নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

কে সেই নারী...

০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৬



কোন এক ক্ষণে মুঠিবদ্ধ কোমল দুটি হাত আলো দেখে কেঁদে ওঠে
আধখোলা মায়াবী চোখে তাকিয়ে থাকে, মিটিমিটি চলে হৃদপিণ্ডের স্পন্দন
পৃথিবীতে এসেছে এক নিষ্পাপ হাজারো ভাগ্য তারা পিঠে বেঁধে
গুটিগুটি পায়ে দ্রুত বেড়ে উঠে চামড়ায় আবৃত দেহ রেখা
ছুটে চলে আঁকাবাঁকা পথ নির্দ্বিধায় সময়কে পেছনে ফেলে ।

সময়ের আগে ছুটে চলা এ যেন বিধাতা থেকে পাওয়া পরম দায়িত্ব
সকল অসামঞ্জস্যতা বুঝে ফেলার এক অকৃত্রিম ক্ষমতা এঁকে দেয় তার সকল লোমকূপে
অতি যত্নে বুঝিয়ে দেয় তাকে তৃষিত পথের তাবৎ সংকীর্ণতা
পথের বাঁকে বাঁকে নেবে কেড়ে তার ভাগ্য তারার ঝুলি
তাই সোপর্দ করে দাও সময়ের হাতে ত্যাগের অকৃত্রিম নিঃশ্বাস
অতঃপর সে এমন এক শিক্ষায় দীক্ষিত হয়- কেউ আমার নয়, আমিই সবার !

একদিন স্মৃতির সকল বন্ধন কান্নায় ভাসিয়ে সে পাড়ি জমায় অজানায়
সেথায় নাকি অরণ্য গড়তে হবে, সূতোয় সূতোয় বুনতে হবে নতুন মায়ার জাল
ছিঁড়তে দেয়া যাবে না, যদিও হয় দিতে নিজস্ব সকল জলাঞ্জলি
এক অদ্ভুত ভোর শুরু হয়,
সিন্দুকহীন এক অদৃশ্য চাবির গোছা আঁচলে বেঁধে যাত্রায় হয় সুর বদল
সকল হাসি মুখের অগোচরে মিলিয়ে থাকে এক মলিন খসখসে চামড়ার ঠোঁট
বুকে ঝুলিয়ে রাখা স্বপ্নগুলোর এক একটা কাটা পড়ে অন্যের রাজ্য সাজানোতে
সে তখন অদ্ভুত এক হাসিতে ফেটে পড়ে- এ আমার জয়, এ আমার জয়।

মসলার কালিমাখা ঘ্রাণ নিয়ে দাঁড়িয়ে থাকে প্রত্যহ এক দেবী
ধৈয্যের বিশাল পর্বত নিয়ে মুখজুড়ে থাকে শীতল কোমল হাসি
সময় অসময়ে ছুটে চলা ঘড়ির কাঁটার ইতিহাস সে জানে না
আঙ্গুলের ভাঁজে ভাঁজে মেলে রাখে হিসেবহীন যত্নের রঙিন খাতা
রাতের আকাশে তাকিয়ে সে খুঁজে বেড়ায় তার নিজস্ব আকাশ
চোখের জলে আপ্লুত হয় সে, তার নক্ষত্র তারা সকল এখন স্বপ্নের রাজ্যে
সে ভাবে তাদের স্বপ্নে কী আমি আছি ? সে খুশি হয় এই ভেবে- অবশ্যই আছি !

নারীকে যদি না পারো দিতে সন্মান
তোমার আধা শরীর নিয়ে কীসের এতো জয়গান ?
তাঁদের যদি দিতে না পারো স্বপ্ন পূরণের আশ্বাস
কীভাবে করো নিজেতে তুমি বিশ্বাস ?
কখনো কী করে দেখেছো তাঁদের তরে কিছু নিঃশ্বাস সমর্পণ !
তবে তো তুমি খুঁজে পাবে তাঁদের কোথায় হয়েছে অস্তিত্বের বিসর্জন ।
বিধাতা করেছে যাদের এতো মহান
অথচ তুমি করছো তাদের নিত্যি হয়রান ।

নারী তো নয় শুধু নারী,
যেখানে যত্নের সমুদ্রে লুকিয়ে আছে ভালোবাসার এক অকৃত্রিম বন্ধন
হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা চক্ষু দিয়ে যদি দেখো একবার তাকিয়ে
নিশ্চিত তুমি হারিয়ে যাবে সুবিশাল মমতার এক বিদগ্ধ আঁচলের ইতিহাসে।


(কবিতায় ব্যবহৃত 'তুমি' শব্দটি দিয়ে নারী এবং পুরুষ উভয়কে ইঙ্গিত করা হয়েছে ।)

ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৬৮ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৫

কল্লোল পথিক বলেছেন:





অসাধারন কবিতা।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৩

রুদ্র জাহেদ বলেছেন:
নারী তো নয় শুধু নারী,
যেখানে যত্নের সমুদ্রে লুকিয়ে আছে ভালোবাসার এক অকৃত্তিম বন্ধন
হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা চক্ষু দিয়ে যদি দেখো একবার তাকিয়ে
নিশ্চিত তুমি হারিয়ে যাবে সুবিশাল মমতার এক বিদগ্ধ আঁচলের ইতিহাসে।

অসাধারন সুন্দর কবিতা।জগতের সব মানুষ নির্মল আনন্দের সাথে জীবন অতিবাহিত করুক...
+++

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৩| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৬

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৮

কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৪| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১০

সুমন কর বলেছেন: এখন পর্যন্ত নারী দিবসের যতগুলো পোস্ট দেখলাম এবং পড়লাম তারমধ্যে এটি উত্তম।

গ্রেট। +।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক বড় কথা বলে ফেলেছেন । আদপে অনেক পেঁছনেই বৈকি !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৫| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩১

জুন বলেছেন: নারীকে যদি না পারো দিতে সন্মান
তোমার আধা শরীর নিয়ে কীসের এতো জয়গান ?
তাঁদের যদি দিতে না পারো স্বপ্ন পূরণের আশ্বাস
কীভাবে করো নিজেতে তুমি বিশ্বাস ?

একদম সত্যি কথাকেথি একদম ঠিক কথা। অনেক ভালোলাগা কবিতায়।
+

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৬| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩২

বিজন রয় বলেছেন: নারী কে তা বলা কঠিন।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: ভাবতে হবে তা নিয়ে !!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৭| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪০

আমিই মিসির আলী বলেছেন:
নারী তো নয় শুধু নারী,
যেখানে যত্নের সমুদ্রে লুকিয়ে আছে ভালোবাসার এক অকৃত্তিম বন্ধন
হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা চক্ষু দিয়ে যদি দেখো একবার তাকিয়ে
নিশ্চিত তুমি হারিয়ে যাবে সুবিশাল মমতার এক বিদগ্ধ আঁচলের ইতিহাসে
++

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৮| ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নারী দিবসের অন্যতম সেরা পোস্ট।
ধন্যবাদ কথাকথিকেথিকথন।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: মন্তব্য কথন অনেক বড় মাপের ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৯| ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

ধূলো জমা চিঠি বলেছেন: নারীকে যদি না পারো দিতে সন্মান
তোমার আধা শরীর নিয়ে কীসের এতো জয়গান ?
তাঁদের যদি দিতে না পারো স্বপ্ন পূরণের আশ্বাস
কীভাবে করো নিজেতে তুমি বিশ্বাস ?
কখনো কী করে দেখেছো তাঁদের তরে কিছু নিঃশ্বাস সমর্পণ !
তবে তো তুমি খুঁজে পাবে তাঁদের কোথায় হয়েছে অস্তিত্বের বিসর্জন ।
বিধাতা করেছে যাদের এতো মহান
অথচ তুমি করছো তাদের নিত্যি হয়রান ।


অনেক ভালো লাগা সাথে জয় হোক প্রতিটি অক্ষরের ++++++++++++

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধূলো যাতে না জমে চিঠিতে । বারংবার পড়ুন !!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১০| ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

সাহসী সন্তান বলেছেন: নারী দিবসের পোস্ট পড়তে পড়তে পুরুষরা যে টায়ার্ড হয়ে যাচ্ছে, সেইটা তো কেউ ভেবে দেখছে না দেখছি! নারী দিবস নিয়ে রচিত কবিতার মধ্যে আপনারটা বেস্ট হইছে! এমনিতেই কঠিন শব্দের বুনন তার উপরে এত্ত বড়, পড়তে এবং বুঝতে গিয়ে সত্যিই ঘাম ছুটে যাওয়ার অবস্থা.....!!

তবে কবিতা সত্যিই অনেক চমৎকার হয়েছে! খুব খুব খুব ভাল্লাগছে!
শুভ কামনা কথাকথি!

অপটপিকে আপনি 'তুমি' শব্দটার কেন বিশ্লেষণ করেছেন সেইটা মনে হয় আমি ধরতে পেরেছি...... ;)
"লুকোচুরি লুকোচুরি গল্প......."

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন: অপ টপিকের বিষয়ে আপনি ভুল ভেবেছেন এবং এমন ভাবনার কোন অস্তিত্ব নেই । 'তুমি' বৃহৎ অর্থে ব্যবহার করেছি । বি সিরিয়াস জনাব সাহসী সন্তান ! 'তুমি' দেখছি দিন দিন একটা বিতর্কিত শব্দ হয়ে যাচ্ছে !!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

আপনার জন্যও শুভ কামনা রইলো । :)

১১| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৫

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১২| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৫

সাহসী সন্তান বলেছেন: সত্যিই সিরিয়াস? তুমি কিন্তু আমিও বৃহৎ হিসাবেই দেখেছি! আফটার অল আপনার কবিতা বলেই মজা করেছি- 'ডোন্ট বি সিরিয়াস, দ্যাট'স নরমাল ম্যাটার!'

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: আমিও তো সেটাই করেছি !! ডোন্ট বি সিরিয়াস, বি সিরিয়াস, সিরিয়াস নট এট অল !! হা হা

১৩| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৮

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল , ধন্যবাদ ।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৪| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫২

সকাল রয় বলেছেন: আমার কাছে কবিতাটি বেশ ভালো লেগেছে

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৫| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৪

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



নারী দিবসে নারী বন্দনার কবিতা ।

কে সেই নারী... ?
সে যে আমারি
কন্যা - জায়া - জননী ।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: কিছুটা চেষ্টা আর কী ।

সে যে আমারি
কন্যা - জায়া - জননী ।- তাই যেন পেয়ে রয় উপযুক্ত শ্রদ্ধা ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৬| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১:০৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "বুকে ঝুলিয়ে রাখা স্বপ্নগুলোর এক একটা কাটা পড়ে অন্যের রাজ্য সাজানোতে
সে তখন অদ্ভুত এক হাসিতে ফেটে পড়ে- এ আমার জয়, এ আমার জয়। "


"মসলার কালিমাখা ঘ্রাণ নিয়ে দাঁড়িয়ে থাকে প্রত্যহ এক দেবী
ধৈয্যের বিশাল পর্বত নিয়ে মুখজুড়ে থাকে শীতল কোমল হাসি
সময় অসময়ে ছুটে চলা ঘড়ির কাঁটার ইতিহাস সে জানে না
আঙ্গুলের ভাঁজে ভাঁজে মেলে রাখে হিসেবহীন যত্নের রঙিন খাতা "


অদ্ভুত সুন্দর করে "নারী"কে ফুটিয়ে তুলেছেন কবিতায়।
অনেক ধন্যবাদ কবি।

০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: মনযোগী পাঠে এবং বিস্তারিত মন্তব্যে ভাল লেগেছে ।

আপনাকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৭| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৩:১২

মানসী বলেছেন: সকলেই দেখি আমার মনের কথাগুলো আমার আগেই আপনাকে বলে দিয়েছে।

সত্যিই খুব ভালো লেগেছে।

০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: যাক তাহলে আপনাকেও আর নতুন করে বলতে হলো না !!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৮| ০৯ ই মার্চ, ২০১৬ ভোর ৪:১৫

কালনী নদী বলেছেন: বিনম্র সম্মান জানাই বিশ্বের সকল নারী কে।
আরো কৃতঙ্গতা জানাই সুন্দর করে নারীকে পরিচয় করিয়ে দেবার জন্য।
আসলে সবকিছুই ধোয়াসা রাজনীতি আর গনতন্ত্রের মন্ত্রে আমাদের নিজেদের মধ্যেকার প্রকৃত বোঝাপড়াটাই আজ দায় হয়ে ঠেকছে।

০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যা সেই দায়কে এড়ানোর দায়িত্বও আমাদের । আমরা ছাড়া তো সমাজে আর কেউ নেই ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৯| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫১

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোলাগা!:)

০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২০| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০২

তাসলিমা আক্তার বলেছেন: আহা, এভাবে যদি সবাই ভাবতো! নারীর অনেক কান্নাকে তুলে এনেছেন। শুভেচ্ছা।

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:০০

কথাকথিকেথিকথন বলেছেন: আশাকরি সকলের বোধোদয় হবে ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২১| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৭

এস কাজী বলেছেন: সাহসী সন্তান বলেছেন: নারী দিবসের পোস্ট পড়তে পড়তে পুরুষরা যে টায়ার্ড হয়ে যাচ্ছে, সেইটা তো কেউ ভেবে দেখছে না দেখছি! নারী দিবস নিয়ে রচিত কবিতার মধ্যে আপনারটা বেস্ট হইছে! এমনিতেই কঠিন শব্দের বুনন তার উপরে এত্ত বড়, পড়তে এবং বুঝতে গিয়ে সত্যিই ঘাম ছুটে যাওয়ার অবস্থা.....!!

তবে কবিতা সত্যিই অনেক চমৎকার হয়েছে! খুব খুব খুব ভাল্লাগছে!
শুভ কামনা কথাকথি!

অপটপিকে আপনি 'তুমি' শব্দটার কেন বিশ্লেষণ করেছেন সেইটা মনে হয় আমি ধরতে পেরেছি...... ;)
"লুকোচুরি লুকোচুরি গল্প.......


হাহাহা সাহসী মামা ঠিক বলেছেন।

তবে আপনার কবিতা সবসময় সুন্দর। খালি আপনের নামটা পড়তে একটু কষ্ট হয় এই আর কি :(

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:১০

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । নাম পড়তে কষ্ট হয় ! তাহলে নাম পড়ার দরকার নেই লেখা পড়লেই চলবে ! হা হা

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২২| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৮

হাসান মাহবুব বলেছেন: অনেক সুন্দর হইছে।

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:২০

কথাকথিকেথিকথন বলেছেন: জেনে অনেক ভাল লাগলো ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৩| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগল , ধন্যবাদ ।

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৪| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: nice one

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৫| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


নারী তো নয় শুধু নারী,
যেখানে যত্নের সমুদ্রে লুকিয়ে আছে ভালোবাসার এক অকৃত্তিম বন্ধন
হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা চক্ষু দিয়ে যদি দেখো একবার তাকিয়ে
নিশ্চিত তুমি হারিয়ে যাবে সুবিশাল মমতার এক বিদগ্ধ আঁচলের ইতিহাসে।



ভালো লাগলো।

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৬| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:০২

তার আর পর নেই… বলেছেন: ভালো লেগেছে কথার ঘূর্ণায়মান চক্র :)

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:২২

কথাকথিকেথিকথন বলেছেন: হুম কথার ঘূর্ণায়মান চক্র !!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৭| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:২২

উল্টা দূরবীন বলেছেন: খুব ভালো লাগলো।

১১ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। :)

২৮| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১২

জেন রসি বলেছেন: শাশ্বত চিত্র! ভালো লেগেছে। :)

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। :)

২৯| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫০

বিজন রয় বলেছেন: কোথায় আপনি?

২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: এই তো আছি ।

খবর নেয়ার জন্য অনেক ভাললাগা । :)

৩০| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৫

আরজু নাসরিন পনি বলেছেন:

কেউ আমার নয়, আমিই সবার

অসাধারণ !
প্রিয়তে রাখলাম ।

আপনাকে সম্প্রতি দেখছিনা ব্লগে...হয়তো ব্যস্ত অাছেন।
অথবা আর কিছু...তবে শুভকামনা রইল।

২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ । আপাতত ভাল আছি । একটু ছুটিতে ছিলাম ।

খবর নিয়েছেন দেখে খুব ভাল লাগলো ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৮

খায়রুল আহসান বলেছেন: ছুটে চলে আঁকাবাঁকা পথ নির্দ্বিধায় সময়কে পেছনে ফেলে - নারীর এ ছুটে চলা সার্থক হয় স্বামী ও সন্তানের সাফল্যে, নিজের কোন কিছুতে যেন নয়!
অতঃপর সে এমন এক শিক্ষায় দীক্ষিত হয়- কেউ আমার নয়, আমিই সবার -- এটাই হয়ে থাকে নারীর দিন শেষের শিক্ষা ও উপলব্ধি।
সে তখন অদ্ভুত এক হাসিতে ফেটে পড়ে- এ আমার জয়, এ আমার জয় - সঠিক পর্যবেক্ষণ।
নারীকে যদি না পারো দিতে সন্মান
তোমার আধা শরীর নিয়ে কীসের এতো জয়গান?
তাঁদের যদি দিতে না পারো স্বপ্ন পূরণের আশ্বাস
কীভাবে করো নিজেতে তুমি বিশ্বাস?
- চমৎকার!
নিশ্চিত তুমি হারিয়ে যাবে সুবিশাল মমতার এক বিদগ্ধ আঁচলের ইতিহাসে - হারিয়ে গিয়েই তো আমার কোন এক সুষ্মিতার হাসিমুখ ছবি দেখে কবিতাটাকে খুঁজে পেয়েছিলাম!

০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার বিশ্লেষণাত্বক ভাল লাগলো বেশ ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

শুভ কামনা ।


(বানানভুলগুলো এখানে একটু বলে দিলে উপকার হতো । তবে আপনার ইচ্ছে আপনার ওই পোস্টেও দিতে পারেন ।)

৩২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৪

খায়রুল আহসান বলেছেন: অসামজ্জস্যতা < অসামঞ্জস্যতা
অকৃত্তিম < অকৃত্রিম (মোট তিনবার)
তৃষ্ণিত < তৃষিত
সপর্দ < সোপর্দ

০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: ঠিক করে নিয়েছি । অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । এমন পাঠক পাওয়া সৌভাগ্যের ।

৩৩| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

শায়মা বলেছেন: নারী নিয়ে আমার লেখা

০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন:




হ্যা, পড়েছি । বেশ সমৃদ্ধশালী লেখা ছিলো ।

৩৪| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ !!! :)

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৮

কথাকথিকেথিকথন বলেছেন:





আপনাকে ওয়েলকাম ।

ভাল থাকুন ।

শুভ কামনা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.