নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
রাজনীতি একটি আকাশের নাম ।
যেখানে সাদা কালো মেঘেরা ইচ্ছেমতোন উড়বে,
পাখিরা গান গাইবে বিস্তর পাখা মেলে,
বৃষ্টিরা নাচবে ঝরঝরে- সাগর নদী আবেগে ।
রাজনীতি একটি সুবিশাল দালান ।
যেখানে সকলের হয় ঐক্যে বসবাস,
যেখানে মেলে সমমানে সুখের নিঃশ্বাস,
যেখানে জন্ম হয় কাঁধে-কাঁধ মিলে বিশ্বাস,
দেশমাতৃকার তরে প্রাণ দেওয়ার দৃঢ় আশ্বাস ।
রাজনীতি একটি অদৃশ্য দেশরূপ ।
যার আছে সুবিশাল মনোরম ভূখণ্ড,
যেখানে বুক জুড়ে চাষ হয় সাহসী অঙ্গী্কার,
চোখ জুড়ে মনোহারী স্বপ্নের সাজানো বাহার,
যেখানে বাস করে সরল হৃদয়ের সাহসী নেতা
যার নেতৃত্বে দেশাত্মবোধ সাজে নানান রূপ-রঙে
যেখানে সকল ভেদাভেদ ব্যতিরেকে প্রকাশ পায়-
পূর্ণতায় হৃদয়ের সরল রূপ চঞ্চল সুপ্রসন্নতা ।
রাজনীতি একটি মহান হৃদয়ের নাম ।
সকলের তরে যার নিয়মিত নিষ্পাপ উৎসর্গ,
যার সান্নিধ্যে পায় না কেহ নিরাশার ঊষর,
যে হৃদয় চায় না কারো দুঃখ-গ্লানির অধর,
সে হতে চায় না কারো চাহনির অবিশ্বাস,
তাই সে আগলে রাখে সকলের নির্মল বসবাস ।
রাজনীতি একটি শুদ্ধ তলোয়ারের নাম ।
যার করতলে পাপ হয় নিকৃষ্টে কুপোকাত,
নিষ্পাপের হয় নিরাপদে মুক্ত বসবাস,
সকলের উপভোগে সমান থাকে উন্মুক্ত আকাশ ।
নাহ, এখানে কোন রাজনীতি নেই ।
এই সকল সদ্যোজাত শিশুর ঘুমচোখে দেখা হেঁয়ালি স্বপ্ন,
কিংবা রাতের আসরে দাদীর মুখে শোনা কোন সাহসী রূপকথা ।
এখানে স্বাধীনতাচ্ছলে বলা 'সকলের তরে সকলে আমরা'
হয়েছে আজ 'সকলে দ্রোহে সকলে আমরা' ।
আজ পূর্ণ চাঁদেও জ্যোৎস্না ধরা দেয় না,
সূর্য উদয় হয় বিরস নয়ন নিয়ে শুধু আলো দিতে,
কিন্তু সে আলো ছোঁয়ে দেয় না কোন হৃদয়,
তাই কেউ গর্জে উঠে না নষ্ট আঁধার ভেঙ্গে দিতে ।
আজ মায়েরা পালিত হয় নিঃশব্দে ঘরের কোণে,
আপন বক্ষের ধন করেছে আঁচলের অবমাননা,
সেখানে বক্ষের ধনের সাহস ঢের ।
এখানে বাস করে না কোন ভাই,
তাই বোনেরা নীরবে কাঁদে নির্লজ্জ লাঞ্ছনায় ।
এখানে বাস করে না কোন বোন,
যার কোমল মায়ায় ভাই নিষ্পাপে গড়বে নিজেকে ।
এখানে নেই কোন প্রেমিক-প্রেমিকা,
যা সব স্বার্থান্বেষী ছুটে চলা ।
প্রকৃতি অবলীলায় কাটাচ্ছে দিবারাত্রি, তার কি আসে যায় ?
তবে তারও একটু দুঃখ আছে- ঘুণে ধরা সমাজের নিত্য লীলাখেলায়,
নৃত্য করে জন্তু-জানোয়ার এই ভেবে- মানব আমাদের ছাড়িয়ে,
বিলুপ্ত হয়েছে জ্যোৎস্না রাতের টিপটিপ জোনাকদল,
মৌমাছিরা ঘুমিয়ে গেছে বৃক্ষ ডালের কর্কশ ত্বকে,
কারণ এখন ফুলেরা আর মধু প্রসব করে না,
তাদের নাকি ঘ্রাণ কেড়ে নিয়েছে বিষাক্ত ছায়া ।
এখানে লেখক বুক ফাটায় সাদা কাগুজে পৃষ্ঠায়,
কবি কেঁদে চলে তার নিঃস্ব কবিতার চরণ চেষ্টায় ।
নাহ, এখানে কোন রাজনীতি নেই ।
প্রজাতন্ত্রের আদলে কেউ দেখেনি কোন গণতন্ত্র,
এ ধোঁকা- এখানে আছে শুধু প্রজাতন্ত্রবেশী রাজতন্ত্র,
বহু আগে সিঁদ কেটে অধিকার চুরি হয়ে গেছে ।
সে থেকে চলছে অব্ধি গুটিকয়েক হায়েনাদের সম্পর্কতন্ত্র,
যেখানে কিছু ঝুলন্ত মাকড়সার জালে ঝুলে আছে মানবতন্ত্র ।
নাহ, এখানে কোন রাজনীতি নেই, এখানে কোন রাজনীতি নেই ।
ছবি কৃতজ্ঞতা- নেট ।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫১
সাহসী সন্তান বলেছেন: আইকি প্রথম হইলাম? তাইলে চা দেন?
কবিতা পড়িনি। পরে পড়ে জানাচ্ছি কেমন লাগলো!
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১০
কথাকথিকেথিকথন বলেছেন: ওকে ওকে ।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫২
সাহসী সন্তান বলেছেন: আহরে ফাঁক দিয়া কখন যে সাধু ভাই ঢুইকা পড়লো বুুঝবার পারলাম না? মুখ ভেংচি কাটা ইমো হবে!
চায়ের লাইগা তাড়া নাই! মন চাইলে দিবেন?
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: এই নেন চা । আমার এখানে দ্বিতীয়দের জন্যও চায়ের আয়োজন আছে ।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯
সাহসী সন্তান বলেছেন: আপনার লেখা কবিতা গুলোর মধ্যে এই কবিতাটা আমার কাছে সব থেকে সহজ এবং একপাঠেই বোধগম্য হলো। প্রথম থেকে শেষ অবধি তন্ময় হয়ে পড়ার পরে, একদম শেষ লাইনটাতে এসে মনে একটু খটকা লাগলো। আসলে আপনি কি এখানে রাজনীতি নেই বলতে নিজের মনকে প্রবোধ দিচ্ছেন?
ক্রলিং করে আবারও উপরে উঠে দ্বিতীয় পাঠেই বুঝলাম যে, আমার ধারনাটা একেবারে মিথ্যা নয়! অনেক ভাল লাগলো আপনার রাজনীতি নিয়ে কবিতা। তবে কবিতার এই দুইটা লাইন বিশেষ ভাবে উল্লেখ করার মত মনে হলো আমার কাছে.......
সে থেকে চলছে অব্ধি গুটিকয়েক হায়েনাদের সম্পর্কতন্ত্র,
যেখানে কিছু ঝুলন্ত মাকড়সার জালে ঝুলে আছে মানবতন্ত্র ।
প্লাস সহ কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম! ভাল থাকবেন এবং শুভ কামনা জানবেন!
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৮
কথাকথিকেথিকথন বলেছেন: যাক শেষ পর্যন্ত মনে হয় একটা সহজ কবিতা লিখতে পারলাম ।
রাজনীতির সঠিক ব্যাখ্যা এবং তার অপব্যাখ্যা চর্চার একটা চিত্র তুলে ধরার চেষ্টা করেছি ।
ধন্যবাদ ।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
দুর্দান্ত ও অনবদ্য +++
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩০
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩১
নেক্সাস বলেছেন: নাহ, এখানে কোন রাজনীতি নেই ।
প্রজাতন্ত্রের আদলে কেউ দেখেনি কোন গণতন্ত্র,
এ ধোঁকা- এখানে আছে শুধু প্রজাতন্ত্রবেশী রাজতন্ত্র,
বহু আগে সিঁদ কেটে অধিকার চুরি হয়ে গেছে
++++++++++++++
০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬
আরজু পনি বলেছেন:
সহজিয়া কাব্যে ভালোলাগা রইল।
বহু আগে সিঁদ কেটে অধিকার চুরি হয়ে গেছে ।
...মন খারাপ হয়ে গেল ।
...বহু আগেই প্রতারিত হয়েছি...বলা যায় ।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন:
সহজিয়া শুনিয়া মনে হইলো কাব্যটা বোধয় সহজই হইয়া গেল । তাই ভাল লাগিছে !!!
হুম । বহু আগে প্রতারিত হয়েছি ।
ধন্যবাদ ।
৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮
কাবিল বলেছেন:
রাজনীতি একটি আকাশের নাম ।
রাজনীতি একটি সুবিশাল দালান ।
রাজনীতি একটি অদৃশ্য দেশরূপ ।
রাজনীতি একটি মহান হৃদয়ের নাম ।
রাজনীতি একটি শুদ্ধ তলোয়ারের নাম ।
রাজনীতির এই নাম গুলো অন্ধকারে হারিয়ে গেছে।
এখন শুধুই রুপকথা।
রাজনীতির একাল সেকালের পার্থক্য খুব সুন্দর উপস্থাপন করেছেন।
অনেক অনেক ভাললাগা রইল।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন: হুম । রূপকথাই শুধু ।
ধন্যবাদ ।
১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮
শামছুল ইসলাম বলেছেন: রাজনীতি নিয়ে চমৎকার কবিতা।
ভাল লেগেছে।
বিজয়ের শুভেচ্ছা।
ভাল থাকুন। সবসময়।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০
কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ।
আপনিও ভাল থাকুন ।
ধন্যবাদ ।
১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭
তিমিরবিলাসী বলেছেন: খুব সুন্দর লিখেছেন রাজনীতি নিয়ে। তবে রাজনীতি নিয়ে এমন সুন্দর ভাবনা ভাবতে পারিনা।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৪
কথাকথিকেথিকথন বলেছেন:
তবে রাজনীতি নিয়ে এমন সুন্দর ভাবনা ভাবতে পারিনা।- আপাতত বাস্তব চিত্রে ভাবা সম্ভব হচ্ছে না ।
ধন্যবাদ ।
১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: রাজনীতি যদিও মানুষের মঙ্গলের জন্যই তবু আপনার মতো করে ভাবতে কয়জন পারে?এখন রাজনীতি মানেই ফায়দাবাদ আর রাজনীতিবিদ একটি গালি।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: হুম । সেটাই । ফায়দাবাদ আর রাজনীতিবিদ একটি গালি ।
ধন্যবাদ ।
১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩
হাসান মাহবুব বলেছেন: রাজনীতি; নেই। রুপকথার গল্প আছে শুধু। ভালো লাগলো।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন: সেই রূপকথার গল্প বাস্তবে ফিরে আসুক !! সেই কামনাই থাকলো ।
ধন্যবাদ ।
১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১১
মুর্দা ফকির বলেছেন: শুধু রাজার নীতি ই আছে। রাজনীতি নাই। সুন্দর, সাবলিল কোবতে।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩
পার্থ তালুকদার বলেছেন: আগেকার রাজনীতি এখন বড় তালাযুক্ত কাঠের সন্দুকে আবদ্ধ।
কবিতায় ভাললাগা জানিয়ে গেলাম।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
কথাকথিকেথিকথন বলেছেন: তালার চাবি খুঁজে পাওয়ার কামনা রইলো । আর না পেলে ভাঙ্গার অঙ্গীকার রইলো !!
ধন্যবাদ ।
১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
সুমন কর বলেছেন: প্রথমে পড়ছিলাম আর ভাবছিলাম, আহা....এমন যদি হতো !!
পরে পড়তে পড়তে বুঝতে পারলাম, বাস্তবে ফিরে আসছি.....
নাহ, এখানে কোন রাজনীতি নেই ।
প্রজাতন্ত্রের আদলে কেউ দেখেনি কোন গণতন্ত্র,
এ ধোঁকা- এখানে আছে শুধু প্রজাতন্ত্রবেশী রাজতন্ত্র,
বহু আগে সিঁদ কেটে অধিকার চুরি হয়ে গেছে ।
+।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১১
কথাকথিকেথিকথন বলেছেন: আহা....এমন যদি হতো !! - একটা নিঃশ্বাস হয়েই রইলো ।
ধন্যবাদ ।
১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৭
রুদ্র জাহেদ বলেছেন: রাজনীতি নেই অপরাজনীতি বিরাজমান
চমৎকার কবিতা সুপ্রিয় কথাকথিকেথিকথন
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪
কথাকথিকেথিকথন বলেছেন:
ধন্যবাদ ।
১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০
ভ্রমরের ডানা বলেছেন: এই রাজনীতির গুষ্টি কিলাইতে মন চায়। অনন্য কবিতায় ভাল লাগা।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা ! ভাল বলেছেন ।
ধন্যবাদ ।
১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১
উল্টা দূরবীন বলেছেন: রাজনীতি আমার ভাইপোর সকাল বিকাল মুতার মত। রাজনীতিবিদরা মুখ দিয়ে মুতে মুতে সারাদিন গন্ধ কইরা রাখে।
আপনার লেখা বরাবরই চমৎকার। খুব ভালো লাগছে।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২০| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯
অগ্নি সারথি বলেছেন: রাজনীতির অস্তিত্ব নিয়ে কথা বলবনা তবে কবিতায় অনেক ভাললাগা।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭
সায়েদা সোহেলী বলেছেন: সব রকম নীতি হীনতাই রাজনীতি
সাহসী সন্তান বলেছেন: আপনার লেখা কবিতা গুলোর মধ্যে এই কবিতাটা আমার কাছে সব থেকে সহজ এবং একপাঠেই বোধগম্য হলো। প্রথম থেকে শেষ অবধি তন্ময় হয়ে পড়ার পরে, একদম শেষ লাইনটাতে এসে মনে একটু খটকা লাগলো। আসলে আপনি কি এখানে রাজনীতি নেই বলতে নিজের মনকে প্রবোধ দিচ্ছেন?
ক্রলিং করে আবারও উপরে উঠে দ্বিতীয় পাঠেই বুঝলাম যে, আমার ধারনাটা একেবারে মিথ্যা নয়! অনেক ভাল লাগলো আপনার রাজনীতি নিয়ে কবিতা। তবে কবিতার এই দুইটা লাইন বিশেষ ভাবে উল্লেখ করার মত মনে হলো আমার কাছে.......
সে থেকে চলছে অব্ধি গুটিকয়েক হায়েনাদের সম্পর্কতন্ত্র,
যেখানে কিছু ঝুলন্ত মাকড়সার জালে ঝুলে আছে মানবতন্ত্র ।
প্লাস সহ কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম! ভাল থাকবেন এবং শুভ কামনা জানবেন!
সংগ্রহেও নিয়েছি
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২০
কথাকথিকেথিকথন বলেছেন: সব রকম নীতি হীনতাই রাজনীতি - আমাদের ক্ষেত্রে এইটাই সেইটা !!!
ধন্যবাদ ।
২২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০২
রক্তিম দিগন্ত বলেছেন: নাহ, এখানে কোন রাজনীতি নেই ।
এই সকল সদ্যোজাত শিশুর ঘুমচোখে দেখা হেঁয়ালি স্বপ্ন,
কিংবা রাতের আসরে দাদীর মুখে শোনা কোন সাহসী রূপকথা ।
নাহ, এখানে কোন রাজনীতি নেই ।
প্রজাতন্ত্রের আদলে কেউ দেখেনি কোন গণতন্ত্র,
এ ধোঁকা- এখানে আছে শুধু প্রজাতন্ত্রবেশী রাজতন্ত্র,
বহু আগে সিঁদ কেটে অধিকার চুরি হয়ে গেছে ।
সে থেকে চলছে অব্ধি গুটিকয়েক হায়েনাদের সম্পর্কতন্ত্র,
যেখানে কিছু ঝুলন্ত মাকড়সার জালে ঝুলে আছে মানবতন্ত্র ।
নাহ, এখানে কোন রাজনীতি নেই, এখানে কোন রাজনীতি নেই ।
দুর্দান্ত বললেও কম বলা হবে। সহজ করে লিখছেন। আল্লাহয় বাঁচাইছে - একটা কবিতা অন্তত বুঝতে পারছি আমি।
+++
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০১
কথাকথিকেথিকথন বলেছেন: যাক বুঝতে পেরেছেন জেনে ভাল লাগছে !!
ধন্যবাদ ।
২৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৩
কিরমানী লিটন বলেছেন: নাহ, এখানে কোন রাজনীতি নেই ।
প্রজাতন্ত্রের আদলে কেউ দেখেনি কোন গণতন্ত্র,
এ ধোঁকা- এখানে আছে শুধু প্রজাতন্ত্রবেশী রাজতন্ত্র,
বহু আগে সিঁদ কেটে অধিকার চুরি হয়ে গেছে ।
চমৎকার দ্রোহ আর ভীষণ ভালোলাগার কবিতা , শুভকামনা প্রিয় কথাকথিকেথিকথন ...
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪২
রাফা বলেছেন: যেখানে রাজনিতিবিদ নেই-সেখানে রাজনিতী কি করে থাকে বলুন?
ধন্যবাদ নাক সিটকে বলেন নাই নষ্ট হয়ে গেছে রাজনিতী।
সবার উপরে মানুষ সত্য -তাহার উপরে নাই/
ভালো মানুষের হাতে যখন আসবে তখন রাজনিতীটাও ভালো হয়ে যাবে।
ধন্যবাদ,কথার কথা।(আমি দিলাম আপনাকে এই নামটা)
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯
কথাকথিকেথিকথন বলেছেন: সবার উপরে মানুষ সত্য -তাহার উপরে নাই/
ভালো মানুষের হাতে যখন আসবে তখন রাজনিতীটাও ভালো হয়ে যাবে । - সেই আশার আলোই ব্যাক্ত করছি ।
কথার কথা - নামটা ভালোই !!!!
ধন্যবাদ ।
২৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২০
সুলতানা রহমান বলেছেন: বেশিরভাগ ফেবু আইডি তে থাকে আই হেইট পলিটিকস অথবা নো।
এখানকার রাজনীতি মানেই খারাপ চিন্তা।
কবিতা ভাল লেগেছে।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: রাজনীতি ভালো, চর্চাকারী খারাপ ।
ধন্যবাদ ।
২৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০১
জুন বলেছেন: সে থেকে চলছে অব্ধি গুটিকয়েক হায়েনাদের সম্পর্কতন্ত্র,
যেখানে কিছু ঝুলন্ত মাকড়সার জালে ঝুলে আছে মানবতন্ত্র ।
বর্তমান প্রেক্ষাপটকে চিন্তা করলে মনে হয় যথার্থই বলেছেন কথাকেথিকথন ।
+
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১১
কথাকথিকেথিকথন বলেছেন: সহমতে ভাল লেগেছে ।
আমার নিকের 'কথি' টা বাদ পড়ে গেছে !!! হাহা
ধন্যবাদ ।
২৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৮
রাতুল_শাহ বলেছেন: এখানে আছে শুধু প্রজাতন্ত্রবেশী রাজতন্ত্র,
ব্যবসাতন্ত্রও আছে।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২০
কথাকথিকেথিকথন বলেছেন: ঠিক বলেছেন । ব্যবসাতন্ত্রও আছে ।
ধন্যবাদ ।
২৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২১
তাল পাখা বলেছেন: নাহ, এখানে কোন রাজনীতি নেই, এখানে কোন রাজনীতি নেই।
থাকবে কী করে বলুন? সুস্বাদু খাবারও অখাদ্যে পরিণত হয়, গলার টাইও গলার ফাঁস হয়ে যেতে পারে যদি তার সঠিক ব্যবহার না হয়। সুন্দর কবিতা। ধন্যবাদ।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২১
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর যুক্তিসঙ্গত কথা বলেছেন ।
ধন্যবাদ ।
২৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৩
মানবী বলেছেন: "রাজনীতি একটি শুদ্ধ তলোয়ারের নাম ।
যার করতলে পাপ হয় নিকৃষ্টে কুপোকাত,
নিষ্পাপের হয় নিরাপদে মুক্ত বসবাস,
সকলের উপভোগে সমান থাকে উন্মুক্ত আকাশ ।
নাহ, এখানে কোন রাজনীতি নেই ।
এই সকল সদ্যোজাত শিশুর ঘুমচোখে দেখা হেঁয়ালি স্বপ্ন,
কিংবা রাতের আসরে দাদীর মুখে শোনা কোন সাহসী রূপকথা ।"
- সত্য সত্য সত্য!
এখানে কোন রাজনীতি আছে শুধু দলীয়নীতি আর পরিবার নীতি যেখানে শকুনের আঁচরে আর হায়নার পালের বিকৃত উল্লাসে প্রতি নিয়ত ক্ষত বিক্ষত হয় দেশ মাতৃকা।
অদ্ভুত সুন্দর কবিতার জন্য অনেক অনেক ধন্যবাদ।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার কথায় ভয়ানক ক্রোধের প্রকাশ পেল । এই ক্রোধ নিয়ে আমরা অনেকে বসবাস করছি ।
ধন্যবাদ ।
৩০| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
গেম চেঞ্জার বলেছেন: মানসম্পন্ন কবিতায় আপনার রাজনীতি নিয়ে সাবলীল ধারণাগুলো ভাল্লাগে নাই। রাজনীতির দৈন্যতা আরো তীব্রভাবে ফুটে না আসাটা অস্বাভাবিকই মনে হলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৫
কথাকথিকেথিকথন বলেছেন:
রাজনীতি তো খারাপ না । অতীত থেকে এখন পর্যন্ত অনেক দেশ, অনেক গুষ্টি, সভ্যতার শুভ সূচনা সুষ্ঠ রাজনীতির মাধ্যমেই হয়েছে ।আর অনেক অসভ্যতাও হয়েছে, কিন্তু তাকে আমরা রাজনীতি বলতে পারি না । আমি তাকেই রাজনীতি বলতে চেয়েছি যেখানে এর সঠিক চর্চা বিরাজমান । আর শেষের স্তবকগুলোর বাস্তব কিছু চিত্র তুলে ধরেছি, যা চলছে রাজনীতির পোশাকে তাকে আসলে রাজনীতি বলা যায় না, আমরা রাজনীতি থেকে অনেক দূরে সরে গেছি ।
ধন্যবাদ ।
৩১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩
গেম চেঞ্জার বলেছেন: না রাজনীতি বিষয়ে আমি আপনার অ্যাটিচুডটা বুঝেছি........ বাট এটা অতোটা ভাল লাগে নাই।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন: ভালো না লাগার বিষয়েও আমার মধ্যে দারুণ একটা ভাললাগা কাজ করে। কারণ একটি লেখা একাধারে সবার কাছে ভাল লাগবে কেন !!! কারো কাছে বেশি ভাল লাগবে, কারো কাছে ভাল, কারো কাছে মোটামুটি, কারো কাছে খারাপ, কারো কাছে পঁচা ইত্যাদি !!! তবেই তো একটি লেখা পূর্ণাঙ্গতা পায় ।
তাই আপনাকে স্পেশাল ধন্যবাদ ।
৩২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬
৮৩১আবীর১৯৮৩ বলেছেন: ভাল লাগল।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৩৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: রাজনীতির অত্যন্ত সুন্দর উপমা দাঁড় করিয়েছেন আপনি কবিতার প্রথমাংশে। প্রকৃত অর্থে রাজনীতি আপনার উপস্থাপিত ধরণের হওয়া উচিত। কিন্তু বাস্তব প্রেক্ষাপট আপনি এঁকেছেন কবিতার শেষাংশে।
আমরা সবাই ভুলে যাই, রাজনীতিতে অন্যতম প্রথম শর্ত হলো নীতি অর্থ্যাৎ নৈতিকতা।
ভালো লেগেছে।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২০
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার মতামত ভাল লেগেছে ।
ধন্যবাদ ।
৩৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সিরিয়াল ৩৪ হইছে তো কি হইছে ?
আমরা কি ভাইসসা আইছি ?
চা দেন । রঙ চা খাইনা ।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৭
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা ।
এই নেন চা !
৩৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৭
আমি মিন্টু বলেছেন: না রাজনীতি নিয়ে কবিতা বটেই
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৩৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
আপনার কবিতার মর্মার্থের সাথে রাজনীতি সম্পর্কে আমার ধারনাটা মেলাতে চাই এভাবে এই লিংকে -
রাজনীতি
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫
http://www.somewhereinblog.net/blog/GSA1953happy/30017154
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন: একই বছরে একই নামের কবিতা !!!! দারুণ তো !!
আপনার কবিতাটা ভাল লেগেছে । ছবিটাও দিসেন একদম ফাটাফাটি !!!
৩৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
চোখের কাঁটা বলেছেন: লিটন ভাই যদি ধামকি মাইরা চা নিবার পারে তাইলে আমরা পারুম না ক্যান? আপনার পোস্টে মনে কয় এইডা আমার প্রথম মন্তব্য? তাইলে চা দেন না ক্যারে?
চা দিলে কবিতা ভাল হইছে, আর না দিলে কমু পচা হইছে! মাইকিং করাম, হাটে-বাজারে, গিরামে-গঞ্জে!
এখন থাইকা কোন পোস্টু করলে আগে চা রেডি কইরা পোস্টু করবাইন, ঠিকাচে?
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৪
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা । স্বৈরাচারতন্ত্রে পড়ে গেছি মনে হচ্ছে !! তবে প্রথম কদমে আপনার চা প্রাপ্য । এই নেনে চা !
৩৮| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪
চোখের কাঁটা বলেছেন: চা যখন দিছেন তখন কবিতা তো ভাল কইতেই হয়? এটা কিন্তু কথার কথা না? আসলেই আপনার কবিতা অনেক সুন্দর হয়েছে!
আপনার সাথে একটু মজা করলাম আর কি! শুভ কামনা জানবেন!
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯
কথাকথিকেথিকথন বলেছেন: হুম সেটা আমি বুঝতে পেরেছি । কায়দা করে চা পানের ফন্দি আর কি !! হা হা
আপনার জন্যও শুভ কামনা রইলো ।
৩৯| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫
ইমরাজ কবির মুন বলেছেন:
বেশ লাগলো ||
১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ।
৪০| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭
মাহবুবুল আজাদ বলেছেন: এত ভাল লিখেছেন যে কি মন্তব্য করব বুঝতেছিনা। আর কিছু বলতে পারছিনা।
১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । যেভাবে বললেন, আদতে তেমন কিছু লিখিনি !
ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫০
রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার! ভাল্লাগলো ।