নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

সকল হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে বাংলা ভাষা উড়ে যাক মুক্ত বিহঙ্গের ডানায়।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬



ভাষার জন্য দিয়েছিলো যারা প্রাণ
চলো সুরে সুরে গাই বাংলায় তাঁদের গান
পৌঁছে দেই পবিত্র আত্মায় শান্তির ঘ্রাণ
রেখেছি যে হৃদয়ে তাঁদের অমরত্বের স্মরণ ।

উড়িয়ে দাও মনের কপাট খুলে আছে অক্ষর যত
শব্দের বাঁধাহীন আবাদে গড়ো বাংলায় দূর্গ
গর্জে উঠো অ আ ক খ ধ্বনির উন্মুক্ত আওয়াজে
কে বাঁধা দিবে আজ ! উড়িয়ে দেবো সব ভাষার গোলা বারুদে ।

আছে আমাদের গৌরব গাঁথা কন্ঠস্বরের মুক্তি
মায়ের বুলির প্রতিস্থাপনে তাই হয় আমাদের প্রশান্তি
ভয়ের বিষাক্ত তির উপেক্ষা করে রেখেছিলো তাঁরা জীবন বাজি
তাই তো চৌষট্টি বছর ধরে কলার উঁচিয়ে বলেছি আমরাই গর্বিত বাংলাভাষী
বলবো আরও হাজার কোটি বছর, বলবো পৃথিবী ধ্বংস অবধি
রুখতে আমাদের সাধ্য আছে কারো কী !

কৃষানের দেশ, নদীর দেশ, এই আমাদের বাংলাদেশ
সবুজের দেশ, পাখপাখালির দেশ, এই আমাদের বাংলা ভাষার স্বদেশ
লালের দেশ, বীরের দেশ, এই আমাদের প্রাণের মাতৃদেশ।

কেমন তরে ভুলে যাই এমন আত্মার বন্ধন
যা ভুলে গেলে হয় আমাদের জীবন্ত মরণ
যাকে জড়িয়ে আমাদের অজানা আবেগ ভালোবাসা
যাতে জড়িয়ে আছে আমাদের বুকের শত স্বপ্ন আঁকা ।

আমরা পারবো না ভুলিতে আমাদের এই প্রিয় অমৃত মাতৃভাষা
আর কাউকে কেড়ে নিতে দেবো না আমাদের সেই অর্জিত রক্ত ।


ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৬২ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১০

বিজন রয় বলেছেন: আমরা পারবো না ভুলিতে আমাদের এই প্রিয় অমৃত মাতৃভাষা
আর কাউকে কেড়ে নিতে দেবো না আমাদের সেই অর্জিত রক্ত ।

অাপনার রেকা মানে অসাম। স্যালুট।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২১

তার আর পর নেই… বলেছেন: বলবো আরো হাজার কোটিবছর, বলবো পৃথিবী ধ্বংস অবধি …

+ + +

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কাল মহান একুশে। আজ একুশের মহিমা নিয়ে লেখা চমৎকার একটা কবিতা পড়লাম।

ধন্যবাদ কবি কথাকথিকেথিকথন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

আব্দুল্লাহ তুহিন বলেছেন: পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ুক, বাংলা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন: ছড়িয়ে পড়ুক পৃথিবীতে বাংলার মহিমা ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: শিরোণাম দেখেই বুঝেছিলাম এইটা আপনার কবিতা! ;)
অনেক ভাল লাগলো!
স্বাগতম সহ শুভ কামনা!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

আপনার জন্যও রইলো শুভ কামনা । :)

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩

কল্লোল পথিক বলেছেন: কেমন তরে ভুলে যাই এমন আত্মার বন্ধন
যা ভুলে গেলে হয় আমাদের জীবন্ত মরণ
যাকে জড়িয়ে আমাদের অজানা আবেগ ভালোবাসা
যাতে জড়িয়ে আছে আমাদের বুকের শত স্বপ্ন আঁকা ।

চমৎকার কবিতা।
কবিতায়++++++++++++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০

নীলপরি বলেছেন: আমরা পারবো না ভুলিতে আমাদের এই প্রিয় অমৃত মাতৃভাষা
আর কাউকে কেড়ে নিতে দেবো না আমাদের সেই অর্জিত রক্ত ।

খুব ভালো লিখেছেন । ভালো লাগলো ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

গর্জে উঠো অ আ ক খ ধ্বনির উন্মুক্ত আওয়াজে
কে বাঁধা দিবে আজ ! উড়িয়ে দেবো সব ভাষার গোলা বারুদে ।
+।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

শায়মা বলেছেন: দারুন একুশের কাব্য!!!!!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

জুন বলেছেন: আমরা পারবো না ভুলিতে আমাদের এই প্রিয় অমৃত মাতৃভাষা
আর কাউকে কেড়ে নিতে দেবো না আমাদের সেই অর্জিত রক্ত ।

না আর কাউকে কেড়ে নিতে দেবো না । একমত কথাকেথি । অনেক ভালোলাগা
+

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৯

খায়রুল আহসান বলেছেন: একুশের ভোরে আপনার এই খুব সুন্দর হয়েছে কবিতা। কবিতাটা পড়ে মন ভরে গেলো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১১

জনৈক অচম ভুত বলেছেন: চমৎকার হয়েছে আপনার একুশের কবিতা। ভাললাগা রেখে গেলাম। :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫১

ইমরাজ কবির মুন বলেছেন:
খুবই সুন্দর।
চৌষট্টি বছর ধরে কলার উঁচিয়ে বলেছি আমরাই গর্বিত বাংলাভাষী

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চৌষট্টি বছর ধরে কলার উঁচিয়ে বলেছি আমরাই গর্বিত বাংলাভাষী।

সত্যই সুন্দর ও আমরা গর্বিত।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: আমরা গর্বিত ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ইমরাজ কবির মুন বলেছেন:
খুবই সুন্দর।
চৌষট্টি বছর ধরে কলার উঁচিয়ে বলেছি আমরাই গর্বিত বাংলাভাষী



সত্যিই দারুণ লিখেছেন। বাংলা ভাষার ঐতিহ্য ছড়িয়ে পড়ুক দিগ্বিদিক।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২০

কথাকথিকেথিকথন বলেছেন: বাংলা ভাষার ঐতিহ্য ছড়িয়ে পড়ুক দিগ্বিদিক।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৬

আরজু পনি বলেছেন:
আর কাউকে কেড়ে নিতে দেবো না আমাদের সেই অর্জিত রক্ত...সবটুকু বেশ পড়ছিলাম, কিন্তু এখানে এসে মন খারাপ হয়ে গেল...নির্মমতা থেকে শিশুরাও যে দেশে কোন ছাড় পায় না সেই দেশে এই কথা সত্য হোক শিগগীরই শিগগীরই শিগগীরই।

অনেক ভালো লাগা রইল ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: বাস্তবে অনেক কিছুরই হয়তো ছাপ নেই কিন্তু আশা তো করতে পারি, আর নিজস্ব আঙ্গিকে বাংলাদেশকে মনে ধারণ করতে পারি একটি সমৃদ্ধ দেশ গঠনে ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

একুশের কাব্য ভালো লেগেছে....

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫

আবু শাকিল বলেছেন: দারুন। খুব ভাল লেগেছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২

ভ্রমরের ডানা বলেছেন: তাই তো চৌষট্টি বছর ধরে কলার উঁচিয়ে বলেছি আমরাই গর্বিত বাংলাভাষী
বলবো আরও হাজার কোটি বছর, বলবো পৃথিবী ধ্বংস অবধি
রুখতে আমাদের সাধ্য আছে কারো কী !



সেই রকম ভাল লাগা ++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

উল্টা দূরবীন বলেছেন: খুব ভালো হয়েছে।

+

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪১

দিল মোহাম্মদ মামুন বলেছেন: সুন্দর কবিতা, খুব ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর।
বাংলা শুধু টিকে না, হেসেখেলে বেঁচে থাক আর বেঁচে থাকুক আমাদের বাংলায় স্বপ্নদেখা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: তাতেই তাৎপর্য নিহিত ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২২

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগা রইলো।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭

নেক্সাস বলেছেন: চমৎকার লেগেছে

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

অগ্নি সারথি বলেছেন: চমৎকার!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

হাসান মাহবুব বলেছেন: এটা কি অনেক আগের লেখা? আপনার সাম্প্রতিক লেখাগুলোর সাথে মেলাতে পারছি না।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: না । এইটা প্রকাশ করার আগ মূহুর্তের লেখা । মন চাইলো ভাষা দিবস নিয়ে একটা কবিতা লিখি তাই লিখে ফেললাম । গত বিজয় দিবসের উপলক্ষেও এই টাইপের একটা কবিতা লিখেছিলাম ' বিজয়ের উন্মুক্ত স্বাদ' । আরও একটা লিখেছিলাম ' যে নাম দিয়েছিলে তোমরা ' । এটা আবার সাম্প্রতিক লেখাগুলোর ধাঁচেরই ছিল।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভাষা দিবসের অজস্র শুভেচ্ছা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

আপনাকেও অনেক শুভেচ্ছা । :)

২৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০

জেন রসি বলেছেন: একুশের কাব্য চমৎকার হয়েছে।

++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৩০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

রুদ্র জাহেদ বলেছেন: একটি চমৎকার সুন্দর একুশের কবিতা পড়লাম
+

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৩১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: এত কমেন্টের ভীড়ে আমি কোথায় দাঁড়াই শুধু ভীড়ের ফাঁক দিয়ে নমঃস্কার জানাই । এবার পালাই ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.