নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

আমি এখন যন্ত্র নগরের.... ।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৯



মাড়িয়ে এলাম অযত্নে রেখে আসা আপন ভুবন । উঠোনের পরতে পরতে লেগে আছে ভুলে যাওয়া শৈশব । নিষ্পাপ হাসি-কান্না, চঞ্চলতার গড়াগড়ি মেখে আছে ধুলোয় ধুলোয় । বিশালতার এক বুক নিয়ে এখনো আমায় পেয়ে হাহাকার করে, ইচ্ছে তো হয় করি কিছুক্ষণ মাখামাখি ! কিন্তু থ্যাঁতলে যাওয়া হৃদয় আজ বড্ড স্বার্থপর । পাখপাখালি, গাছগাছালি, টলটলে পুকুর ঠায় তাকিয়ে রয় নিঃস্ব চাহনিতে । পারি না তো চাইতে এই মায়াকে, সেই হৃদয় নেই যে আমার । তারা কখনো বলেনি ছেড়ে যাওয়া অপরাধ । তাই এখনো কিছুক্ষণ আবেগে কাঁদি, তাই এখনো তাদের বুকে নাড়ির সেই ওম খুঁজি । শৈশবের ঘরটা পেয়েছে বহুবার আধুনিকতার ছোঁয়া । কিন্তু আমি এখনো পাই সেই আদিমতার কায়া, হৃদয় ভোলানো ঘুমপাড়ানি শীতল মায়া, নীরবতার সূক্ষ্ম মধুর ছলনা । আর সেই সুখস্বপ্ন দুনিয়ায় লেপটে পড়া ঘুম, যে ঘুম ভাঙ্গে পত্র-পল্লবের শরীর মাড়িয়ে উঁকিঝুঁকি দেয়া স্নিগ্ধ ভোরের ফোঁটা ফোঁটা সোনা রৌদ্রের নরম ছোঁয়ায় । সেই স্বপ্ন কাহিনী শোনাতে বিছানা ছেড়ে যখন ছুটে যাই মায়ের কাছে তখন হঠাৎ মনে পড়ে আমি তো সেই ছোট্টটি নেই ! তাই সুখস্বপ্নগুলো অবলীলায় মুছে যায় হৃদয় মৃত্তিকায় । হায়, সীমাবদ্ধ হয়ে গিয়েছে আমি নিষ্ঠুর এক অদৃশ্য কাচে....

বড় হয়েছে দেহ মোর, বড় হয়েছে হৃদয়
বড় হয়েছে স্বপ্ন, বড় হয়েছে সম্পর্ক ।
বেড়েছে দায়িত্ব্ব- কর্তব্য, বেড়েছে অধিকার
বেড়েছে জিতে যাওয়া, বেড়েছে হেরে যাওয়া ।
বিশাল হয়েছে চাওয়া পাওয়া, বিশাল হয়েছে স্বার্থপরতা
বিশাল হয়েছে নিষ্ঠুরতা, বিশাল হয়েছে খুনি আত্মা ।
কিন্তু সেই নিষ্পাপ হয়নি তো বড়, বাড়েনি তো এইটুকু, হয়নি তো বিশা্ল- হারিয়ে গিয়েছে অজানায়.....

........আজ নিত্যি হেরে যাই আমি শৈশবের কাছে । এমনি করে সুখসমেত অমূল্য উপহার অযত্ন অবহেলায় মিলিয়ে গেছে বড় হওয়ার অযাচিত দোহাই দিয়ে । নিষ্পাপ কান্না এখন আসে না, যন্ত্রণায় হৃদয় ভরপুর । নিষ্পাপ স্নিগ্ধ হাসি আর আসে না, ছদ্মবেশে হৃদয় হাহাকার । তাই আজ এই পূর্ণতার রাজ্যেও গ্রাস হয়েছি বুকভরা শূণ্যতায়, একরাশ বিষণ্ণতা নিয়ে ফিরে এসেছি এই যন্ত্র নগরে ।

আমি এখন যন্ত্র নগরের....



ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৫০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

গেম চেঞ্জার বলেছেন: কেবল এই লাইনেই দ্বিমত!
বেড়েছে দায়িত্ব্ব- কর্তব্য, বেড়েছে অধিকার

আমার মতে-
বেড়েছে দায়িত্ব্ব- কর্তব্য, কমেছে অধিকার

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: যদি বলি আমার উপরে অন্যদের অধিকার !!

ধন্যবাদ । :)

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
it's nice!

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: থ্যাংকস । :)

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:০১

কিরমানী লিটন বলেছেন: অতল ছুঁয়ে যাওয়া লিখনি -চমৎকার ভালোলাগার পোষ্ট, অনেক শুভকামনা রইলো...

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


শুধু আমি কেন আমরা সবাই এখন যন্ত্র নগরের।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

কথাকথিকেথিকথন বলেছেন: শুধু আমি কেন আমরা সবাই এখন যন্ত্র নগরের । - কেউ হয়তবা আছে এখনো হয় নি অথবা না হওয়ার চেষ্টায় !!!

ধন্যবাদ । :)

৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৬

লাল পিপড়ে বলেছেন: লেখা পড়িয়া ভালো ই লাগলো , কিন্তু ধরতে পারলাম না জিনিস! !

এইটা কে কি বলে ভাই? কবিতা ?

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: গদ্য কবিতা, মুক্তগদ্য । যেকোন একটা বলতে পারেন ।

ধন্যবাদ । :)

৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩২

আরজু পনি বলেছেন:

প্রথম দু'লাইন পড়ে পুরোনো অতি প্রিয় একজন ব্লগারের কথা মনে পড়ে গেল ।

লেখা পড়ে যা মনে হলো... হোম সিকনেস কি বলে একে ?
খুব কঠিন লেখা নয়, তবে কেমন যেনো
ধোঁয়া ধোঁয়া ধোঁয়া (গানটার কথা মনে পড়ে গেল !)

আজ আবার একটু ত্যাড়া হয়েই পড়লাম ...
হাহাহা

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার যে শুধু পুরনো ব্লগারের কথা মনে পড়ে যাচ্ছে !! টেনশানে পড়ে যাচ্ছি তো !!!!

লেখা পড়ে যা মনে হলো... হোম সিকনেস কি বলে একে ?- ইয়েস রাইট । সেটারই কিছু অনুভূতি ।

কঠিন লেখা নয় শুনে ভাল লাগলো !!!

ধোঁয়া ধোঁয়া ধোঁয়া (গানটার কথা মনে পড়ে গেল !)- গানটা ঠিক বুঝতে পারছি না ।

হা হা হা হা ।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৫

নেক্সাস বলেছেন: আমি এখন যন্ত্র নগরের....
যন্ত্র নাগরের যাপিত জীবন কেবলি যন্ত্রনাময়।
শৈশবের জন্য হাহাকার প্রতিটি জীবনের বাস্তবতা।

লিখা সুন্দর হয়েছে

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

কথাকথিকেথিকথন বলেছেন: শৈশবের জন্য হাহাকার প্রতিটি জীবনের বাস্তবতা। - সুন্দর বলেছেন ।

ধন্যবাদ । :)

৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: যদি বলি আমার উপরে অন্যদের অধিকার !!


অন্যদের অধিকার!!

এইটা তো চিন্তায়ই আসে নাই। তবে এটা হলে তো আলবৎ!! আলবৎ ঠিক আছে।

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: হুম । আলবৎ ঠিক আছে !!

ধন্যবাদ । :)

৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

হাসান মাহবুব বলেছেন: অনুভূতিশীল হৃদয়ের বিদগ্ধ নস্টালজিয়া। সুন্দর।

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: বিদগ্ধ নস্টালজিয়া ।

ধন্যবাদ । :)

১০| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩

গুলশান কিবরীয়া বলেছেন: সুন্দর কাব্য । এতো সুন্দর করে কিভাবে লেখেন ?

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: এতো সুন্দর করে কিভাবে লেখেন ? - এইটা বলে তো আমাকে কনফিউশানে ফেলে দিলেন !!! যতদূর জানি ভাল লেখা আমার দ্বারায় নাকি হয় না !!!


ধন্যবাদ । :)

১২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০২

সাহসী সন্তান বলেছেন: চমৎকার মুক্ত গদ্য কথন! এক নিঃশ্বাসে পড়ে শেষ করে ফেললাম! দারুন একটা ভাল লাগা কাজ করছে! কেন (?) সেটা বলতে পারবো না........!!


পোস্টটা আলোচিত অংশে আসার পরেই নজরে পড়লো। চুপিচুপি কখন লিখলেন বুঝতেই পারলাম না? সম্ভাবত আলোচিত অংশে না আসলে, নিশ্চিত চমৎকার একটা পোস্ট মিস করে ফেলতাম!

যাহোক, অনবদ্য মুক্ত গদ্যে একরাশ ভাল লাগা রেখে গেলাম প্রিয় লেখক/কবি.......!!

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । চুপিচুপি বিষয়টা কিন্তু খারাপ না !!!

ধন্যবাদ । :)

১৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩

আরজু পনি বলেছেন:

কিশোর কুমারের গান...সার্চ দিলেই পাবেন ।

আর আমি এমনই...
পুরোনোদের কথা মনে পড়ে যায় কি, তাদেরতো সবসময়ই মিস করি।

হৃদয় মন্দিরে আপন হয়ে উঠা সম্পর্কগুলো হাজার বছর ধরে অযত্নে পড়ে থাকলেও নষ্ট হয়ে যায় না । সেই জায়গাও কেউ দখল করে নিতে পারে না শত চেষ্টাতেও ।।

আমার ব্যক্তিগত ব্লগসাইটের একপাশে লিখে রেখেছি ।


২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২১

কথাকথিকেথিকথন বলেছেন: হুম শুনছি এখন । তুমি কী কুয়াশা, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, না পারি কইতে না পারি সইতে....

হৃদয় মন্দিরে আপন হয়ে উঠা সম্পর্কগুলো হাজার বছর ধরে অযত্নে পড়ে থাকলেও নষ্ট হয়ে যায় না ।- অযত্নে পড়ে থাকা নয় সযত্নে লালিত হওয়া ।

ব্যাক্তিগত ব্লগ সাইট কী পাবলিক করা যায় নাকী ব্যাক্তিগতই রাখতে হয় ? নাহয় বলতাম একটু ঘুরে আসার কথা !!

১৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

আরজু পনি বলেছেন:
-------
দিব্যদৃষ্টিতে অযত্নে পড়ে থাকলেও আমার হৃদয় মন্দিরে সযতনেই থাকে ।

হ্যাঁ, আমিও শুনলাম এক দফা...অনেকদিন পর ।

ফিউশন ফাইভ করে দিয়েছিলেন arjuponyডটblogspotডটcom
আর আমি একেবারে রাফখাতার মতো ব্যবহার করতে arjunasrinpony দিয়ে একটা বানিয়েছি।

ঠিকানাটা পুরোটা লিঙ্ক আকারে দিলাম না, কারণ বর্তমানে ব্লগে নিজেদের ব্যক্তিগত ব্লগসাইটের লিঙ্ক দেয়া নিষেধ আছে ।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: হুম । আশা জাগানিয়া হোপ ৫ !!! লেখালেখি তো বেশ সমৃদ্ধ সবজুড়ে !!! ।

১৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১২

বাংলার ফেসবুক বলেছেন: আমরা যান্ত্রিক দিয়ে কাজ করতে করতে নিজেকেও যন্ত্র ভাবতে শুরু করছি। সুন্দর পোষ্ট।

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: যন্ত্র হয়ে গেছি। :(

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: হুম ।

ধন্যবাদ । :)

১৭| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০৩

অর্বাচীন পথিক বলেছেন: আজ নিত্যি হেরে যাই আমি শৈশবের কাছে । এমনি করে সুখসমেত অমূল্য উপহার অযত্ন অবহেলায় মিলিয়ে গেছে বড় হওয়ার অযাচিত দোহাই দিয়ে
এই দুইটা লাইন অনেক কিছু মনে করিয়ে দিলো :(

শুভেচ্ছা রইল আপনার জন্য

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইলো ।

ধন্যবাদ । :)

১৮| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:২০

উল্টা দূরবীন বলেছেন: নস্টালজিয়া। ভালো লেগেছে লেখা। হারিয়ে ফেলা শৈশবস্মৃতি যেন গুমরে কেঁদে উঠলো।

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন: হারিয়ে ফেলা শৈশবস্মৃতি যেন গুমরে কেঁদে উঠলো। - হুম ।

ধন্যবাদ । :)

১৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

রুদ্র জাহেদ বলেছেন: পড়তে পড়তে বুঁদ হয়ে গিয়েছিলাম।কঠিন শব্দের ব্যবহার নেই :) ভালো লেগেছে খুব

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২০| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আদতে এই জাতীর বিশাল হয়েছে নিষ্ঠুরতা, বিশাল হয়েছে খুনি আত্মা । ছাড়া আর অন্য কিছুই বিশাল হয়নি ।
গদ্যকাব্যে ভাল লাগা ।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । হয়তোবা । হয়তো না ।

ধন্যবাদ । :)

২১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

সুলতানা রহমান বলেছেন: সব খারাপ বেড়েছে, সব ভাল কমছে …
আমি এখন যন্ত্র নগরের ……যন্ত্র?
ভাল লাগলো।

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: উশৃঙ্খল এই শহরকে যন্ত্র নগর বলেছি !!!

ধন্যবাদ । :)

২২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬

অগ্নি সারথি বলেছেন: চমৎকার, এক কথা অসাধারন।

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩

আহমাদ জাদীদ বলেছেন: বেড়েছে জিতে যাওয়া, বেড়েছে হেরে যাওয়া ।
বিশাল হয়েছে চাওয়া পাওয়া, বিশাল হয়েছে স্বার্থপরতা
বিশাল হয়েছে নিষ্ঠুরতা, বিশাল হয়েছে খুনি আত্মা ।
কিন্তু সেই নিষ্পাপ হয়নি তো বড়, বাড়েনি তো এইটুকু, হয়নি তো বিশা্ল- হারিয়ে গিয়েছে অজানায়....


একেবারে সত্যি!

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

মায়াবী ছায়া বলেছেন: অসাধারণ সুন্দর লিখা। প্রতিটা লাইন স্পর্শকাতর। পড়তে পড়তে মনে হচ্ছিল আমি আমার জীবনেই হারিয়ে গেছি।। শুভকামনা।।। ভাল থাকুন।।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার অনুভবের কথা জেনে ভাল লেগেছে।
ধন্যবাদ। :)

২৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

তানজির খান বলেছেন:
"বড় হয়েছে দেহ মোর, বড় হয়েছে হৃদয়
বড় হয়েছে স্বপ্ন, বড় হয়েছে সম্পর্ক ।
বেড়েছে দায়িত্ব্ব- কর্তব্য, বেড়েছে অধিকার
বেড়েছে জিতে যাওয়া, বেড়েছে হেরে যাওয়া ।
বিশাল হয়েছে চাওয়া পাওয়া, বিশাল হয়েছে স্বার্থপরতা
বিশাল হয়েছে নিষ্ঠুরতা, বিশাল হয়েছে খুনি আত্মা ।
কিন্তু সেই নিষ্পাপ হয়নি তো বড়, বাড়েনি তো এইটুকু, হয়নি তো বিশা্ল- হারিয়ে গিয়েছে অজানায়....."

লাইন গুলো খুব ভাল লাগলো পুরো পোস্টের মতই। শুভেচ্ছা নিবেন ভাই

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

আপনার জন্যও শুভেচ্ছা রইলো । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.