নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

এ সেই দেশ...

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৪



দেখো এই কন্ঠস্বর খুলে-
সেখানে দুমড়ে মুছড়ে আছে হাজার বুলেট
তাই বুলেট রেখেছি নিজের নাম !

খুলে দেখো এই নাড়িভুঁড়ি-
সেখানে ঘর বেঁধে আছে বিস্ফুরিত শত গ্রেনেড
তখন মনে হয় আমি বুলেট নই, আমি গ্রেনেড !

খুলে দেখো মাথার এই খুলিটা-
সেখানে মগজ পুরে আছে ছিন্ন বিচ্ছিন্ন নিস্তব্ধ দেহ
তখন মনে হয়,
নই তো আমি বুলেট নই তো আমি গ্রেনেড,
ভালোবাসি ভাবতে নিজেকে ধর্ষিতা !

এই দেখো,
শরীরের প্রতিটি লোমকূপ বেঁচে আছে বিষাক্ত বারুদে
চেয়ে দেখো আমার চোখে,
কবে থেকে আমি আর কাঁদি না তা ভুলে গেছি
দৃষ্টির গহীনের প্রিয় নদীটা হয়ে আছে দীর্ঘ চৌচির।

কেনো জানো?
ওরা যে রক্ত পিপাসায় এক ফোঁটাও অবশিষ্ট রাখে নি
সেদিনগুলোতে জল আর রক্ত ঘোষণা করেছিলো একাত্মতা
যে রক্ত গিয়েছিলো শুকিয়ে তা জেগে উঠেছিলো চোখের জলে।

তোমরা একটি কালো রাতের দৃশ্যপটে শিঊরে ওঠো
আর আমি এমন অনেক রাত নিয়ে ঘুমিয়ে আছি নীরবে
তোমরা ইতিহাস বলো একাত্তরের
আর আমি বেঁচে আছি এখনো একাত্তর গিলে
হৃদয়কে ইতিহাস বানিয়ে বিসর্জন দিচ্ছি নিজেকে আজও।

জানো,
কে আমি?
আমি তোমাদের উড়ানো পতাকা,
আমি তোমাদের মাড়িয়ে চলা মৃত্তিকা
আমি তোমাদের অবহেলিত নিঃস্ব দেশমাতৃকা ।


ছবি কৃতজ্ঞতা- নেট ।

অর্ধশত !

মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
নিঃস্ব। সবাই একটুএকটু করে পূরণ করি প্রিয় দেশের সব শূন্যতা।
প্রতিবাদটা অভ্যেস বানাই।

২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: 'পূরণ করি প্রিয় স্বদেশের শূণ্যতা ।'

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

২| ২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩২

বিজন রয় বলেছেন: নিরবতা ভাঙল তবে!!

প্রথম প্লাস।

২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: অন্য কোন কিছু থেকে নিজ ইচ্ছেয় ছুটি না নিতে পারলেও এখান থেকে নেয়া যায় । তাই নিলাম ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

৩| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

৪| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৮

উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো।

২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

৫| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৮

তার আর পর নেই… বলেছেন: একাত্তর আর পয়তাল্লিশ বছর পর, মিলেমিশে একাকার ……+

২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: হুম ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

৬| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৯

আরজু পনি বলেছেন:
আমি তোমাদের অবহেলিত নিঃস্ব দেশমাতৃকা । :|

বুলেটকে বারুদের শুভেচ্ছা।

পোস্ট করেছি: ৫০টি !:#P
মন্তব্য করেছি: ২৯৩৬টি
মন্তব্য পেয়েছি: ২১৮৫টি
ব্লগ লিখেছি: ৬ মাস ২ সপ্তাহ
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ৫৭ জন

অর্ধশততম পোস্টের শুভেচ্ছা রইল।

২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । বুলেটকে বারুদের শুভেচ্ছা !

আপনি তো দেখি পয়েন্টে আঘাত হেনেছেন । তবে কিন্তু অর্ধবছরও বটে !! (অর্ধবছর = অর্ধশত) তার মানে, (পুরোবছর = শততম) !!! তা কী হবে সম্ভব কে জানে...

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

৭| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৫

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

৮| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৬

শায়মা বলেছেন: দেশের কবিতা।

অনেক ভালো লাগলো ।

৩০ শে মার্চ, ২০১৬ রাত ২:২২

কথাকথিকেথিকথন বলেছেন: হুম দেশের কবিতা ।

আপনার ভাল লাগলো তাই আমারো ভাল লাগলো !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

৯| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৭

জ্যোস্নার ফুল বলেছেন: এই বিষয় নিয়ে সব কবিতাই ভালো লাগে :)

হেহে একটা টাইপো আছে, খালি আমরটা ধরে সবাই আমিও ধরলুম :P

হাপ্পেঞ্চুরিতে কংগ্রেটজ ।

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । বানান ভুল ধরার জন্য আপনি সবসময় সাদরে আমন্ত্রিত।

কিন্তু ধরলেন কই ! বললেন না যে !! ঠিক করে দিতাম ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

১০| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৫

জ্যোস্নার ফুল বলেছেন: সেখানে ঘর বেঁধে আছে বিষ্পরিত শত গ্রেনেড ;)

৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

১১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:



দারুণ।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

১২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:৫৮

গেম চেঞ্জার বলেছেন: শহীদের আত্মত্যাগে এই দেশ! বিনম্র শ্রদ্ধা!

(অনেক দিন পরে লিখলেন)

০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: বিনম্র শ্রদ্ধা।

(নাগরিক জীবন থেকে ছুটিতে ছিলাম। তাই লেখা হয়ে উঠে নি। )

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

১৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: "রক্তাক্ত বাংলা" নামের একটা মুক্তিযুদ্ধভিত্তিক ছবি দেখেছিলাম । ছবিতে নায়িকা ধর্ষিত হয় পাক হানাদার কর্তৃক নিজের ভাইয়ের সামনে । এরপর থেকে মেয়েটা বারবার চেষ্টা করেছে অাত্মহুতি দেওয়ার । ভাইয়ের কারণে পারেনি । মুক্তিযুদ্ধের পরের বছরের ছবি । নির্যাতিতা মেয়েদের সমাজ মেনে নিতে চায়নি । এই ছবিটাতে মেয়েদের বেঁচে থাকতে উৎসাহ দেওয়া হয়েছে শত প্রতিকূলতা সত্ত্বেও । সমাজের এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু বলেছিলেন, "ধর্ষিতা মেয়ের পিতার জায়গায় তোমরা অামার নাম লিখে দাও ।" ধর্ষিতার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি অাজও বদলায়নি । মন্দব্যটা অপ্রাসঙ্গিক হয়ে গেলো বোধহয় ।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: অপ্রাসঙ্গিক নয়, জুতসই । এসবের উদাহরণ এখনো দেখতে হয় । আমরা স্বাধীন হয়েছি সত্য কিন্তু মানুষ হতে পারি নি ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

১৪| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:০১

সুমন কর বলেছেন: অর্ধশত-এর শুভেচ্ছা..... !:#P

কবিতায় ভালো লাগা রইলো।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: শুভেচ্ছায় উষ্ণ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা !

মন্তব্য পেয়ে ভাল লাগলো অনেক ।

১৫| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপসোস হয়। চমৎকার লিখেছন, অনেক ধন্যবাদ।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

১৬| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৭

জুন বলেছেন: তোমরা ইতিহাস বলো একাত্তরের
আর আমি বেঁচে আছি এখনো একাত্তর গিলে
হৃদয়কে ইতিহাস বানিয়ে বিসর্জন দিচ্ছি নিজেকে আজও।
অসাধারন কথাগুলো হৃদয়তন্ত্রীতে ঘা দিয়ে গেল কথাকেথি।।
অনেক ভালোলাগা রইলো
+

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৫

ফরিদ আহমাদ বলেছেন: শেষকথাগুলো কেপে উঠলাম।
শুভ কামনা জানবেন।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

আপনার জন্যও শুভ কামনা রইলো । :)

১৮| ৩১ শে মে, ২০১৬ রাত ৯:৫৮

কালনী নদী বলেছেন: ওরা যে রক্ত পিপাসায় এক ফোঁটাও অবশিষ্ট রাখে নি
সেদিনগুলোতে জল আর রক্ত ঘোষণা করেছিলো একাত্মতা
যে রক্ত গিয়েছিলো শুকিয়ে তা জেগে উঠেছিলো চোখের জলে।[/siসুন্দর++

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.