নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
কতবার ভেবেছি
..........কতবার ! দেবো উজাড় করে মনের বন্দি আঙিনা
দেবো ছেড়ে সকল ঘাট বন্দর, রাখবো না কোন নিষিদ্ধ ভেড়ি
যাযাবরি একতারা হাতের কার্ণিশে মুড়িয়ে হবো উদাস দেশান্তরী
উলটে দেবো হৃদয়ের বিদ্বেষী ডালা পথহারা পথের ধূলিকণায়
নিভিয়ে দেবো এক ফুঁ তে সকল দায়িত্বশীল প্রদীপের সূতা
দেবো নিজেকে সঁপে স্বাধীন আঁধারের বুকে চন্দ্রগ্রহণের রাত্রিতে !
কতবার ভেবেছি
...........কতবার ! নেবো ছুটি জীবন নামক অমীমাংসিত মৃত্যুর কাছ থেকে
দেবো এঁকে বস্ত্রহীন সরল রেখা প্রতিটি চোঘুড়ি মূহুর্তের ভাঁজে ভাঁজে
লুকায়িত সন্ধ্যা প্রদীপ কপালের ক্লান্তিতে বেঁধে হয়ে যাবো ধ্রুব তারা
দেবো ঝুলিয়ে হৃদয়ের আঁকশিতে বিবর্ণ ভোরের দিন না হওয়ার ইতিহাস
দখল নেবো মেঘেদের ঝুল বারান্দায় এক কাপ কফির ধোঁয়া উঠার গল্প শুনতে !
কতবার ভেবেছি
...........কতবার ! দেবো না ঘেঁষতে লোমকূপে আলতো সুখের কোন আবেগি ঘ্রাণ
দেবো খুলে সুপ্রভাত রৌদ্রের সকল উষ্ণ প্রলেপ নাটাইহীন সন্ধ্যার রাজ্যে
আঁটুনিবদ্ধ করবো কান্নার নিষিদ্ধ লাল জলকে ঠিকানাহীন ঝরনার ট্রাংকে
অতঃপর বনচারী মৃত্তিকার বুকে গা এলিয়ে দিয়ে হারিয়ে যাবো কোন সমুদ্র গহীনে !
ছবি কৃতজ্ঞতা- নেট ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫১
ঠ্যঠা মফিজ বলেছেন: প্রতিটি লাইন মন ছুঁয়ে দিছে । তার ভিতরে সব থেকে বেশি মন ছুঁয়েছে
কতবার ভেবেছি
...........কতবার ! নেবো ছুটি জীবন নামক অমীমাংসিত মৃত্যুর কাছ থেকে
দেবো এঁকে বস্ত্রহীন সরল রেখা প্রতিটি চোঘুড়ি মূহুর্তের ভাঁজে ভাঁজে
লুকায়িত সন্ধ্যা প্রদীপ কপালের ক্লান্তিতে বেঁধে হয়ে যাবো ধ্রুব তারা
দেবো ঝুলিয়ে হৃদয়ের আঁকশিতে বিবর্ণ ভোরের দিন না হওয়ার ইতিহাস
দখল নেবো মেঘেদের ঝুল বারান্দায় এক কাপ কফির ধোঁয়া উঠার গল্প শুনতে !
এই লাইন কয়টি ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫২
মৃদুল শ্রাবন বলেছেন:
কতবার ভেবেছি
...........কতবার ! দেবো না ঘেঁষতে লোমকূপে আলতো সুখের কোন আবেগি ঘ্রাণ
দেবো খুলে সুপ্রভাত রৌদ্রের সকল উষ্ণ প্রলেপ নাটাইহীন সন্ধ্যার রাজ্যে
আঁটুনিবদ্ধ করবো কান্নার নিষিদ্ধ লাল জলকে ঠিকানাহীন ঝরনার ট্রাংকে
অতঃপর বনচারী মৃত্তিকার বুকে গা এলিয়ে দিয়ে হারিয়ে যাবো কোন সমুদ্র গহীনে !
শুধুই মুগ্ধতা।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৫
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার, সুখপাঠ্য কাব্য
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৫
সুমন কর বলেছেন: প্রতিটি প্যারা সুন্দর হয়েছে। +। চমৎকার অনুভূতির প্রকাশ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার গুরুগম্ভীর কবিতমালা। ক্যামন একটা বিবর্ণ বিষন্ন ক্ষোভের রাগিনী কাঁদে উঠে গুমরে গুমরে কবিতা পাঠে বিষাদময় মেঘে ছেয়ে যায় মনের আকাশ ।মন ক্যামন করা নিঃসঙ্গ পরিবেশের আবহ সৃষ্টি হয় আবৃত্তিকালে। নতুন পাঠকের জন্য নয় এ কবিতা । ধন্যবাদ ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার সুন্দর মন্ত্যবে ভাল লাগলো অনেক । কবিতা সবার জন্য কিন্তু !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৩১
কল্লোল পথিক বলেছেন: চমৎমার কবিতা।
কবিতায় একটা উদাসী ভাব আছে।যা আমার খুব ভাল লাগে।
শুভ কামনা জানবেন কবি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
আপনার জন্যও রইলো শুভ কামনা ।
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৬
জনৈক অচম ভুত বলেছেন: কতবার ভেবেছি
...........কতবার ! দেবো না ঘেঁষতে লোমকূপে আলতো সুখের কোন আবেগি ঘ্রাণ
দেবো খুলে সুপ্রভাত রৌদ্রের সকল উষ্ণ প্রলেপ নাটাইহীন সন্ধ্যার রাজ্যে
আঁটুনিবদ্ধ করবো কান্নার নিষিদ্ধ লাল জলকে ঠিকানাহীন ঝরনার ট্রাংকে
অতঃপর বনচারী মৃত্তিকার বুকে গা এলিয়ে দিয়ে হারিয়ে যাবো কোন সমুদ্র গহীনে !
চমৎকার কবিতা। মুগ্ধ না হয়ে উপায় আছে!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৮
আরজু পনি বলেছেন:
খুব সুন্দর !
কতোবার কথাটা আমি ব্যবহার করলে পড়তে আরাম লাগতো না নিশ্চয়ই. আপনি বেশ উপস্থাপন করলেন ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১১
কথাকথিকেথিকথন বলেছেন: লাগতো । কারণ আপনি শৈল্পিক লেখিয়ে । আপনিও নিশ্চয় সেখানেই ব্যবহার করতেন যেখানে প্রয়োজন । 'কতবার' নিয়ে ভাবতে হয়েছে । এখন একটু শান্তি পেলাম যখন বললেন কতবার ব্যবহারটা ঠিক হয়েছে !!
(কবিতা কিন্তু আরো বড় ছিলো, শেষের অংশ কেটে রেখে দিয়েছি !! হঠাৎ মনে হলো কেন নিজেই সমাপ্তি টেনে দেবো !!! হু হু )
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০২
বিজন রয় বলেছেন: আপনার মনস্তাত্ত্বিক ঠিকানায় যাওয়ার চেষ্টা করছি।
সময় লাগবে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: ওকে । কোন সমস্যা নেই ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪
অগ্নি সারথি বলেছেন: চমৎকার।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩
হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১
উল্টা দূরবীন বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগলো।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪
চুঙ্গিওলা বলেছেন: ভালা না লাইগা উপায় নাই। +++
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল । বেশ ভাল
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৬
সমূদ্র সফেন বলেছেন: কবিত পড়লাম কিন্তু কতবার ভেবেছি
..........কতবার ! আরেকবার পড়বো ,পারলাম না ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩১
কথাকথিকেথিকথন বলেছেন: কোন সমস্যা নেই !!!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৭
বিজন রয় বলেছেন: পুরা কবিতায় একটি শব্দ পছন্দ হয় নাই...... ট্রাংক।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
কথাকথিকেথিকথন বলেছেন: হুম বুঝলাম । লেখার সময় অবশ্য আমার তেমন অপছন্দও হয় নি, কিছুটা পুরনো ভাব আছে বৈকি, স্মৃতির দরজার জন্য ভালো !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৯
গুলশান কিবরীয়া বলেছেন: বাহ ! দারুণ সুন্দর অনুভূতি !! আপনার উপমাগুলো এতোটাই অসাধারণ যে কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দেয় আমাকে , ভাবতে শেখায় অনেক কিছু । অনেক ভালো লাগা রইল ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
১৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:
প্রতিটা লাইনে মুগ্ধতা।
লাইক!
০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২১
সাহসী সন্তান বলেছেন: কবিতাটা যেন গ্রাম্য আর সাধু ভাষা মিলিয়েই লিখেছেন বলে মনে হচ্ছে? আমার এলাকায় সরু রাস্তাকে ভেড়ি বলা হয়, আবার নদীর উচু উচু বাধকেও ভেড়ি বলা হয়! আপনার কবিতার মধ্যে সেই ভেড়ির অস্বিত্ত দেখে বেশ অবাকই হলাম!
তবে কবিতা সত্যিই অনেক চমৎকার হয়েছে! যদিও ভাষাটা একটু কঠিন (সুধরাবেন বলে তো মনে হয় না?), তবে পড়তে খুব ভাল্লাগছে!
শুভ কামনা জানবেন!
০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন: হুম, কবিতায় শব্দ ব্যবহারের ক্ষেত্রে প্রতিবারই নতুন শব্দ খুঁজি । তাই হয়তো পুরনোগুলোও চলে আসে !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
আপনার জন্যও রইলো শুভ কামনা ।
২১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দখল নেবো মেঘেদের ঝুল বারান্দায় এক কাপ কফির ধোঁয়া উঠার গল্প শুনতে !
চমৎকার। +
০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৪১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৩
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
কতবার ভেবেছি
...........কতবার ! এমন কবিতায় কি মন্তব্য করবো ! আঁটুনিবদ্ধ করবো কি শব্দে সাজিয়ে ! ভেবেছি কতবার !
শব্দগুলো কেবল হারিয়ে যায় কোন সমুদ্র গহীনে ..................
০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৩| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:২১
জেন রসি বলেছেন: ভেবেছেন বলেই কবিতার জন্ম হয়েছে। করে ফেলতে অন্য কিছু হয়ে যেত।
বরাবরের মতই অর্থবহ এবং সুন্দর।
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা ! ভেবে থাকি যা তা তো করা হয় না তবু ভেবে যাই যদি কখনো হয় !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৪| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:২৩
প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ
০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:২০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৫| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:২০
তাসলিমা আক্তার বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:০২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৬| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৪৭
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো । +
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ২:২৪
ভ্রমরের ডানা বলেছেন: কোন ভাবনা ছাড়াই প্লাস! এমন সুন্দর সাবলীল প্রাণবন্ত কবিতা কবে পাঠ করেছি মনে নেই!
সত্যিই অসাধারণ!
০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১১:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৮| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতার বিন্যাসটা খুব ভাল লাগছে।
০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৯| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩০
খায়রুল আহসান বলেছেন: পুরো কবিতাটাই কোট করার মত, কেবলমাত্র কোন বিচ্ছিন্ন পংক্তি বা পংক্তিমালা নয়।
ট্রাংকে কে 'তোরঙ্গে' করতে পারেন।
কবিতা ভালো লেগেছে। ++
২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন: ট্রাংক মানে যেখানে আমরা গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখি । তাই ট্রাংক ব্যবহার করেছি ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!!