নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
এভাবে বিপরীতে মিলিয়ে গেল প্রতিটি শব্দ, দাঁড়ি-কমা
ওরা বলে নি আমাকে এত্তসব লিখে যেতে
কিন্তু এ ছিল আমার অপ্রস্তুত নেশা, ছিল রক্তে তপ্ত পিপাসা !
যোজন যোজন পেরিয়ে আসা অনিয়মের নিয়ম
নিঃশেষের সুর কী তবে বাজবে অত নিকটে !
সময়ের ভরাডুবি সময়ে পেয়েছে যৌবন
এ তো আমার অপরাধ নয়- সময়ের সঙ্গদোষ !
আসমান ছোঁয়ার রক্ত দালান ছিল সেই লেখায়
ছিলো প্রতিটি গাঁথুনিতে তারুণ্যের জয়োল্লাস
বাহারি রঙের বৃষ্টিস্নাত ঝলমলে নক্ষত্র জেগে থাকা
ডুবে যাওয়া তরীর ভেসে উঠার কাঁপানো ইতিহাস
ছিল আলোয় ঝলমলে আঁধারের নির্লজ্জ সর্বনাশ ।
আরও ছিল শত হৃদয়ের অকালের খুন- নিশাচরের অমোঘ ঘোরাফেরা
ছিল বিংশ শতাব্দীয় স্মৃতির অবর্ণনীয় অধ্যায় মোড়ানো রক্তিম খাঁচা ।
এইতো হঠাৎ একদিন, সেই লিখে যাওয়া বন্ধ হয়ে গেলো
কালিগুলো নিজেকে চুষে বিপরীতে কেঁদেকেটে ছুটে চললো
এভাবে একের পর এক পৃষ্ঠাগুলো মসৃণে ওম খুঁজে পেলো
আমার জমে যাওয়া নয়ন দু'টো শুধু বলেছে- অনেক তো হলো !
অবাধ্যেও পারি নি সেই মসৃণে আবারও এক ফোঁটা কালিমা এঁকে দিতে ।
অবশেষে পৃষ্ঠাগুলো মসৃণে ওম খুঁজতে খুঁজতে-
সেই যোজনে গড়ে উঠা রক্ত দালান অবলীলায় আলোয় মিলিয়ে গেলো !
ওরা বলে, এখানে কোন দালান ছিল না ।
কিন্তু আমি তখনো দেখেছি-
অন্য কেউ ভীষণ মায়ায় লিখে চলেছে তার রক্ত দালান !
ছবি কৃতজ্ঞতা- নেট ।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২
আমি মিন্টু বলেছেন: ভালো লাগা থাকলো কাব্যে ।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৩| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৩
মাহবুবুল আজাদ বলেছেন:
আসমান ছোঁয়ার রক্ত দালান ছিল সেই লেখায়
ছিলো প্রতিটি গাঁথুনিতে তারুণ্যের জয়োল্লাস
বাহারি রঙের বৃষ্টিস্নাত ঝলমলে নক্ষত্র জেগে থাকা
ডুবে যাওয়া তরীর ভেসে উঠার কাঁপানো ইতিহাস
ছিল আলোয় ঝলমলে আঁধারের নির্লজ্জ সর্বনাশ প্রশংসার ভাষা নেই। অনন্য সাধারণ
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৪| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০
নাবিক সিনবাদ বলেছেন: চমৎকার কবিতা ভালো লাগলো।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৫| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫১
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লগলো পড়ে আপনার লেখা কবিতা ।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৬| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৯
জেন রসি বলেছেন: কেউ বলে ভ্রম, কেউ বলে দৃশ্যমান। চমৎকার কবিতা।
++
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৭| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৭
সাবলীল মনির বলেছেন: সুন্দর কবিতা, মুগ্ধ হলাম ।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৮| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৭
কিরমানী লিটন বলেছেন: এইতো হঠাৎ একদিন, সেই লিখে যাওয়া বন্ধ হয়ে গেলো
কালিগুলো নিজেকে চুষে বিপরীতে কেঁদেকেটে ছুটে চললো
এভাবে একের পর এক পৃষ্ঠাগুলো মসৃণে ওম খুঁজে পেলো
আমার জমে যাওয়া নয়ন দু'টো শুধু বলেছে- অনেক তো হলো ! -অসাধারণ,শিল্পোত্তীর্ণ কবিতার বিশুদ্ধ স্বাদ!!!
অনেক শুভকামনা ...
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার জন্যও রইল অনেক শুভকামনা ।
ধন্যবাদ ।
৯| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
সুমন কর বলেছেন: রক্ত প্রবাহিতে যে দালান নির্মিত, সে কবিতা ভালো না হয়ে, উপায় আছে !!!
সুন্দর হয়েছে।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা ।
ধন্যবাদ ।
১০| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
ভ্রমরের ডানা বলেছেন: দুর্দান্ত কবিতা। ভাল লাগা রইল।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
এক কথায় দুর্দান্ত কবিতা। অনেক দিন পর একটা ভাল কবিতা পড়লাম মনে হলো।
শুভরাত্রি।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৭
কথাকথিকেথিকথন বলেছেন: শুনে ভাল লাগলো ।
ধন্যবাদ এবং শুভরাত্রী ।
১২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৯
আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর কবিতা ,
মনদিয়ে পড়েছি চমৎকার ।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন: মন দিয়ে পড়েছেন জেনে ভাল লাগল ।
ধন্যবাদ ।
১৩| ১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:১৭
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কাব্য। দারুণ ভালো লাগা +
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১৪| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২০
কলমের কালি শেষ বলেছেন: কবিতাটা ভালোই লাগলো আমার কাছে । দারুণ ।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১৫| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
আরজু পনি বলেছেন:
আজকে সোজা হয়েই পড়লাম এবং অনুভব করলাম আপনি আসলেই অনেক দারুণ লিখেন,কথাকথিকেথিকথন (না দেখেই লিখলাম) ।
এই আপনি আরেকজন যার কবিতা পড়ে আমার মনে হচ্ছে আমি কেন এতো ভালো লিখতে পারি না ...
++++++++++
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০২
কথাকথিকেথিকথন বলেছেন: না দেখে নিক লেখায় হান্ড্রেটে হান্ড্রেট !!!
হা হা হা । আপনি অনেক মজা করে কথা বলেন !!
ধন্যবাদ ।
১৬| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯
সাহসী সন্তান বলেছেন: এমন সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য কবির প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা!
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৪
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার ব্রান্ড নিউ সাহসী পোস্ট দেখছিনা কেন ?!!
ধন্যবাদ ।
১৭| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০০
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
বেশ খটোমটো কবিতা ।
যে লেখায় আসমান ছোঁয়ার রক্ত দালান ছিলো, ছিলো প্রতিটি গাঁথুনিতে তারুণ্যের জয়োল্লাস; যেখানে ডুবে যাওয়া তরীর ভেসে উঠার কাঁপানো ইতিহাস থাকে সেখানে আলোয় ঝলমলে আঁধারের নির্লজ্জ সর্বনাশ কি করে থাকবে ? এখানটাতে বুঝতে পারিনি ঠিক ।
আর শিরোনামের "রক্ত প্রবাহিতে যে দালান নির্মিত." এখানে " রক্ত প্রবাহে.. " বা "রক্ত প্রবাহতে." হলে মনে হয় ভালো হতো ।
কবিতার সাথে আছি ।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১০
কথাকথিকেথিকথন বলেছেন: আলোয় ঝলমলে আঁধারের নির্লজ্জ সর্বনাশ- এই লাইন দিয়ে বুঝিয়েছি আলোর কাছে আঁধারের খারাপভাবে হেরে যাওয়া । এখানে আলোকে 'ভাল' আর আঁধারকে 'খারাপ' অর্থে ব্যবহার করা হয়েছে ।
আর এই স্তবকে সকল ইতিবাচক দিক লেখা হয়েছে ।
রক্ত প্রবাহিতে যে দালান নির্মিত- আর এখানে প্রবাহিতে লিখেছি, প্রবাহে যে দালান তৈরী হয়, রক্তের প্রবাহিত হতে হতে যে দালান গড়ে উঠে । রক্তের চলমান ধারা অর্থে প্রকাশ করেছি ।
ধন্যবাদ ।
১৮| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৯
ঢাকাবাসী বলেছেন: উঁচু মানের কবিতা। যতটুকু বুঝলুম, ভাল লাগল।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১৯| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩১
প্রামানিক বলেছেন: রক্ত দালানের কবিতা। পড়ে খুব ভাল লাগল। চমৎকার কথার গাঁথুনি।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২০| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৮
দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগলো ভাই।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
এভাবে বিপরীতে মিলিয়ে গেল প্রতিটি শব্দ, দাঁড়ি-কমা
ওরা বলে নি আমাকে এত্তসব লিখে যেতে
কিন্তু এ ছিল আমার অপ্রস্তুত নেশা, ছিল রক্তে তপ্ত পিপাসা !
শুভকামনা পুনরায়।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৯
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইল ।
ধন্যবাদ ।
২১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
সাহসী সন্তান বলেছেন: আপনাদের লেখা পড়ে আর নিজের লেখা পোস্টানোর সময় পাচ্ছি না যে?
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: এ কি বলেন !! আমাকে অপরাধী বানানোর পায়তারা করছেন বুঝি তাহলে !!! এটা ঠিক না ।
আচ্ছা তাহলে আপনার নেক্সট পোস্ট এর পর আমি পোস্ট দেবো ।
২২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২
সাহসী সন্তান বলেছেন: না না এমন ভুল একদমই করবেন না? আমার পেস্টের কোন খবর নাই, ক্ষমখা আপনার সুন্দর সুন্দর কবিতা মিস করবো! সুতরাং আপনি অবশ্যই পোস্ট করবেন?
আসলে আমার মনটা একদমই ভাল না! তার উপর হঠাৎ এমন একটা ঘটনা ঘটছে যাতে নিজের জীবনটাই এখন অন্যরকম হয়ে গেছে! আরে আমিতো আছিই! পোস্ট না করি, মন্তব্যে তো কোন গাফিলতি নেই তাই না?
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১১
কথাকথিকেথিকথন বলেছেন: ওকে আপনার মন ভাল হওয়ার অপেক্ষায় রইলাম ।
আপনার জন্য অনেক শুভ কামনা রইলো ।
২৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৪
সুলতানা রহমান বলেছেন: এ দালান তৈরি কি চলতেই থাকবে?
কখনও এখানে, কখনো সেখানে,
কখনে অদৃশ্য,কখনো বা দৃশ্যমান ৷
১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১২
কথাকথিকেথিকথন বলেছেন: এই দালান ক্রমাগতই সৃষ্টি হচ্ছে এবং আস্তে আস্তে গড়ে উঠছে এবং নিঃশেষ হচ্ছে । চলবে পৃথিবী ধ্বংস অবধি ।
কারণ রক্ত দালান তো মানুষ !!!!
ধন্যবাদ ।
২৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৩
আলোরিকা বলেছেন: কবিতাটা পড়ে গল্পের সেই পাখিটাকে মনে পড়ল ,যে তার হৃদয় নিংড়ানো লাল রক্তে একটি সাদা গোলাপকে লাল বানিয়েছিল - এক প্রেমিক তার প্রেমিকাকে দেবে বলে । বলাই বাহুল্য সে গোলাপকে উপেক্ষা করেছিল নির্বোধ প্রেমিকা ! কবির হৃদয় আজ সে লাল গোলাপ
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । গল্পটা পড়েছি ।
কবির হৃদয় আজ সে লাল গোলাপ !!! হুম ভেবে দেখতে হবে আসলে কী তাই !!
ধন্যবাদ ।
২৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১
আলোরিকা বলেছেন: শুধু ব্যক্তি কবিকে বলিনি । সকল কবির হৃদয় / লেখনী আজ নির্বোধ প্রেমিকা রুপী সমাজের নিকট অবহেলিত - বলতে চেয়েছি !
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৬
কথাকথিকেথিকথন বলেছেন: হুম হতেও পারে । তবে আমি সিউর বলতে পারছি না !!!
২৬| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:২১
সায়েদা সোহেলী বলেছেন: কবিতা ভালো লেগেছে , আগের দুটোর চাইতে অনেক বেশি । সবটুকুন বুঝি আর না বুঝি মুগ্ধতা কাজ করেছে । । ।
( এমন লেখা যে লেখে সে নাকি আবার আমাকে লিখতে বলে! !!! এতো দুঃসাহস আমার নাইরে ভাই )
১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: !!!! ইহা কোন কথা হইতে পারে না । আপনার কবিতাগুলো অনবদ্য । একটা দারুণ মৌহনীয়ভাব কাজ করে । কবিতার কাজ এই তো হৃদয়ে মৌহনীয় ঝংকার তোলা । যা আপনার কবিতায় ব্যপকভাবে বিদ্যমান । তাই এই সুন্দর কবিসত্তাকে গুটিয়ে রাখা অপরাধ !!!
২৭| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতায় মুগ্ধ হলাম।
এভাবে বিল্ডিং কনস্ট্রাকশন কি চলতেই থাকবে?
১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন: হুম । চলবে এবং ধ্বংস হবে, চলবে এবং ধ্বংস হবে । পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত ।
ধন্যবাদ ।
২৮| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
নেক্সাস বলেছেন: কবিতা অনেক পরিণত হয়ে উঠেছে। ভাল লাগলো অনেক
১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২৯| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫
অগ্নি সারথি বলেছেন: আসমান ছোঁয়ার রক্ত দালান ছিল সেই লেখায়
ছিলো প্রতিটি গাঁথুনিতে তারুণ্যের জয়োল্লাস
বাহারি রঙের বৃষ্টিস্নাত ঝলমলে নক্ষত্র জেগে থাকা
ডুবে যাওয়া তরীর ভেসে উঠার কাঁপানো ইতিহাস
ছিল আলোয় ঝলমলে আঁধারের নির্লজ্জ সর্বনাশ । - ভাললাগা।
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৩০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেকগুলো লাইন খুব ভালো লেগেছে । প্লাস
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৯
গেম চেঞ্জার বলেছেন: রক্ত দালানের কবিতা। নিউরনে একটা বিভ্রমের ছায়া পতিত হল। চমৎকার কাব্য!