছেন: সবকিছু যেন খুব স্বাভাবিক নিয়মেই ঘটে চলছে। কেউ চোখ খুলে অন্যদিকে তাকিয়ে আছে। কেউ চোখ বুজে বসে আসে যেন কিছু না দেখতে হয়।

কবিতা ভালো লেগেছে।

০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩২

কথাকথিকেথিকথন বলেছেন: ঠিক তাই । আঁধার যেন এখন ভাল আলো থেকে ।

ধন্যবাদ । :)

২৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০২

সাহসী সন্তান বলেছেন: নিঃশ্বাস কি সব শেষ? না আরো কিছু অবশিষ্ট আছে......??

কবিতায় এত গভিরতা আনলে আমি কিচ্ছু বুঝি না! তবে বুঝানোর দরকারও নেই! কারণ যতটুকু বুঝছি তাই-ই যথেষ্ট! নেক্সট কবিতার অপেক্ষায় থাকলাম!

(একটু গভিরতা কম হবে! আবেগটা বেশি থাকলে অসুবিধা নেই, তবে ভাবটা হবে একটু অন্যরকম)


শুভ কামনা এবং কবিতায় ভাল লাগা জানবেন!

০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা কী নিয়ম মেনে লেখা যায় !! আমি পারি না । আমার কাছে এতে মনে হয় কবিতার বিশেষত্ব লোপ পায় ! তবে ট্রাই করে দেখবো ।

ধন্যবাদ । :)

২৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৫

নেক্সাস বলেছেন: এখন স্বপ্ন দেখে না কেউ
তাতে নাকি বিষ মলাট-
দুঃস্বপ্নে রূপ নেয় পূরণে


কঠিন সত্য তুলে ধরেছেন

০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার লেগেছে কবিতা। শুভকামনা নিরন্তর।

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.