নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

নৃশংস দুঃখে নিমজ্জিত হৃদয় সমাহিত হওয়ার পরের একটি শেষ রাত... ।

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯



অবিশ্বাস্য এক ভোরে নীলের জ্যোৎস্নায় মেঘজাল কেটে সূর্য ফুটলো । এমন একটি রাত পেরিয়ে যখন নিঃস্ব জরা চোখে তাকালাম, ঝলসে যায় দু'নয়ন । সেই ছাইরঙা নয়নের চিকিৎসা হয় নি । কোন ডাক্তার বলে নি তারা বাধ্য, মানবিকতার বাক্সে কখনো তারা দস্তখত করে নি । আলোহীন সেই আপনদ্বয়কে নিয়ে নি:শব্দে ঢুকে গেলাম বিদীর্ণ আরেক রাতের যাত্রী হয়ে। এই এক আশ্চর্য রাত- যেখানে কোন আঁধার নেই, নেই কোন আবেগী ধ্বংসলীলা ! শুধু আলোহীন আমি, এই হৃদয়ও আসবাবহীন চৈতন্যহারা ঘরে উন্মুক্ত হওয়ার স্বাদ গলা ছিঁড়ে গ্রহণ করছিলো ! কে তাকে স্বাধীন করে দিলো !

একটা আয়না, বগলদাবা করে নিয়ে যাচ্ছিল কুক্ষিগত শিরা । না, আমি দেখি নি সে আয়না, সেই নয়ন তো আমার নেই ! সে কাছে এসে মগজ খুলে বললো, আয়নায় কী দেখবে তোমার সুকেশী জোনাকজ্বলা নয়নদ্বয় ?, বলে সে বিকট এক হাসি দিল, যার জন্য প্রস্তুত ছিল না নির্জীব এই দেহ। সে আওয়াজ সুঁইরূপে এই ভঙ্গুর অস্থিমজ্জা ভেদ করে বেরিয়ে গেল । কিছু যন্ত্রণার গন্ধ উগ্র মাতাল কান্নায় ঘিরে ধরলো । ভাবি নি তারা এই আঁধারবিহীন রাজ্যেও আমার দেখা পাবে, তারা তো আঁধারের সুকথিত বাসিন্দা ! অবাক করে দিয়ে আমার হৃদপিণ্ড চিবিয়ে অবশিষ্ট ঘ্রাণ গায়ে মেখে তারা গায়েব হয়ে গেলো, ঠিক বুঝে উঠার খুব আগে ! কৌটাসমেত কিছু ঘ্রাণ সযত্নে রেখেছিলাম খুব গোপনে, যে ঘ্রাণে কিছু বিদায়ী স্বপ্ন মেখে আলোহীন রাজ্যে ছাইরঙা নয়ন জোড়ার মালিক হলাম ! অথচ সেই ঘ্রাণ বিন্দু মুহুর্তেই নিমেষে ডাকাতি হয়ে গেল ! আছে কী তবে এই এলোমেলো চৌকাঠের জীবন্ত ঘরে ?

একদল অদৃশ্য নৃত্যশিল্পী আমাকে বিনম্র চিত্তে গান শোনাচ্ছে, সজাগ ইন্দ্রিয় চারপাশে সুর খুঁজছে । তাদের নৃত্যে হাজারো বিলম্বের নিমগ্ন রাগ, যার জন্য হয়তো আমার কখনো আভাস পাওয়ার কথা ছিলো না । তবে কী নতুন কোন উদ্যানে স্বাগত আমি ? সকল প্রশ্ন ছিন্ন করে একটি ভেলা এসে থামলো থমকে জেগে উঠা নির্জীব এক সৈকতে, যার দ্বারপ্রান্তে অযাচিত কান্নায় এসে পড়েছি একঝাক পাখির চেনা সুর বেয়ে । সে সুর আর কখনো নির্লিপ্ত আকাশে বাজে নি, হয়তো দিকভ্রান্ত পাপে হারিয়ে ফেলেছি, হয়তো দৃষ্টিভ্রম । নির্জীব সৈকতের নিরাসক্ত ভেলা সযত্নে এঁকে আসা আমার সকল পদচিহ্ন চিরতরে মুছে দিলো । আমায় নিয়ে পাড়ি দিচ্ছে তির্যক স্রোতের সমাপ্তহীন নিষিদ্ধ তিমির জলপল্লী । খসে পড়া ছাইরঙা নয়নের মুক্ত কোটরের দরজা বন্ধ করে হাতদুটো বিস্তীর্ণ অবয়বে প্রসারিত করে দিলাম সময়ের বেদনার্ত শিরচ্ছেদ সম্পন্ন করে । অশ্রুরৌদ তীব্র রোষাগ্নিতে আমায় গলে নিয়ে যাচ্ছে বিলীন হওয়ার সুপ্ত আবাসে, পেছনের সকল নৃশংস দৃশ্যপট ভেঙ্গেচুরে ।

অবশেষে সেই ভেলায় আমার হৃদপিণ্ড পতাকা উড়িয়ে দিয়ে চিরতরে শান্ত করে দিলাম তোমাদের হৃদয়, সেখানে অযত্নে জমে থাকা কিছু রক্ত আর কখনো খুঁজে পাবে না....


ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৫৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

দীপংকর চন্দ বলেছেন: বিষণ্ণ শব্দাবলী!!

শুভকামনা এবং শুভকামনা।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

আপনিও ভাল থাকবেন অনেক । :)

২| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৬

ইমরাজ কবির মুন বলেছেন:
ek raash bishonnota!

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ । একরাশ বিষণ্ণতা অথবা মুক্তি !!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

সুমন কর বলেছেন: পড়লাম !!! মনে হচ্ছে, আবার পড়তে হবে।

সুন্দর হয়েছে। +।

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: এই লেখার অর্থটা ব্যাখ্যা করা আমার জন্য একটু কঠিনই হবে । কারণ লেখার ভেতর দিয়েই এই লেখার অর্থ বুঝতে হবে !!!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোই লেগেছে। কিন্তু শব্দের জালে আটকে আবেগ/ভাব স্পষ্ট হয়ে ওঠে নি। (আমার কাছে)
একটু কঠিন হয়ে গেছে আমার মতো লাস্ট বেঞ্চারের জন্য। :)

||বিকড়|পেঁছনের||

একদল অদৃশ্য নৃত্যশিল্পী আমাকে বিনম্র চিত্তে গান শোনাচ্ছে
নৃত্যশিল্পীর গান গাওয়াটা ক্যামন হলো :|

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: দুঃখিত । বানান সংশোধনীতে অনেক কৃতজ্ঞতা ।

হা হা হা এটাইতো ব্যতিক্রম । যেখান সব উলোটপলোট !!!!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭

রুদ্র জাহেদ বলেছেন:
আধুনিক-উত্তরাধুনিক ধাঁচের লেখাগুলো পড়তে...পাশাপাশি ফিল করতে দারুণ লাগে।কিন্তু সমস্যা হয়ে পড়ে প্রকৃত মর্মার্থ উদ্ধার করতে গেলে,তখনতো মাঝে মাঝে নিজেকে বোকা বোকা লাগে :) যাইহোক আপাতত আর কিছু কইতে চাই না।পরে কমুনে!এখন মুগ্ধতা রইল+++

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: এই টাইপের লেখার অর্থ বুঝতে ধরাবাঁধা কোন নিয়ম নেই । নিজের মত বুঝতে পারলেই হলো । আর অনুভব করতে পারলে !!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২৮

কিরমানী লিটন বলেছেন: অবিশ্বাস্য এক ভোরে নীলের জ্যোৎস্নায় মেঘজাল কেটে সূর্য ফুটলো । এমন একটি রাত পেরিয়ে যখন নিঃস্ব জরা চোখে তাকালাম, ঝলসে যায় দু'নয়ন । সেই ছাইরঙা নয়নের চিকিৎসা হয় নি । কোন ডাক্তার বলে নি তারা বাধ্য, মানবিকতার বাক্সে কখনো তারা দস্তখত করে নি । আলোহীন সেই আপনদ্বয়কে নিয়ে নি:শব্দে ঢুকে গেলাম বিদীর্ণ আরেক রাতের যাত্রী হয়ে। এই এক আশ্চর্য রাত- যেখানে কোন আঁধার নেই, নেই কোন আবেগী ধ্বংসলীলা ! শুধু আলোহীন আমি, এই হৃদয়ও আসবাবহীন চৈতন্যহারা ঘরে উন্মুক্ত হওয়ার স্বাদ গলা ছিঁড়ে গ্রহণ করছিলো ! কে তাকে স্বাধীন করে দিলো !

অবশেষে সেই ভেলায় আমার হৃদপিণ্ড পতাকা উড়িয়ে দিয়ে চিরতরে শান্ত করে দিলাম তোমাদের হৃদয়, সেখানে অযত্নে জমে থাকা কিছু রক্ত আর কখনো খুঁজে পাবে না....

অনবদ্য ভালোলাগা, গভীর বোধের লিখনি ...
অনেক শুভকামনা প্রিয় ভাইয়া কথাকথিকেথিকথন ...

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

আপনার জন্যও রইলো অনেক শুভ কামনা । :)

৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪০

তার আর পর নেই… বলেছেন: এ ধরণের লিখাগুলো কেন যেন মনে হয় একান্ত লেখিকার।
বুঝতে চেষ্টা করেছি…লিখা বুঝতে না পারলে মনে হয় আমারই বোধশক্তি কম।

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: একান্ত লেখিকার বলা যেতে পারে । তবে অর্থযুক্ত করেই লেখা। এই লেখাগুলো নিজস্ব আঙ্গিকে যতুটুকু বুঝা যায় তাই যথেষ্ট ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫

অগ্নি সারথি বলেছেন: অবশেষে সেই ভেলায় আমার হৃদপিণ্ড পতাকা উড়িয়ে দিয়ে চিরতরে শান্ত করে দিলাম তোমাদের হৃদয়, সেখানে অযত্নে জমে থাকা কিছু রক্ত আর কখনো খুঁজে পাবে না....
প্রাঞ্জল-বিষন্নতায় ভাললাগা।

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বেশ কাব্যিক শব্দমালা। ভালো লাগলো। শুভকামনা।

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

আপনার জন্যও শুভকামনা রইলো । :)

১০| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: এমনিতে হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছি, তার ওপর এই লেখা পড়ে তো...! মনের দুঃখগাথাগুলো নিদারুণভাবে ফুটিয়ে তুলেছেন । পাঠে মুগ্ধতা!

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: কেন এতো হতাশা ? পৃথিবীতে হতাশ হওয়ার কিছু নেই এক্সসেপ্ট থাইসেলফ ।

মাইনাসে মাইনাসে প্লাস করে ফেলুন !!!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১১| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

শায়মা বলেছেন: একদল অদৃশ্য নৃত্যশিল্পী আমাকে বিনম্র চিত্তে গান শোনাচ্ছে, সজাগ ইন্দ্রিয় চারপাশে সুর খুঁজছে । তাদের নৃত্যে হাজারো বিলম্বের নিমগ্ন রাগ, যার জন্য হয়তো আমার কখনো আভাস পাওয়ার কথা ছিলো না । তবে কী নতুন কোন উদ্যানে স্বাগত আমি ?


নৃত্যশিল্পীরা গান শোনায়!!!!!!!!

জানতাম না!!!!!!!!!!!!!!

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

কথাকথিকেথিকথন বলেছেন: হুম, সেই জগতে সবই চিন্তার বিপরীতে চলে !! বুঝতে হবে !!

বহুদিন পর আপনারে আমার বাড়িতে পাইছি, এবার চা না দিয়ে যাইতে দিচ্ছি না !!!!

১২| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪১

জুন বলেছেন: বিষন্ন একগুচ্ছ কথা :(
+

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০২

কথাকথিকেথিকথন বলেছেন: হুম । বিষণ্ণ কিংবা চিরমুক্তির একগুচ্ছ কথা !!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭

শায়মা বলেছেন: শুধু চা!!!!!!!!!
ফুহ ফুহ !!!!!!!!!!!!!

হ্যোয়ার ইজ টা!!!!!!!!

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: ওহ হো ! নাস্তা পরিবেশনে বরাবরই আমি উদাসিন !! দিচ্ছি এখনি এই যে ,



১৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২

আরজু পনি বলেছেন: ঠিক বিষণ্নতা নয় যেন !
চাপা বিদ্রোহ যেনো ...
জানিনা
তবে পড়তে ভালো লাগছিল ।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: চাপা বিদ্রোহ বটে । তার মাধ্যমেই একটি কাল্পনিক মুক্তির চেষ্টা ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৭

প্রামানিক বলেছেন: বিষন্নতার চমৎকার একগুচ্ছ কথামালা। ধন্যবাদ

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০

আলোরিকা বলেছেন: বিমূর্ত শব্দের মায়াজাল ...............ইন্দ্রজালও বলা জেতে পারে ;)

আপনার লেখাগুলো একটু কঠিন হলেও পড়তে ভাল লাগে এর চমৎকার ছন্দময়তার জন্য ! :)

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভাল লাগছে বেশ ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

শায়মা বলেছেন: অনলি ফ্রুটস!!!!!!!!!:(

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: দক্ষিণ পূর্ব কোণে পিঠা আর ফিরনি আছে তো !!!

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৫

শায়মা বলেছেন: পিঠা আবার ফিরনিও!!!!!!!!

আমি তো ভেবেছিলাম সাওয়ার ক্রিম ।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১

কথাকথিকেথিকথন বলেছেন: রেসিপি নিয়ে আমার জ্ঞান সিমিত । তাই ওটাকে ফিরনি ( নাও হতে পারে ) বলে চালিয়ে দিলাম আর কি !!!

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২০

সাহসী সন্তান বলেছেন: শুধুমাত্র নামকরণই যে পোস্টের মাহার্ত্ব বহন করে, তার ভিতরের কথা গুলো আর নাইবা বললাম! এক কথায় অসাধারন!



পোস্টে প্লাস সহ ভাল লাগা জানিয়ে গেলাম! ভাল আছেন নিশ্চই?

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন: ভাল আছি বলবো না । ভাল আছি বললেই কেন যেন মন খারাপ লাগে !! হা হা

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২০| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৩

সাহসী সন্তান বলেছেন: ভাল আছি বললে যে কারো মন খারাপ লাগে সেইটা এই প্রথম জানলাম! তবে আপনি যে ভাল আছেন সেইটা বুঝতে পারছি। কারণ ভাল বলার পর যখন আপনি মন না খারাপ করার পক্ষপাতি তখনতো সেটা বোঝাটা স্বাভাবিক!



আমি কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করার মত কোন কাজ করিনি! শুধুমাত্র আমার দ্বায়ীত্ত্ব পালন করেছি মাত্র (মানে মন্তব্য ও প্লাস)! সুতরাং নো কৃতজ্ঞ থাকাথাকি! Ok?

ভাল থাকবেন! শুভ রাত্রি!

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: যাকে আপনি দায়িত্ব বলছেন তা কিন্তু দায়িত্ব না । ইটস আপ টু এন্ড অনলি আপ টু ইউ । সো দায়িত্বের কথা বলে সরমিন্দা করবেন না প্লিজ । এখানে 'মাস্ট' হবে না শুধু 'শুড' হবে ।

আপনিও ভাল হয়ে উঠুন এবং শুভ কামনা ।

শুভ রাত্রি । :)

২১| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৭

সায়েদা সোহেলী বলেছেন: কটকটির ঘটঘটি খটমটি শব্দের স্তূপ :-<


@ শায়মা , জুন আপু , যে নৃত্যশিল্পী দিয়ে সঙ্গীত চর্চা করায় ,সে চা এর সাথে ফ্রুটস সাওয়ার ক্রিম ছাড়া আর কি বা পরিবেশন করতে পারে !! ?? প্যান কেক এরও যা অবস্থা দেখছি । :P

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: মান ইজ্জত আর থাকলো না । থাকার মধ্যে এই মান ইজ্জতটুকুই যা ছিল !! নাহ আমি বনবাসে চলে যামু । লেখালেখি বাদ । ( অভিমানে চোখে জল আসার ইমো হবে )!!

সবাইকে ঢোল পিটিয়ে জানানোর কী হইলো শুনি !! ডিফারেন্ট ফ্লেবারের মজাই অন্যরকম । লেখা এবং খাবারে !! ফিলিং সেইরকম !!! হু হু

তারপরও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২২| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৫

ধমনী বলেছেন: কী জানি, বুঝলাম না। শেষের ২লাইন বুঝেছি।
একটু সহজ করে লিখলে আমার মতো কমবোদ্ধারা উপকৃত হতো।

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: সহজ করেই তো লিখা শুধু কিছু শব্দের এদিক ওদিক আর একটু ঘুরিয়ে লেখা !!!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৩| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯

রিকি বলেছেন: একটা আয়না, বগলদাবা করে নিয়ে যাচ্ছিল কুক্ষিগত শিরা । না, আমি দেখি নি সে আয়না, সেই নয়ন তো আমার নেই ! সে কাছে এসে মগজ খুলে বললো, আয়নায় কী দেখবে তোমার সুকেশী জোনাকজ্বলা নয়নদ্বয় ?

কুক্ষিগত কি?? B:-) আমার তো ভালো লেগেছে অনেক লেখা , কঠিন জিনিসের স্বাদ অন্যরকম হয়। :) +++++++

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: কুক্ষিগত- অন্যায়ভাবে দখল করা হয়েছে এমন ।

জেনে ভাল লাগলো আপনার স্বাদ লেগেছে । যাক একজনকে আমার দলে পেলাম !!! হা হা

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৪| ১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২

টোকাই রাজা বলেছেন: অবশেষে সেই ভেলায় আমার হৃদপিণ্ড পতাকা উড়িয়ে দিয়ে চিরতরে শান্ত করে দিলাম তোমাদের হৃদয়, সেখানে অযত্নে জমে থাকা কিছু রক্ত আর কখনো খুঁজে পাবে না....
একান্তই আমার মনের কথাগুলো বলেছেন। ধন্যবাদ। :)

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




জটিল করে তোলা শব্দের মালায় সেজে একটি নিমজ্জিত হৃদয়কে ভেলায় ভেসে যেতে দেখলুম ।

কৌটাসমেত কিছু ঘ্রাণ সযত্নে রেখেছিলাম খুব গোপনে .... এই লাইনটি ভালো লাগলো ।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

গেম চেঞ্জার বলেছেন: ওরে বাপরে...............

আমার মাথা ঘুরানি দিতাছে ক্যা..............

(হজম করতে বেশ কষ্ট হইতেছে ;) )

বিষন্নতায় মুক্তির বিরল কথনে প্লাস+

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: !!! এই নিন, এক কাপ চা পান করে নিন...



ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩

গেম চেঞ্জার বলেছেন: চা টা পাইয়ে (= পান করে) মাথা ধরাটা ছাড়লো।

এখন কন তো। এইরাম মাাথা ধরা লেখা কেম্নে লিখতে হয়?

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন: তা তো জানি না । লিখতে বসলে উল্টাপাল্টা চিন্তা এসে ভর করে !!! তবে লিখার মান ভাল নয়, তাই না লিখতে চাওয়াই ভাল চিন্তা হবে । আমার তো মাঝে মাঝে মনে হয় কাউকে শাস্তি দিতে হলে আমার লেখাগুলো পড়তে দিলেই যথেষ্ট হয়ে যাবে !! হা আহ হা

২৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৯

গেম চেঞ্জার বলেছেন: এতে যাকে শাস্তি দেয়া হলো তার জন্য শাপেবর হবে। হাঃ হাঃ হাঃ

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: হুঃ হুঃ হুঃ । সেটাই !

আরেহ নাহ, অতটা বুঝি !!!!

হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.