নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
নিক্ষেপ করা হলো আমার পুরো শরীর শিকলবন্দী করে
শেষোক্ত নির্যাস কেড়ে নিতে প্রেমভুক্ত নগরীর নিশ্বাসে
হানা দিলো কিছু কর্কশ আওয়াজ যন্ত্রণা কারিগর সেজে
হৃদয়ের শিরায় অজস্র বর্বর ঘা উত্তমরূপে বসিয়ে দিতে
এই শেষ নিরীক্ষা অবশিষ্ট কোন নির্যাসের সন্ধান পেতে ।
আদপে শূন্যের মাঝ বিন্দুতে হৃদয় কুক্ষিগত এক দৃষ্টিহীন মরুভূমির কাছে...
এমন কোন সংবাদপত্রের খোঁজ পাওয়া যায় নি
যেখানে আমার শিরোনামে কিছু অর্থহীন যন্ত্রণা প্রকাশ হবে
যেখানে নিরপেক্ষ কলামিস্ট আমার আঁধার রহস্য পুঙ্খানোপুঙ্খ বিশ্লেষণ করবে ।
কোন এক সমুদ্রক্ষণে
হৃদয় অস্থিমজ্জার সমস্ত শিকল একে একে ছিঁড়ে
ক্ষত বিক্ষত হৃদয়ের দেহটুকু বহন করে
অজস্র তির্যক আলোকবর্ষ উপেক্ষা করে
প্রেমভুক্ত নগরীর ক্ষণিকের জলে ভিজে বোধহীন মহাশূন্যে ভেসে রইলাম ।
অতঃপর, না ফেরার নিষিদ্ধ পত্রে প্রতিজ্ঞাবদ্ধ দস্তখত গ্রহণ করে
হৃদয়ের দেহে ক'ফোঁটা আলো পুরে একটা নিজস্ব আবাস গড়ে দিল অদেখা অহংকারী ।
আর সেই প্রেমভুক্ত নগরী এখনো-
রাতের আবেগী অনুভবে আমার প্রেমে মাখে,'দেখো ! ঐ তারাটা কত উজ্জ্বল আলোয় মিটমিট করছে !'
ছবি কৃতজ্ঞতা- নেট ।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯
ইমরাজ কবির মুন বলেছেন:
awh wow!
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯
মাহবুবুল আজাদ বলেছেন: মুগ্ধতা কিছু সময় অসাড় হয়ে পড়ে, শুধু নিথর চেয়ে থাকে। আমিও চেয়ে থাকি- অসাধারণ।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন: নিক্ষেপ করা হলো আমার পুরো শরীর শিকলবন্দী করে
শেষোক্ত নির্যাস কেড়ে নিতে প্রেমভুক্ত নগরীর নিশ্বাসে
হানা দিলো কিছু কর্কশ আওয়াজ যন্ত্রণা কারিগর সেজে
হৃদয়ের শিরায় অজস্র বর্বর ঘা উত্তমরূপে বসিয়ে দিতে
এই শেষ নিরীক্ষা অবশিষ্ট কোন নির্যাসের সন্ধান পেতে ।
সুবিশাল লাইনটা সমস্যায় ফেলেছিল পাঠককে। উতরাতেই চমৎকৃত হলাম।
তৃতীয় +
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: দুই লাইন করে পড়ে এবং শেষের লাইনটা আলাদা করে পড়লেই সহজ হবে ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৮
রাজসোহান বলেছেন: অসাধারণ লেগেছে!
১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫
সুমন কর বলেছেন: অতঃপর, না ফেরার নিষিদ্ধ পত্রে প্রতিজ্ঞাবদ্ধ দস্তখত গ্রহণ করে
হৃদয়ের দেহে ক'ফোঁটা আলো পুরে একটা নিজস্ব আবাস গড়ে দিল অদেখা অহংকারী ।
আর সেই প্রেমভুক্ত নগরী এখনো-
রাতের আবেগী অনুভবে আমার প্রেমে মাখে,'দেখো ! ঐ তারাটা কত উজ্জ্বল আলোয় মিটমিট করছে !'
ভালো লাগল।
১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৭| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬
টোকাই রাজা বলেছেন: এমন কোন সংবাদপত্রের খোঁজ পাওয়া যায় নি
যেখানে আমার শিরোনামে কিছু অর্থহীন যন্ত্রণা প্রকাশ হবে। দারুন
১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৮| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১
হাসান মাহবুব বলেছেন: সেইরকম পেইন! ভাল্লাগসে।
১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫
কথাকথিকেথিকথন বলেছেন: হুহু !
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৯| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯
তানজির খান বলেছেন: দারুণ কবিতা। খুব ভাল লেগেছে ভাই।
"এমন কোন সংবাদপত্রের খোঁজ পাওয়া যায় নি
যেখানে আমার শিরোনামে কিছু অর্থহীন যন্ত্রণা প্রকাশ হবে
যেখানে নিরপেক্ষ কলামিস্ট আমার আঁধার রহস্য পুঙ্খানোপুঙ্খ বিশ্লেষণ করবে "
অনবদ্য শব্দ চয়ন
১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১০| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২
বনমহুয়া বলেছেন: বুঝাই দেন।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন: এখানে আমাদের সকলের কথাই বলেছি । আমাদের যাপিত জীবনে পরিবার, সমাজ, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব হচ্ছে প্রেম অভুক্ত । তারা সবসময় চায় তাদের ভালবাসা দিতে, প্রেম দিতে । তাদের মন কখনো ভরে না । তাই তারা প্রেমের জন্য চির অভুক্ত । যখন আমার কাছে আর বিলিয়ে দেয়ার মত কোন প্রেম নেই তখনও তারা চায় প্রেম দিতে, ভালবাসা দিতে । অবশেষে একদিন তাদের কাঁদিয়ে বন্ধনের সকল শিকল সবার থেকে ছিঁড়ে নিয়ে আমার মৃত্যু হয় । এরপর একটা কাল্পনিক দৃশ্য এঁকেছি, আমার হৃদয় মহাশূন্যে চলে যায়, সেখানে অদেখা একজন অহংকারী আমার হৃদয়কে তারায় রূপ দেয় । আর তখনও সেই ফেলে যাওয়া প্রেমে অভুক্ত সকল আমাকে রাতের আকাশে দেখে প্রেম নিতে চায় ।
তার মানে আমি মরেও মুক্ত নয় দায়বদ্ধতা থেকে । আর 'আমি' হচ্ছে আমরা সকল । সো আমিও আমার আপনজন সকল ত্থেকে যত্ন, প্রেম ভালবাসা পেতে মুখিয়ে থাকি সবসময় আবার তারাও আমার থেকে পেতে ।
বিঃ দ্রঃ কবিতা মানে বহুমুখী ভাবনা । তাই পাঠকের মনে নানামুখী অনুভূতি আসতে পারে । আর এতে তাঁরা স্বাধীন ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
১১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
অর্বাচীন পথিক বলেছেন: কিছু বলার নেই !!!
এক কথায় দারুন
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮
বনমহুয়া বলেছেন: ব্যাখার জন্য ধন্যবাদ।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪১
কথাকথিকেথিকথন বলেছেন: বিনীত মন্তব্যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১
প্রামানিক বলেছেন: অনেক সুন্দর কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ
১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:১৭
তুষার আহাসান বলেছেন: "অতঃপর, না ফেরার নিষিদ্ধ পত্রে প্রতিজ্ঞাবদ্ধ দস্তখত গ্রহণ করে
হৃদয়ের দেহে ক'ফোঁটা আলো পুরে একটা নিজস্ব আবাস গড়ে দিল অদেখা অহংকারী ।"
মন ছুঁয়ে গেল।
১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩
তার আর পর নেই… বলেছেন: আপনার এই কবিতা আমার কাছে সহজ লাগলো। শেষের দুই স্তবক বেশি ভাল লেগেছে।
মন্তব্যের ঘরে অবশ্য আপনি ব্যাখ্যাও দিয়েছেন। প্লাস।
১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার সহজ লেগেছে জেনে ভাল লেগেছে অনেক ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬
জেন রসি বলেছেন: না পাওয়ার আক্ষেপে মৃত্যু যন্ত্রণা।
কবিতা ভালো লেগেছে।
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩
মনিরা সুলতানা বলেছেন: আপনার লেখা আমার ভাল লাগে ..
২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন: জেনে প্রিত হলাম অনেক । আপনার লেখাও অনেক অনেক ভাল,পড়তে ভাল লাগে ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৮| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১
উল্টা দূরবীন বলেছেন: পিনিক নিয়েই পড়তে হলো। সেই হয়েছে।
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৩
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা ! পিনিক !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৯| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০
আবু শাকিল বলেছেন: আমার জন্য কঠিন কবিতা
২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা ততদিক কঠিন নয় বৈকি !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২০| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০৩
রেজওয়ান তানিম বলেছেন: ভাল লা্গল
২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২১| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটি প্রথম শ্রেণীর কাব্যে ভাল লাগা
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২২| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
সাহসী সন্তান বলেছেন: একটি তারা? সেইটা কি আমাদের প্রিয় কবি কথাকথি (নামটা আজ পর্যন্ত উচ্চারণই করতে পারলাম না)?
চমৎকার কবিতা এবং সেই সাথে বন মহুয়ার মন্তব্যের প্রতিউত্তরে আপনার ব্যাখ্যা অসাধারণ! নান্দনিক কবিতায় ভাল লাগা রেখে গেলাম।
বিঃদ্রঃ- নেট চালু রেখে একটা কাজ করছিলাম। আমি ভাল আছি ভাপু (ভাইয়া+আপু, সঠিক জানিনা বলেই এই পদ্ধতি)! আপনি নিশ্চই ভাল আছেন?
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন: তারা বলে তো আমাকে মনে হয় মেরে ফেললেন !! হা হা
আমি আলহামদুলিল্লাহ ভাল আছি ।
২৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২
সাহসী সন্তান বলেছেন: তারা বলতে আমি আকাশের তারাকে বুঝিয়েছি কিন্তু! আপনি আবার ভুল বুইঝা মারা যাইয়েন না? তাইলে কিন্তু সামু একটা জিনিয়াস কবিকে হারাবে, আর আমরা হারাবো সহ ব্লগারকে!
ভাল আছেন জেনে ভাল লাগলো! এভাবেই ভাল থাকবেন সব সময়, সর্বক্ষণ!
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০
কথাকথিকেথিকথন বলেছেন: জিনিয়াস কবি !!! শীত একটু বেড়ে গেলো নাকী কে জানে !!
আপনিও ভাল থাকুন অশেষ আর আমাদের উচ্চমার্গীয় লেখা উপহার দিয়ে যান ।
শুভ কামনা অনেক ।
২৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩
সাহসী সন্তান বলেছেন: শীত বেশি লাগলে কম্বলকে সঙ্গী করেন! কারণ সেই বর্তমান শীত সমস্যার অন্যতম সমাধান! পরে অাবার ঠান্ডা লেগে যাইবার পরে। তখন নতুন কবিতার কথা বললে তো ছুতো ধরবেন-
"উহুহু, ভাই ঠান্ডায় শরীরটা কাহিল!"
ঐ সব চইলতো না!
আমার একটা পোস্ট করতে অনেক দেরি লাগে ভাপু (কনফিউশনটা কি দূর করণ যায় না?) তার উপরে বিজি, মানে দৌঁড়ের উপরে থাকি সব সময়! বিশেষ করে প্রত্যেক বছরের এই সময়টাতে! অাপনি বরং এমন সুন্দর সুন্দর কবিতা লেখেন, আর আমরা সেগুলো পড়ে বাহবা দেই!
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতারে ঠান্ডায় ধরছে । সেও লেপের তলে লুকাইয়া আছে । বাইর হতে চাচ্ছে না !!!
কঠিন এবং জ্ঞানগর্ব পোস্ট তো দেরীতেই আসবে । আর আমরাও ততদিনে ব্রেইনটাকে রেস্ট দিয়ে নিতে পারবো আপনার পোস্ট পড়ার জন্য ।
আমার ছন্দহীন অহেতুক শব্দেভরা কবিতাকে সুন্দর বলায় টেনশানে পড়ে গেলাম !!!!
২৫| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৮
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা। নান্দনিক কবিতায় ভাল লাগা রেখে গেলাম।
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৬| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২
জুন বলেছেন: অনেক ভালোলাগা রইলো কবিতায় ।
+
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৭| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫০
গেম চেঞ্জার বলেছেন: প্রেমে তৃপ্ততা আসার সম্ভাবনা আছে। তবে তা খাঁটি ভালবাসায় না, কলংকিত ভালবাসায়।
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
কথাকথিকেথিকথন বলেছেন: তবে খাঁটি ভালবাসায় তৃপ্তি অল্প হলেও দীর্ঘস্থায়ী হয় । কলংকিতে ক্ষণিকের তৃপ্তি, পরে যা বিস্বাদে পরিনত হয়, জীবন বড়ই যাতনাময় ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৬
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কবিতা।খুব ভাল্লাগছে
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১
কথাকথিকেথিকথন বলেছেন: আপনি কেমন আছেন ? অনেকদিন পর ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪
রুদ্র জাহেদ বলেছেন: আমি ভালো আছি।পরীক্ষা শুরু হবে,তাই ভার্চুয়ালে কম আসা হয়।আপনি কেমন আছেন কবি?
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন: খুব ভাল । পরীক্ষার জন্য ভার্চুয়াল থেকে ছুটি নেয়া উচিত ।
আমি ভাল আছি, আলহামদুলিল্লাহ ।
শুভ কামনা রইলো অনেক ।
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ মাইন্ড গেম! কবিতায় বিমুগ্ধতা ছড়িয়েছেন।