নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

রাতের একটা শূন্য আকাশ দরকার নিজস্ব কিছু চাঁদ-তারা লেপটে দিতে অবেলার অবগাহনে.....।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১



হৃদয় অঙ্কনের এগিয়ে দেয়া একটি হাত
অধরায় মুছে দেয়া বিশুদ্ধ আঘাত
নিশাচর চন্দ্রবুকে কাটছে আঁধার রাত ।

অবশেষের ব্যাপ্ত নীলে সাদা- কালো- রঙ্গিন
এলোমেলো কিছু সূচ্যগ্র বৃত্তে বিনম্র পরাধীন
খুব চেনা সংঘর্ষণে বারে বারে সংবৃত বিলীন ।

গহীনের আলো ফেরি করে জোনাকদল দৃষ্টিভ্রমে দ্বিধাগ্রস্ত
মনকাড়া ঢেউ তুলে সমুদ্র সর্বগ্রাসী শিরোনামে বিপদগ্রস্ত
আকাশ ছুঁয়ে ধ্রুব পর্বত ধ্বসে পড়ার আশঙ্কায় বিস্বাদগ্রস্ত ।

উপলব্ধ জীবনের একটা নৃশংস পেনসিল দরকার
রাবারের প্রলুব্ধ ছোঁয়ায় চন্দ্রবিন্দু- আকার- ই-কার
জলধরের ব্যর্থতায় ইচ্ছেজলে সুবিন্যস্ত স্বপ্ন শিকার।




ছবি কৃতজ্ঞতাঃ নেট ।

মন্তব্য ৩৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

ইমরাজ কবির মুন বলেছেন:
baah besh to।
prothom 3 Line spLendid।

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: আপনি পারেন ও বটে এত ভাল লিখতে।
অজস্র ভাল লাগা।

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

উইশবার্ড বলেছেন: সুন্দর

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৬

আরজু পনি বলেছেন:
আমি কবিতা কম বুঝি।
তারপরও কবিতা পড়ি, পড়তে চাই ।
কঠিন কবিতাগুলো নিয়ে প্রবন্ধ পড়তে চাই, যেমন আপনার এই কবিতাটি ।
খুব মনোযোগ দিয়ে পড়ার পর দেখলাম ফলাফল শূন্য ।

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন:


আমাদের মন যখন কোন এক সুখের আভাসে ছুটে চলে তখনই অধরার সুখগুলো না পাওয়ায় আমাদের জন্য মানুষিক আঘাত বয়ে আনে আর এ জন্য আমাদের নিঃসঙ্গ রাত কাটে ।


আমাদের পূরণ না হওয়া আফসুসগুলো যখন স্থায়িত্ব লাভ করে তার আগে আমরা স্বপ্নগুলো নিয়ে সাদা কালো রঙ্গিন সাজে ইচ্ছেমত উড়ি । আর এর পর একটি বৃত্তের যেখান থেকেই পথ চলা শুরু করুক না কেন আবার আগের জায়গায়ই ফিরে আসে । ঠিক তেমনই এই পরিচিত স্থানে আমরা বারে বারে ফিরে আসি আর পরাজিত হই পুনরুদ্ধারে ।

অনেক সময় সকল প্রস্তুতি থাকা স্বত্ত্বেও আমরা চেনা পথেও দিগভ্রান্তিতে ভুগী । আবার প্রত্যাশার বেশি পেয়েও ভুলে যাই আশেপাশে থাকা মানুষগুলো । তাই আমরা হই অহংকারে সর্বগ্রাসী । আবার সবদিক থেকে সমৃদ্ধশালী হয়েও আমাদের ভয় থাকে সন্মান হারানোর ।

তাই অতিবাহিত জীবনের একটা পথ দরকার যা এমন একটি পথ যেকোন সময় ইচ্ছে হলেই পরিবর্তন করা যায় নিজের ইচ্ছেমাফিক সুবিন্যস্ত করে । আর এতেই যেন স্বপ্নগুলো পূরণ হয় কোন ধরণের শঙ্কা ছাড়াই ।

প্রতি প্যারা প্রতি স্তবক ।

কবিতাটা কিন্তু আমার কাছে সহজই লেগেছে । সহজ করেই লিখার প্রচেষ্টা ছিল !

কবিতা কম বুঝেন কিন্তু তারপরও পড়েন জেনে ভাল লাগলো ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

টোকাই রাজা বলেছেন: উপলব্ধ জীবনের একটা নৃশংস পেনসিল দরকার
রাবারের প্রলুব্ধ ছোঁয়ায় চন্দ্রবিন্দু- আকার- ই-কার
জলধরের ব্যর্থতায় ইচ্ছেজলে সুবিন্যস্ত স্বপ্ন শিকার।
দারুন। ;)

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১১

অগ্নি সারথি বলেছেন: রাতের একটা শূন্য আকাশ দরকার নিজস্ব কিছু চাঁদ-তারা লেপটে দিতে অবেলার অবগাহনে.....

০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক কিছুই জীবনে দরকার কিন্তু পাই তার কতটা, কিন্তু তারপরেও স্বপ্ন নিয়ে বেঁচে থাকা।

০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০১

কথাকথিকেথিকথন বলেছেন: সবকিছু পেলে মানুষ সুখের অনুভূতি কখনোই পেত না । তবে তো আর স্বপ্ন বলতে কিছু থাকতো না ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

সুমন কর বলেছেন: গহীনের আলো ফেরি করে জোনাকদল দৃষ্টিভ্রমে দ্বিধাগ্রস্ত
মনকাড়া ঢেউ তুলে সমুদ্র সর্বগ্রাসী শিরোনামে বিপদগ্রস্ত
আকাশ ছুঁয়ে ধ্রুব পর্বত ধ্বসে পড়ার আশঙ্কায় বিস্বাদগ্রস্ত ।


++।

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

মনিরা সুলতানা বলেছেন: আহা যদি পাওয়া যেত নৃশংস পেন্সিল....
লেখায় ভালো লাগা :)

০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: হুম । তাইতো কল্পনা করা !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

গেম চেঞ্জার বলেছেন: ইদানিং সামুতে যে কয়জনের কাব্যে মৌলিকত্ব খুঁজে পাই তার মধ্যে আপনি একজন। কিপ ইট কন্টিনিউ.....

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: জেনে ভাল লাগলো অনেক । ট্রাই করি মৌলিকত্ব রাখার ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

তামান্না তাবাসসুম বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম :)

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮

ডরোথি গোমেজ বলেছেন: প্রথম আর শেষ অংশটা বুঝতে পেরেছি। আরজুপনি কে দেওয়া উত্তর পড়ে বাকি টুকও বুঝলাম। +

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: মনযোগী পাঠে ভাল লাগলো বেশ ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

রুদ্র জাহেদ বলেছেন:

প্রথমদিকের অংশটা নিজের মতো বুঝেছিলাম।তারপর আবার ব্যাখ্যাসহ পড়ে খুব ভালো লাগল

০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০০

জুন বলেছেন: অবশেষের ব্যাপ্ত নীলে সাদা- কালো- রঙ্গিন
এলোমেলো কিছু সূচ্যগ্র বৃত্তে বিনম্র পরাধীন
গহীনের আলো ফেরি করে জোনাকদল দৃষ্টিভ্রমে দ্বিধাগ্রস্ত
মনকাড়া ঢেউ তুলে সমুদ্র সর্বগ্রাসী শিরোনামে বিপদগ্রস্ত

অনেক অনেক ভালোলাগা রইলো কবিতায় ।
+

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

সেলিম আনোয়ার বলেছেন: উপলব্ধ জীবনের একটা নৃশংস পেনসিল দরকার
রাবারের প্রলুব্ধ ছোঁয়ায় চন্দ্রবিন্দু- আকার- ই-কার
জলধরের ব্যর্থতায় ইচ্ছেজলে সুবিন্যস্ত স্বপ্ন শিকার।

ভাল লাগলো কথাগুলো ।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫

কল্লোল পথিক বলেছেন: অনবদ্য কবিতা
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

আপনার জন্যও রইলো শুভ কামনা । :)

১৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯

কিরমানী লিটন বলেছেন:
উপলব্ধ জীবনের একটা নৃশংস পেনসিল দরকার
রাবারের প্রলুব্ধ ছোঁয়ায় চন্দ্রবিন্দু- আকার- ই-কার
জলধরের ব্যর্থতায় ইচ্ছেজলে সুবিন্যস্ত স্বপ্ন শিকার।

নান্দনিক ভালোলাগার ছোঁয়া ছুঁইয়ে গেলো কবিতার প্রতিটি শব্দের বুননে- অনেক শুভকামনা প্রিয় কথাকথিকেথিকথন ভাইয়া, অনেক শুভকামনা ...।

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

আপনার জন্যও রইলো অনেক শুভ কামনা । :)

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩৬

হাসান মাহবুব বলেছেন: নিশাচর চন্দ্রবুকে কাটছে আঁধার রাত ।
উপলব্ধ জীবনের একটা নৃশংস পেনসিল দরকার
ভালো লাগা রইলো।

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.