নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
আমার আকাশ সম স্বপ্ন আছে
দুরন্ত হৃদপিণ্ডের ন্যায় ছুটে চলে ।
যদি পারো রুখে দিতে আমায়, তবে দাও !
তোমাদের রূপে কুণ্ডলীবদ্ধ করো
শিকলি পরিয়ে নিক্ষেপ করো তোমাদের নিরাসক্ত শরীরে ।
ততদিনে রুখে দাও যতদিন আমি বৃত্তে বন্দি
যদি না পারো, তবে বৃত্তের বাইরে আর এসো না
ছাই হয়ে যাবে আমার আধিপত্যের আগ্নেয়গিরিতে !
সেদিন শপথ করেছি যেদিন তোমরা ঘুমিয়ে ছিলে
শরীরের সকল ক্ষত পুড়িয়ে দিয়েছি হৃদয়ের ধূপে ।
আমি আজ দুর্ধর্ষ কয়লা, ভোগের রাজ্যে সূর্য লুকিয়ে যাবে
আমি আজ জন্মান্ধ নই, নিজস্ব পৃথিবী দেখি অন্যের চোখে
আমি আজ কাঁদি না, অন্যদের কান্নায় দেখি সেই জল
আমি আজ হাসি না, অন্যদের হাসিতে দেখি সেই প্রসারিত ঠোঁট যুগল ।
আজ আর হতে চাই না আমি উপেক্ষিত,
হাতকড়ি পরিয়ে দিতে চাই সকল অবজ্ঞার পাত্রে ।
আজ আর হতে চাই না আমি ক্ষমতার গোলাম,
নিক্ষেপ করতে চাই সকল অবরুদ্ধকে, বাক্স বন্দি করে ঠিকানাহীন রাজ্যে ।
সকলের আকাশ নীল হওয়া চাই
সকলের আকাশে মেঘ থাকা চাই
সকলের আকাশে বৃষ্টি থাকা চাই ।
সকলের অরণ্যে জোনাক থাকা চাই
সকলের অরণ্যে পিঁপড়া থাকা চাই
সকলের অরণ্যে সিংহ থাকা চাই ।
সকলের রাতে জ্যোৎস্না থাকা চাই
সকলের রাতে অমাবস্যা থাকা চাই
সকলের রাতে একটি সকাল থাকা চাই ।
নির্মল হাওয়ার ত্রাস সৃষ্টি হবে এই পৃথিবীর বুকে
উদাস হবে সুখের অসুখে- মনের আঁচল ছেড়ে সকলে
প্রতিটি জলতরঙ্গের ফোঁটা নিঃশব্দে মিলিয়ে যাবে ।
স্বপ্ন বলে থাকবে না আর কিছুই অবশিষ্ট
মনের আকাশে সকল রঙের ঘুড়ি উড়বে নাটাইবিহীন
তবে সেদিন হয়তো আরেকটি স্বপ্ন উদিত হবে- একটি অপরাধের !
রুখতে যদি চাও তবে দাও নিজেকে রুখে
সকল আঁধারের অলিগলি থেকে নিশ্চুপে ।
ছবি কৃতজ্ঞতা- নেট ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫
মনিরা সুলতানা বলেছেন: একটা সময়ে আসে সবার হৃদয়ে এই বর্বর ধরনের স্বপ্ন ..
লেখায় ভাল লাগা
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০২
কথাকথিকেথিকথন বলেছেন: হুম...
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৭
আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার কবিতা।
খুব সুন্দর
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯
শামছুল ইসলাম বলেছেন: একটা বিদ্রোহী মনের দেখা পেলাম মনে হয়, তবে তার রুদ্র রূপ ভালোই লেগেছে।
ভাল থাকুন। সবসময়।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
ভাল থাকুন আপনিও সবসময় ।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫
হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগলো। শুভেচ্ছা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
ইমরাজ কবির মুন বলেছেন:
আরেকটু ফিয়ার্স হলে বেশি ভাল্লাগতো ||
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
কথাকথিকেথিকথন বলেছেন: হুম...
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬
আবু শাকিল বলেছেন: কবিতা খেলা খুব ভাল্লাগছে
ততদিনে রুখে দাও যতদিন আমি বৃত্তে বন্দি
যদি না পারো, তবে বৃত্তের বাইরে আর এসো না
ছাই হয়ে যাবে আমার আধিপত্যের আগ্নেয়গিরিতে
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫০
ভ্রমরের ডানা বলেছেন: স্বপ্ন বলে থাকবে না আর কিছুই অবশিষ্ট
মনের আকাশে সকল রঙের ঘুড়ি উড়বে নাটাইবিহীন
তবে সেদিন হয়তো আরেকটি স্বপ্ন উদিত হবে- একটি অপরাধের !
রুখতে যদি চাও তবে দাও নিজেকে রুখে
সকল আঁধারের অলিগলি থেকে নিশ্চুপে ।
সুন্দর +
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৩
অর্বাচীন পথিক বলেছেন: ততদিনে রুখে দাও যতদিন আমি বৃত্তে বন্দি
যদি না পারো, তবে বৃত্তের বাইরে আর এসো না
ছাই হয়ে যাবে আমার আধিপত্যের আগ্নেয়গিরিতে !
- এক কথায় দারুন
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৮
জুন বলেছেন: যদি না পারো, তবে বৃত্তের বাইরে আর এসো না
ছাই হয়ে যাবে আমার আধিপত্যের আগ্নেয়গিরিতে !
কবিতা পড়ে মনে হলো জেদ, রাগ আর ক্ষোভের এক মিশ্রন কথাকথি ,
অনেক অনেক ভালোলাগা
+
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: তবে জেদটা বেশি !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৬
কল্লোল পথিক বলেছেন: অসাধারন কবিতা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন কবি।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
আপনার জন্যও শুভ কামনা রইলো ।
১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯
মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগ ল বিশেষ করে শেষ দুই লাইন । শুভেচ্ছা
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
আপনাকেও শুভেচ্ছা ।
১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০
আলোরিকা বলেছেন: 'সকলের আকাশ নীল হওয়া চাই
সকলের আকাশে মেঘ থাকা চাই
সকলের আকাশে বৃষ্টি থাকা চাই ।' - একটি রঙিন স্বপ্ন !
শুভ কামনা । বিপ্লব সফল হোক
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
আপনার জন্যও শুভ কামনা রইলো ।
১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭
প্রামানিক বলেছেন: জেদ, রাগ আর ক্ষোভের মিশ্রনে চমৎকার কবিতা। ধন্যবাদ
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪২
আরজু নাসরিন পনি বলেছেন: খুব সুন্দর।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬
ইস্কান্দার মীর্যা বলেছেন: আরজু নাসরিন পনি বলেছেন: খুব সুন্দর।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৪
কথাকথিকেথিকথন বলেছেন: তার মানে সুন্দর হয় নি !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
আরজু পনি বলেছেন:
ইস্কান্দার মীর্যা অমন মন খারাপের ইমো দিলো কেন? হাহাহাহা
উপেক্ষার প্রবল প্রকাশ যেনো...
আবৃত্তি শুনতে ইচ্ছে করছে...শিমুল মুস্তফার কন্ঠে ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: ডাবল এটাক্ট ! একটা তামিল মুভির নাম, এক নায়ক ডাবল রোলে এটাক্ট করে ভিলেনের রাজ্যে !!
ইস্কান্দার মির্জা সাহেবের কবিতা ভাল লাগে নি তাই আপনার ভাললাগায় মাইনাস দিয়েছে !!! হা হা
প্রশংসা শুনে তো আমি কাইত !! বেশি বেশি মনে অনুভব হচ্ছে কিন্তু !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । ডাবল এটাক্ট !
১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭
আরজু পনি বলেছেন:
উমহু ডাবল এটাক না কিন্তু
যে যার মতো
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩১
কথাকথিকেথিকথন বলেছেন: আমি তো মুভির কথা বলেছি !! হা হা
ওকে ওকে যে যার মত !!! ভালো লেখা পড়ার জন্য আমারও আরেকটা উৎস বাড়লো ! হু হু...
১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯
যুগল শব্দ বলেছেন:
সকলের আকাশ নীল হওয়া চাই
সকলের আকাশে মেঘ থাকা চাই
সকলের আকাশে বৃষ্টি থাকা চাই ।
সকলের অরণ্যে জোনাক থাকা চাই
সকলের অরণ্যে পিঁপড়া থাকা চাই
সকলের অরণ্যে সিংহ থাকা চাই ।
সকলের রাতে জ্যোৎস্না থাকা চাই
সকলের রাতে অমাবস্যা থাকা চাই
সকলের রাতে একটি সকাল থাকা চাই ।
ওহ মাই গড!
ভাবনায় ফেলে দিলেন ! ভালোলাগা রইল +
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫
ইস্কান্দার মীর্যা বলেছেন: ইস্কান্দার মির্জা সাহেবের কবিতা ভাল লাগে নি তাই আপনার ভাললাগায় মাইনাস দিয়েছে !!!
কবিতা খুব ভালো হয়েছে কথাকথিকেথিকথন।
উপেক্ষার প্রবল প্রকাশ যেনো...
আরে নাহ ! আপনার দু দু'টা আইডি একসাথে অনলাইনে জ্বল জ্বল করছে দেখে একটু ঈর্ষাপরায়ণ হয়ে পরেছিলাম এই আরকি
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩১
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা !! আরে না তেমন কিছু মনে করি নি । আমরাও একটু মজা করলাম আর কি!!
আপনার ভাললাগার কথা জেনে ভাল লাগলো ।
একসাথে জ্বল জ্বল করছে দেখে আমারও রহস্য রহস্য লাগছিলো !! হা হা
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০৫
সায়েদা সোহেলী বলেছেন: বাস্তবতার বর্বরতা সব সীমানা অতিক্রম করে ফেলেছে , স্বপ্নেরও যদি দখল নিয়ে নেয় তবে ত মুশকিল !!
তবে আশার কথা হচ্ছে লেখকের লেখা সহজতার পথে হাঁটছে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১
কথাকথিকেথিকথন বলেছেন: বাস্তবতার বর্বরতা অতিক্রম করার জন্যই এমন বর্বর স্বপ্ন দেখা !!
আশার কথা অচিরে মলিনও হয়ে যেতে পারে !! হা হা
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিক্ষেপ করতে চাই সকল অবরুদ্ধকে, বাক্স বন্দি করে ঠিকানাহীন রাজ্যে ।
চমৎকার !
একটি বর্বর স্বপ্ন নিঃসন্দেহে একটি প্রথম শ্রেণীর কাব্য ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা- শেষ লাইনের জন্য !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
সকলের রাতে জ্যোৎস্না থাকা চাই
বর্বর স্বপ্নকে নরম বিছানায় ঘুম পাড়াতে চাই
কবিতাকে জ্যোৎস্নায় স্নান করাতে চাই।
আর কি চাই ?
চাই, আর যেন কথাকথিকেথিকথন
একটি অপরাধী স্বপ্নের জন্ম না দেন ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২১
কথাকথিকেথিকথন বলেছেন: সব চাই চাই চাই !
হা হা হা ! হুম সেটাই । আর জন্ম না হোক কোন অপরাধী স্বপ্নের !
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ সুন্দর কবিতা
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো হয়েছে। অযুত শুভেচ্ছা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
লক্ষ শুভেচ্ছা ।
২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫
শুভ মালাকার বলেছেন: "রুখতে যদি চাও তবে দাও নিজেকে রুখে
সকল আঁধারের অলিগলি থেকে নিশ্চুপে ।"
*** হ্যা, এটাই করতে হবে।
অনেক ভাল লেগেছে।
আপনি ভাল থাকবেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
আপনিও অনেক ভাল থাকুন ।
২৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩
বনমহুয়া বলেছেন: রুখতে যদি চাও তবে দাও নিজেকে রুখে
সকল আঁধারের অলিগলি থেকে নিশ্চুপে ।
দারুণ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮
সুমন কর বলেছেন: এক কথায় দারুণ হয়েছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২
জেন রসি বলেছেন: আপনার কবিতায় দার্শনিক একটা আবহ থাকে। নিজের স্বত্বার সাথে শাশ্বত কিছুকে রিলেট করার ব্যাপারটা বেশ উপভোগ্য।
যদি ভুল বলে থাকি জানাবেন।
++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫১
কথাকথিকেথিকথন বলেছেন: আপনি ঠিক বলেছেন । ছাইপাঁশ যাই লিখি না কেন কিছুটা অর্থবহ করার চেষ্টা সবসময় থাকে । উদ্দেশ্যহীন লেখা আমি লিখতে পারি না, যদিও অনেক সময় উদ্দেশ্যহীন লেখাও হয়ে উঠতে পারে অনবদ্য ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩
ফারিহা নোভা বলেছেন: অসাধারণ একটা লেখা, বিমোহিত হলাম।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
বেশ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০১
উল্টা দূরবীন বলেছেন: চমৎকার চমৎকার চমৎকার। শান্তি পেলাম পড়ে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: শান্তি পেয়েছেন জেনে ভাললাগলো ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: সকলের রাতে একটি সকাল থাকা চাই ।
দারুণ।
মিস করে গেছিলাম।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা ! মিস করে যাওয়া ব্যাপার নয় তেমন বৈকি ।
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩০
ফরিদ আহমাদ বলেছেন: মুরিদ করে নেন।
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৫
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । এমন স্বাদ এবং যোগ্যতা কোনটাই নাই !
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১০
তার আর পর নেই… বলেছেন: দারুণ কথা, দারুণ!
বেশি ভাল দ্বিতীয় স্তবক, দারুণ অর্থবহুল ………………গ্রেট ………