নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

আয়না স্ফুরণ ।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১



আয়নার সম্মুখে দাঁড়িয়ে পার হয়ে যায় পুরো জীবন
বিপরীত মুখে নিজেতেও বসবাস, চেনা অবয়বগুলো
তবুও যেন অচেনা, হাসি কান্নার রূপে সূক্ষ্ম সংমিশ্রণ
আঁধারের আলতো ছোঁয়ায় মিলিয়ে যায় স্পষ্ট মুখোশ
আলোর অস্তিত্বে ফুটে উঠে দেয়ালে অহংকারের দাগ
অতঃপর ঘোলাটে সন্ধ্যায় হারিয়ে যায় জীবন্ত পৃথিবীটা ।

তিনটে কাঁটার হৃদয় শুধু খোঁজে ফেরে বিশ্বাসের স্বচ্ছ জলগুলো
সেই আয়না দেখায় বৃষ্টি, চোখের আঙিনায় যোগ হয় আরেকটি ভুল
অযাচিত স্বপ্নের প্রলেপে শূন্য দেয়াল আনমনে এঁকে যায় রঙিন ঘুড়ি
ওরা উড়ে দেয়াল বেয়ে নাটাইহীন, স্বপ্নমালিক হৃদয়ের পৃষ্ঠায় জমায় কালো রঙ
সেই আয়না পছন্দ করে সাজতে বহুরূপী,
আলিঙ্গনে অট্ট হাসে ছদ্মবেশী পোকাদের ভালোবাসায়
হৃদয় গড়ার মনকাড়া সাইনবোর্ড টানিয়ে চলে বারংবার হৃদয় কেঁড়ে নেয়ার সফল পুনরাবৃত্তি ।

মৃত্তিকা দাগ টেনে দেয়ার পূর্বে যত্নে রাখা বিহঙ্গ ভাঙ্গা ডানায় উড়ে যায়
নিয়ন্ত্রণহীন আফসোসের হাত আঙুলের ভাজগুলো খুলে দেয় চোখের পাতায়
আয়নায় ফুটে উঠে আঁধারের বাতি, শূন্য বাগান, ভেঙ্গে পড়ার আওয়াজ ।

অপ্রিয় আয়না,
তুমি ধোঁকা বৈ কিছুই নয়
যা তুমি দেখাও তা আমি নই, যাদের তুমি দেখাও ওরাও তারা নয়
অবয়বের বিভ্রান্ত পাপ তুমি দিয়ে যাও জীবনভর
অবশেষে বলে দাও,
দেখো, আঁকড়ে ধরার জীবন তোমার নয়
তুমি শুধু পারো চিৎকার করতে 'আমার... আমার' বলে
অথচ এই ধ্বনির মালিকও তুমি নও
তাই আমি 'আয়না'কে বলতে পারো তুমি- মিথ্যাবাদী
আমি আলোর পরম বন্ধু, আঁধারের নয় যাকে তোমার মৃত্যু বলো
আর যে অবয়বগুলো দেখো, তারা হয়েছে তোমার কতটুকু !
তারাও তো একেকটা তুমি, অথচ তোমার আঁধারে বেমালুম মিলিয়ে যায় স্বার্থপর ।

অপ্রিয় আয়না,
শুনতে চাই না তোমার তাত্ত্বিক কোন ভাষণ
তুমি এখান থেকে যাও চলে, দূর বহুদূরে..
ধোঁকাকে ভালবাসতে পারি নি আমি কখনো
ভালবেসেছি শুধু জীবনকে...

হা.. হা.. বোকা পুতুল !
আমিই তো জীবন, উড়ে যাওয়া সেই বিহঙ্গের শেষ ইশারা !
যাকে ধোঁকা বলছো সে তো তুমি-
তোমার চোখ, তোমার হৃদয়, আপাদমস্তক তুমি !


ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৫৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৪

বিজন রয় বলেছেন: +++++
বিদ্যুৎ নেই।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: এখন বিদ্যুৎ একটু ডিস্টার্ব করছে ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২

প্রামানিক বলেছেন: অপ্রিয় আয়না,
তুমি ধোঁকা বৈ কিছুই নয়
যা তুমি দেখাও তা আমি নই, যাদের তুমি দেখাও ওরাও তারা নয়
অবয়বের বিভ্রান্ত পাপ তুমি দিয়ে যাও জীবনভর


ভাল লাগল। ধন্যবাদ

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৮

কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৩| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪

আলোরিকা বলেছেন: 'অপ্রিয় আয়না,
তুমি ধোঁকা বৈ কিছুই নয়
যা তুমি দেখাও তা আমি নই, যাদের তুমি দেখাও ওরাও তারা নয়
অবয়বের বিভ্রান্ত পাপ তুমি দিয়ে যাও জীবনভর
অবশেষে বলে দাও,
দেখো, আঁকড়ে ধরার জীবন তোমার নয়
তুমি শুধু পারো চিৎকার করতে 'আমার... আমার' বলে
অথচ এই ধ্বনির মালিকও তুমি নও
তাই আমি 'আয়না'কে বলতে পারো তুমি- মিথ্যাবাদী
আমি আলোর পরম বন্ধু, আঁধারের নয় যাকে তোমার মৃত্যু বলো
আর যে অবয়বগুলো দেখো, তারা হয়েছে তোমার কতটুকু !অপ্রিয় আয়না,
তুমি ধোঁকা বৈ কিছুই নয়
যা তুমি দেখাও তা আমি নই, যাদের তুমি দেখাও ওরাও তারা নয়
অবয়বের বিভ্রান্ত পাপ তুমি দিয়ে যাও জীবনভর
অবশেষে বলে দাও,
দেখো, আঁকড়ে ধরার জীবন তোমার নয়
তুমি শুধু পারো চিৎকার করতে 'আমার... আমার' বলে
অথচ এই ধ্বনির মালিকও তুমি নও
তাই আমি 'আয়না'কে বলতে পারো তুমি- মিথ্যাবাদী
আমি আলোর পরম বন্ধু, আঁধারের নয় যাকে তোমার মৃত্যু বলো
আর যে অবয়বগুলো দেখো, তারা হয়েছে তোমার কতটুকু !' -------------------আয়নার স্ফুরণ চমৎকার হয়েছে ! শুভ নববর্ষ :)

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকে নববর্ষের শুভেচ্ছা ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৪| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: দুর্দান্ত- স্পিসলেস :|

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৫| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১১

সুমন কর বলেছেন: অ....সাধারণ ! +

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৬| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: অপ্রিয় আয়না,
তুমি ধোঁকা বৈ কিছুই নয়
যা তুমি দেখাও তা আমি নই, যাদের তুমি দেখাও ওরাও তারা নয়
অবয়বের বিভ্রান্ত পাপ তুমি দিয়ে যাও জীবনভর
অবশেষে বলে দাও,
দেখো, আঁকড়ে ধরার জীবন তোমার নয়
তুমি শুধু পারো চিৎকার করতে 'আমার... আমার' বলে
অথচ এই ধ্বনির মালিকও তুমি নও
তাই আমি 'আয়না'কে বলতে পারো তুমি- মিথ্যাবাদী
আমি আলোর পরম বন্ধু, আঁধারের নয় যাকে তোমার মৃত্যু বলো
আর যে অবয়বগুলো দেখো, তারা হয়েছে তোমার কতটুকু !
তারাও তো একেকটা তুমি, অথচ তোমার আঁধারে বেমালুম মিলিয়ে যায় স্বার্থপর ।" অায়নাকে ফাঁসিতে ঝুলাতে হবে । চরম হয়েছে ।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৭| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫০

মুসাফির নামা বলেছেন: ভাষার জড়তাকে মুক্তি দিতে গিয়েই কবিতা। স্বার্থক

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৮| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৭

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল :)

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৯| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩২

বিজন রয় বলেছেন: মৃত্তিকা দাগ টেনে দেয়ার পূর্বে যত্নে রাখা বিহঙ্গ ভাঙ্গা ডানায় উড়ে যায়
নিয়ন্ত্রণহীন আফসোসের হাত আঙুলের ভাজগুলো খুলে দেয় চোখের পাতায়
আয়নায় ফুটে উঠে আঁধারের বাতি, শূন্য বাগান, ভেঙ্গে পড়ার আওয়াজ ।

এইটুকু অনেক ভাল লেগেছে।

আমি অবাক হই আপনার ভিতরে কত সহস্র শব্দ লুকিয়ে থাকে!!
সত্যিই অবাক হই!

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: জেনে প্রিত হলাম অনেক ।

প্রতিমন্তব্যে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১০| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৩

আরণ্যক রাখাল বলেছেন: এই কবিতাটা বুঝেছি অনেকটা! ইয়াহু ;)
আপনি লিখবেন আর আমি বুঝতে পারবো এটা একটা মিরাকেল! হা হা
খুব ভালো লেগেছে। দারুণ

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা ! মিরাকল ! অতটা কঠিন হয় না বৈকি !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১১| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৭

আরজু পনি বলেছেন:

আয়না-র ব্যাপারটা প্রায়শই মাথায় ঘোরে।
যার উপর বিরক্ত থাকি মনে মনে তাকে আয়নার সামনে দাড়িয়ে নিজের বাজে মানসিকতাকে আয়নায় দেখতে বলি।

আপনার কবিতা পড়তে গিয়ে মাথা আউলা ঝাউলা হয়ে যাচ্ছে।

আমি নাকি কবিদের ব্যাপারে উদাসীন ! এটা কি ঠিক বলুন ?

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: আয়নায় মুখ দেখা রাগের একটা বহিঃপ্রকাশ । আমাদের জন্য ব্যাপারটা খুবই কমন ।

এই কবিতায় তো তেমন আউলা জাউলা কিছু নেই ! তারপরও !!

আমি তো কবি না । কবি হচ্ছে তারা যারা তাদের কবিতা দিয়ে সমাজকে পরিবর্তন করে দেয়, জাতিকে সংগ্রামী করে তুলে, প্রতিবাদী করে, মানব মনের হতাশা দূর করে, আত্মাউপলব্ধি করতে শেখায়, ভাবনায় নতুনত্ব এনে দেয় । এই কবিদের ক্ষেত্রে আপনি উদাসীন নন মোটেও । আমার মতনদের ব্যাপারে উদাসীন হলে কোন সমস্যাই নেই । হা হা

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১২| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৮

বিজন রয় বলেছেন: আরজু পনি বলেছেন: ............আমি নাকি কবিদের ব্যাপারে উদাসীন ! এটা কি ঠিক বলুন ?

ঠিক ঠিক।

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । আমার মতে 'ঠিক নয়' কিন্তু !!

১৩| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




দিন দিন আপনার লেখা জটিল থেকে জটিলতর হচ্ছে । আয়না তো আমাদেরই অধরা রূপ । আয়নায় ধরা যায়না আমাদেরকে কখনও , ফাঁক কিছুটা না কিছুটা থেকেই যায় ।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১২

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ, আয়নায় অধরা ! জীবনের মানুষগুলোও ঠিক আয়নার মতই !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৪| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

রাজু বলেছেন: জটিল হইচে..সুন্দর হইচে..ভালা হইচে....!!

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৫| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

তাসলিমা আক্তার বলেছেন: নিজের সাথেই লুকোচুরি। আটঘাট বেধে দু স্বত্বায় বিরোধ, বলে আমি কার কে কাহার।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: আমি কার কে কাহার ! কেউ কারো নয়, নিজেও নিজের নয় !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল । :)

১৬| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৭

লালপরী বলেছেন: ৮ নম্বর ভালোলাগা আপু :)

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৭| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৯

তৌফিক মাসুদ বলেছেন: দারুন অনুভুতির প্রকাশ। +++++

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৮| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৩

সাহসী সন্তান বলেছেন: কি বলবো......? :((

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: হুম কিছুই বলার নেই । সবকিছু যেন এমনই !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল । :)

১৯| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬

উল্টা দূরবীন বলেছেন: অসাধারণ কবিতা। ভালো লেগেছে।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২০| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬

কালনী নদী বলেছেন: অপ্রিয় আয়না,
শুনতে চাই না তোমার তাত্ত্বিক কোন ভাষণ
তুমি এখান থেকে যাও চলে, দূর বহুদূরে..
ধোঁকাকে ভালবাসতে পারি নি আমি কখনো
ভালবেসেছি শুধু জীবনকে...

আপনার লেখা সংগ্রহে না নিয়ে পারি? অনেক সুন্দর+++

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১২

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । কী যে বলেন ! একটু বেশি বেশি !!!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২১| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩২

নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো ।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২২| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৫

ফয়সাল রকি বলেছেন: হা.. হা.. বোকা পুতুল !
আমিই তো জীবন, উড়ে যাওয়া সেই বিহঙ্গের শেষ ইশারা !
যাকে ধোঁকা বলছো সে তো তুমি-
তোমার চোখ, তোমার হৃদয়, আপাদমস্তক তুমি !

হুম.. আয়নাই কি তাহলে সত্য? পুতুলটা বরাবরই বোকা?

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: না, আয়না মিথ্যায় সত্য , তাই পুতুল বোকা, সে ধোঁয়াশায় থাকে !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল । :)

২৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১২

হাসান মাহবুব বলেছেন: থট প্রোভোকিং। ভালো লাগলো।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ, তেমনি লেখার প্রয়াস ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৭

ফরিদ আহমাদ বলেছেন: কবিতার প্রতিটি শব্দই ভালো লেগেছে।

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ..........আওয়াজ" -এ পর্যন্ত বুঝতে খুব সমস্য হচ্ছে।

এর পর থেকে পড়ে বেশ আরাম পেলাম এবং খুবই ভাল লাগলো।
কিছু টাইপো আছে, ঠিক করে নেবেন।
ভাল থাকবেন।

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: 'আওয়াজ' পর্যন্ত লিখেছি- মানুষ তার জীবনে চাওয়া, পাওয়া, আশা, আকাঙ্ক্ষার যে ধোঁয়াটে গলিতে ঘুরেফেরে এবং অবশেষে হারিয়ে যায় পৃথিবী থেকে সেটার একটা ভাবার্থ বৃত্তান্ত ।

আমার মনে হয় টাইপো নেই । কারণ লেটেস্ট বাংলা অভিধান দেখে বানানগুলো ঠিক করার চেষ্টা করেছি । তারপরও যদি আপনার কাছে কোন বানান আসলেই ভুল বলে মনে হয় তাহলে একটু বলে দেবেন, ঠিক করে নেবো এবং কৃতজ্ঞ থাকবো ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২৬| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৫

কল্লোল পথিক বলেছেন: অসাধারন হয়েছে।
কবিতায়+++++++++++

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২৭| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ, বুঝতে সাহায্য করার জন্য।
"টাইপো" বলতে টাইপিং জনিত বানান ভুলের কথা বলেছি। আমার তো খুব হয়, তাই ইদানীং এদিকটা খেয়াল রাখার চেষ্টা করছি।

উঠে< ওঠে?
খোঁজে < খুঁজে?
বলতে পারো< বলতে পারি?
"তাত্ত্বিক" বানানটা লিখতে আমার ফন্টও চাচ্ছে না।

আমার কাছে এগুলোই মনে হল। তবে কবির সিদ্ধান্তই চূড়ান্ত।
আবারো ধন্যবাদ। 8-|

০১ লা মে, ২০১৬ দুপুর ১:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: সাধারণত বাক্যের শেষে 'উঠে' এর বদলে 'ওঠে' বসে । বাক্যের শেষ টানতে 'ওঠে' বসে ।

'খোঁজে' শব্দটা দিশেহারা হয়ে খোঁজা অর্থে ব্যবহার করেছি । বলা যায় বৃহৎ অর্থ ভাবনায়, সামগ্রিক চিন্তা ভাবনায়।

'বলতে পারো' কথাটা স্বয়ং আয়না 'তুমি' কে বলতে বলেছে । 'তুমি' দ্বিতীয় সত্ত্বা হয়ে প্রথম সত্ত্বা 'আয়না' কে বলবে । যা 'আয়না' নিজ থেকে শিখিয়ে দিচ্ছে । বাক্যটা আবার পড়ার অনুরোধ রইলো- তাই আমি 'আয়না'কে বলতে পারো তুমি- মিথ্যাবাদী । এখানে আয়না শব্দটাকে ফোকাস করা হয়েছে । আয়না তুমিকে বলছে তাকে মিথ্যাবাদী বলতে, মানে আয়নাকে মিথ্যাবাদী বলতে ।

তাত্ত্বিক বানানটা শুদ্ধ ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা লেখাটার এমন টেক কেয়ারে !

ভাল থাকুন অনেক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.