নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

দেহ অর্চিত ।

২৯ শে মে, ২০১৬ রাত ১২:২৮



জীবন্ত এই শরীরে মৃতের গন্ধ
পূর্ণাঙ্গ দৃষ্টির চোখে অজস্র আঁধার
রক্তিম হৃদয়ে আছে জমে জমাট কালো
অদৃশ্য আত্মাকে খুঁজে ছাই এক মুঠো ।

কত আত্মাকে দেখেছি দেহের বাইরে
সময়ের ভাঙ্গাচুরা কার্নিশ ঝুলে থাকতে !
লালের রাজ্যে নীলের আধিপত্য
গ্রহণ করেছে দেহ-সভ্যতা অজুহাতে ।

মৃত হয়েও চেষ্টা আপ্রাণ জীবিত কল্পনায়
রটেছে গুজব শাস্তি দিয়েছে অপূর্ণতা
চিকচিকে রঙের দেয়ালে দাগ খসে পড়ার
আয়নার পেঁছনে পরম সুখে বেঁধেছে বাসা ছারপোকা
ঘরটার বেড়েছে বয়স, আসবাবে পড়ছে ঝরে মৃত্তিকা ।

আবারও হবে সাজানো একটি ঘরের শেষ মৃত্যু
আবার হবে কোথাও কোমলতায় একটি বৃক্ষের প্রথম জন্ম ।


ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৩৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৬ রাত ১২:৩১

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ। এগিয়ে যান কবি। হ্যাপি ব্লগিং

২৯ শে মে, ২০১৬ রাত ১২:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

আপনার জন্য শুভ কামনা । :)

২| ২৯ শে মে, ২০১৬ সকাল ৯:৩৫

হাসান মাহবুব বলেছেন: হেভি মেটাল কবিতা।

২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । একটু খিটখিটে টাইপের লিখা লিখতে ইচ্ছে করছিল তাই লিখলাম !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৩| ২৯ শে মে, ২০১৬ দুপুর ২:৩৩

সুমন কর বলেছেন: আবারও হবে সাজানো একটি ঘরের শেষ মৃত্যু
আবার হবে কোথাও কোমলতায় একটি বৃক্ষের প্রথম জন্ম ।
-- চমৎকার লাগল।

২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৪| ২৯ শে মে, ২০১৬ বিকাল ৩:১৯

জেন রসি বলেছেন: জীবিত এবং মৃত- পরষ্পরের মাঝে মেটাফিজিক্যাল অর্থে পরষ্পরের বৈশিষ্ট্য বিদ্যমান!

লাইনে আছি? :P

২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । লাইনেই আছেন ! হা হা


ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৫| ২৯ শে মে, ২০১৬ বিকাল ৫:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: গভির বোধে জীবন দর্শন!

+++++++++

২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৬| ২৯ শে মে, ২০১৬ বিকাল ৫:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: বড্ড ভয়ংকর মৃত্যুময় চারিপাশ!

২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: হুম, মৃত্যু অনিশ্চিত নিশ্চিত !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৭| ২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

কল্লোল পথিক বলেছেন:




অসাধারন এক কবিতা।
চমৎকার ভাবের প্রকাশ।

২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার ব্যান উঠেছে দেখে ভাল লাগলো ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৮| ২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

অগ্নি সারথি বলেছেন: চমৎকার!

২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৯| ২৯ শে মে, ২০১৬ রাত ৯:৫৮

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

৩০ শে মে, ২০১৬ রাত ৯:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১০| ৩০ শে মে, ২০১৬ রাত ১২:১৪

রিপি বলেছেন: একটু কঠিন লেগেছে। তবে শেষের লাইন গুলোতে ভালোলাগা রইলো।

৩০ শে মে, ২০১৬ রাত ৯:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১১| ৩০ শে মে, ২০১৬ রাত ১:৩৭

মুসাফির নামা বলেছেন: আপনার কবিতাগুলো আমি কম বুঝি। কথাগুলো একটু বেশীই গভীর ।

৩০ শে মে, ২০১৬ রাত ৯:৩২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১২| ৩১ শে মে, ২০১৬ রাত ৯:৪৭

কালনী নদী বলেছেন: মৃত হয়েও চেষ্টা আপ্রাণ জীবিত কল্পনায়
রটেছে গুজব শাস্তি দিয়েছে অপূর্ণতা
চিকচিকে রঙের দেয়ালে দাগ খসে পড়ার
আয়নার পেঁছনে পরম সুখে বেঁধেছে বাসা ছারপোকা
ঘরটার বেড়েছে বয়স, আসবাবে পড়ছে ঝরে মৃত্তিকা ।

অসাধারণ+++

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:২০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৩| ০৮ ই জুন, ২০১৬ সকাল ১১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

০৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৪| ২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২৩

সিগনেচার নসিব বলেছেন: কবিতা পাঠে সন্তুষ্ট হলাম কবি !
অনিঃশ্বেস শ্রদ্ধা ও ভালবাসা নিবেন
ভাল লাগা রেখে গেলাম

২৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

ভাল থাকুন । :)

১৫| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ২:৪৯

কামরুল রোমিও বলেছেন: জন্ম থেকেই মৃত্যুর খোঁজে ।
[ এটাই কারারার চিন্তা ]

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৬| ২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৯

তাওহীদ পলাশ বলেছেন: ভালো লাগলো :)

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

ভাল থাকুন ।

১৭| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৭

অনুকথা বলেছেন: সুন্দর কবিতা, ভাল লাগল

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:২০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

ভাল থাকবেন ।

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

শমীক বন্দ্যোপাধ্যায় বলেছেন: একরাশ মুগ্ধতা

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

ভাল থাকবেন সারাক্ষণ ।

১৯| ১১ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

adil mahbub বলেছেন: বেশ তো..... !:#P

১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

ভালো থাকুন সারাবেলা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.