নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

ব্যাখ্যাহীন ডায়রি ।

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১১



আমার কোন ভুল নেই, কারণ আমি মানুষ
আর মানুষ বলেই ভুল আমার অলংকার
তাই বলা যায় তাকে সম্পূর্ণ শুদ্ধ !

তুমি যাকে নির্দ্বিধায় বলো দুঃখ, আমি তাকে বলি হৃদয়
দুঃখের সকল সমীকরণ পাওয়া যায় যে শুধু তার কাছে,
তুমি যাকে সুখ বলো, আমি বলি তাকে দুঃখের প্রকৃত রং
পৃথিবীতে নেই দুঃখ বলে কিছু , সুখ স্বল্পতা আছে বৈকি !

তোমরা যাকে বলো সত্য, তা আদপে মিথ্যের অহংকার
তবে প্রকৃত সত্য হতে পারে,
যদ্যপি বলতে পারো, মানুষ সকল ভুলের ঊর্ধ্বে !
এভাবে অনাদিকাল যাচ্ছে কেটে, কেউ দেখে নি, পারে নি বলতে কেউ !

তোমরা বলছো যাকে প্রেম, আমি বলি তাকে সুস্বাদু এক রঙিন ধূম্র
যার উৎসস্থল শুধু ব্যাখ্যা করা হয় অগ্নি অন্তরিক্ষের আঁড়ালে
যতকাল পারবে তুমি ধারণ করতে ইন্ধন ততকাল মিলবে এই মিষ্টি ধোঁয়া
অন্যথায় তুমি শুধু ছাই উড়তে দেখবে, তোমার চারপাশ জুড়ে !
মানুষ এমন করে প্রেম ধারণ করে চলছে এ যাবতকাল, নির্দ্বিধায়
এই জগতে কখনো কোন শিক্ষক জন্ম নেয় নি, অথবা শিক্ষক বিবর্জিত !

তাই হয়তো মানুষের কোন গাণিতিক ব্যাখ্যা নেই,
নেই জ্যামিতিক, না আছে ভৌগলিক !
কিছুটা আছে মনস্তাত্ত্বিক-
সীমাহীন ব্যাখ্যার ডায়রি যেখানে হচ্ছে অবর্জনীয় বিরান
আরও আছে কিছুটা ঐতিহাসিক-
মানুষ এ অব্দি চলছে এভাবেই,
চলবে অনাদিকাল- ব্যাখ্যার এক ব্যাখ্যাহীন অহেতুক ডায়রি নিয়ে !


ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৫৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৪

নকীব কম্পিউটার বলেছেন: খুব ভালো লাগলো।

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৫

আমিই মিসির আলী বলেছেন:
তাই হয়তো মানুষের কোন গাণিতিক ব্যাখ্যা নেই,
নেই জ্যামিতিক, না আছে ভৌগলিক !
কিছুটা আছে মনস্তাত্ত্বিক-
সীমাহীন ব্যাখ্যার ডায়রি যেখানে হচ্ছে অবর্জনীয় বিরান
আরও আছে কিছুটা ঐতিহাসিক-
মানুষ এ অব্দি চলছে এভাবেই,
চলবে অনাদিকাল- ব্যাখ্যার এক ব্যাখ্যাহীন অহেতুক ডায়রি নিয়ে !

ভালো লাগলো।

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৩| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৭

আরজু পনি বলেছেন:
প্রেম= সুস্বাদু এক রঙিন ধূম্র

যাক প্রেমের দারুণ একটা সংজ্ঞা পেলাম । :D

কবিতায় ভালো লাগা রইল।

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২১

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । তাহলে তো ভালই হলো !!!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৪| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৫

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আসলে বিষয়গুলো আমার কাছে ব্যাখ্যাতীত! যে যেভাবে দেখে সেটাই ঠিক। ভালো হয়েছে!

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যা । ঠিক সেরকমই ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৫| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৭

জুন বলেছেন: আমার কোন ভুল নেই, কারণ আমি মানুষ
আর মানুষ বলেই ভুল আমার অলংকার

ঠিকই বলেছেন একদম আমার মনের কথা । কিন্ত ক্রমাগত যখন আপনি শুনতে থাকবেন আপনার প্রতিটি পদক্ষেপ অমার্জনীয় ভুলে ভরা তখন নিজেকে মানুষ বলে ভাবতেও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি । আপনার কবিতাটি সত্যি মন ছুয়ে গেল কথাকেথিকথিকথন ।
বড্ড দাত ভাঙ্গা নামটি আপনার :)
+

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: ঠিক বলেছেন । ভুলের উপর মানুষের যেমন নিয়ন্ত্রণ নেই ঠিক তেমনি কখনো জানা হয় না ভুল কখন হয়ে যাবে !

হা হা ! বড্ড দাঁত ভাঙ্গা !! দাঁত না ভেঙ্গে যায় যেন সেই দোয়াই রইলো !!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৬| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৪

নীলপরি বলেছেন: আমার কোন ভুল নেই, কারণ আমি মানুষ
আর মানুষ বলেই ভুল আমার অলংকার
তাই বলা যায় তাকে সম্পূর্ণ শুদ্ধ !


খুব সুন্দর ।+

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৭| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৭

ফয়সাল রকি বলেছেন: স্কুলে থাকাকালীন আমরা বলতাম, মানুষ মাত্রই ভুল= Man is mortal.
এটাকে গাণিতিকভাবে ব্যাখ্যা করা যাবে না নিশ্চিত।
পোষ্টে+++

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন: হুম । এর গাণিতিক ব্যাখ্যা নেই, অন্য কোন ব্যাখ্যা আছে বলেও মনে হয় না !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৮| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:



সবটাই মানুষ আর না-মানুষের দ্বৈরথ।

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যা । সবটাই মানুষ আর না-মানুষের দ্বৈরথ। আপনার না-মানুষ সম্পর্কিত একটা গল্প পড়েছিলাম । গল্পটা ভাল ছিলো ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৯| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫২

ইমরাজ কবির মুন বলেছেন:
তোমরা বলছো যাকে প্রেম, আমি বলি তাকে সুস্বাদু এক রঙিন ধূম্র
চমৎকার ||

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১০| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০০

ক্লান্ত রিয়াদ বলেছেন: মানুষের আসলেই কোন ভুল নেই, সবই তার অজ্ঞতা আর অবহেলার ফল,
জাস্ট একটু মানিয়ে নিয়ে শুধরিয়ে দিলেই সে শুদ্ধ।
কবিতা পড়ে ভাল লাগল। শুভকামনা।

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

আপনার জন্যও শুভ কামনা । :)

১১| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৪

হাসান মাহবুব বলেছেন: দারুণ!

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১২| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৬

মুসাফির নামা বলেছেন: তুমি যাকে নির্দ্বিধায় বলো দুঃখ, আমি তাকে বলি হৃদয়
দুঃখের সকল সমীকরণ পাওয়া যায় যে শুধু তার কাছে,
তুমি যাকে সুখ বলো, আমি বলি তাকে দুঃখের প্রকৃত রং
পৃথিবীতে নেই দুঃখ বলে কিছু , সুখ স্বল্পতা আছে বৈকি !


চমৎকার

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৩| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৪

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা!!!!

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৪| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

চমৎকার।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৫| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৬| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৬

রাজসোহান বলেছেন: তোমরা বলছো যাকে প্রেম, আমি বলি তাকে সুস্বাদু এক রঙিন ধূম্র

আমি একবার লিখেছিলাম

তোমরা যাকে প্রেম বলো
আমি তাকে বলি নৈঃশব্দ্য !
তারাগোণা রাতের পিনপতন নীরবতা
জোনাকীর আলোর মত নিঃশব্দে জ্বলে ,
আমার প্রেম আমার ভেতর।

ব্যাপক রোমান্টিক ছিলাম সেইকালে। B-))

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০২

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । একালে কেন নয় ! হৃদয়ে প্রেম সত্ত্বা জাগিয়ে রাখা ভালো !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৭| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



মানুষ যদি তার ভুল বুঝতেই পারতো তবে সে আর ভুল করতোনা ।
"ভুল হয়েছে" এটা গাণিতিক , জ্যামিতিক, ভৌগলিক ভাবে ধরিয়ে দিলেও কিছু মানুষ তার অহংয়ের কাছে মাথা নুঁইয়ে ভুল স্বীকারে মনস্তাত্ত্বিক ভাবেই স্বভাবজ নয় ।
এটাকেই সে অলংকার ভাবে হয়তো । তাই ব্যাখ্যার এক ব্যাখ্যাহীন অহেতুক ডায়রি নিয়ে চলাই উত্তম ।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: হুম, তাই বলতে চেয়েছিলাম । মানুষ স্বভাবজাত নয় । তবে যাদের স্বভাবজাত ধরা হয় তারাও এর বাইরে নয়, তারাও মাঝে মাঝে ভুল করে স্বীকারে অপ্রস্তুত থাকে। কারণ ভুলের সংজ্ঞা ব্যাক্তি বিশেষে ভিন্ন, একজনের কাছে যেটা ভুল মনে হচ্ছে, আর যে ভুলটা করেছে তার কাছে হয়তো সেটা শুদ্ধ মনে হচ্ছে । এখানে স্বার্থের বিষয়ও জড়িত থাকে, স্বার্থের কারণেও অনেকে নিজের ভুল হয়েছে বুঝেও বুঝতে চায় । তাই ভুলটা বিতর্কিতই মনে হয় । এ জন্যই কবিতার প্রথম স্তবকে বলেছি,

'আমার কোন ভুল নেই, কারণ আমি মানুষ
আর মানুষ বলেই ভুল আমার অলংকার
তাই বলা যায় তাকে সম্পূর্ণ শুদ্ধ !'

তাই শেষে বলেছি, ব্যাখ্যার এক ব্যাখ্যাহীন অহেতুক ডায়রি নিয়ে চলার কথা !

সুন্দর মন্তব্যে ভাল লেগেছে অনেক ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৮| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪১

শরনার্থী বলেছেন: আপডেটঃ
জার্মান প্রবাসে- 1305
অগ্নি সারথির ব্লগ- 217
ইস্টিশন ব্লগ- 147
প্রবীর বিধানের ব্লগ- 57
ইতুর ব্লগ- 23

অসম ব্যবধান শুরু হয়েছে মোটামুটি। প্রাতিষ্ঠানিক ব্লগের সাথে লড়াই করে যাওয়াটা বেশ দুঃসাধ্য হয়ে উঠছে দিনের পর দিন। আবারো আপনাদের ভোট দেবার অনুরোধ করছি। প্লিজ আপনারা ভোট দিন।

ভোট দিতে যা করতে হবেঃ
প্রথমে https://thebobs.com/bengali/ এই ঠিকানায় যেতে হবে। এরপর আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন। লগইন হয়ে গেলে বাছাই করুন অংশে ক্লিক করুন। ক্লিক করে ইউজার অ্যাওয়ার্ড বাংলা সিলেক্ট করুন। এরপর মনোনীতদের একজনকে বেছে নিন অংশে ক্লিক করে, অগ্নি সারথির ব্লগ সিলেক্ট করুন। এরপর ভোট দিন বাটনে ক্লিক করে কনফার্মেশন পেয়ে গেলেই আপনি সফল ভাবে আমাকে ভোট প্রদান করে ফেলেছেন। এভাবে ২৪ ঘন্টা পরপর মে ২, ২০১৬ পর্যন্ত ভোট দেয়া যাবে।

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ । বুঝতে পারলাম । ধন্যবাদ নক করার জন্য । :)

১৯| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৮

এহসান সাবির বলেছেন: তুমি যাকে নির্দ্বিধায় বলো দুঃখ, আমি তাকে বলি হৃদয়
দুঃখের সকল সমীকরণ পাওয়া যায় যে শুধু তার কাছে,
তুমি যাকে সুখ বলো, আমি বলি তাকে দুঃখের প্রকৃত রং ........

ওয়াও!!

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২০| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১০

গেম চেঞ্জার বলেছেন: মেটাফোর বাদ দিলে আপত্তি আছে। তবে মেটাফোর ধরে নিয়েই বলছি- দারুণ লেগেছে!

(বেশ কদিন পরে আপনার কবিতা পড়ে আরাম পেলাম।)

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার আরাম লেগেছে জেনে ভাল লাগছে !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২১| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৩

কল্লোল আবেদীন বলেছেন:






খুব ভালো লাগলো।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২২| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১১

আরাফআহনাফ বলেছেন: "তাই হয়তো মানুষের কোন গাণিতিক ব্যাখ্যা নেই,
নেই জ্যামিতিক, না আছে ভৌগলিক !
কিছুটা আছে মনস্তাত্ত্বিক-
সীমাহীন ব্যাখ্যার ডায়রি যেখানে হচ্ছে অবর্জনীয় বিরান
আরও আছে কিছুটা ঐতিহাসিক-
মানুষ এ অব্দি চলছে এভাবেই,
চলবে অনাদিকাল- ব্যাখ্যার এক ব্যাখ্যাহীন অহেতুক ডায়রি নিয়ে ! "

অব্যাখ্যানীয় ব্যাখ্যা।
ধন্যবাদ জানবেন কবিতা আর আপনার জন্য!

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২৩| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৪

তাসলিমা আক্তার বলেছেন: মানুষ হওয়ার অহংবোধ। কবিতায় সত্যটা ফুটে উঠেছে। ব্যাখ্যা বিহীন ডায়রি নিয়েই মানুষ ছুটে চলে অবিরাম। এর শেষ নেই। আদিকাল থেকে চলে আসছে এবং অনন্ত পর্যন্ত বহমান।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১২

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ, এর শেষ নেই ধ্বংস অবধি ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২৪| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩

নেক্সাস বলেছেন: আমার কোন ভুল নেই, কারণ আমি মানুষ
আর মানুষ বলেই ভুল আমার অলংকার
তাই বলা যায় তাকে সম্পূর্ণ শুদ্ধ !

মানুষ্য জীবনের জয় হোক

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: মানুষ্য জীবনের জয় হোক ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২৫| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৯

রিপি বলেছেন:
মানুষের জীবন নিয়ে কঠিন ব্যাখ্যা। ভালো লেগেছে।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০০

কথাকথিকেথিকথন বলেছেন: মানুষ তো কঠিনই বটে !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২৬| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৯

ফারিহা নোভা বলেছেন: পৃথিবীতে নেই দুঃখ বলে কিছু , সুখ স্বল্পতা আছে বৈকি ! এখানে ভাল লাগা সব কিছু ছাপিয়ে গেল।

চমৎকার লিখেছেন ।

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬

খায়রুল আহসান বলেছেন: তুমি যাকে নির্দ্বিধায় বলো দুঃখ, আমি তাকে বলি হৃদয় -- চমৎকার কথা বলেছেন, ভালো লেগেছে।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২৮| ৩১ শে মে, ২০১৬ রাত ৯:৫২

কালনী নদী বলেছেন: তাই হয়তো মানুষের কোন গাণিতিক ব্যাখ্যা নেই,
নেই জ্যামিতিক, না আছে ভৌগলিক !
কিছুটা আছে মনস্তাত্ত্বিক-
সীমাহীন ব্যাখ্যার ডায়রি যেখানে হচ্ছে অবর্জনীয় বিরান
আরও আছে কিছুটা ঐতিহাসিক-
মানুষ এ অব্দি চলছে এভাবেই,
চলবে অনাদিকাল- ব্যাখ্যার এক ব্যাখ্যাহীন অহেতুক ডায়রি নিয়ে !

আসেলই ভাই!

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অশেষ । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.