নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
আমি পারি না লিখতে, সত্য আমি পারি না
ইদানিং ইচ্ছে হয়, কলমকে চিবিয়ে লেখা বের করে আনতে !
আমার ইতিহাস দিন দিন পুরিয়ে যাচ্ছে
নিঃশেষ হচ্ছে কালির সাথে সাথে আমার বহমান রক্তও।
আসে না কোন অক্ষর, আসে না কোন শব্দ
একলা একা জেগে করি চেয়ার টেবিল এলোমেলো
রাত বাড়ে, ঝুড়ি পুরে, মস্তিষ্ক খালি হয়
টেবিল ল্যাম্পটি নিরলস শ্রম দেয়, মিটার চলে অবিরত
তাপক্লিষ্ট মন মনন হয়ে উঠে অস্থির
অতি আপনকে সে যেন হারিয়ে বসেছে !
অজানা ব্যাথা বাড়ে বুকের মধ্যের
সকল রং মলিন হতে থাকে হৃদয়ের
রক্ত জমে চোখে, ভাঁজ স্পষ্টতর হয় কপালে
চশমাটা হয়ে গেছে পুরানো, খসে পড়েছে রং
মশারিটা ঝুলে থাকে, কখনো টানানো যে হয় নি
কয়েলের ঘ্রাণ বের হয় হৃদপিণ্ড থেকে
কোথাও সুর বাজে সন্তান হারানো বেদনার
আমি দাঁড়িয়ে থাকি বারান্দার কার্নিশে মাথা নুয়ে ।
যায় পেরিয়ে এক একটি রাত, আর আমি কাঁদি চন্দ্র হারিয়ে
সান্তনা দেয় না কেউ, শুধু খোলসে জ্বলে থাকে ছোট্ট লাইটটি
শুধু দেয়ালের খসে যাওয়া কর্কশ রং পড়ে থাকে ফ্লোরে
রাত্রি পূজারিদের পা পড়ে নি কখনো এ কামরায়
ওরা ভাবে না আমায় আপন, ওদের চক্ষুশূল আমি !
এলোমেলো বইগুলোর গায়ে এখন আর নতুন ঘ্রাণ নেই
ওরাও যেন আমার শরীর, গন্ধ বের হয় আমার খসখসে চামড়ার
ওদের মন পালটে নি মোটেও, আমি ঘেঁটে ঘেঁটে তাই পাই এখনো !
কিন্তু আমি পাই না আমার মন, শুধু চামড়া আবৃতে একটি দেহ বৈকি ।
ধোঁয়া উঠা বাহারি রঙের মগ বেড়েছে অনেক
রাত বাড়ে, টেবিলে তারা ভিড় করে একে একে
মাঝে মাঝে ভাবী তাদের মত পারতাম যদি হতে
ওরা ভেঙ্গে গেলে নিঃশেষ, আমিও হতাম তেমনি
হয়তো পারতাম ইচ্ছে করে ভেঙ্গে দিতে নিজেকে !
রাত জেগে জেগে খাটছি বেফায়দা মজুরী
কেবলি এক জায়গার মাটি খুঁড়ে পুরছি অন্য জায়গা
উদ্ধার তো করতে পারি না কেঁচোও একটা
তারা স্থানান্তর হয়ে যায় ক্ষণে ক্ষণে
হয়তোবা মুঠিয়ে গেছে আমার কারিগরিত্ব !
এই অমীমাংসিত রাত, আমায় ছুটি দাও এবার
তোমার মুজরা ফুরিয়ে গেছে, খসে গেছে তার চমৎকারিত্ব
সে এখন দেহহীন খোলস, ছুঁয়ে দিলেই উড়ে যাবে !
বিদায় প্রিয় রাত, অপেক্ষা করছে সকাল
ভয় পেও না, সেখানেও রবে তোমার মত তিমির
চোখ দু'টোর যে বয়স বেড়েছে শুধু তোমায় দেখে !
ছবি কৃতজ্ঞতা- নেট ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১০
কথাকথিকেথিকথন বলেছেন: কচটতপ হচ্ছে ধ্বনির বর্গীয় বর্ণের প্রথম বর্ণগুলো । যেমন, ক-বর্গীয় বর্ণগুলো হলো- ক খ গ ঘ ঙ। তবে কবিতায় 'কচটতপ' এলোমেলো অর্থে বোঝানো হয়েছে, যেমনটা হযবরল দিয়ে বুঝে থাকি !
কবিতায় হতাশা আর ব্যর্থতা নয়, লেখা না আসার একটা সাধারণ অভিব্যাক্তি যা মাঝে মাঝে হয় । তখন এমনটা অনুভূতি জাগে ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩১
আরজু পনি বলেছেন:
আপনি সম্ভবত প্রাতিষ্ঠানিক আবৃত্তি চর্চা করেছেন...অথবা জানেন নিয়মগুলো...।
পরে আবার আসবো...
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৭
কথাকথিকেথিকথন বলেছেন:
প্রাতিষ্ঠানিক আবৃতি চর্চা কখনো করি নি, কিংবা নিয়মগুলোও জানি না । তবে লেখার সময় নিজে নিজে আবৃতি করি !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭
নীলপরি বলেছেন: বিদায় প্রিয় রাত, অপেক্ষা করছে সকাল
ভয় পেও না, সেখানেও রবে তোমার মত তিমির
চোখ দু'টোর যে বয়স বেড়েছে শুধু তোমায় দেখে !
কবিতা ভালো লাগলো ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭
নিহত ভবিষ্যৎ বলেছেন: আমি পারি না লিখতে, সত্য আমি পারি না
ইদানিং ইচ্ছে হয়, কলমকে চিবিয়ে লেখা বের করে আনতে
যাক কলম চিবিয়ে একটা সুন্দর কবিতা উপহার দিলেন,
কবিতায় ভালো লাগা থাকল।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা !
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৪
আব্দুল্লাহ তুহিন বলেছেন: সত্যিই অসাধারণ লিখেছেন।
ভালো লাগা রেখে গেলাম, ভ্রাতা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১০
সায়েদা সোহেলী বলেছেন: ধোঁয়া উঠা বাহারি রঙের মগ বেড়েছে অনেক
রাত বাড়ে, টেবিলে তারা ভিড় করে একে একে
মাঝে মাঝে ভাবী তাদের মত পারতাম যদি হতে
ওরা ভেঙ্গে গেলে নিঃশেষ, আমিও হতাম তেমনি
হয়তো পারতাম ইচ্ছে করে ভেঙ্গে দিতে নিজেকে !
পড়তে ভালো ই লেগেছে , হতাশার লেখা ভালোই হয়
তবে শব্দকে ব্লেন্ডারে দিয়ে জগা খিচুরি করার বিষয় টা প্রশংসা করতে পারছি না
তার আর পর নেই… বলেছেন: কচটতপ শব্দটার অর্থ কি?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: হতাশা নয় তো ! মন মনন খারাপের অনুভূতি মাত্র !
শব্দকে জগা খিচুড়ি করে ফেলেছি !! হায় হায় কী বলে ! আমি তো ভাবছি সহজ লিখেছি তাই প্রশংসা পাবো !!! হা হা
প্রসঙ্গ কচটতপঃ কচটতপ হচ্ছে ধ্বনির বর্গীয় বর্ণের প্রথম বর্ণগুলো । যেমন, ক-বর্গীয় বর্ণগুলো হলো- ক খ গ ঘ ঙ। তবে কবিতায় 'কচটতপ' এলোমেলো অর্থে বোঝানো হয়েছে, যেমনটা হযবরল দিয়ে বুঝে থাকি !
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১২
সুমন কর বলেছেন: ২য় প্যারা ছাড়া পুরোটাই পড়তে দারুণ লাগল। ভালো লাগা।
* আমার ইতিহাস দিন দিন পুরিয়ে যাচ্ছে < এখানে কি ফুরিয়ে / পুরিয়ে হবে ?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২
কথাকথিকেথিকথন বলেছেন: এখানে 'পুরিয়ে' হবে মানে 'পূর্ণ' হয়ে যাচ্ছে ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯
জুন বলেছেন: কবিতা অনেক ভালোলাগলো কথাকেথিকথন
+
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৮
অগ্নি সারথি বলেছেন: আমার ইতিহাস দিন দিন পুরিয়ে যাচ্ছে
নিঃশেষ হচ্ছে কালির সাথে সাথে আমার বহমান রক্তও। - সুন্দর।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
দুর্দান্ত+++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬
নুরএমডিচৌধূরী বলেছেন: কবিতা ভালো লেগেছে
ভালবাসা রইল
+++++++++++++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: অদ্ভুত বিষণ্ণ সৃষ্টি। শিরোনামে ভালো লাগা রইল।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
চমৎকার।
+
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬
ইমরাজ কবির মুন বলেছেন:
থাম্বস আপ!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । থাম্বস আপ !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ধ্যাৎ.....
কবিতা এত ভাল লাগে ক্যারে?
চমৎকার কাব্যে ভাল লাগা!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । বৃষ্টি বাদলে কবিতাই তো ভাল লাগবে !!!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫
মৃদুল শ্রাবন বলেছেন:
এই অমীমাংসিত রাত, আমায় ছুটি দাও এবার
তোমার মুজরা ফুরিয়ে গেছে, খসে গেছে তার চমৎকারিত্ব
সে এখন দেহহীন খোলস, ছুঁয়ে দিলেই উড়ে যাবে !।
অসাধারণ অভিব্যক্তি। ভাললাগা জানবেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭
রয়েল বেঙ্গল ছাগল বলেছেন: রাত জেগে জেগে খাটছি বেফায়দা মজুরী
কেবলি এক জায়গার মাটি খুঁড়ে পুরছি অন্য জায়গা
উদ্ধার তো করতে পারি না কেঁচোও একটা
তারা স্থানান্তর হয়ে যায় ক্ষণে ক্ষণে
হয়তোবা মুঠিয়ে গেছে আমার কারিগরিত্ব !
ভালো লাগলো কবিতা
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯
হাসান মাহবুব বলেছেন: উন্মাতাল শব্দনৃত্য। খুব ভালো লাগলো।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০
উল্টা দূরবীন বলেছেন: শব্দের ঝংকার খুব ভালো লাগলো।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫
স্পয়লার এ্যালার্ট বলেছেন: ধুর.... খছঠথফ!
কবিতা ভালো লেগেছে ভ্রাতা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫
তানজির খান বলেছেন: ভাল লাগল কবিতা। দারুণ শব্দমালা। শুভকামনা রইল
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
আপনার জন্যও রইলো শুভ কামনা ।
২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৭
কল্লোল পথিক বলেছেন: এই অমীমাংসিত রাত, আমায় ছুটি দাও এবার
তোমার মুজরা ফুরিয়ে গেছে, খসে গেছে তার চমৎকারিত্ব
সে এখন দেহহীন খোলস, ছুঁয়ে দিলেই উড়ে যাবে !
এক কথায় অসাধারন কবিতা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১
নেক্সাস বলেছেন: নিজে নিজে আবৃত্তি করা একটা সুন্দর কবিতার জন্য অতি প্রয়োজন, আপনার এই অভ্যাস আছে বলে কবিতাগুলো সুন্দর হয়। আমারো একি অভ্যাস আছে। যতক্ষণ কানে লাগে এডিট চলে। তবে আমার সুন্দর হয় কিনা আমি জানিনা। আপনার এই কবিতাটা খুব ভাল লেগেছে
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩
কথাকথিকেথিকথন বলেছেন: নিজের কবিতা নিজে আবৃতি করার মধ্যে একটা প্রশান্তি পাওয়া যায় । মূলত সে জন্য আবৃতি করা আর তাতেই অসামঞ্জস্যগুলো বেরিয়ে আসে ।
আপনি একজন জাত লিখিয়ে । আপনার কবিতাগুলো অসাধারণ হয় । কোমলভাবের ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২
বিজন রয় বলেছেন: অপেক্ষা করছে সকাল
ভয় পেও না
আশান্বিত হতে পারি। +++++
আপনার কবিতা অনেকে কঠিন বা জটিল মনে করে। আমি তা মনে করি না। আমার কাছে আপনার কবিতা তার শীর্ষস্থান থেকে কথা বলে। যারা বুঝতে পারে না এটা তাদের অজ্ঞতা, অযোগ্যতা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা এমন একটি বিষয়, কারো কাছে সেটা ভাল লাগবে, কারো কাছে লাগবে না, কারো কাছে দর্বোধ্য লাগবে, কারো কাছে সহজ লাগবে । যার মন যে রেখা বেয়ে চলে সে সেই রেখার চলমান বস্তুকেই সহজে বোঝে যায়, অন্য রেখার বস্তুকে বুঝতে হলে তাকে ভাবতে হয়, বারবার আওড়াতে হয়, সাহায্য নিতে হয় তৃতীয় পক্ষের। তাই অজ্ঞতা কিংবা অযোগ্যতা ভাবা পারতপক্ষে ঠিক নয় ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০
আবু শাকিল বলেছেন: আবৃতি সহকারে পড়লাম।
মোটা গলায় ঠিক জমল না।একজন চিকন গলার প্রয়োজনীয়তা অনুভব করছিলাম।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । চিকন গলা !! খুঁজে নিন সেই মহীয়সীনীকে !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯
টোকাই রাজা বলেছেন: এই অমীমাংসিত রাত, আমায় ছুটি দাও এবার
তোমার মুজরা ফুরিয়ে গেছে, খসে গেছে তার চমৎকারিত্ব
সে এখন দেহহীন খোলস, ছুঁয়ে দিলেই উড়ে যাবে !
আসলেই যদি এমনটা হত!!!!!!!!!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬
কথাকথিকেথিকথন বলেছেন: হুম সেটাই ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
তাসলিমা আক্তার বলেছেন: ভেবেছিলাম পড়ব, হালকা পাতলা কমেন্ট দিব, চলে যাব। পড়ােে শেষে মনে হল সিদ্ধান্ত ভুল ছিল। লাইক না দিলে অন্যায় হবে। তাই দিয়ে গেলাম।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: হতাশার বহূরূপ ভঙ্গিমা শব্দের শরীরে । শিরোনামটাই কবিতা পড়তে বাধ্য করায়। চমৎকার কৌশল আমার খুব পছন্দ হয়েছে। বেশ কিছু কায়দা বা গঠন প্রনালী শিখে নিলাম আপনার কাছ থেকে । ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা থেকে আপনি অনেক কিছু জেনেছেন বলে কবিতায় তার সার্থকতা প্রকাশ পেল । অনেক ভাল লাগলো আপনার মন্তব্যে ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
চোখ দু'টোর যে বয়স বেড়েছে শুধু তোমায় দেখে ! মস্তিষ্ক নিংড়ানো এই একটি লাইনই যথেষ্ট কবিতার কষ্টটা বুঝতে ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতার গভীরে আলোচনা করেছেন বলে অনেক ভাল লাগলো ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৯
আরজু পনি বলেছেন:
কবিতাটা প্রতিটা শব্দ ধরে ধরে পড়তে দারুণ লাগে...আরেক দফা পড়লাম।
চোখের সামনে যেনো কবিতার কথা বলা মানুষটিকে অন্ধকারাচ্ছন্ন ভুবনে হেঁটে হেঁটে কথাগুলো আউড়াতে দেখছি...
এবং...গজডদব
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২
কথাকথিকেথিকথন বলেছেন: চোখের সামনে যেনো কবিতার কথা বলা মানুষটিকে অন্ধকারাচ্ছন্ন ভুবনে হেঁটে হেঁটে কথাগুলো আউড়াতে দেখছি...
আপনার এই কথাটা খুব মনে ধরেছে ।
এবং তথদধফ... !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮
আরণ্যক রাখাল বলেছেন: শব্দের ছন্দময় নৃত্য।
সুন্দর
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাখানি অনেক ভাল লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:২৮
সায়েদা সোহেলী বলেছেন: প্রসঙ্গ কচটতপঃ কচটতপ হচ্ছে ধ্বনির বর্গীয় বর্ণের প্রথম বর্ণগুলো । যেমন, ক-বর্গীয় বর্ণগুলো হলো- ক খ গ ঘ ঙ। তবে কবিতায় 'কচটতপ' এলোমেলো অর্থে বোঝানো হয়েছে, যেমনটা হযবরল দিয়ে বুঝে থাকি !
এই কটকটি তাইপ শিরোনামের কথাই বলিয়াছিলাম ভ্রাতা
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১
কথাকথিকেথিকথন বলেছেন: ও, তাইলে এই অবস্থা । আমি তো ভাবলাম কী না কী !! তাই তো ব্যাখ্যা দিলেম !!
৩৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০৭
জনৈক অচম ভুত বলেছেন: মস্তিষ্ক নিংড়ানো ''কচটতপ''ও এতো গোছালো হয় তাহলে!
কবিতায় ভাললাগা রইল।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪
জেন রসি বলেছেন: রাইটার্স ব্লক নিয়ে নিয়ে কি চমৎকার কবিতা লিখে ফেলেছেন। মস্তিষ্ক খুবই সক্রিয় মনে হইলো। তাই নিংড়ানো কথামালা সুন্দর হইছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন: ব্লক ব্লক, সব জায়গায় শুধু ব্লক !! তা থেকে কী আর বাঁচা যায় !
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮
জেন রসি বলেছেন: লেখক বলেছেন: ব্লক ব্লক, সব জায়গায় শুধু ব্লক !! তা থেকে কী আর বাঁচা যায় !
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শেষ পর্যন্ত বাঁচা না গেলেও বাঁচার চেষ্টা করা যায়! চেষ্টাতেই অনেক কিছু হয়ে যায়!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন: তির থেকে বাঁচার চেষ্টা তো করতেই হবে, নয়তো বিদ্ধ করে দেবে কখনো হৃদয়ে, কখনো মস্তিষ্কে । পাশ কেটে যেতে পারলেই সুন্দর একটি ব্যাপ্তি পাওয়া যাবে, আর তির জয়ী হলে ব্যাপ্তিটা শূন্যে হবে সওয়ার !!
সবকিছু চেষ্টাতেই বাঁধা । চেষ্টাই পারে সবকিছু অনুকূলে আনতে ।
৩৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
রূপক বিধৌত সাধু বলেছেন: শুক্কুরবার জুম্মার দিন
মোল্লাদের সমাবেশ,
সবার শেষে এসে দেখছি
শিরনি খাওয়া শেষ!
অাপনার সাধারণ অভিব্যক্তির প্রকাশ ভাল্লাগসে! শেষে এসেছি তাই উপর্যুক্ত চরণগুলো মনে এলো ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৯
কথাকথিকেথিকথন বলেছেন: হুম । বুঝতে পারলাম । তবে কবিতা শেষ হয়ে যায় না বৈকি !!!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার কবিতায় অনেক ভালোলাগা। +
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৪০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৪
রুদ্র জাহেদ বলেছেন: কবিতাতো আগেও পড়েছি কয়েকবার।আবার পড়ে কমেন্ট করলাম এবার
কবিতার ছন্দে ছন্দে শব্দের বুননে ভাবের অসাধারন ব্যাপ্তি...
+++
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১২
কথাকথিকেথিকথন বলেছেন: কয়েকবার পড়েছেন জেনে ভাল লাগলো ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৪১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩০
সাহসী সন্তান বলেছেন: জীবনে কোন শব্দ যদি সব থেকে ব্যবহার করে থাকি, তাহলে সেটা হলো এই ধ্যাৎ! কোন কিছু ভাল না লাগলে, কোন জিনিস পছন্দ না হলে, এমন কি নিজের উপরে নিজে বিরক্ত হইলেও অটো সিস্টেমের মত ক্যামনে জানি মুখে চলে অাসে-'ধ্যাৎ'!
আর সেই ভীষণ প্রিয় ধ্যাৎ শব্দটা নিয়ে অাপনার কবিতা পইড়াতো নিজেরে বেশ ধ্যাৎ ধ্যাৎ মনে হইতাছে!
চমৎকার ধ্যাৎ কবিতায় অনেক অনেক ভাল লাগা!
শুভ কামনা জানবেন!
০১ লা মার্চ, ২০১৬ রাত ১:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা ! ধ্যাৎ ধ্যাৎ মন্তব্য !!!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভ কামনা রইলো ।
৪২| ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
আরাফআহনাফ বলেছেন: "এই অমীমাংসিত রাত, আমায় ছুটি দাও এবার
তোমার মুজরা ফুরিয়ে গেছে, খসে গেছে তার চমৎকারিত্ব
সে এখন দেহহীন খোলস, ছুঁয়ে দিলেই উড়ে যাবে !
বিদায় প্রিয় রাত, অপেক্ষা করছে সকাল
ভয় পেও না, সেখানেও রবে তোমার মত তিমির
চোখ দু'টোর যে বয়স বেড়েছে শুধু তোমায় দেখে ! "
চমৎকার সমাপ্তি। দারুন লাগলো।
ভালো থাকবেন - এ শুভ কামনা সবসময়ের।
০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
আপনার জন্যও রইলো শুভ কামনা ।
৪৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩২
জাহিদ অনিক বলেছেন:
আহা ! ধ্যাত কচটতপ !
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫১
কথাকথিকেথিকথন বলেছেন:
হুম, ধ্যাৎ কচটতপ !
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভ কামনা ।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২১
তার আর পর নেই… বলেছেন: কচটতপ শব্দটার অর্থ কি?
কবিতা ভালো লেগেছে, কিন্তু কবিতার ভেতরে এত হতাশা আর ব্যর্থতার সুর কেন? +