নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের উন্মুক্ত স্বাদ ।

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৫



বিজয় বলেছে আজ স্বাধীন একটি মন
বিজয় বলেছে আজ মুক্ত একটি দেহ ;
এই মন আমার, এই মন তোমার
এই দেহ আমার, এই দেহ তোমার ;
যে মনের বাঁধনহারা উড়াউড়ি
যে দেহের দিগ্বিদিক ছোটাছুটি ।

অযত্নে ফেলে আসা নয় মাস,
এ তো নয় শুধু কিশোরের হেঁয়ালি রাতদিন
নয়তো গৃহিণীর বয়ে চলা রান্না রান্না সকাল সন্ধ্যা
নয়তো সংসারী যুবকের ঘুরতে থাকা নিশ্চুপ ঘড়ির কাঁটা ।
এ সময়ে জন্ম নেয় পৃথিবীতে একটি নিষ্পাপ শিশু-
ত্যাগী মায়ের দীর্ঘ যত্নের বেদনাময় দেহ মাড়িয়ে ;
তেমনি সেদিনগুলোর শেষে একটি দেশ জন্ম নিয়েছিল-
সবুজ শ্যামল মাতৃকার রক্তাক্ত জমিন কাঁদিয়ে, বাংলাদেশ ।

সেদিন হেসেছিলো হাজারো হৃদয় যন্ত্রণার বুকে পাথর বেঁধে ।
কেন জানো ? কারণ সেই রক্ত পেয়েছে অমরের সার্থকতা-
পরাগ-রেণুর নিকষিত বাঁধনহারা স্বাধীন ঘ্রাণের উল্লাসে ।

সেই বুকেও ছিল একটি হৃদপিণ্ড
ঠিক যেমনটি থাকে- রক্তে মাংসে গড়া ।
কিন্তু সেখানে ছিল মহিমান্বিত ত্যাগ
যা হয় নি ভয়ঙ্কর মৃত্যুর আহ্বানেও গ্রাস
বরং তাকে জড়িয়ে নিয়েছে অমরত্বের স্বাদ ।

এমনি করে ঝরে পড়া লালের প্রতিটি ফোঁটায় ফোঁটায়
বিজয়ের মধুর ঘ্রাণ মিশিয়ে দিয়েছে সকল ফুলের তরে
অবশেষে সকল রক্ত বিলিয়ে দিয়ে হাওয়ায় মিলিয়ে গেল সে সকল দেহ....

পরাগ-রেণু পেল এক স্বাধীন ঘ্রাণ-
ছড়িয়ে দিতে পারে যেথায় ইচ্ছে সেথায়- যা চলছে আজ অবধি ।
শুধু জেনে রাখো তোমাদের রক্তে এ বিজয় তাঁদের দেয়া
এই রক্তে অবলীলায় বয়ে চলা ধোঁয়া তাঁদেরই অমর স্বাধীনতা
আগলে রেখো স্বযত্নে বিশুদ্ধতায়, দেশাত্ববোধের সৌন্দর্য চর্চায় ।

বিজয়, শুভেচ্ছা তোমায় ।


ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৩৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৮

সাহসী সন্তান বলেছেন: সত্যিই, বিজয়ের মাসে তো বিজয়ের কবিতাই শোভা পায়! চমৎকার কবিতা! ছন্দ, ভাব, ভাষা (একটু কঠিন হলেও) সব মিলিয়ে এক অন্যরকম ভাল লাগা!


চমৎকার কবিতায় ভাল লাগা রেখে গেলাম!

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ।

ধন্যবাদ । :)

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৮

সুলতানা রহমান বলেছেন: আমি গাইবো গাইবো বিজয়েরই গান ……
বিজয়ের কবিতা, খুব ভাল হয়েছে।

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ।

ধন্যবাদ । :)

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩২

গেম চেঞ্জার বলেছেন: বিজয়ের শুভেচ্ছা!! ১ম প্লাস রইলো ভাই।

কামনা রইলো স্বজাতির একে অন্যের প্রতি যে বিভেদ রয়েছে তা দূর হয়ে যাক।

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: কামনা রইলো স্বজাতির একে অন্যের প্রতি যে বিভেদ রয়েছে তা দূর হয়ে যাক।

বিজয়ের শুভেচ্ছা ।

ধন্যবাদ । :)

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

সুমন কর বলেছেন: শুধু জেনে রাখো তোমাদের রক্তে এ বিজয় তাঁদের দেয়া
এই রক্তে অবলীলায় বয়ে চলা ধোঁয়া তাঁদেরই অমর স্বাধীনতা
আগলে রেখো স্বযত্নে বিশুদ্ধতায়, দেশাত্ববোধের সৌন্দর্য চর্চায়।


চমৎকার বিজয়ের কবিতা। প্লাস।


কেউ কেউ ভালো লাগা, নিজের কাজেই রেখে দেয় !!

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: কেউ কেউ ভালো লাগা, নিজের কাজেই রেখে দেয় !! - হুম !!!

বিজয়ের শুভেচ্ছা ।

ধন্যবাদ । :)

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০০

আরজু পনি বলেছেন:

যাক একটা সহজ কবিতা পা্ওয়া গেল ।

দেশের কবিতা বরেই হয়তো আমাদের জন্যে এই সহজ পাঠ ।
শুভেচ্ছা রইল কথা-কথি-কেথি-কথন ।

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন: দেশের সবকিছু সহজ হওয়া জরুরী !!! তাই কিছু চেষ্টা !!!

আমার নিকটা বোধয় এভাবে হলেই সুন্দর দেখাতো !!!

বিজয়ের শুভেচ্ছা ।

ধন্যবাদ । :)

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২

রক্তিম দিগন্ত বলেছেন:



বাহ! চমৎকার!!!

বিজয়ের শুভেচ্ছা!

৩য় প্লাস।

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ।

ধন্যবাদ । :)

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৩

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: বেশ লাগলো !:#P

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ।

ধন্যবাদ । :)

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


বিজয়ের শুভেচ্ছা রইলো।

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ।

ধন্যবাদ । :)

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
শুভেচ্ছা :)

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ।

ধন্যবাদ । :)

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

উল্টা দূরবীন বলেছেন: ভালো লেগেছে। বিজয়ের শুভেচ্ছা রইলো।

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ।

ধন্যবাদ । :)

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

রিকি বলেছেন: সেই বুকেও ছিল একটি হৃদপিণ্ড
ঠিক যেমনটি থাকে- রক্তে মাংসে গড়া ।
কিন্তু সেখানে ছিল মহিমান্বিত ত্যাগ
যা হয় নি ভয়ঙ্কর মৃত্যুর আহ্বানেও গ্রাস
বরং তাকে জড়িয়ে নিয়েছে অমরত্বের স্বাদ ।



অনেক অনেক ভালো লাগা জানবেন :) :)

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ।

ধন্যবাদ । :)

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর কবিতা। বিজয়ের শুভেচ্ছা রইলো।

০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ।

ধন্যবাদ । :)

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮

আবু শাকিল বলেছেন: বাহ ! বিজয়ের মাসে বিজয়ের কবিতা ।
ভাল লাগল ।
ধন্যবাদ

০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ।

ধন্যবাদ । :)

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

অগ্নি সারথি বলেছেন: বিজয়, শুভেচ্ছা তোমায় । সাথে লেখককেও।

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২

কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ।

ধন্যবাদ । :)

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২

দেবজ্যোতিকাজল বলেছেন: তোমাকেওবিজয় দিবসের শুভেচ্ছা লইল :D

http://www.somewhereinblog.net/blog/debajyotikajal/30090525

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ।

ধন্যবাদ । :)

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

প্রামানিক বলেছেন: বিজয়ের শুভেচ্ছা রইল।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ।

ধন্যবাদ । :)

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেদিন হেসেছিলো হাজারো হৃদয় যন্ত্রণার বুকে পাথর বেঁধে ।
কেন জানো ? কারণ সেই রক্ত পেয়েছে অমরের সার্থকতা-
পরাগ-রেণুর নিকষিত বাঁধনহারা স্বাধীন ঘ্রাণের উল্লাসে ।


সুন্দর ! সুন্দর !!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০১

কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ।

ধন্যবাদ । :)

১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৯

রুদ্র জাহেদ বলেছেন: এককথায় দারুণ।
বিজয়ের শুভেচ্ছা

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
বিজয়ের শুভেচ্ছা । :)

১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪০

খায়রুল আহসান বলেছেন: ভাষার মাসে একটু পেছনে ফিরে এসে পড়ে গেলাম বিজয়ের কবিতা। ভালো লেগেছে।
এমনি করে ঝরে পড়া লালের প্রতিটি ফোঁটায় ফোঁটায়
বিজয়ের মধুর ঘ্রাণ মিশিয়ে দিয়েছে সকল ফুলের তরে
অবশেষে সকল রক্ত বিলিয়ে দিয়ে হাওয়ায় মিলিয়ে গেল সে সকল দেহ....
--
অনুভবের গভীরতা স্পর্শ করে গেলো...

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: পেঁছনে এসে পড়ায় অনেক ভাল লাগলো ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.