নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

জল রঙ্গ দ্বিধা।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪০



অচেনার জগৎ নিয়ে বুক ধড়ফড় নিরলস
আদৌ তার ব্যবচ্ছেদ ব্যবধানে অদৃশ্য
সেখানে কী আছে, কেন টানছে মধুর ?
তবে তো তার জন্য খুলতে হবে আরেকটা পৃথিবী !
এখনো কান্না সুর পায় নি, ভাবনায় সুখ রাশি রাশি ।

অনেকে বলে সে জগৎ তারা খুব চেনে
সেখানে হয়েছিল তারা সানন্দে অধিগৃহীত
তাদের চোখে অদ্রব তন্দ্রা সুর বাজে
কেউ বলে নি সেখানে কোন শুদ্ধ সুর আছে
বেসুরে ধ্রুপদী সাজে নূপুরে !

সেই থেকে যেন আমায় টেনে ধরেছে
চলছে স্থির লয়ের চেষ্টায় নিরলস অস্থিরতা ।
সময় মানছে না তার সাথে আড়ি
তাই খুলে যাচ্ছে মূহুর্তে বাঁধন সূতো
স্বপ্নের অমোঘ ছায়া ফিরে আসছে ঘুরে ঘুরে ।

এই আকুলতায় জানি আরেকটি দেহ পরাজিত হবে
যে দেহের শয়নে শান্তি পাবে অচেনা জগতের সৌন্দর্য
হয়তো এ তার বিধান, অতীত স্মরণে নিঃসঙ্গ ভায়োলিন সুর টানে
ডানা ভেঙ্গে যে কত পাখি উড়িয়ে নিয়ে গেছে তার আগ্রাসী ছন্দ !
তারাও সে কথা বলেছে, তাই এখন ওরা দেখে আকাশ পানে ভরাট ।

এ তো সত্য এখন, সকল আশঙ্কা বিদ্ধে এই লাশ হবে আমার
আমাকে সেই অচেনা পৃথিবী আপন করে নেয়ার মন্ত্রে সত্যনিষ্ঠ
সেই টান আমি অনুভব করি, আমাকে বিলিয়ে দেবে-
তার সুখ ভরা যৌবনে--- তারপর ?
নিজস্ব পাপে আমায় ছুড়ে ফেলে দেবে !
এই অনুভব আমার অগ্রজ থেকে পাওয়া ।

অবশেষে তার তটস্থ সান্নিধ্য পেলে-
সে আমায় একটি গল্প শোনালো-
যার পরতে পরতে সুখের মাধুর্য
আরও আছে বেসামাল কান্না
আমি ঘাবড়ে যাই !
তখন সে বলল, এ সকল সুখের সম্পদ
জানো তো ! অতি সুখে জল তার নিজস্ব রূপ নেয় ।
অতঃপর সে বলল, এই গল্প আমি সবার জন্য রেখেছি
কিন্তু তারা বেসামাল কান্নাকে বুকে ধারণ করে অগ্রজের পথ ধরলো
কেউ দেখে নি এই জল কী দিয়ে গড়া !

সকলে জলের নকল রূপ সাধনায় কপালে কলঙ্ক এঁকে দিলো
এ আমার ভুল নয়, তোমাদের হৃদয়ের ছলাকলা-
সে যদিও বলে সঙ্গের পূজারি, আদতে নিঃসঙ্গতাকেই ভালোবাসে ঢের ।
নিঃসঙ্গতায় কিছু চাপা নেশা আছে যা তাকে করে রঙ্গ
ফেলে রাখে জনম দুঃখী দেহে, যেখানে নেই কোন নিঃশ্বাসের বসবাস
অজানায় নেই নেই সাজে পাওয়ার আকাঙ্ক্ষায় শত চন্দ্র গুজারি দেয়
এভাবে সে আতঙ্কগ্রস্থতাকে ভালবেসে সীমাহীন সমুদ্রে দেয় নিগূঢ় ডুব ।

এই নাও, তোমাকেও সুখ-কান্নায় ভরাট গল্পটা দিলাম
অতঃপর আমি গল্পটাকে বুকে বেঁধে নিজস্ব করলাম ।
কিন্তু এ যাবৎ সেখানে কোন সুখ খুঁজে পেলাম না
অবশেষে জানতে পারি আমি সর্বনাশ হয়ে গেছি !
তারও আগে কান্নাকে ভালোবেসে ফেলেছি-
অগ্রজদের বেভুলা নিঃশ্বাসে।
হয়ে গেছি জলের নকল রূপের অঘোষিত বাসিন্দা !


ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৪২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০২

রুদ্র জাহেদ বলেছেন: অনেকে বলে সে জগৎ তারা খুব চেনে
সেখানে হয়েছিল তারা সানন্দে অধিগৃহীত
তাদের চোখে অদ্রব তন্দ্রা সুর বাজে
কেউ বলে নি সেখানে কোন শুদ্ধ সুর আছে
বেসুরে ধ্রুপদী সাজে নূপুরে !

অনবদ্য কবিতা।দারুণ ভালো লাগা

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৪

রুদ্র জাহেদ বলেছেন: দ্বিতীয় প্লাস।কবি এই অধ্যয়নের সময় যদি চা পান করাইতেন :)

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: চিনি চা পাতা যে নাই ! আরেকদিন খাওয়াবো । কতা দিলাম !!

৪| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৪

গেম চেঞ্জার বলেছেন: ভাই, দারুন হৈসে আপনার কাব্যখানি।

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৫| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:২২

কানা কুদ্দুছ বলেছেন: এই নাও, তোমাকেও সুখ-কান্নায় ভরাট গল্পটা দিলাম
অতঃপর আমি গল্পটাকে বুকে বেঁধে নিজস্ব করলাম ।


পাগলামি ছাগলামী যাই করি, কবিতা কিন্তু ভাল হইছে।

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৬| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৩৫

রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার ছন্দের সমাহার। অস্থির রকমের ভাল্লাগছে।

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৭| ০৬ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৩

নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৮| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

স্পর্শিয়া বলেছেন: এই নাও, তোমাকেও সুখ-কান্নায় ভরাট গল্পটা দিলাম
অতঃপর আমি গল্পটাকে বুকে বেঁধে নিজস্ব করলাম ।
কিন্তু এ যাবৎ সেখানে কোন সুখ খুঁজে পেলাম না
অবশেষে জানতে পারি আমি সর্বনাশ হয়ে গেছি !
তারও আগে কান্নাকে ভালোবেসে ফেলেছি-
অগ্রজদের বেভুলা নিঃশ্বাসে।
হয়ে গেছি জলের নকল রূপের অঘোষিত বাসিন্দা !


ভলো লাগলো

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৯| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

অগ্নি সারথি বলেছেন: সুন্দর

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১০| ০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। সুন্দর কাব্য কথামালা। ধন্যবাদ

০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১১| ০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

তারছেড়া লিমন বলেছেন: সুন্দর হৈচে....+++++++++++++++++

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১২| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিজস্ব পাপে আমায় ছুড়ে ফেলে দেবে !
এই অনুভব আমার অগ্রজ থেকে পাওয়া ।


দীর্ঘ কবিতা , বোর লাগেনি একটুও ! লাইক ৮ ।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৯

ধমনী বলেছেন: আপনার নিকের মতই কবিতার শব্দ নির্বাচন ভিন্ন ধরনের।

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।

শুভ সকাল । :)

১৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই নাও, তোমাকেও সুখ-কান্নায় ভরাট গল্পটা দিলাম
অতঃপর আমি গল্পটাকে বুকে বেঁধে নিজস্ব করলাম ।
কিন্তু এ যাবৎ সেখানে কোন সুখ খুঁজে পেলাম না
অবশেষে জানতে পারি আমি সর্বনাশ হয়ে গেছি !
তারও আগে কান্নাকে ভালোবেসে ফেলেছি-
অগ্রজদের বেভুলা নিঃশ্বাসে।
হয়ে গেছি জলের নকল রূপের অঘোষিত বাসিন্দা !


গভীর এবং অর্থবহ
কাব্য সুধা নারী;
ছোট্ট ঘটে ধরতে তাহা
বেশ হয়ে যায় ভারী।

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।

শুভ সকাল । :)

১৫| ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



তাদের চোখে অদ্রব তন্দ্রা সুর বাজে
কেউ বলে নি সেখানে কোন শুদ্ধ সুর আছে


শুদ্ধ সুর নেই কোথাও , কোনখানে ------------------

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: হুম ! শুদ্ধ সুর নেই কোথাও , কোনখানে ------------------

ধন্যবাদ । :)

১৬| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর দীর্ঘকায় কাব্য । ভাল লেগেছে ।

ভাল থাকুন । :)

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১৭| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

শায়মা বলেছেন: আমার জন্য কঠিন কবিতা।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: কেনো !!! লেখা তো সোজা !!

১৮| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০

কিরমানী লিটন বলেছেন: তারও আগে কান্নাকে ভালোবেসে ফেলেছি-
অগ্রজদের বেভুলা নিঃশ্বাসে।
হয়ে গেছি জলের নকল রূপের অঘোষিত বাসিন্দা ! - নান্দনিক ভালোলাগা,গভীর বোধের কবিতা-ছুঁয়ে গেলো...

শুভকামনা প্রিয় ...

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইল ।

ধন্যবাদ। :)

১৯| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

সাহসী সন্তান বলেছেন: ভাল.......!!!

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২০| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

উর্বি বলেছেন: ভালো লাগল

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২১| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

সুমন কর বলেছেন: বড় কিন্তু সুন্দর........

+।

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.