নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
তোলা থাক হৃদয়ের কৌটোটা, কাউকে দেবো না !
চাইলেই দেবো না, সুখের বেফায়দা আবাস আমার চাই নে
অবিশ্বাসের বিশ্বাস আমায় গ্রাস করুক তাও আমি চাই নে
সময়ের লেনাদেনায় ইচ্ছে করে ঠকতেও আমি চাই নে
হৃদয়ের লৌকিকতায় গড়তে চাই নিজস্ব আঙিনা ।
হৃদয়ের সুস্থতায় দরকার সঠিক পরিচর্যা !
অহেতুক ভালোবেসে অপরাধী হয়ে থাকতে চাই নে
যন্ত্রণার শিকল পরে মুখে হাসি ফুটিয়েও থাকতে চাই নে
শুধু শুধু বুকে জমিয়ে রাখার মত কান্নাও আমি চাই নে
সুখ দেখিয়ে যদি খিলখিলিয়ে হাসবো
তবে দুঃখ দেখিয়েও হাউমাউ করে কাঁদবো
হাসি এবং কান্নার সমাধিকার আমি দিতে চাই ।
হৃদয়ে পুষে রাখা ভালবাসার নিরাপদ আবাস চাই
ছলাকলায় ভেঙ্গে যাক হৃদয় তা আমি চাই নে
নিষিদ্ধ ছোঁয়ায় পাপ জমুক তাও আমি চাই নে
কারো যন্ত্রণার কারিগরও হতে আমি চাই নে
ভালোবাসা পেয়ে যদি আমি সুখ পাবো
তবে ভালবাসা দিয়ে প্রয়োজনে আমি দুঃখ নেবো
ভালবাসার মাপকাঠি হবে দুটি হৃদয়ের আদান-প্রদান ।
হৃদয়ের জন্য চাই সঠিক মনের আস্থা
আস্থাশীল ভুল পথের মন আমি চাই নে
আস্থাহীন সঠিক পথের মনও আমি চাই নে
হৃদয় হোক প্রতারিত তাও আমি চাই নে
আস্থাশীল সঠিক মনে যদি পাই সুখ
তবে নিতেও রাজি আমি সেই মনের দুখ
তবুও হৃদয় পাবে নিজস্ব এক আবাস।
অতঃপর হৃদয়টাকে অলৌকিকতায় ছেড়ে দেবো !
কারণ সেখানে আর হারাবার ভয় নেই
হৃদয় উড়বে নিজস্ব সাজে মুক্ত বুকের আকাশে
সাজাবে সূর্য, চন্দ্র, তারা, নক্ষত্রের শোভায়
কেড়ে নেবে সুখ দুঃখ যখন-তখন ইচ্ছেমতন
ঝরাবে বৃষ্টি উভয়রকম, লাগবে যখন হৃদয়ের যতন !
ছবি কৃতজ্ঞতা- নেট ।
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৩
কথাকথিকেথিকথন বলেছেন: কঠিন লিখতে মন চাইলো না তাই সোজা লিখলাম !!
হুম সেটাই ।অপাত্রে কিছু দেওয়া এবং নেওয়া দুটাই ক্ষতিকর ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০১
খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছবি, সুবিবেচিত রোডম্যাপ।
হৃদয়ে পুষে রাখা ভালবাসার নিরাপদ আবাস চাই -- কবিতার শ্রেষ্ঠ চরণ।
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৫
কথাকথিকেথিকথন বলেছেন: সুবিবেচনা হয়েছে জেনে ভালো লাগলো ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩২
সুমন কর বলেছেন: যান, আপনাকে আর চাইতে হবে না..... (ফান)
কবিতা, ভালো লেগেছে। +। ছন্দ আর ভাবটাও কিন্তু দারুণ হয়েছে।
সুখ দেখিয়ে যদি খিলখিলিয়ে হাসবো
তবে দুঃখ দেখিয়েও হাউমাউ করে কাঁদবো
হাসি এবং কান্নার সমাধিকার আমি দিতে চাই ।
২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা !চাইবো না !!!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২৩
সামাইশি বলেছেন: কবিতাটি পড়ে ভালো লাগলো। শুভেচ্ছা রইলো।
২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৫
রূপক বিধৌত সাধু বলেছেন: "ভালোবাসা পেয়ে যদি আমি সুখ পাবো
তবে ভালবাসা দিয়ে প্রয়োজনে আমি দুঃখ নেবো
ভালবাসার মাপকাঠি হবে দুটি হৃদয়ের আদান-প্রদান ।" যথার্থই ।
২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০২
শামছুল ইসলাম বলেছেন: খুব ছন্দময়, সুন্দর ভাবের কবিতা। ভাল লেগেছে।
//হৃদয়ের জন্য চাই সঠিক মনের আস্থা
আস্থাশীল ভুল পথের মন আমি চাই নে
আস্থাহীন সঠিক পথের মনও আমি চাই নে
হৃদয় হোক প্রতারিত তাও আমি চাই নে
আস্থাশীল সঠিক মনে যদি পাই সুখ
তবে নিতেও রাজি আমি সেই মনের দুখ
তবুও হৃদয় পাবে নিজস্ব এক আবাস।//
"হৃদয়ের হৃদ্যতার অপ্রকাশিত রোডম্যাপ"-এ কবি হৃদয়ের এমন স্বচ্ছ, নির্ভেজাল,নিখাঁদ, সোজা রোডম্যাপ দেখে খুব ভাল লাগল।
কিন্তু যার জন্য এই রোডম্যাপ, তার কি এত সহজ রোডম্যাপ পছন্দ হবে, না একটু জটিল রোডম্যাপ পছন্দ হবে?
কে জানে?
ভাল থাকুন। সবসময়।
২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন: প্রশ্নটা বিতর্কিত বলেই আমার মনে হয় । কেউ কঠিনে ভালবাসে কেউ সহজে !
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬
তার আর পর নেই… বলেছেন: একটা ব্যাপারে খুব অবাক হয়েছি। হঠাৎ করে এত সহজ করে লিখে ফেললেন , তাও এমন করে ,মনে হচ্ছে এ যেন কাউকে বলা …শর্ত তারপর হৃদয় অলৌকিকতা ছেড়ে দেওয়া …+++
২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৭
কথাকথিকেথিকথন বলেছেন: মাঝে মাঝে ব্যতিক্রমে হাঁটতে ভাল লাগে না হয় একগেয়ে লাগে । তাই সহজ করে লেখার চেষ্টা ।
আদপে এমন কাউকে বলা হয় নি আবার সবাইকেই বলা হয়েছে !!!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১
আবু শাকিল বলেছেন: কবি হৃদয়ের সুচিকিৎসা ঠিক মত হচ্ছে ত নাকি হাহাকার।
কবিতা ভাল্লাগছে।
"হৃদয়ের সুস্থতায় দরকার সঠিক পরিচর্যা !
অহেতুক ভালোবেসে অপরাধী হয়ে থাকতে চাই নে
যন্ত্রণার শিকল পরে মুখে হাসি ফুটিয়েও থাকতে চাই নে
শুধু শুধু বুকে জমিয়ে রাখার মত কান্নাও আমি চাই নে
সুখ দেখিয়ে যদি খিলখিলিয়ে হাসবো
তবে দুঃখ দেখিয়েও হাউমাউ করে কাঁদবো
হাসি এবং কান্নার সমাধিকার আমি দিতে চাই"
২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা ! পরিচর্যার চেষ্টা চলছে !! তবে হৃদয় বলে কথা, সে তো বড়ই আনাড়ি !!!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৯| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০
জেন রসি বলেছেন: হৃদয়ঘটিত ভারসাম্য!!
সহজ এবং চমৎকার।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১০| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩
অশ্রুত প্রহর বলেছেন: অনেক সুন্দর কবিতা। কবিতাটি পড়ে ভাল লাগল অনেক।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
রাজিয়া সুলতানা বলেছেন: "তোলা থাক হৃদয়ের কৌটোটা, কাউকে দেবো না !
চাইলেই দেবো না, সুখের বেফায়দা আবাস আমার চাই নে
অবিশ্বাসের বিশ্বাস আমায় গ্রাস করুক তাও আমি চাই নে
সময়ের লেনাদেনায় ইচ্ছে করে ঠকতেও আমি চাই নে
হৃদয়ের লৌকিকতায় গড়তে চাই নিজস্ব আঙিনা ।"
সবচেয়ে ভালো লাগা লাইন।। ঠিক তো সুখের বেফায়দা আবাস আমার চাই নে!
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৫
কথাকথিকেথিকথন বলেছেন: হুম, সেটাই !
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
সাহসী সন্তান বলেছেন: মাত্র পাঁচ প্যারার বত্রিশ লাইনের একটা সহজ সরল কবিতা। আর এই বত্রিশ লাইনের কবিতায় সব থেকে বেশিবার যে শব্দটা ব্যবহৃত হয়েছে সেটা হলো 'হৃদয়'! সব থেকে বেশি অবাক হয়েছি, প্রত্যেকটা প্যারার শুরুর লাইনটাতে 'হৃদয়' শব্দটা এসেছে! মনে হচ্ছে হৃদয়টাকে নিয়ে বেশ চিন্তিত আছেন......?
অনেক সুন্দর প্রঞ্জল কবিতায় প্লাস সহ ভাল লাগা জানিয়ে গেলাম! শুভ কামনা জানবেন!
বিঃদ্রঃ- এমন সহজ কবিতা লেখা হঠাৎ কোথা থেকে শিখলেন কথাকথি?
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৪
কথাকথিকেথিকথন বলেছেন: হুম হৃদয়টা নিয়েই তো সব ভেজাল ! এদিক ওদিক দৌঁড়ায় !!! হা হা
বিঃদ্রঃ- তা তো ন পারি বলিতে, কীভাবে যেন কী হয়ে গেল !!!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
সুপ্রিয় পাঠকেরা যে যা-ই বলুক, আমার কাছে এটাকে কবিতা বলে মনে হয়নি ।
কথার উপস্থাপনা কাব্যিক নয় যেমনটা আপনার অন্য কবিতার গায়ে দেখেছি ।
তাড়াহুড়ো ছিলো কি ?
শুভেচ্ছান্তে ।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৯
কথাকথিকেথিকথন বলেছেন: তাড়াহুড়ো ছিলো না । আমি জানি এই কবিতায় কাব্যিকভাব একটু কম, ইচ্ছে করেই রেখেছি । মূলত এই কবিতায় আত্মকেন্দ্রিক কিছু ভাবনার প্রকাশ ছিলো তাই অতটা ডীপে যাই নি ।
আর মাঝে মাঝে কাব্যহীন কবিতাও লিখতে মন চায়, তাই এই কবিতায় তা প্রবেশ করানোর চেষ্টা করেছি !!! হা হা
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
আপনার জন্যও শুভেচ্ছা রইলো ।
১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭
ইমরাজ কবির মুন বলেছেন:
গ্রান্ডে!
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৩
কথাকথিকেথিকথন বলেছেন: গ্রান্ডে শব্দটা মনে হয় জার্মানী , সাথে আশ্চার্যবোধক চিহ্ন, তার মানে উচ্ছ্বসিত কোন কিছু !!! হা হা
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা
অসম্ভব ভাল লেগেছে
নিরন্তর শুভ কামনা জানবেন কবি।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: চাই নে বারংবারতা বিরক্তি ধরিয়ে দিচ্ছিল।
প্রথম দুইস্তবক পড়ার পর মনোযোগ চলে যাচ্ছিল। ছন্দটাও ধরতে পারি নি। সেক্ষেত্রে সাহায্য চাইছি।। বুঝিয়ে দেবেন আশাকরি। অনেক সময় সাধারণ জিনিস পাশ কাটিয়ে যাই। আমার ব্যর্থতা হিসেবেই নিচ্ছি।
আপনার সামর্থ্য প্রশ্নাতীত। ভালো কিছুর অপেক্ষায়।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন: হৃদয় আদানপ্রদানে কী কী চাই নে এবং কী কী চাই তার একটি বর্ণনা দিতে চেয়েছি কবিতায় । আর 'চাই নে' শব্দটা মোলায়েম এবং আন্তরিক ভাবের প্রকাশ ঘটানোর জন্য ব্যবহার করেছি ।
পুরো কবিতায় যতগুলো 'চাই নে' দিয়ে শেষ হওয়া চরণ আছে সবগুলো একসাথে করলে বুঝা যাবে ভালবাসা আদান প্রদানে আমি কী কী চাই না । তার সাথে আপনার লিস্টটা মিলতেও পারে নাও মিলতে পারে । এ ক্ষেত্রে আপনিও আপনার লিস্ট সাজাতে পারেন, আপনি কী চান না, কী চান । আর হয়তো আপনি একটি নির্দিষ্ট মাপকাঠি তৈরী করতে সমর্থ হবেন !!!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬
আরজু পনি বলেছেন:
দম নিতে আপনার পোস্টে এলাম ।
সমঅধিকারে আমি কখনই বিশ্বাসী না...বরং আমি সাম্যে বিশ্বাস করি।
কিন্তু আপনার লেখা পড়ে আমার সত্যিই হাসি-কান্নার সমঅধিকার চাইতে ইচ্ছে করছে ।
কবিতার অনেকগুলো কথা নিজের মনে হলো...
সেই সাথে কথাকথিকেথিকথন এর পেছনের লেখককে অস্থির দেখলাম যেনো ! এটাও কবির এক রূপ হয়তো ।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন: দম নিতে এসেছেন !! তার মানে আমার বাড়িতে সবুজ অভয়ারণ্য !!! খুব ভাল তো !!!!
সমাধিকার অনেক ক্ষেত্রেই ভাল আবার ভালোও না, এডজাস্ট করারও ব্যাপার থাকে বৈকি ।
আপনার মনাঞ্চলের সাথে মিলেছে জেনে ভাল লাগলো !!
লেখক সবসময় অস্থির (শুধু কবিতা লেখার সময় ছাড়া!!) । হা হা
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৪
☺ বলেছেন: বাহঃ দারুণ লিখেন আপনিও। অনেক ভাল লাগলো।
অনেক ভাল থাকুন। সুস্থ থাকুন। হাসিতে ফুটুক আপনার অনাগত সন্তানদের মুখ অথবা বর্তমান সন্তানদের মুখ।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩
কথাকথিকেথিকথন বলেছেন: হাসিতে ফুটুক আপনার অনাগত সন্তানদের মুখ অথবা বর্তমান সন্তানদের মুখ ।- আপনার এই লাইনটায় কিছুক্ষণ তাকিয়ে ছিলাম !!!।বাই দ্যা ওয়ে, সুদূর ভবিষ্যত শুভ কামনায় অনেক ধন্যবাদ ।
আপনার জন্যও শুভ কামনা রইলো ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০২
মানবী বলেছেন:
"অতঃপর হৃদয়টাকে অলৌকিকতায় ছেড়ে দেবো !
কারণ সেখানে আর হারাবার ভয় নেই
হৃদয় উড়বে নিজস্ব সাজে মুক্ত বুকের আকাশে
সাজাবে সূর্য, চন্দ্র, তারা, নক্ষত্রের শোভায়
কেড়ে নেবে সুখ দুঃখ যখন-তখন ইচ্ছেমতন
ঝরাবে বৃষ্টি উভয়রকম, লাগবে যখন হৃদয়ের যতন"
- এমন সম্ভব হলে কি ভাল না হতো।
দুঃখজনকভাবে হৃদয়টাও বড় বেশি বাস্তববাদী!
আরেকটি চমৎকার কবিতার জন্য ধন্যবাদ আপু।
২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন: হুম, এমন হলেই ভাল হতো !
আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২০| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:১৯
বৃতি বলেছেন: তোলা থাক হৃদয়ের কৌটোটা, কাউকে দেবো না ! যুক্তি দিয়ে যদি হৃদয়কে সত্যি শাসন করা যেতো!
ভালো লাগলো কবিতাটি।
২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন: আসুন আমরা সবাই আজকে থেকে শাসন করা শুরু করি !!! হা হা
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৪
রাবার বলেছেন: কেড়ে নেবে সুখ দুঃখ যখন-তখন ইচ্ছেমতন
ঝরাবে বৃষ্টি উভয়রকম, লাগবে যখন হৃদয়ের যতন !
দারুন আপি। +++++++
২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৫
জুন বলেছেন: ছলাকলায় ভেঙ্গে যাক হৃদয় তা আমি চাই নে
নিষিদ্ধ ছোঁয়ায় পাপ জমুক তাও আমি চাই নে
কারো যন্ত্রণার কারিগরও হতে আমি চাই নে
সবাই তো এমনটাই চায় কথা কথি কিন্ত তা কি পায় ? মনে হয় না ।
২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭
কথাকথিকেথিকথন বলেছেন: কেউ পায় হয়তো কেউ পায় না, কিন্তু হৃদয়ে তো তা ঘোরাফেরা করে কারো কারো !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১১
অগ্নি সারথি বলেছেন: হৃদয়ের সুস্থতায় দরকার সঠিক পরিচর্যা !
অহেতুক ভালোবেসে অপরাধী হয়ে থাকতে চাই নে
যন্ত্রণার শিকল পরে মুখে হাসি ফুটিয়েও থাকতে চাই নে
শুধু শুধু বুকে জমিয়ে রাখার মত কান্নাও আমি চাই নে
সুখ দেখিয়ে যদি খিলখিলিয়ে হাসবো
তবে দুঃখ দেখিয়েও হাউমাউ করে কাঁদবো
হাসি এবং কান্নার সমাধিকার আমি দিতে চাই । - সুন্দর কবিতা।
২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
২৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩
মনিরা সুলতানা বলেছেন: বে হাত হবার চাইতে কৌটা তেই ভাল
২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা , একদম ঢাকনা মেরে রেখে দিতে হবে !!!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬
হাসান মাহবুব বলেছেন: সুখপাঠ্য।
২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: অনবদ্য রচনা। আমি ছন্দ তেমন বুঝি না । তবুও ভাল লাগল।
হৃদয়ের সুস্থতায় দরকার সঠিক পরিচর্যা !
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৭| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪২
সায়েদা সোহেলী বলেছেন: হৃদয়ের হৃদ্যতার অপ্রকাশিত রোডম্যাপ ! শিরোনাম দেখে মনে করেছিলাম বিশাল গাড়ি বহরের খটমটে কিছুতে চোখের এক্সারসাইজ করতে হবে , বাট পুরাই টাস্কিত !!! কবির নাম তিন বার চেক করছি !!! ভুল দেখলাম নাকি !!! কবিতা বোধগম্য হয়ে গেল যে !!
কেমনে কি ?????
কবিতার নাম ভালো হয়েছে , তবে বাস্তবতা অন্য , "হৃদয় " হইতেছে কঠিন বজ্জাত শ্রেণীর প্রকাশিত অপ্রকাশিত কোন রোড ম্যাপ ধরিয়াই সে চলিত না ।
++ দিলাম কটকটি
২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা, তাহলে তো ভালই বোকা বানিয়ে দিলাম !!! শক্তের মধ্যে কোমল !!!! সামনে কিন্তু আবারও লোহা লংকর নিয়ে আসবো...!! হা হা হুহু
হুম হৃদয় সবসময় ব্রেক ফেইল এর ভেতরে থাকে ! এই নিয়েই তো টেনশানে থাকতে হয় !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৮| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬
খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার কবিতা। ভাল লেগেছে ভীষণ। নিরন্তর ভাল থাকা হোক।
২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
আপনিও ভাল থাকুন সবসময় ।
২৯| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
প্রামানিক বলেছেন: অনেক সুন্দর কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩০| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০০
তৌফিক মাসুদ বলেছেন: দারুন কথাগুলো।
শুভকামনা রইল।
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
আপনার জন্যও শুভকামনা রইলো ।
৩১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৩
রুদ্র জাহেদ বলেছেন: এতো হৃদয় নিয়ে বিশাল ব্যাপার।প্রথমত একান্ত নিজের জন্য তারপর সঠিক মনের মতো মানুষ নিয়ে চয়ন...
সহজ ভাষা...অসাধারন
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬
কথাকথিকেথিকথন বলেছেন: হুম...
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩২| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:০৪
অতঃপর হৃদয় বলেছেন: অপ্স দারুণ।
১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩১
গেম চেঞ্জার বলেছেন: এতো সহজ করে লিখলেন এবারের কবিতা? ব্যাপার কী?
হৃদয়ের জন্য চাই সঠিক মনের আস্থা
এই কথাটি শতভাগ গুরুত্বপুর্ণ কথা। হৃদয় দিতে হলে যেনতেন জায়গায় দিয়ে ফেললে সুর্য, চন্দ্র, তারা, নক্ষত্রের শোভা কিভাবে সাজানো হবে? মোটেই না।