নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
তোমার অধরা স্বপ্নে আমি হাত দিয়েছি একটি স্নিগ্ধ ভোর দেবো বলে ।
বহু আঁধারের নিশ্চুপ পোকার দলে আমিও নাম লিখিয়েছি,
সেই কবে !
তাই আশাবাদী, অতি নিকটে তুমি একটি স্নিগ্ধ ভোর পাবে !
নীল গালিচা সংবর্ধনা পেয়ে
আপন হৃদয়ের সলিল সমাধি ।
স্বপ্নের বিহ্বল তাকিয়ে থাকা
তোয়াক্কা করে চলেছি নিরুপায় ।
সেই পথিককে খুঁজছি আমি যার হয়েছে পথ শেষের উদার উল্লাস....
নিশ্বাসবিহীন বেঁচে থাকার উদাহরণ হয়ে নিরঙ্কুশ দাঁড়িয়ে আমি রণক্ষেত্রে মৃত্যুর ঠিক সামনে। তার সাথে আমার বন্ধুত্ব হয় নি । তাই পুরো এক পৃথিবী হয়েছে বিরান । পেঁছনে তাকাই না আমি । জানি সেখানে আমার সারি সারি দেহ সাজানো, হয়তো আরও সাজবে- পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ, মৃত্তিকা, জল, বাতাস, বৃক্ষ এবং... এবং... । এসব দেহ থেকে যন্ত্রণা, দুঃখ, আহাজারি, বীভৎসতার নির্যাস নিয়ে আমার এই দেহে একটি আঁধারময় হৃদপিণ্ড গড়েছি । মৃত্যুর চক্ষুতে রক্ত ঝরে আমার খুনের স্বপ্নে । আর সেই চক্ষুদ্বয়ে আমি অপলক তাকিয়ে আছি কারণ এই হৃদপিণ্ডে বহু আগে রক্ত শুকিয়ে গেছে ।
মৃত্যু ! তুমি হারাতে পারবে না আমায় , কারণ দেহ থেকে দেহ গড়ে গড়ে আজ এই দেহ হয়েছে পুড়ে মহান । তোমার আফসোস এই দেহ আর তোমার সান্নিধ্যে নেই । বহু তো করেছো স্বয়ং তোমারও মৃত্যু অতি নিকটে ! হয়তো ভাবছো তুমি, মৃত্যুর আবার মৃত্যু হয় কী করে ! কিন্তু তুমি জানো না, আমার জেগে উঠা যে তোমার মৃত্যু !
সময়ের সংকোচনে নতুন সময়ের জন্ম ।
মৃত্যু, এ সময় তোমার নয় ।
তুমি ভুল ভেবেছিলে, সময়কে পূর্ণাঙ্গে কেড়ে নিতে পারবে ।
হৃদপিণ্ডের নীলরক্তে জমানো সেই আঁধারের দ্রাবণে আজ নতুন আলোর উঁকি ।এই নাও কথা দেয়ার সেই স্নিগ্ধ ভোর । আজ নতুন এক সূর্য উঠবে । যার রশ্মিতে আমি মিলিয়ে যাবো পরতে পরতে ।
আমি বিজয় । যে নাম দিয়েছিলে তোমরা ।
[ কবিতাটি ১৬ই ডিসেম্বর ভাবনায় লেখা ]
ছবি কৃতজ্ঞতা- নেট ।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৬
কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ।
ধন্যবাদ ।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৯
তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর কবিতা। শুভকামনা কবি।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
বিজয়ের শুভেচ্ছা ।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৩
কল্লোল পথিক বলেছেন: আমি বিজয়
যে নাম দিয়েছিলে তোমরা।
অসাধারন কবিতা
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
বিজয়ের শুভেচ্ছা ।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৬
সায়েদা সোহেলী বলেছেন: সময়ের সংকোচনে নতুন সময়ের জন্ম ।
মৃত্যু, এ সময় তোমার নয় ।
তুমি ভুল ভেবেছিলে, সময়কে পূর্ণাঙ্গে কেড়ে নিতে পারবে ।
অনেক বেশি বেশি ভালো হয়েছে লেখা !!
দুবার পড়ে ফেলেছি মুগ্ধতায় , হৃদপিণ্ডে আঘাত দিতেও ব্যর্থ হয়নি লেখা । !!
হৃদপিণ্ডের নীলরক্তে জমানো সেই আঁধারের দ্রাবণে আজ নতুন আলোর উঁকি ।এই নাও কথা দেয়ার সেই স্নিগ্ধ ভোর । আজ নতুন এক সূর্য উঠবে । যার রশ্মিতে আমি মিলিয়ে যাবো পরতে পরতে ।
আমি বিজয় । যে নাম দিয়েছিলে তোমরা ।
সেই নাম তলিয়ে যাচ্ছে খুব দ্রুত , নির্বাক চেয়ে দেখছি সবাই
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন: সেই নাম তলিয়ে যাচ্ছে খুব দ্রুত , নির্বাক চেয়ে দেখছি সবাই - সে কথা না হয় আজ থাক ।
বিজয়ের শুভেচ্ছা ।
ধন্যবাদ ।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৭
ফেরদৌসা রুহী বলেছেন: আমি বিজয় । যে নাম দিয়েছিলে তোমরা ।
বিজয়ের শুভেচ্ছা
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
বিজয়ের শুভেচ্ছা ।
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১৯
রাবেয়া রাহীম বলেছেন:
তোমার অধরা স্বপ্নে আমি হাত দিয়েছি একটি স্নিগ্ধ ভোর দেবো বলে
খুব ভাল লাগলো .।।।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
বিজয়ের শুভেচ্ছা ।
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৬
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। সকাল বেলা সুন্দর একটি কবিতা পড়লাম।
বিজয়ের শুভেচ্ছা......
ভালো লাগা রইলো।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
বিজয়ের শুভেচ্ছা ।
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২২
অগ্নি সারথি বলেছেন: হয়তো ভাবছো তুমি, মৃত্যুর আবার মৃত্যু হয় কী করে ! কিন্তু তুমি জানো না, আমার জেগে উঠা যে তোমার মৃত্যু ! - শোষিতের উত্থানে যে মৃত্যুর ও মৃত্যু হতে পারে সেটা জানা ছিল না। বিজয়ী কবিতায় ভাললাগা।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন: হুম ।
ধন্যবাদ ।
বিজয়ের শুভেচ্ছা ।
৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১১
আরজু পনি বলেছেন:
নেটের গতি যাচ্ছেতাই ধীর...মেজাজ খারাপ লাগছে ।
আপনার এতো সুন্দর লেখাটাতে লাইক সংখ্যা এতো কম দেখেও মেজাজ খারাপ লাগছে ।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন: গত কিছুদিন ধরে এই অবস্থা চলছে । মাঝে মাঝে সামহ্যোয়ারইনও ভিপিএন দিয়ে ঢুকতে হচ্ছে । যদিও আমার এফ বি নাই । ব্লগের জন্য ভিপিএন ব্যবহার করতে হচ্ছে !!!
হয়তো লাইক দেয়ার মত সবার অতটা ভাল লাগছে না ।
ধন্যবাদ ।
বিজয়ের শুভেচ্ছা ।
১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩
বনমহুয়া বলেছেন: হৃদপিণ্ডের নীলরক্তে জমানো সেই আঁধারের দ্রাবণে আজ নতুন আলোর উঁকি ।এই নাও কথা দেয়ার সেই স্নিগ্ধ ভোর । আজ নতুন এক সূর্য উঠবে । যার রশ্মিতে আমি মিলিয়ে যাবো পরতে পরতে ।
আমি বিজয় । যে নাম দিয়েছিলে তোমরা
দারুন
০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
বিজয়ের শুভেচ্ছা ।
১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫২
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
আজ নতুন এক সূর্য উঠুক । উঁকি দিক এক স্নিগ্ধ ভোর ........................
০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
বিজয়ের শুভেচ্ছা ।
১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইল।
কবিতা ভাল লেগেছে।
ধন্যবাদ।
শুভ হোক আগামী!
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
বিজয়ের শুভেচ্ছা ।
১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮
দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগলো। অনেক।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
আপনিও অনেক ভাল থাকুন ।
বিজয়ের শুভেচ্ছা ।
১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাবনার গভীরতায় মুগ্ধ। +++
০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ।
বিজয়ের শুভেচ্ছা ।
১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৩
উল্টা দূরবীন বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম। সেই সাথে বিজয়ের শুভেচ্ছা।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
বিজয়ের শুভেচ্ছা ।
১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪৫
খায়রুল আহসান বলেছেন: বহু আঁধারের নিশ্চুপ পোকার দলে আমিও নাম লিখিয়েছি,
সেই কবে ! -- চমৎকার বলেছেন।
কবিতা ভাল লেগেছে।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
বিজয়ের শুভেচ্ছা ।
১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৬
লেখোয়াড়. বলেছেন:
বিজয়ের মাসে বিজয় উপলক্ষ্যে এমন গভীর আশাবাদের কবিতা ভাল লাগল।
বেঁচে থাকার প্রেরণা পেলাম।
অনেক বেশি ভাল লেগেছে।
মাথা-মথি-মেথি-মথন
কথা-কেথি-কথি-কথন।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৭
কথাকথিকেথিকথন বলেছেন: মাথা-মথি-মেথি-মথন !!!! একি আমার নিক দিয়ে কি না কী বানিয়ে ফেললেন !!!
আপনার মন্তব্যে খুব ভাল লেগেছে ।
ধন্যবাদ ।
বিজয়ের শুভেচ্ছা ।
১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
রক্তিম দিগন্ত বলেছেন: সময়ের সংকোচনে নতুন সময়ের জন্ম ।
মৃত্যু, এ সময় তোমার নয় ।
তুমি ভুল ভেবেছিলে, সময়কে পূর্ণাঙ্গে কেড়ে নিতে পারবে ।
হৃদপিণ্ডের নীলরক্তে জমানো সেই আঁধারের দ্রাবণে আজ নতুন আলোর উঁকি ।এই নাও কথা দেয়ার সেই স্নিগ্ধ ভোর । আজ নতুন এক সূর্য উঠবে । যার রশ্মিতে আমি মিলিয়ে যাবো পরতে পরতে ।
আমি বিজয় । যে নাম দিয়েছিলে তোমরা ।
বিজয়ের মাসে এরচেয়ে সুন্দর লেখা আর হতে পারে না! বিজয়ের শুভেচ্ছা।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের মাসে এরচেয়ে সুন্দর লেখা আর হতে পারে না! - সুন্দরেরও শেষ নেই !!
ধন্যবাদ ।
বিজয়ের শুভেচ্ছা ।
১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮
প্রামানিক বলেছেন: সময়ের সংকোচনে নতুন সময়ের জন্ম ।
মৃত্যু, এ সময় তোমার নয় ।
তুমি ভুল ভেবেছিলে, সময়কে পূর্ণাঙ্গে কেড়ে নিতে পারবে ।
কবিতার কথামালা ভাল লাগল। ধন্যবাদ
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
বিজয়ের শুভেচ্ছা ।
২০| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই ফর্মেটের কবিতা আমার মোটেই ভাল লাগেনা ।
কথনের লিখা দেখে পড়লাম ।
পড়ে দেখি জিনিষটা খারাপ না ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২২
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । ভালো না লাগাটাই স্বাভাবিক । কারণ এই ফর্মেটের লেখা সবার ভাল লাগে না !!!
ধন্যবাদ ।
বিজয়ের শুভেচ্ছা ।
২১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
সাহসী সন্তান বলেছেন: গোপনে গোপনে বেশ কবিতা টবিতা রচনা করেন, অথচ সেইটা আমার দৃষ্টি এড়িয়ে যায় কেমন করে বুঝতেই পারি না! আপনার মন্তব্য না পেলে হয়তো এই পোস্টটাও মিস হয়ে যেতো! আপনার মন্তব্যের পরে ব্লগ ঘুরতে এসে প্রায়ই আপনার নতুন কোন পোস্ট খুঁজে পাই! বুঝছি, ব্লগ ব্যবহারে আরো বেশি সতর্ক হতে হবে যাতে প্রিয় লেখকদের কোন পোস্টই হাতছাড়া না হয়ে যায়.......!!
যদিও পোস্টটা পড়ে সামান্য একটু কনফিউশনে আছি যে, এইটা গদ্য না পদ্য! তবে সবাই যখন পদ্যই বলছে তখন আমার কাছেও তাই! তবে গিয়াস লিটন ভাইয়ের কথার সাথে সহমত পোষণ করে বলতে হচ্ছে যে, আমিও এই ফরম্যাটের কবিতা খুব একটা বুঝি না। তবে আপনার কবিতা বলে কথা! ভাল না বলে কি উপায় আছে.....??
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১২
কথাকথিকেথিকথন বলেছেন: গোপনে গোপনে লেখাল্কেহিতে কিন্তু একটা ভাললাগা আছে !!!!
যদিও পোস্টে লিখেছি কবিতা তবে আমার কাছে এটাকে গদ্যপ বলতে ভাল লাগে । আর হ্যা এই ফরম্যাটের লেখা অনেকেরই হয়তো পছন্দ না । তবে আমার লিখতে ভাল লাগে ।
ধন্যবাদ ।
বিজয়ের শুভেচ্ছা ।
২২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮
নেক্সাস বলেছেন: হৃদপিণ্ডের নীলরক্তে জমানো সেই আঁধারের দ্রাবণে আজ নতুন আলোর উঁকি ।এই নাও কথা দেয়ার সেই স্নিগ্ধ ভোর । আজ নতুন এক সূর্য উঠবে । যার রশ্মিতে আমি মিলিয়ে যাবো পরতে পরতে ।
মুগ্ধ হলাম কথা মালার ঝংকারে
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
বিজয়ের শুভেচ্ছা ।
২৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪
বনমহুয়া বলেছেন: দারুন কবিতা। বিজয়ের শুভেচ্ছা।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ আবারও ।
বিজয়ের শুভেচ্ছা ।
২৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৭
সুলতানা রহমান বলেছেন: একটু কঠিন লেগেছে, এত কঠিন পড়তে ভাল লাগেনা।
বিজয়ের শুভেচ্ছা।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: এই লেখাটা কিন্তু আগেরগুলো থেকে একটু সহজ করে লিখার চেষ্টাই করেছি !!
ধন্যবাদ ।
বিজয়ের শুভেচ্ছা ।
২৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৫
গেম চেঞ্জার বলেছেন: অসাধারণ!!
অযুত শুভেচ্ছা কথন ভাই!!
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭
কথাকথিকেথিকথন বলেছেন:
ধন্যবাদ ।
বিজয়ের শুভেচ্ছা ।
২৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৫
রুদ্র জাহেদ বলেছেন: হৃদপিণ্ডের নীলরক্তে জমানো সেই আঁধারের দ্রাবণে আজ নতুন আলোর উঁকি ।
এই নাও কথা দেয়ার সেই স্নিগ্ধ ভোর । আজ নতুন এক সূর্য উঠবে । যার রশ্মিতে আমি
মিলিয়ে যাবো পরতে পরতে।
ঊহু এই কবিতা মিস করছিলাম।আবার পড়তে এসে অপঠিত কবিতাটাও পড়ে ফেললাম।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮
কথাকথিকেথিকথন বলেছেন: অপঠিত কবিতা বের করে পড়েছেন দেখে অনেক কৃতজ্ঞতা ।
ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১২
মাধব বলেছেন: বিজয়ের শুভেচ্ছা।