নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
সময় যখন হারিয়ে যাওয়ার তখন এসেছিলে তুমি
উদ্বাস্তু করে দিলে সকল ভাবনায় শর্ত মেখে দিয়ে
হৃদয়ের বিস্তৃত মাঠে লেপ্টে গেলো তোমার সবুজ
গহীনে পথ হারিয়ে তোমার পদচিহ্ন অমলিন সূর্য
নিস্তব্ধ আঁধারের ঠিকানায় তুমি হলে পূর্ণিমার চাঁদ
তোমায় ভালবাসবো বলে একফোঁটা জল গড়িয়ে
হৃদয়ের সকল রূপ পবিত্র করে দিলো বেখেয়ালে
নিঃশ্বাসে পেলাম বুকে অকৃত্তিম সুখের পালাবদল
তোমার যত্নে হৃদয়ের ঋতুচক্র করেছে মনখারাপ
তোমার আগমনের ক্ষণে ক্ষণে দিশাহারা মেঘদল
একটি মানচিত্র আঁকা আছে খুব গোপনের গহীনে
ভালবাসার দোয়াতের স্পর্শে রঙিন হয় জেগে রয়
এই যে রেখাগুলো তোমার অনুভবে প্রতিটি আঁকা
যার জন্য দেহের এক পৃথিবীর সত্তা দখল হয়েছে
পবিত্র ছোঁয়ায় লিখে চলা তোমায় খেয়ালের শহর
যার প্রতি ধূলিকণায় রেখেছি তোমার যত কল্পনা
প্রিয় তুমি
অতঃপর আমাদের প্রেমের সমাধি কখনো দেখি নি
কারণ তোমার সমাধিতে এখনো আমি রোজ আসি
ছবি কৃতজ্ঞতা- নেট ।
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৯
কথাকথিকেথিকথন বলেছেন: লেখকের সাথে লেখার কোন সম্পৃক্ততা নেই ইভেন এমন করে ভালবাসাকেও ভয় পায় !!!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
আপনার জন্যও শুভ কামনা রইলো ।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৫
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
ভালবাসার রেখাগুলো দিয়ে আঁকা একটি কবিতা ।
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
অগ্নি সারথি বলেছেন: প্রিয় তুমি
অতঃপর আমাদের প্রেমের সমাধি কখনো দেখি নি
কারণ তোমার সমাধিতে এখনো আমি রোজ আসি
- আমিও। কবিতায় ভাললাগা।
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারণ লেখায় অপরিসীম মুগ্ধতা । অনেক অনেক ভাল লাগল।
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২
সুমন কর বলেছেন: সবাই দেখি শেষটুকু কোট করে ফেলেছে....আমি আর করলাম না .....
কবিতা চমৎকার হয়েছে। ভালো লাগা রইলো।
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: যতিচিহ্ন বিহীন!!!
তবে প্রথমে কিন্তু বুঝতেই পারি না কিছু মিস হচ্ছে কিনা। দ্বিতীয়বারে বুঝতে পেরেছিলাম। এটা আপনার দক্ষতা।
ভালো লাগা রইল।
তবে প্রিয় তুমিতে বোধকরি যতির ব্যবহারটা উচিত।
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: প্রিয় তুমিকেও যতিচিহ্নহীনের ভেতর স্থান দিয়েছি । এখানে কমা না দিলেও পাঠক কমা ধরে নিতে পারবে বলে আমি মনে করি, যেমন আপনিও ধরে নিয়েছেন । মূল বক্তব্য হলো পুরো লেখাটাকেই যতিচিহ্ন ছাড়া লিখেছি সম্পূর্ন নিজস্ব ইচ্ছেতে তাই এখানেও ব্যবহার করি নি ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২২
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর কবিতা!
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৮| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৫
ইমরাজ কবির মুন বলেছেন:
অহহ!
রেস্ট ইন পিইস
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৫
কথাকথিকেথিকথন বলেছেন: হুম ...
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৯| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩
আরজু পনি বলেছেন:
দুইবার পড়তে হলো... !
মনে হলো সহজ কিন্তু সহজ নয় একেবারে...।
অসমাপ্ত কান্নার মতো যেনো ।
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । আমাকে দেখি যে কোন ভাবেই কঠিনের ভেতর পড়ে যেতেই হয় !!!
অমর প্রেমের আখ্যান ! যা হারিয়ে যাচ্ছে দিন দিন, তাই এই লেখা ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১০| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
একরাশ ভাল লাগা
রেখে গেলাম।ধন্যবাদ।
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধরতে ধরতেও যায় না ধরা- অধরা ই থেকে যায় কবির মনোভাব ।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন: হুম, কবিরা বড়ই আজব প্রকৃতির, তবে আমি আম আদমীর কাতারে !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৮
তাহসিনুল ইসলাম বলেছেন: সুন্দর !!!
৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯
মারুফ তারেক বলেছেন: অসাধারন লাগল কবি
ধন্যবাদ
৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯
হাসান মাহবুব বলেছেন: কবিতা অতি সুন্দর, তবে শেষ দুই লাইনের নাটকীয়তা ঠিক যেন মেলানো গেলো না পূর্বের লাইনগুলোর সাথে।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: পূর্বের লাইনগুলো হারানো প্রিয় এর প্রতি তার এখনো অনুভূতি কতটা জীবন্ত সেটা প্রকাশ পেয়েছে । সে প্রিয় এর সমাধিতে এসে এভাবে প্রিয়কে তার ভালোবাসার কথা জানায়, এটা তার একটা উদাহরণ ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১
স্পর্শিয়া বলেছেন: শেষে দু লাইনে চমকে যেতে হয়।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
কথাকথিকেথিকথন বলেছেন: হুম...
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ভাল লাগলো কবি ।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫
জুন বলেছেন: ভালোলাগলো কবিতা
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬
তার আর পর নেই… বলেছেন: প্রথম দুই স্তবকের কোথাও বোঝা যায়নি যে হারিয়ে ফেলা কেউ। পূর্নিমার চাঁদ এই দুটো শব্দ ছাড়া
হাসান মাহবুব এর প্রতিউত্তরে বুঝতে পারলাম।
ভাল লেগেছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন: অতটা কঠিন নয় বৈকি !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৪
উল্টা দূরবীন বলেছেন: চমৎকার কবিতা। আপনার কবিতা পড়ে বারবারই মুগ্ধ হই।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: জেনে অনেক ভাল লাগলো ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২২
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর হয়েছে এ কবিতা। আবেগে থর থর, পড়ার সময় কেঁপে কেঁপে উঠতে হয়। আর শেষে এসে তো থামতেই হয়, ভাবতেই হয়। চমৎকার!
তবে, আমি পুরনো দিনের মানুষ বলেই হয়তোবা, একটু যতিচিহ্ন ব্যবহার করলে ভালো হতো বলে মনে হলো। তবে কবির ইচ্ছেটাই শেষ কথা, তা মানি।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১
কথাকথিকেথিকথন বলেছেন: যতিচিহ্ন ইচ্ছে করেই ব্যবহার করি নি । বাঁধাহীন একটা কবিতা লিখলাম আর কী !!! হা হা
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১
প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল। ধন্যবাদ
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব চমৎকার!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
শামছুল ইসলাম বলেছেন: ভালবাসার মানচিত্রটা কবি এঁকেছেন অনবদ্যঃ
//একটি মানচিত্র আঁকা আছে খুব গোপনের গহীনে
ভালবাসার দোয়াতের স্পর্শে রঙিন হয় জেগে রয়
এই যে রেখাগুলো তোমার অনুভবে প্রতিটি আঁকা
যার জন্য দেহের এক পৃথিবীর সত্তা দখল হয়েছে
পবিত্র ছোঁয়ায় লিখে চলা তোমায় খেয়ালের শহর
যার প্রতি ধূলিকণায় রেখেছি তোমার যত কল্পনা//
এমন একটা মানচিত্র যার হৃদয়, তার তো হারাবার কিছু নেইঃ
//অতঃপর আমাদের প্রেমের সমাধি কখনো দেখি নি
কারণ তোমার সমাধিতে এখনো আমি রোজ আসি //
নদীর মতই বয়ে চলা ভালবাসার এক কাব্য কথা।
ভাল থাকুন। সবসময়।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
আপনিও ভাল থাকুন ।
২৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬
রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: কবিতার ছন্দটা কি তিন পর্বের? ছন্দ আর শব্দ প্রয়োগ সুন্দর। পতিচট স্তবকে একটি মাত্রা হলে ভালো হতো।
আপনার দরনই আলাদা!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১০
কথাকথিকেথিকথন বলেছেন: আমি আসলে কবিতার কোন থিউরিটিক্যাল নিয়ম মেনে কবিতা লিখি না । সবগুলোই নিজস্ব নিরীক্ষামূলক । সেদিক থেকে বলা যায় আমি শতসিদ্ধ কোন কবি কিংবা লেখক নই !!!
ধরণটা নিজস্ব আঙ্গিকের, তাই হয়তো আলাদা !
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৬
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ সুন্দর কবিতা
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
পাগশ্রাবনের মেঘ বলেছেন: http://www.facebook.com/limelightbook
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৫৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: প্রেম প্রলাপ ভাল লেগেছে।
শুভেচ্ছা রইল।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
আপনার জন্যও শুভেচ্ছা রইলো ।
২৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০০
বিজন রয় বলেছেন: শিরোণামটি বরাবরের মতো।
নিঃশ্বাসে পেলাম বুকে অকৃত্তিম সুখের পালাবদল
??
অঅপনার লেখার মান নিয়ে অবাক হই। অসাম।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:১৪
অতঃপর হৃদয় বলেছেন: অতঃপর আমাদের প্রেমের সমাধি কখনো দেখি নি
কারণ তোমার সমাধিতে এখনো আমি রোজ আসি
১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯
সাহসী সন্তান বলেছেন: বরাবরের মতই অনেক চমৎকার একটা কবিতা! তবে শেষ দুইটা লাইনে এসে মন খারাপ হয়ে গেল!
নিশ্চই আপনার প্রিয় অনেক ভাগ্য নিয়ে এই পৃথিবীতে জন্মলাভ করেছিল। নইলে কারো মৃত্যুর পরে আর কে কার কথা মনে রাখে!
সুন্দর কবিতায় ভাল লাগা রেখে গেলাম! শুভ কামনা জানবেন!