নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

অমর তৃষ্ণার হৃদয়ে বিষণ্ণ অলিন্দ ।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮



দক্ষ শিল্পীর ন্যায় দূরত্বের বাইরে দাঁড়িয়ে থাকি
এখনো শাদা কাগজে তুলিতে অগনিত স্বপ্ন আঁকি
একদা থেকে এতাবৎ যেন কাটছে অদ্ভুত একাকী
নিরাশ চোখে নেই কোন ক্লান্তি , রয়েছে শুধু ইতিহাস
সব থেকেও কিছু নেই, হৃদয়ের এক অসুস্থ ছলাকলা।

চাওয়া, পাওয়া ও হারিয়ে যাওয়ার হিসেবে নেই তো কোন গরমিল
তবে কেন হৃদয় ভোগে বিষণ্ণ এক আকুতির যন্ত্রণায় !
দূর, বহুদূর কোথাও থেকে শিশের আওয়াজ ভেসে আসে
মনে হয় সেই সুরেও এক টুকরো জীবন আছে, শুধু নেই এখানে।

আঁধারেরও আছে আলো, চিত্রকর্মগুলো জ্বলে উঠে
সেখানে আছে লাল সবুজ, আছো তুমি
সেখানে আছে বলিরেখা, আছে শূন্য পাতা
প্রতিরাতে হারিয়ে যাই গভীর নীল ঘুমে
জেগে শুনি, তুমি এখনো ঘুমাও নি কেন ?
কে! কে!...
নাহ, এ রাজ্যে কেউ নেই- রাজা আমি, প্রজা আমি
জমে আছে এখানে নিজস্ব অগনিত কথা, আবেগ, চিৎকার...

কিছু নিঃশ্বাস ফেলে দেয়ার আশায় দ্বিধাহীন নৈশ অলিন্দে বসে থাকা
গ্রীলের ফুলগুলোয় কেটে যাওয়া আকাশ দেখা,
চন্দ্র দেখা - অমানিশা দেখা - বজ্রপাত দেখা - বৃষ্টি দেখা...
মাঝে মাঝে ইচ্ছে করে, যাই মিশে ওদের সাথে
শুনেছি প্রকৃতি অপরাধ করে না, নিষ্পাপে লাভ করবো বহুরূপ।


ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৭০ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১১

ইমরাজ কবির মুন বলেছেন:
bigoto koyta Lekhar moddhe eta sobceye vaLo hoise.

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: তুলনামূলক মন্তব্য ভাল লাগে অনেক ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯

শায়মা বলেছেন: সুন্দর কাব্য ভাইয়ু!:)

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৬

সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে।

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৬

কালনী নদী বলেছেন: শুনেছি প্রকৃতি অপরাধ করে না, নিষ্পাপে লাভ করবো বহুরূপ।
বাহঃ অসাধারণ! ভাই অনেক ভালো লাগছে।

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩২

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর কবিতা।শুভকামনা রইল কবি

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

আপনার জন্যও শুভ কামনা । :)

৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
চমৎকার।

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৯

নেক্সাস বলেছেন: কথা মানেি চমৎকার কবিতার কথামালা।

সুন্দর

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৭

সাথিয়া বলেছেন: সুন্দর ++++

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৯| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৩

মুসাফির নামা বলেছেন: অসাধারণ।

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: রইলো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১০| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৮

শাহারিয়ার ইমন বলেছেন: মাঝে মাঝে ইচ্ছে করে, যাই মিশে ওদের সাথে
শুনেছি প্রকৃতি অপরাধ করে না, নিষ্পাপে লাভ করবো বহুরূপ

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১১| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১০

উল্টা দূরবীন বলেছেন: খুব সুন্দর হয়েছে।

নিরাশ চোখে নেই কোন ক্লান্তি , রয়েছে শুধু ইতিহাস
সব থেকেও কিছু নেই, হৃদয়ের এক অসুস্থ ছলাকলা।

+

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১২| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৬

রাজসোহান বলেছেন: পড়তে বেশ আরাম লাগছিলো। কবিতায় প্লাস :)

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫১

বিজন রয় বলেছেন: শিরোণাম একটু কেমন যেন লাগল, একটু জোর করে তৈরী করা।

কবিতা অপ্রতিরোধ্য।

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: মানুষের হৃদয়ের তৃষ্ণা কখনো মরে না, তাই তৃষ্ণা অমর । তাই মানুষ হৃদয়কে আজীবন বিষণ্ণ বারান্দায় ফেলে রাখে, পেয়েও না পাওয়ার দুঃখে ভোগে ।

শিরোনামটা দিতে ভাবতে হয়েছে অনেক। তাই হয়তো জোরপূর্বক মনে হচ্ছে ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৫

হাসান মাহবুব বলেছেন: আপনার সিল মারা লেখা না। অন্যরকম। ভালো লাগলো।

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: মাঝে মাঝে সিল থেকে একটু সরে আসি !!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কাব্যখানি।

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৯

প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল কাব্য কথামালা। ধন্যবাদ

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭

ফয়সাল রকি বলেছেন: হাসান মাহবুব বলেছেন: আপনার সিল মারা লেখা না। অন্যরকম। ভালো লাগলো।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: হুম !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪১

জেন রসি বলেছেন: মনের মধ্যে মন!

ভালো লেগেছে।

++

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০১

কথাকথিকেথিকথন বলেছেন: হৃদয়ের অলিন্দে হৃদয় !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৯| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৬

তাসলিমা আক্তার বলেছেন: দূর, বহুদূর কোথাও থেকে শিশের আওয়াজ ভেসে আসে
মনে হয় সেই সুরেও এক টুকরো জীবন আছে, শুধু নেই এখানে।
মমে হল বসে আছি একাকী জলের কাছাকাছি। এক টুকরো বাতাস এসে বলে গেলো স্থবিরতায়ই বেঁচে রও।

কবিতা ভাল লাগল অনেক।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর বলেছেন ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২০| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা, ভালো লেগেছে। তবে তার চেয়েও ভালো লেগেছে কবিতার শিরোনাম সম্বন্ধে ১৩ নং মন্তব্যের উত্তরে যা বলেছেন, তা পড়ে। মুগ্ধ হয়েছি।
কবিতার কয়েকটা ভালো লাগা চরণঃ
নিরাশ চোখে নেই কোন ক্লান্তি , রয়েছে শুধু ইতিহাস -
মাঝে মাঝে ইচ্ছে করে, যাই মিশে ওদের সাথে
শুনেছি প্রকৃতি অপরাধ করে না, নিষ্পাপে লাভ করবো বহুরূপ।
--
শিরোনামে বিষন্ন বানানটা ভুল হয়েছে।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১২

কথাকথিকেথিকথন বলেছেন: আপনি দেখি লেখার সাথে মন্তব্য প্রতিমন্তব্যও বেশ মনযোগ দিয়ে পড়েন । ভাল লেগেছে বিষয়টা ।

'আধুনিক বাংলা অভিধান' অনুসারে 'বিষণ্ণ' শব্দটা সঠিক ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২১| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

ভ্রমরের ডানা বলেছেন: দুর্দান্ত কবিতা!

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২২| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো অনেক।

বিশেষত আঁধারেরও আছে আলো কথাটা ভাবাচ্ছে বেশ এবং ভালো লাগছে ভাবতে।

শুভকামনা অনিঃশেষ কবি।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার বিশেষ অঙ্গে ভাল লাগার প্রকাশটা ভাল লেগেছে ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

আপনার জন্যও রইলো শুভ কামনা । :)

২৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতার সাবলীলতা মুগ্ধ করলো।
ধন্যবাদ।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৭

ফারিহা নোভা বলেছেন: কিছু নিঃশ্বাস ফেলে দেয়ার আশায় দ্বিধাহীন নৈশ অলিন্দে বসে থাকা
গ্রীলের ফুলগুলোয় কেটে যাওয়া আকাশ দেখা,
চন্দ্র দেখা - অমানিশা দেখা - বজ্রপাত দেখা - বৃষ্টি দেখা...
মাঝে মাঝে ইচ্ছে করে, যাই মিশে ওদের সাথে


মুগ্ধতায় সিক্ত হলাম । অনেক অনেক চমৎকার লিখেছেন।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৩

ঈশান আহম্মেদ বলেছেন: পর পর চার বার পড়লাম।অসাধারণ লিখেছেন।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: অনেকবার পড়েছেন দেখি । মুগ্ধ করলো ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১১

নীলপরি বলেছেন: কিছু নিঃশ্বাস ফেলে দেয়ার আশায় দ্বিধাহীন নৈশ অলিন্দে বসে থাকা
গ্রীলের ফুলগুলোয় কেটে যাওয়া আকাশ দেখা,
চন্দ্র দেখা - অমানিশা দেখা - বজ্রপাত দেখা - বৃষ্টি দেখা...
মাঝে মাঝে ইচ্ছে করে, যাই মিশে ওদের সাথে
শুনেছি প্রকৃতি অপরাধ করে না, নিষ্পাপে লাভ করবো বহুরূপ।

খুব ভালো লাগলো । +

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: অামিও প্রকৃতিতে মিশে যেতে চাই । লেখায় ভালো লাগা!

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: মিশে যান পরতে পরতে...

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০০

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



হৃদয়ের বিষণ্ণ অলিন্দে দুঃখের বলিরেখা পড়ছে তো পড়ছেই.....
কেন শিল্পী তার তুলিতে লাল-নীল রঙ তুলে এনে অলিন্দের এই অন্ধকার কোনে কোনে আলোর রেখা এঁকে দেয়না !!!!!!!!!
+

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন: অমর তৃষ্ণার রাজ্যে যত লাল নীল রংয়ের রেখা এঁকে দেয়া হোক না কেন অন্ধকার অলিন্দের কোণে কোণে আলোর দেখা যে মেলে না !!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২

ফরিদ আহমাদ বলেছেন: শিরোনামেই চোখ আঁটকে রইলো।
ভালো লাগলো

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৩০| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

মনিরা সুলতানা বলেছেন: আজকে লেখা বুঝতে মন্তব্য পড়তে হয় নাই
মন ছুয়ে গেল :)

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১২

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । তাহলে তো ভালই হলো !!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৩১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০১

দৃষ্টিসীমানা বলেছেন: মন ছুঁয়ে গেল ।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৩২| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতা একরাশ!

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৩৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৪

জুন বলেছেন: শুনেছি প্রকৃতি অপরাধ করে না,
ঠিকই শুনেছেন কথাকেথি ।
অনেক ভালোলাগা রইলো কবিতায় ।
+

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০

কথাকথিকেথিকথন বলেছেন: তাহলে তো ঠিক আছে ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৩৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৭

আমি তুমি আমরা বলেছেন: বাহ

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৩৫| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৭

শরনার্থী বলেছেন: আপডেটঃ
জার্মান প্রবাসে- 1305
অগ্নি সারথির ব্লগ- 217
ইস্টিশন ব্লগ- 147
প্রবীর বিধানের ব্লগ- 57
ইতুর ব্লগ- 23

অসম ব্যবধান শুরু হয়েছে মোটামুটি। প্রাতিষ্ঠানিক ব্লগের সাথে লড়াই করে যাওয়াটা বেশ দুঃসাধ্য হয়ে উঠছে দিনের পর দিন। আবারো আপনাদের ভোট দেবার অনুরোধ করছি। প্লিজ আপনারা ভোট দিন।

ভোট দিতে যা করতে হবেঃ
প্রথমে https://thebobs.com/bengali/ এই ঠিকানায় যেতে হবে। এরপর আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন। লগইন হয়ে গেলে বাছাই করুন অংশে ক্লিক করুন। ক্লিক করে ইউজার অ্যাওয়ার্ড বাংলা সিলেক্ট করুন। এরপর মনোনীতদের একজনকে বেছে নিন অংশে ক্লিক করে, অগ্নি সারথির ব্লগ সিলেক্ট করুন। এরপর ভোট দিন বাটনে ক্লিক করে কনফার্মেশন পেয়ে গেলেই আপনি সফল ভাবে আমাকে ভোট প্রদান করে ফেলেছেন। এভাবে ২৪ ঘন্টা পরপর মে ২, ২০১৬ পর্যন্ত ভোট দেয়া যাবে।

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ নক করে মনে করিয়ে দেয়ার জন্য । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.