নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
একটি লাল শাড়ি উড়ছিল ছেলেটির স্বপ্নে
খুব পরিচিত অবয়ব, পদচিহ্ন অমলিন
সমুদ্রের প্রেম এক আকাশের নীল ঢেলে
কল্পনার বাহুলতায় ফেকাসে গোলাপ ।
শাড়ির আঁচল চেয়েছে, একটু ছুঁয়ে দাও
ছেলেটির ভয় - ছলনা নয় তো !
সে খুব হেসেছিল, দ্বিধান্বিত-
ছেলেটির আঁকড়ে রাখা নয়ন জোড়া দেখে
টলমলে জলে স্পর্শের সীমাহীন গভীরতা ।
ছেলেটির শূন্য পকেটে,
একটি সাদা গোলাপ ছিল- সুখের অগণিত পাপড়ি
কিন্তু সে চেয়েছে,
একটি লাল গোলাপ- দেয়াল মোড়ানো অজস্র মাখামাখি ।
আমার আছে একটি ছাইরঙের পৃষ্ঠা , আছে নীলরঙের কালি
রাত্রি জেগে রই- তাদের অপ্রকাশিত ভালোবাসা ব্যাখ্যা করবো বলে;
দু'টি ভিন্ন রঙের তারার ভবিষ্যত ইতিহাস মহাশূন্যে লিপিবদ্ধ করবো বলে ।
ছবি কৃতজ্ঞতাঃ নেট ।
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২০
কাজী মেহেদী হাসান। বলেছেন: ভালোবাসা ব্যাখ্যা করবো বলে -- এখানে মুগ্ধতা
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২১
ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: আমার আছে একটি ছাইরঙের পৃষ্ঠা , আছে নীলরঙের কালি
রাত্রি জেগে রই- তাদের অপ্রকাশিত ভালোবাসা ব্যাখ্যা করবো বলে;
দু'টি ভিন্ন রঙের তারার ভবিষ্যত ইতিহাস মহাশূন্যে লিপিবদ্ধ করবো বলে ।
বাহঃ চমৎকার।
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৩
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৪
ইমরাজ কবির মুন বলেছেন:
নামটা ইউনিক হৈসে!
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩০
ধমনী বলেছেন: ফেকাসে নাকি ফ্যাকাশে?
নামটা দারুণ..
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন: বাংলা অভিধান অনুযায়ী বানান দুটোই সঠিক ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬
তানজির খান বলেছেন: আহা প্রেম! সেই কবে দেখেছিলাম মেঘের ভেলা ভাসতে! দারুণ লাগলো কবিতা।
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৮| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৩
আজাদ মোল্লা বলেছেন: দারুণ হয়েছে ,
ছেলেটির শূন্য পকেটে,
একটি সাদা গোলাপ ছিল- সুখের অগণিত পাপড়ি
কিন্তু সে চেয়েছে,
একটি লাল গোলাপ- দেয়াল মোড়ানো অজস্র মাখামাখি । সুন্দর +++ হয়ে যাক ।
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৯| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৭
শাহেদ চৌধুরী বলেছেন: ভালো হয়েছে। কিন্তু পড়ছি আর গুলিয়ে ফেলছি
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: তেমন কঠিন কিছু নয় তো ছিল !
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১০| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৩
প্রামানিক বলেছেন: ছেলেটির শূন্য পকেটে,
একটি সাদা গোলাপ ছিল- সুখের অগণিত পাপড়ি
কিন্তু সে চেয়েছে,
একটি লাল গোলাপ- দেয়াল মোড়ানো অজস্র মাখামাখি ।
চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৪৬
ভ্রমরের ডানা বলেছেন: আমার আছে একটি ছাইরঙের পৃষ্ঠা , আছে নীলরঙের কালি
রাত্রি জেগে রই- তাদের অপ্রকাশিত ভালোবাসা ব্যাখ্যা করবো বলে;
দু'টি ভিন্ন রঙের তারার ভবিষ্যত ইতিহাস মহাশূন্যে লিপিবদ্ধ করবো বলে ।
চমৎকার কবিতা। খুব ভাল লেগেছে।
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আমার আছে একটি ছাইরঙের পৃষ্ঠা , আছে নীলরঙের কালি
রাত্রি জেগে রই- তাদের অপ্রকাশিত ভালোবাসা ব্যাখ্যা করবো বলে;
দু'টি ভিন্ন রঙের তারার ভবিষ্যত ইতিহাস মহাশূন্যে লিপিবদ্ধ করবো বলে ।
খুব সুন্দর কবিতা+
১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার আছে একটি ছাইরঙের পৃষ্ঠা , আছে নীলরঙের কালি
রাত্রি জেগে রই- তাদের অপ্রকাশিত ভালোবাসা ব্যাখ্যা করবো বলে;
দু'টি ভিন্ন রঙের তারার ভবিষ্যত ইতিহাস মহাশূন্যে লিপিবদ্ধ করবো বলে ।
অসাধারণ !!
ফেকাসে = কি ফ্যাকাসে হবে ?
অবশ্য কবির ভুল নাই
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০
কথাকথিকেথিকথন বলেছেন: ফেকাসে এবং ফ্যাকাশে- বাংলা অভিধান অনুযায়ী দুইটাই সঠিক ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ্! অসাধারণ লেখেছেন ভায়া। কবিতা পড়ে মনখুশ হয়ে গেল।
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । আপনার মন্তব্যে মজা পেলাম !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭
ঢাকাবাসী বলেছেন: সুন্দর !
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩
জুন বলেছেন: ভালোলাগা
+
১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬
মেহবুবা বলেছেন: চাওয়া পাওয়া তে দ্বিধাময় কবিতা।
১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন: হ্যা তাই । তবে দুটাই জরুরী !
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৮| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩
আরজু পনি বলেছেন:
বাহ্
আপনার নাম না দেখলে বুঝতামই না...
কাঠিন্যের খোলস থেকে বেরিয়ে দারুণ কবিতা ।
ভালো লাগা রইল ।
১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫
কথাকথিকেথিকথন বলেছেন: সুতরাং এটাই প্রমাণ করে আমি সহজও লিখতে পারি !!!! হা হা
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫
সাহসী সন্তান বলেছেন: প্রেমক্রিপশনঃ-
Rx,
(১)-Tab-প্যারাসিটামল হিসাবে প্রতিদিন সকালে ঘুম ভাঙ্গার পর দুই থেকে তিনবার করে প্রমিক/প্রেমিকার নাম জপ করতে হবে।
(২)-Cap- ওমিপ্রাজল/রেনিটিডিন মানে গ্যাসের ট্যাবলেট হিসাবে প্রতিদিন অন্তত পক্ষে প্রেমিক কে প্রেমিকার কাছে দশবার ফোনদিতে হবে। তবে প্রমিকা শুধু মিসকল দিলেও চলবে!
(৩)-Tab- নাপা/কোট্রিন হিসাবে প্রতিদিন নূণ্যতম পক্ষে টুনাটুনির মধ্যে একবার দেখা করতেই হবে।
(৪)-Cap- ডাইক্লোফেন মানে ব্যাথার ঔষধ সব সময় কাছে রাখাটা জরুরি। কারণ প্রেমিকের লেটফি জরিমানা হিসাবে পিঠে দুমাদুম দু'চার ঘা পড়তে পারে। তবে প্রেমিকা দেরি করলে লেডিস কনসেশন হিসাবে জরিমানা মওকুফ করা হবে!
(৫) হায়ার এ্যান্টিবায়োটিক হিসাবে রাতে ঘুমানোর আগে ইসপ্রিন বা ঐ জাতীয় কিছু খেয়ে নিতে হবে। তবে এ্যান্টিবায়োটিকটা হায়ার হবে না নরমাল হবে সেটা ডেটিংয়ের উপর নির্ভর করবে। রিলেশান ঠিকঠাক থাকলে নরমাল হলেও চলবে। তবে ছাড়াছাড়ি হইল হায়ারটাই বেটার হবে!
(এক সপ্তাহ পর রোগিরে নিয়ে চেম্বারে আসার অনুরোধ রইলো। যদি বেঁচে থাকে!)
________________________________________________________{♥সাহসী সন্তান♥}
বিঃদ্রঃ- আপনার কবিতা পোস্টে একটু মজা করলাম। আশাকরি কিছু মনে করবেন না? কবিতায় প্লাস সহ কবিকে ভাল লাগা জানিয়ে গেলাম!
১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা ।
প্রেম বিশেষজ্ঞ
ডাঃ সাহসী সন্তান, এফ সি পি এস,
এম নি পি এস, এমবিবিএস,
পি এইচ ডি ইন 'হার্ট অফ লাভ' ... !!!
মজার মন্তব্যে অনেক ভাল লাগলো ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২০| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫
কল্লোল পথিক বলেছেন: ছেলেটির শূন্য পকেটে,
একটি সাদা গোলাপ ছিল- সুখের অগণিত পাপড়ি
কিন্তু সে চেয়েছে,
একটি লাল গোলাপ- দেয়াল মোড়ানো অজস্র মাখামাখি ।
বাহ!চমৎকার কবিতা।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯
গেম চেঞ্জার বলেছেন: প্রেমক্রিপশন কিন্তু কাব্যে নাই।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন: আছে তো, শেষ স্তবকে ! পৃষ্ঠা, কালি নিয়ে বসে আছি তাদের উপসর্গ শোনার জন্য !!! হা হা
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১১
গেম চেঞ্জার বলেছেন: পরেমকরিপশন (২টা প্লাসের অভাব)
দিতে হইলে আপ্নে বসে থাকলে কি হইবে?
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন: ভবিষ্যতের জন্য অগ্রিম বসে আছি, যে তোমাদের মধ্যে কিছু হইলে আইসো !!
২৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৫
গেম চেঞ্জার বলেছেন: তো আমারে দিয়া ইস্টার্ট করেন দেখি......
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৮
কথাকথিকেথিকথন বলেছেন: আচ্ছা বসে রইলাম । দু'জনের মধ্যে ইতিবাচক এবং নেতিবাচক কোন প্রেমাউপসর্গ শুরু হওয়া মাত্রই জানাবেন অবশ্যই !! ইতিহাস লেখার পাশাপাশি প্রেমক্রিপশনও দিয়ে দেবো !!!
২৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লাগল
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৬| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০
চৌধুরী ইপ্তি বলেছেন: খুব ভালো।
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
নিমগ্ন বলেছেন: আহাহাঃ আপনি কি শুরু কইরচেন কন দেখি? এমনিতেই ব্লগে যে লুতুপুতু চলছে এর মাঝে যদি প্রেমকিরিপশিন দিয়া উস্কায়া দেন তাইলে ব্লগ তো পিরিমে পিরিমে ভাষান হই যাইবু_____।
খদার দুহাই লাগে ভাইসাব। আর উস্কায়া দিন না।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: জানতাম না তো ! আইচ্চা ঠিক আছে উস্কানী বন্ধ কইরা দিলাম !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৩
বনমহুয়া বলেছেন: প্রেমক্রিপশান আরও লিখেন যারা জেলাস তাদের কথায় কান দিয়েন না। আপনার প্রেম ক্রিপশন দারুন হইসে। যে দিসে এই প্রেমক্রিপশান জবাব দেন নাই।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: জবাব দেয়ার জন্য যথোপযুক্ত উপসর্গ জানা জরুরী । কিন্তু তারা তো শুধু প্রেমই করে যাচ্ছে, ক্রিপশনের জন্য আসছে না !!! টেনশানে আছি তাই, প্রেম তাদেরকে খেয়ে ফেলেনি তো আবার !!!!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৯| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: চমৎকার কথামালা আর ভাব-বন্দনা। ভালো লেগেছে।
১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩০| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯
জেন রসি বলেছেন: চমৎকার কবিতা।
আপনার অন্যান্য কবিতার চেয়ে দার্শনিক বিবেচনায় সহজ! কবিতার নামটাও অভিনব।
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩১| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:০৩
অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ।
১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৫
রুদ্র জাহেদ বলেছেন:
দু'টি ভিন্ন রঙের তারার ভবিষ্যত ইতিহাস মহাশূন্যে লিপিবদ্ধ করবো বলে ।
এটা সহজবোধ্য হয়েছে।খুব ভালো লাগল
+++